ফেব্রুয়ারি ৭, ২০২৪

জাতীয়

বাংলাদেশে মিয়ানমারের বিজেপি ২৬৪ জন সদস্য প্রবেশ করেছে।

বিলেতের আয়না ডেক্স :- বাংলাদেশে মিয়ানমারের বিজেপি ২৬৪ জন সদস্য প্রবেশ করেছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের কক্সবাজার উখিয়ার ৩ পয়েন্ট দিয়ে কয়েক দফায় সেদেশের বিজিপির ২৬৪ জন সদস্য আত্মসমর্পণ করে আশ্রয় নিয়েছেন। উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান সকালে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর শতাধিক সদস্য অস্ত্র সহকারে বাংলাদেশ অনুপ্রবেশ করলে স্থানীয় গ্রামবাসীরা তাদেরকে রহমতের বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় দেন। পরে বাংলাদেশ বর্ডার গার্ড বালুখালী ক্যাম্পের কমান্ডার এসে তাদেরকে হেফাজতে নেন। তিনি আরো জানান সে দেশে তুমুল সংঘর্ষের কারণে সীমান্তবর্তী এলাকার মানুষ আতঙ্কে জীবন যাপন করতেছে । মুহু মুহু মর্টারশেল নিক্ষেপ ও গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে উখিয়া, ঘুমধুম ও তুমব্র সীমান্তে বসবাসরত গ্রামবাসীরা নিরাপদ স্থানে পালিয়ে যাচ্ছে । বেশ কিছু দিন ধরে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর সংঘর্ষের মধ্যে দেশটির তুমুল সংঘর্ষ সহ লড়াই চলে আসছিল । সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা সম্মুখ যুদ্ধে আক্রমণ সহ্য করতে না পেরে গত সোমবার নাইক্ষ্যংছড়ি উপজেলা তুমব্রু সীমান্ত দিয়ে ১১৫ জন সেদেশের বিজিপি সদস্য অস্ত্র নিয়ে পালিয়ে এসে আত্মসমর্পণ করে বিজিবির হেফাজতে আশ্র গ্রহণ করে। গতকাল মঙ্গলবার উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল, ধামনখালী, পুটিবিলা ও আঞ্জুমান পাড়া সীমান্ত দিয়ে ৩ দফায় অনুপ্রবেশ করে ২৬৪ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য জানান। শরীফুল ইসলাম বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত আশ্রয় নেওয়া বিজিপির সদস্য সংখ্যা ছিল ১১৫। ।এরপর একসঙ্গে আরও ১১৪ জন প্রবেশ করেন উখিয়ার বালুখালীর রহমতের বিল সীমান্ত দিয়ে। এখন আনজুমানপাড়া সীমান্ত দিয়ে প্রবেশ করেছে সেনা ও শুল্ক কর্মকর্তাসহ গেল কয়েকদিনে মায়ানমার থেকে গুলি ও মর্টার শেল এসে পড়েছে বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামে। এ ঘটনায় কক্সবাজার বিজিবির পক্ষ থেকে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠানো হয়েছে। এদিকে এ পরিস্থিতিতে সীমান্তের স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে স্থানীয়রা আবারও রোহিঙ্গাদের অনুপ্রবেশের আশঙ্কা করছেন। তবে এ ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্টরা বলছেন, সীমান্ত পরিস্থিতি প্রশাসন পর্যবেক্ষণে রেখেছে। বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সীমান্তে কঠোর নজরদারির পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে৷ গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেছেন ।

