ফেব্রুয়ারি ৮, ২০২৪

জাতীয়

ঘুমধুমে আশ্রয় নেওয়া ১০১ বিজিপি সদস্যকে টেকনাফে স্থানান্তর।

বিলেতর আয়না ডেক্স :- ঘুমধুমে আশ্রয় নেওয়া ১০১ বিজিপি সদস্যকে টেকনাফে স্থানান্তর। বান্দরবানের ঘুমধুমে আশ্রয় নেওয়া ১০১ জন বিজিপি সদস্যকে টেকনাফের হ্নীলায় স্থানান্তরিত করেছে বিজিবি। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সরকারি জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘাত চলছে। সংঘাতে বিদ্রোহীদের সামনে টিকতে না পেরে দেশ ছেড়ে ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নেন ১১৩ জন বিজিপি সদস্য। পরে বিজিবির তত্ত্বাবধানে তাদের তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়। আজ তাদের মধ্য থেকে ১০১ জনকে বিজিবির তত্ত্বাবধানে টেকনাফের হ্নীলায় নিয়ে যাওয়া হয়। বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থানরত ১০১ জন বিজিপি সদস্যকে হ্নীলায় নেওয়া হয়েছে।

জাতীয়

জাতীয় সংসদ গণমাধ্যম বান্ধব, -স্পীকার শিরিন শারমিন চৌধুরী।

বিলেতের আয়না ডেক্স :- জাতীয় সংসদ গণমাধ্যম বান্ধব, -স্পীকার শিরিন শারমিন চৌধুরী। জাতীয় সংসদ গণমাধ্যমবান্ধব মন্তব্য করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সারা বিশ্ব অবাধ তথ্য প্রবাহের সময় অতিক্রম করছে। বাংলাদেশও কোনো অংশে পিছিয়ে নেই। প্রতি মুহূর্তের সংবাদ পরিবেশন, সংবাদ সম্মেলন ও বিভিন্ন প্রশিক্ষণের জন্য মিডিয়া সেন্টার একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ক স্টেশন। আর জাতীয় সংসদ অবশ্যই গণমাধ্যমবান্ধব, সাংবাদিকদের সব ধরনের সুযোগ-সুবিধা সংসদ সচিবালয় থেকে পাওয়া যায় বলে জানান তিনি। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের সংস্কারোত্তর মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘পার্লামেন্ট বিটের সাংবাদিকরা দেশের সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি নিবিড়ভাবে অধ্যয়ন ও পর্যালোচনা করে সংসদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সংবিধানের মূলনীতি ও মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্ণ রেখে জনমত গঠনে গণমাধ্যম একটি কার্যকরী মাধ্যম। স্পিকার বলেন, গণমাধ্যম প্রতিনিধিদের সহযোগিতার জন্য মিডিয়া সেন্টারকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জাতীয় সংসদের চিফ হুইপ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জাতীয় সংসদ জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণের প্রতীক। সংসদীয় গণতন্ত্র সমুন্নত ও গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে মিডিয়ার বহুমাত্রিক ভূমিকা রয়েছে। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ সাইমুম সারওয়ার কমল, হুইপ নজরুল ইসলাম বাবু ও হুইপ মাশরাফি বিন মুর্তজাসহ সাংবাদিক ও সংসদের কর্মকর্তারা।

জাতীয়

আওয়ামীলীগের সংরক্ষিত মহিলা আসন ৪৮ টা, ফরম নিয়েছেন সাড়১৫৪৯ জন।

বিলেতের আয়না ডেক্স :- আওয়ামীলীগের সংরক্ষিত মহিলা আসন ৪৮ টা, ফরম নিয়েছেন সাড়১৫৪৯ জন। দ্বাদশ সংসদে আওয়ামী লীগের টিকিটে সংরক্ষিত নারী এমপি হতে চান ১৫৪৯ জন নারী। তারা গত তিন দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছেন। জাতীয় সংসদের ৫০ সংরক্ষিত আসনের মধ্যে এবার ক্ষমতাসীন দলটির জন্য বরাদ্দ আছে ৪৮টি। প্রত্যাশীদের কাছে প্রতিটি মনোনয়ন ফরম অর্ধলাখ টাকায় বিক্রি করেছে আওয়ামী লীগ। মনোনয়ন বিক্রি বাবদ দলটির আয় মোট ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা। বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে, মঙ্গলবার থেকে ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। যা আজ বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত চলে। শেষদিন দলটি ২১৭টি মনোনয়ন ফরম বিক্রি করে। বিপরীতে আয় করে ১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা। দ্বিতীয় দিন ৫২২টি ফরম বিক্রি করা হয়। এ থেকে মোট আয় হয় ২ কোটি ৬১ লাখ টাকা। প্রথম দিন বিক্রি করেছিল ৮১০টি ফরম। সাড়ে ১৫০০ নারীর মধ্যে চিত্রজগনের বিভিন্ন অঙ্গনের ১৩ তারকা মনোনয়ন ফরম কিনেছেন। তারা হচ্ছেন- অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, তারিন জাহান, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, শিমলা, শাহনূর, তানভীন সুইটি, মেহের আফরোজ শাওন, শমী কায়সার, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, ঊর্মিলা শ্রাবন্তী কর ও শামিমা তুষ্টি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর আগে জানিয়েছেন, নায়িকাদের মধ্যে দুতিন জনকে এমপি করা হবে।

