এপ্রিল ৬, ২০২৪

জাতীয়

ভেড়ামারায় জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা।

বিলেতের আয়না ডেক্স :- ভেড়ামারায় জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে জাসদ ছাত্রলীগ নেতা নাইফ আহমেদ তুষারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর বাজারে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তুষার মোকারিমপুর ইউনিয়ন জাসদ ছাত্রলীগের সহ-সম্পাদকের দায়িত্বে ছিলেন ও গোলাপনগর কদমতলা এলাকার ৪ নম্বর ওয়ার্ড জাসদের সভাপতি রবিউল ইসলামের ছেলে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে গোলাপনগর বাজারে দোকানে বসে চা খাচ্ছিলেন তুষার। এ সময় ১২ থেকে ১৫টি মোটরসাইকেল দোকানের সামনে এসে দাঁড়ায়। প্রায় ৩৫ থেকে ৪০ জনের একদল দুর্বৃত্ত মোটরসাইকেল থেকে নেমে তাকে চায়ের দোকানের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে তুষার দৌড় দিয়ে পালানোর চেষ্টা করলে বাজারের মধ্য প্রকাশ্যে তারা আবারও কোপাতে থাকে। এ সময় স্থানীয়রা ছুটে এলে তাকে রাস্তায় ফেলে রেখে দুর্বৃত্তরা চলে যায়। এতে তুষারের পায়ে, হাতে, বুকে ও মাথাসহ ও শরীরের বিভিন্ন অংশে রামদার আঘাতে মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান বেনজির আহমেদ বেনু বলেন, রাত ৮টার দিকে গোলামনগর বাজারে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তুষার। এ সময় প্রায় ১৫টি মোটরসাইকেলে ৪০ থেকে ৪৫ জনের একদল সন্ত্রাসী এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে চলে যায়। জানতে পেরেছি, তারা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাজাহান আলীর ফকিরাবাদ বাসভবনে ইফতার মাহফিল থেকে এসে হামলা চালিয়ে আবার সেখানেই ফিরে যায়। তিনি আরও বলেন, আসামিদের চিহ্নিত করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনা তীব্র নিন্দা-প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই। এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাজাহান আলীর মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। ওসি জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তিনি আরও বলেন, তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলতে পারবো। এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।

জাতীয়

কলেরার প্রাদুর্ভাবে বৈশ্বিক কর্মসূচি ঘোষণা ডব্লিউএইচও’র।

বিলেতের আয়না ডেক্স :- কলেরার প্রাদুর্ভাবে বৈশ্বিক কর্মসূচি ঘোষণা ডব্লিউএইচও’র। বিশ্বের বিভিন্ন দেশে কলেরার প্রাদুর্ভাব বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের স্বাস্থ্য নিরাপত্তা সংক্রান্ত অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। পানিবাহিত এই প্রাণঘাতী রোগটির প্রাদুর্ভাব ঠেকাতে তাই বড় আকারের টেস্ট কর্মসূচি ঘোষণা করেছে বৈশ্বিক এই সংস্থাটি। ডব্লিউএইচও’র হিসেব অনুযায়ী, ২০২২ সালে বিশ্বজুড়ে কলেরায় আক্রান্ত হয়েছিলেন ৪ লাখ ৭৩ হাজার জন। ২০২৩ সালে সেই সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ— ৭ লাখ। চলতি ২০২৪ সালে এই সংখ্যা আরও বৃদ্ধির আলামত পাওয়া যাচ্ছে। শুক্রবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, গত দু’তিন বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে আমরা কলেরার অনাকাঙিক্ষত ও উদ্বেগজনক প্রাদুর্ভাব লক্ষ্য করছি। এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কলেরার বৈশ্বিক টেস্ট কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির উদ্দেশ্য হলো কলেরা নির্ভুলভাবে শনাক্ত করা এবং নিয়মিত নজরদারি এবং কলেরা টেস্ট বিষয়ক সক্ষমতা বাড়ানো। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিভিন্ন দেশে কলেরা টেস্টের সরঞ্জাম পৌঁছে যাবে। প্রাথমিক ভাবে মালাউই, ইথিওপিয়া, সোমালিয়া, সিরিয়া, জাম্বিয়াসহ মোট ১৪টি দেশে পাঠানো হবে সরঞ্জাম। এ কর্মসূচিতে ডব্লিউএইচও’র অংশীদার হিসেবে রয়েছে আন্তর্জাতিক টিকা সহায়তা সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন (গ্যাভি), জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ এবং কলেরা প্রতিরোধ সংক্রান্ত বৈশ্বিক সংস্থা গ্লোবাল টাস্কফোর্স অন কলেরা কন্ট্রোল।