জাতীয়

‘অ্যাপসিটি’ নামে দেশের প্রথম ক্রস-প্ল্যাটফর্ম অ্যাপ চালু করল গ্রামীণফোন।

বিলেতের আয়না ডেক্স :- ‘অ্যাপসিটি’ নামে দেশের প্রথম ক্রস-প্ল্যাটফর্ম অ্যাপ চালু করল গ্রামীণফোন। অ্যাপসিটি’ নামে দেশের প্রথম ক্রস-প্ল্যাটফর্ম অ্যাপ মার্কেটপ্লেস নিয়ে এলো শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এই অ্যাপ মার্কেটপ্লেসটির উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক বলেন, দেশের নতুন প্রজন্মকে সমস্যা সমাধানকারী হিসাবে তৈরিতে শক্তিশালী অংশীদার হবে গ্রামীণফোন। আমাদের জাতীয় লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে স্মার্ট জাতির জন্য একটি স্মার্ট ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। আগামী ১৭ বছরের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে উদ্ভাবনের মাধ্যমে দেশের তরুণ উদ্যোক্তারা সক্রিয় ভূমিকা পালন করবে। দেশে গ্রামীণফোনের একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১৩ কোটির অধিক ইন্টারনেট ব্যবহাকারী রয়েছে। নগর, গ্রাম, পাহাড়, দ্বীপ কিংবা যত দুর্গম এলাকাই হোক না কেন আমরা উচ্চগতির নির্ভরযোগ্য ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ কমমূল্যে পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নাগরিক সব সেবা আঙুলের ডগায় নিয়ে আসতে এবং দুর্নীতিমুক্ত, কাগজবিহীন, আন্তঃসংযুক্ত ও আন্তঃক্রিয়াশীল একটি স্মার্ট সরকারের লক্ষ্যে কাজ করছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গ্রামীণফোন লিমিটেডের চেয়ারম্যান ও টেলিনর এশিয়ার প্রধান পেটার-বরে ফারবার্গ, গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ইয়াসির আজমান। অ্যাপসিটি অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যার এজ এ সার্ভিস (সাস) সলিউশনস নিয়ে আসবে। এতে বিল্ট-ইন অ্যান্ড্রয়েড, আইওএস এবং টেলকো এপিআই সুবিধা রয়েছে। অ্যাপসিটি নন-কোডারদের অ্যাপ ডেভেলপমেন্টে নিয়োজিত হওয়ার ক্ষেত্রে নতুন পথ উন্মোচন করবে বলে জানিয়েছে গ্রামীণফোন। প্রচলিত অর্থ পরিশোধের পদ্ধতির পাশাপাশি ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) সুবিধাও রয়েছে অ্যাপসিটিতে।

জাতীয়

সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করায় রাষ্ট্রপতিকে কৃতজ্ঞতা জানিয়েছেন সিইসি আব্দুল আউয়াল।

বিলেতের আয়না ডেক্স :- সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করায় রাষ্ট্রপতিকে কৃতজ্ঞতা জানিয়েছেন সিইসি আব্দুল আউয়াল। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এসময় সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। সাক্ষাৎকালে প্রধান নির্বাচন কমিশনার কমিশনের সার্বিক কার্যক্রম, বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নির্বাচন কমিশনকে ধন্যবাদ জনান। রাষ্ট্রপতি বলেন, নির্বাচন কমিশনের নেতৃত্ব এবং নির্বাহী বিভাগের সার্বিক সহযোগিতার ফলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও নির্বাচন কমিশন স্থানীয় সরকারসহ বিভিন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দরভাবে করতে সক্ষম হবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

জাতীয়

সারাদেশে চার ধাপে ৪ঠা মে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হবে।

বিলেতের আয়না ডেক্স :- সারাদেশে চার ধাপে ৪ঠা মে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হয়েছে। সারাদেশে চার ধাপে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হবে। আগামী ৪ মে প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে তা শুরু হবে বলে জানিয়েছেন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে ২৭তম কমিশন সভা শেষে তিনি এসব তথ্য জানান। ইসি সচিব জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষা, পবিত্র রমজান মাস ও বর্ষাকাল— এ তিনটি বিষয় নিয়ে ভাবছে ইসি। বর্তমানে নির্বাচন উপযোগী উপজেলার সংখ্যা ৪৫২টি। চার ধাপে হবে ভোটগ্রহণ। এরমধ্যে প্রথম ধাপে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ তথা শেষ ধাপের ভোট হবে ২৫ মে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠক হয়। ইসি সচিব আরও জানান, প্রথম ধাপে ৪ মে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। আগামী সপ্তাহে বিস্তারিত তফসিল ও উপজেলার নাম জানানো হবে। দেশে ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছিল ২০১৯ সালের ১০ মার্চ। পাঁচ ধাপের ওই ভোট শেষ হয় গত বছরের জুন মাসে। বিদ্যমান আইন অনুযায়ী, উপজেলা পরিষদের মেয়াদ শুরু হয় প্রথম সভার দিন থেকে। পরবর্তী পাঁচ বছর নির্বাচিত পরিষদ দায়িত্ব পালন করেন। মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। চলতি বছর উপজেলা পরিষদ নির্বাচনসহ আরও কিছু স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন করতে হবে ইসিকে। সারাদেশে উপজেলা পরিষদ রয়েছে ৪৯৫টি। সাধারণত সব উপজেলায় একসঙ্গে নির্বাচন করা হয় না। একাধিক ধাপে এ নির্বাচন হয়। এবারও ধাপে ধাপে নির্বাচন করার চিন্তা করছে ইসি। বিদ্যমান আইন অনুযায়ী, উপজেলা পরিষদের মেয়াদ পূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। বর্তমানে দেশে ৪৫২টি উপজেলা পরিষদ নির্বাচন উপযোগী হয়ে আছে। জুনের মধ্যে এসব উপজেলায় নির্বাচন করতে হবে। এছাড়া আগামী মার্চের মধ্যে অল্পসংখ্যক ছাড়া প্রায় সবগুলো উপজেলা নির্বাচন উপযোগী হবে।

