ফেব্রুয়ারি ৬, ২০২৪

জাতীয়

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ : সূচি ও ভেন্যু। প্রকাশ

বিলেতের আয়না ডেক্স :- ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ : সূচি ও ভেন্যু। প্রকাশ ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর মধ্যে দিয়ে বদলে যাচ্ছে ফুটবলের ইতিহাস। প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে তিনটি দেশে-কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে। ফুটবল ইতিহাসে এই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ। আর প্রথমবারের মতো নকআউট পর্ব শুরু হবে ৩২ দল নিয়ে। খুব স্বাভাবিকভাবেই বাড়ছে বিশ্বকাপের ব্যাপ্তি ও ম্যাচের সংখ্যাও। ৩০-৩২ দিনের বদলে আগামী বিশ্বকাপ হবে ৩৯ দিনের, ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১০৪টিতে সোমবার (৫ ফেব্রুয়ারি) বিশ্বকাপের শিডিউল ঘোষণার অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এ সময় কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে হবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। আজকেতা স্টেডিয়ামের চেয়ে বেশি বিশ্বকাপের ম্যাচ আয়োজন করার সৌভাগ্য হয়নি বিশ্বের অন্য কোনো ভেন্যুর। ১৯৭০ সালে সেখানেই ফাইনালে ইতালিকে ৪-১ গোলে হারিয়েছিল ব্রাজিল, পেলে জিতেছিলেন তার তৃতীয় বিশ্বকাপ।  এর ১৬ বছর পর এই স্টেডিয়ামেই ডিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে হয়ে উঠেছিলেন ফুটবল ইতিহাসে সর্বকালের সেরাদের একজন। ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের ফাইনাল ছাড়াও এই দুই বিশ্বকাপ মিলিয়ে আরও ১৭টি ম্যাচ হয়েছে মেক্সিকোর এই বিখ্যাত স্টেডিয়ামে। ২০২৬ বিশ্বকাপে হবে উদ্বোধনীসহ মোট পাঁচটি ম্যাচ। তিনটি দেশের ১৬টি ভেন্যুতে আগামী বিশ্বকাপের ম্যাচগুলো। যুক্তরাষ্ট্র ১৯৯৪ বিশ্বকাপের স্বাগতিক হলেও সেই বিশ্বকাপের কোনো স্টেডিয়ামে হবে আগামী বিশ্বকাপের কোনো ম্যাচ। ৮২ হাজার ৫০০ দর্শক ধারণ ক্ষমতার মেটলাইফ স্টেডিয়ামে এই প্রথম হতে যাচ্ছে বিশ্বকাপের ম্যাচ। ফাইনাল ছাড়াও এই স্টেডিয়ামে হবে গ্রুপ পর্বের পাঁচটি, শেষ ৩২ এর একটি এবং শেষ ষোলোর একটি ম্যাচ। সবচেয়ে বেশি ৯টি ম্যাচ হবে ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে। ১১ জুন ২০২৬ তারিখে শুরু হবে বিশ্বকাপের গ্রুপ পর্ব, চলবে ২৭ জুন পর্যন্ত। ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত হবে শেষ ৩২ এর ম্যাচগুলো। মেক্সিকোর গুয়াদালাহারা ও যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া বাদে বাকি ১৪টি ভেন্যুতে হবে এই রাউন্ডের ম্যাচগুলো। লস অ্যাঞ্জেলস ও ডালাসে হবে এই রাউন্ডের দুটি করে ম্যাচ। শেষ ১৬ রাউন্ডের খেলা চলবে ৪ থেকে ৭ জুলাই পর্যন্ত। কোয়ার্টার ফাইনাল হবে ৯ থেকে ১১ জুলাই, চারটি ম্যাচের ভেন্যু লস অ্যাঞ্জেলস, কানসাস সিটি, মায়ামি ও বোস্টন। ১৪ ও ১৫ জুলাই দুটি সেমিফাইনাল হবে ডালাস ও আটলান্টায়। তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ মায়ামিতে, ১৮ জুলাই। ১৯ জুলাই নিউজার্সির ফাইনাল দিয়ে বিশ্ব পাবে ফুটবলের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন।

জাতীয়

দিরাইয়ে শাহ আব্দুল করিম লোক উত্সব আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারী ।