জাতীয়

বয়কট: ইসরায়েলে নিজেদের সব রেস্তোরাঁ কিনে নিচ্ছে ম্যাকডোনালস।

বিলেতের আয়না ডেক্স :-  বয়কট: ইসরায়েলে নিজেদের সব রেস্তোরাঁ কিনে নিচ্ছে ম্যাকডোনালস। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রখ্যাত ফাস্টফুড চেইনশপ ম্যাকডোনাল্ড’স ইসরায়েলে থাকা তাদের সব রেস্তোরাঁ অ্যালোনিয়াল লিমিটেড থেকে ফের কিনে নিচ্ছে। ৩০ বছর ধরে অ্যালোনিয়ালই ইসরায়েলে ম্যাকডোনাল্ড’সের রেস্তোরাঁগুলো পরিচালনা করে আসছিল। গাজায় গত জানুয়ারিতে ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর সেদেশের সেনাদের বিনামূল্যে খাবার সরবরাহ করে বয়কটের মুখে পড়ে অ্যালোনিয়াল। তাদের সঙ্গে ব্যবসা চালাতে থাকায় খোদ ম্যাকডোনাল্ড’সও এই বয়কটের ঝড় থেকে রেহাই পায়নি। ব্যবসার নিম্নমুখী পতন ঠেকাতে ম্যাকডোনাল্ড’স শেষ পর্যন্ত অ্যালোনিয়ালের সঙ্গে পথচলায় ইতি টানল। শুক্রবার (৫ এপ্রিল) বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালোনিয়ালের কাছ থেকে ২২৫টি রেস্তোরাঁ ফের কিনে নেওয়ার ব্যাপারে তাদের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে ম্যাকডোনাল্ড’স। চেইনশপটি বলেছে, জানুয়ারিতে শুরু হওয়া ‘ইসরায়েল-হামাস যুদ্ধ’ ব্যবসাকে ‘অর্থপূর্ণভাবে প্রভাবিত’ করেছে। সংবাদমাধ্যম বলছে, যুদ্ধবাজ সেনাদের খাবার সরবরাহে অ্যালোনিয়ালের ঘোষণার পর ম্যাকডোনাল্ড’স বয়কটের ডাক পড়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে। এমনকি কুয়েত, মালয়েশিয়া, পাকিস্তানসহ কিছু দেশ ম্যাকডোনাল্ড’সের সঙ্গে দূরত্বের কথা জানিয়ে বিবৃতিও দেয়। কেবল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নয়, মানবাধিকার বিষয়ে সচেতন প্রতিবাদীরা সোচ্চার হওয়ায় বয়কট আন্দোলন ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যেরও বাইরে। ফ্রান্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো দেশগুলোতেও তাদের বেচাবিক্রি কমে যায়। আল জাজিরা বলছে, কেবল ম্যাকডোনাল্ড’স নয়, ইসরায়েলের পক্ষে অবস্থান ও তাদের সঙ্গে আর্থিক সম্পর্কের সন্দেহ থেকে আরেক ফাস্টফুড চেইন স্টারবাকসও বয়কটেরও মুখে পড়েছে। গত ফেব্রুয়ারিতে কোম্পানিটির সিইও লক্ষ্মণ নরসিংহ সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও স্টারবাকসের লেনদেন ও বেচাবিক্রিতে ‘উল্লেখযোগ্য প্রভাব’ দেখা গেছে। আন্দোলনকারীদের একই সন্দেহ থেকে বয়কটের মুখে পড়েছে ফাস্টফুড শপ ডোমিনো’সও।

Scroll to Top