জাতীয়

আমরা কারো সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না — কাদের

বিলেতের আয়না ডেক্স :- আমরা কারো সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না — কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। রোহিঙ্গা ইস্যুতে যে সমস্যা সেটা আন্তর্জাতিকভাবে সমাধানের চেষ্টা চলছে। তাদের সঙ্গে যুদ্ধের কোনো কারণ নেই। মিয়ানমার নয় শুধু, কারো সঙ্গে আমরা যুদ্ধে জড়াতে চাই না। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এর আগে তিনি সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম বিক্রির বুথ পরিদর্শন করেন। ওবায়দুল কাদের বলেন, আমরা একে অন্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত না। তাদের ইন্টারনাল কনফ্লিক্ট এসে সীমান্তে গড়াচ্ছে। ছিটকে এসে পড়ছে আমাদের সীমান্তে। দুইজন নারী ও পুরুষ মারা গেছে। এসব ব্যাপারে আমাদের ফরেন মিনিস্ট্রি মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকেছে। তিনি বলেন, মিয়ানমারে ৫৪টা এথনিক কমিউনিটি আছে। বিভিন্ন জায়গা তারা অলরেডি দখল করে নিয়েছে। তাদের সেনাবাহিনীর সঙ্গে অন্য গোষ্ঠীর এটা কনফ্লিক্ট। আমাদের সঙ্গে তাদের (মিয়ানমার) কোনো বিরোধ নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে প্রতীক নিয়ে আমাদের ওয়ার্কিং কমিটি একটি সিদ্ধান্ত নিয়েছে। শনিবারের (১০ ফেব্রুয়ারি) বর্ধিত সভায় যারা থাকবে তাদের মতামতও গ্রহণ করা হবে। কারণ এটা মৌলিক একটা সিদ্ধান্ত। কাজেই এব্যাপারে সবার মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আমাদের নেত্রী। তিনি বলেন, আমরা আসা করছি নির্বাচন কমিশন নির্বাচনের শিডিউল ঘোষণা করবে। তারপর আমরা আমাদের প্রক্রিয়া সম্পন্ন করে মনোনয়ন বোর্ড বসবে। আমাদের ৪৮টি আসনে প্রার্থিতা চূড়ান্ত করবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

জাতীয়

সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সীমান্ত অরক্ষিত — রিজভী

বিলেতের আয়না ডেক্স :- সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সীমান্ত অরক্ষিত — রিজভী সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্ত অরক্ষিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। সোমবার (৫ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, ‘সরকার সীমান্তে নিরাপত্তা দিতে ব্যর্থ। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্ত অরক্ষিত। দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে।’ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব বাংলাদেশের অবৈধ, ডামি নির্বাচনকে বৈধতা দেয়নি বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। রিজভী বলেন, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কয়েকদিন আগেও ৭ জানুয়ারি নির্বাচনে যে জালিয়াতি হয়েছে সেটা স্পষ্টভাবে বলেছে। গণতন্ত্রের প্রশ্নে তারা কোনো ছাড় দিয়েছে বলে আমার জানা নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, একসঙ্গে কাজ করার কথাও বলেছেন- এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের তো সম্পর্ক থাকতে পারে। তারা তো অবৈধ, ডামি নির্বাচন সুষ্ঠু হয়েছে এই কথা বলেনি। রাশিয়ার সঙ্গে কী পশ্চিমা বিশ্বের সম্পর্ক নেই? চীনের সঙ্গে কী বাণিজ্যিক সম্পর্ক নেই? আছে। গণতন্ত্রের প্রশ্নে যুক্তরাষ্ট্রের যে কমিটমেন্ট সেখানে তারা সরে আসেনি। এখান যে নির্বাচন পদ্ধতি, নির্বাচনী সহিংসতা সেটা নিয়ে তারা আগের অবস্থানে রয়েছে। রিজভী আরও বলেন, বহু কর্তৃত্ববাদী দেশের সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক রয়েছে। একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের যে সম্পর্ক থাকে, অর্থনীতি, বাণিজ্য ও সাংস্কৃতিক থাকে। দেশের জনগণ তো স্বাধীনতাকে জিম্মি করে নাই। তারা দেশের জনগণের সঙ্গে কাজ করার কথা বলেছে। রিজভী বলেন, ঋণের টাকায় কানাডার বেগমপাড়া, আমেরিকায় বিলাসবহুল বাড়ি-গাড়ি-ব্যবসা, দুবাই সিঙ্গাপুর বিনিয়োগ, মালয়েশিয়ায় সেকেন্ড হোমসহ তিন মহাদেশে সম্পদের পাহাড় গড়া হয়েছে। সুইস ব্যাংকে ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ কার কার নতুন একাউন্টে টাকা জমা হচ্ছে সেটিও অনবগত নয় অনেকের কাছে। আওয়ামী লুটেরাদের দেশে বহুতল বাড়ি, বিলাসী গাড়ি, ব্যবসা বাণিজ্য, জীবন যাপনে জৌলুস উপচে পড়ছে। আঙ্গুল ফুলে বটগাছ হয়েছে। আর সাধারণ মানুষ ফতুর হয়ে খেয়ে না খেয়ে ধুঁকে ধুঁকে মরছে। তিন বেলা খাওয়ার সাধ্য কেড়ে নিয়েছে লুটেরা।