জাতীয়

চাল, তেল, চিনি ও খেজুরের শুল্ক কর কমলো

বিলেতের আয়না-ডেক্স :- তেল, চিনি ও খেজুরের শুল্ক কর কমলো আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুরের ওপর শুল্ক-কর ছাড় দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পণ্যগুলোতে শুল্ক-কর ৫ শতাংশ থেকে সর্বোচ্চ ৪৭ শতাংশ কমানো হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সই করা পৃথক চারটি আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, চাল আমদানির ক্ষেত্রে শুল্ক-কর মিলিয়ে ৪৭.২৫ শতাংশ কমানো হয়েছে। বিদ্যমান শুল্ক-কর ৬২.৫০ শতাংশ থেকে কমিয়ে ১৫.২৫ শতাংশ রাখা হয়েছে। এর মধ্যে সম্পূরক শুল্কই কমানো হয়েছে ২০ শতাংশ। যা বয়েল ও নন-বয়েল চাল আমদানির ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে রেয়াতি হারে চাল আমদানির পূর্বে প্রত্যেক চালানের জন্য খাদ্য মন্ত্রণালয়ের ন্যূনতম যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা থেকে লিখিত অনুমোদন নিতে হবে। আর এই সুবিধা আগামী ১৫ মে পর্যন্ত বলবৎ থাকবে। অন্যদিকে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল ও পাম অয়েলের ওপর প্রযোজ্য কর (ভ্যাট) ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। যা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। চিনির ক্ষেত্রে নির্দিষ্ট হারে শুল্ক দেড় হাজার টাকা থেকে কমিয়ে প্রতি মেট্রিক টনে এক হাজার টাকা নির্দিষ্ট করা হয়েছে। এই সুবিধা ৩১ মার্চ পর্যন্ত কার্যকর রাখা হয়েছে এনবিআরের প্রজ্ঞাপনে। এছাড়া খেজুর আমদানির ক্ষেত্রে শুল্ক-কর ৫৮ শতাংশ থেকে কমিয়ে ৪৩ শতাংশ করা হয়েছে। যার মধ্যে আমদানি শুল্ক ১০ শতাংশ কমানো হয়েছে। এটি আগামী ৩০ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে। গত ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রমজান উপলক্ষ্যে ভোজ্যতেল, চিনি, খেজুর ও চালের ওপর শুল্ক কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, রমজানে যাতে এসব পণ্যের সরবরাহ কম না হয়। এর আগে গত ২২ জানুয়ারি চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুরের ওপর শুল্ককর ছাড় দিতে এনবিআরে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

জাতীয়

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ-ভারত।

বিলেতের আয়না ডেক্স :- সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ-ভারত। নাটকীয়তায় ঠাঁসা হয়ে রইলো ‘অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪’ এর ফাইনাল। টাইব্রেকারেও সমতা থাকায় টসে জিতে যায় ভারত। কিন্তু নিয়মবহির্ভূত হওয়ায় বেঁকে বসে বাংলাদেশ। এই পর্যায়ে টসের ফল বাতিল করলে এবারে বেঁকে বসে ভারত। অবশেষে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। ফাইনালে মাত্র আট মিনিটেই এগিয়ে যায় ভারত৷ গ্রুপ পর্বে স্বাগতিকদের কাছে হারের প্রতিশোধ ফাইনালে প্রায় নিয়েই ফেলেছিল তারা। কিন্তু ৯৩ মিনিটে সাগরিকার গোলে সমতায় ফেরে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এরপর ম্যাচ টাইব্রেকারে গড়ানোর পর সেখানে দুই দলের ১১ জনই গোল করেন। এরপরই টাইব্রেকার না চালিয়ে টস করার সিদ্ধান্ত নেন ম্যাচ অফিসিয়ালরা। আর এতেই বাধে বিপত্তি। ৯০ মিনিটের ম্যাচ ড্র হওয়ায় টাইব্রেকারের ২২ শটে মীমাংসা না আসায় টসের বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাতে জিতে সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের উল্লাসে মাতে ভারত। তবে বাইলজে টস না থাকায় সেটি বাতিল করে আবার টাইব্রেকার করার সিদ্ধান্ত নেন রেফারিরা। কিন্তু ভারত সেই সিদ্ধান্ত না মেনে মাঠ ছেড়ে চলে যায়। লম্বা সময়ের আলাপ-আলোচনা আর অপেক্ষা শেষে টস বিতর্কের ফল বাতিল করে বাংলাদেশ ও ভারতকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

Scroll to Top