জাতীয়

পিপিএম উচ্চ বিদ্যালয়ের ভবন থেকে প্রতিষ্ঠাতার নাম মুছে ফেলার অভিযোগ।

বিলেতের আয়না ডেক্স :- পিপিএম উচ্চ বিদ্যালয়ের ভবন থেকে প্রতিষ্ঠাতার নাম মুছে ফেলার অভিযোগ। সিলেটের ফেঞ্চুগঞ্জের পিপিএম উচ্চ বিদ্যালয়ের একটি ভবন থেকে প্রতিষ্ঠাতার নাম মুছে ফেলার অভিযোগ ওঠেছে। এ ঘটনার পর বিদ্যালয় পরিচালনা কমিটিকে বিষয়টি অবগত করা হলেও কোনো সুরাহা মিলেনি বলে অভিযোগ ওঠেছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলেছেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যরা। ঘটনার সুষ্ঠু তদন্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে পুনরায় প্রতিষ্ঠানের ভবনে প্রতিষ্ঠাতার নাম লেখার দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিপিএম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রেজা উস সামাদ চৌধুরীর (আরএস চৌধুরী) ছেলে হাসান উস সামাদ চৌধুরী। লিখিত বক্তব্যে তিনি বলেন, পিপিএম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন তার বাবা রেজা উস সামাদ চৌধুরী (আরএস চৌধুরী)। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ব্যবস্থাপনা কমিটির সভাপতি থেকে প্রতিষ্ঠানটি পরিচালনা করে গেছেন। আরএস চৌধুরীর অবদান ও স্মৃতি রক্ষায় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ২০১৯ সালে ‘আরএস চৌধুরী ভবন’ নামে নতুন একটি ভবন নির্মাণ করেন তার ভাই প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। এরপর থেকে আরএস চৌধুরী ভবন নামে সকল কার্যক্রম চলে আসছিল। সম্প্রতি কারা ভবন থেকে ‘আরএস চৌধুরী ভবন’ লেখা মুছে ফেলেছে। গত ২১ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া ছবি দেখে বিষয়টি তাদের নজরে আসে। হাসান উস সামাদ চৌধুরী আরও বলেন, এ ঘটনার পর সামাদ পরিবারের অন্যতম সদস্য চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী ও শহিদ উস সামাদ চৌধুরী মাইজগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুবেদ আহমেদ চৌধুরী শিপুকে বিষয়টি অবগত করলে তার কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। যার ফলে সামাদ পরিবারের সকল সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাইতে বিভিন্ন দেশ থেকে দেশে এসেছেন। এসময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে পুনরায় প্রতিষ্ঠানের ভবনে প্রতিষ্ঠাতার নাম লেখার দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরএস চৌধুরীর ভাই শহিদ উস সামাদ চৌধুরী, আহমেদ উস সামাদ চৌধুরী, শামসুল হক চৌধুরী, আরএস চৌধুরীর ছোট ছেলে যুক্তরাজ্য প্রবাসী এহসান উস সামাদ চৌধুরী, আরেক ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী সিহাম উস সামাদ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন হাসান উস সামাদ চৌধুরীর চাচাতো ভাই মুশফিক উস সামাদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী সাকিব উস সামাদ চৌধুরী।

জাতীয়

জাহাঙ্গীরনগরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মোমবাতি প্রজ্বলন।

বিলেতের আয়না ডেক্স :- জাহাঙ্গীরনগরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মোমবাতি প্রজ্বলন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে ধর্ষকদের কোনো ঠাঁই নাই। ধর্ষক যে দলেরই হোক আমরা তার কঠোর শাস্তি চাই। আমরা দেখাতে চাই শেখ হাসিনার বাংলায় অপরাধ করে কেউ পার পাবে না। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা হোক। ধর্ষকদের কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত ছাত্রলীগ রাজপথে থাকবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি, তারা যেন ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেন। যাতে প্রতিটি শিক্ষার্থী ক্যাম্পাসে নিরাপদে চলতে পারে। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Scroll to Top