বিলেতের আয়না ডেক্স :- দিরাইয়ে শাহ আব্দুল করিম লোক উত্সব আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারী । সুনামগঞ্জের দিরাই উজানধলের শাহ্ আব্দুল করিম লোক পরিষদের উদ্যোগে এবার শাহ্ আব্দুল করিম লোক উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতি এবং শুক্রবার। উৎসবটি সফল ও স্বার্থক করে তুলতে সিলেটবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন শাহ্ আব্দুল করিম লোক পরিষদের সভাপতি ও প্রয়াত বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের ছেলে শাহ্ নূর জালাল। সোমবার দুপুর ২টায় সিলেট জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে নূর জালাল বলেন, আমার বাবা জীবিত থাকতে ২০০৬ সালে এ উৎসব শুরু করেছিলাম। তারই ধারাবাহিকতায় এ বছর ১৯তম শাহ্ আবদুল করিম লোক উৎসবের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ও শুক্রবার। শাহ্ আবদুল করিম আমার কাছে শুধু একজন পিতাই নন, তিনি একাধারে একজন জাত বাউল, দার্শনিক, পর্যটক এবং অসাম্প্রদায়িক চেতনার মানুষ। তিনি সবসময় সাধারণ মানুষের কথা বলেছেন, দারিদ্র-পিড়িত মানুষের পক্ষেই ছিল তাঁর সংগ্রাম। তাঁর প্রতিটি কথা ছিল সাম্প্রদায়িকতার অব্যর্থ হাতিয়ার। তিনি জাত-পাত, শ্রেণী-বিদ্বেষ ভুলে মানুষকে সবসময় অসাম্প্রদায়িক জীবন-যাপনের পথে টেনেছেন। তিনি বলেন, শাহ্ আব্দুল করিমের সৃষ্টি যেনো মানুষের মধ্যে চিরকাল বেঁচে থাকে- এটাই আমাদের চাওয়া এবং আমি আমার বাবার শিল্পকর্মকে প্রচার-প্রসার এবং সংরক্ষণের লক্ষ্যে কাজ করছি। শাহ্ আবদুল করিম লোক উৎসবটি এরই একটি অন্যতম প্রধান অংশ। অনুষ্ঠানটি মূলত আমার বাবার জন্মদিন (১৫ই ফেব্রুয়ারি) উপলক্ষে উদযাপন করে থাকি। করিমপূত্র বলেন, গত বছরও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দর এ সফলভাবে সম্পন্ন করেছি। এবারও তাদের পৃষ্ঠপোষকতায় শাহ্ আবদুল করিম নোক উৎসবের আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপি অনুষ্ঠান প্রতিদিন বিকাল সাড়ে ৩টা থেকে শুরু ও শেষ হবে ভোরে। এতে করিমের জীবন ও কর্ম নিয়ে আলোচনার পাশাপাশি পরিবেশন করা হবে তার গান। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বিকাশকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি দু’দিনের অনুষ্ঠানমালার বিস্তারিত বিবরণ সিলেটের গণমাধ্যমগুলোতে তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক, জাতীয়

ব্রিটিশ রাজা চার্লসের ক্যানসার ধরা পড়েছে।

বিলেতের আয়না ডেক্স :- ব্রিটিশ রাজা চার্লসের ক্যানসার ধরা পড়েছে। ব্রিটেনের রাজা চার্লসের ক্যানসার ধরা পড়েছে। তিনি জনসমক্ষে সব ধরনের দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। সোমবার বাকিংহাম প্রাসাদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের রাজা হিসেবে অভিষেক ঘটে চার্লসের। বাকিংহাম প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসায় সেরে ওঠার ব্যাপারে সম্পূর্ণ আস্থা রয়েছে ৭৫ বছর বয়সী রাজা চার্লসের। যত দ্রুত সম্ভব আবার স্বাভাবিক দায়িত্ব পালনে ফিরবেন বলেও আশাবাদী তিনি। চার্লস গত মাসে তিন রাত হাসপাতালে কাটিয়েছেন। সেখানে তাঁর প্রোস্টেটের চিকিৎসা হয়। হাসপাতালে চিকিৎসাকালে তাঁর শারীরিক অবস্থা নিয়ে অন্য একটি বিষয়ে উদ্বেগ দেখা দেয় বলে বাকিংহাম প্রাসাদ জানিয়েছে। তবে তাঁর কী ক্যানসার হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি তারা। তবে ব্রিটিশ রাজপরিবারের একটি সূত্র জানিয়েছে, রাজা চার্লসের প্রোস্টেট ক্যানসার হয়নি।

জাতীয়

আওয়ামী লীগ সরকার নিঃস্ব — মান্না ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নিঃস্ব সরকারের মতো বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বিলেতেৱ আয়না ডেক্স :- আওয়ামী লীগ সরকার নিঃস্ব — মান্না ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নিঃস্ব সরকারের মতো বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তি‌নি ব‌লেন, ‘দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ছে। সবাই সরকারের কাছে টাকা পায়, কিন্তু সরকার কাউকেই টাকা দিতে পারে না। এর ফলে আগামীতে জনগণ নানান সংকটের সম্মুখীন হবেন। ’ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শামসুজ্জামান দুদুসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত সমাবেশে এ কথা বলেন মান্না। মান্না বলেন, ‘এই সরকার খুনি, ডাকাত, লুটেরা। মানুষের রক্ত খেয়ে তারা নিজেদের বাঁচানোর ব্যবস্থা করছে। সব ধান্দাবাজ দিয়ে মন্ত্রী, এমপি বানায়। কোনো জিনিসের দাম কমেনি। সবাই সরকারের কাছে টাকা পায়, কাউকে টাকা দিতে পারে না।’ নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘বিদ্যুতের টাকা দিতে পারো না, আদানি, সানেম টাকা পায়, টাকা দিতে পারো না। এই সরকার নিঃস্ব সরকারের মতো। নেট ঠিকমতো চলে না। কারণ যারা নেট সার্ভিস দেয় তাদের টাকা সরকার পুরোটা দিতে পারেনি। টাকা দিতে না পারলে দেশে ইন্টারনেট সার্ভিস বন্ধ হয়ে যেতে পারে এমন অবস্থা।’ এই সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে জানিয়ে তিনি বলেন, এই সরকার এত দুর্নীতি, এত অন্যায়, এত জনগণের দুর্ভোগের কারণ হয়েছে যে আপনাদের নামে মামলা দিলে সেই মামলার নিষ্পত্তি করতে করতে সরকারের পাঁচ বছরের সময় শেষ হয়ে যাবে তবু আপনাদের মামলা শেষ হবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে মান্না বলেন, আরেকজন আছে আওয়ামী লীগের, ডানা ঝাপটায়, কা কা করে। তিনি বলেছেন, আমরা চীনকে অনুরোধ করেছি মিয়ানমারের ব্যাপারে সামাল দিতে। তার মানে বাংলাদেশ নিজেকে রক্ষা করতে পারে না। প্রধানমন্ত্রী প্রসঙ্গে মান্না বলেন, গত নির্বাচনের সময় এই প্রধানমন্ত্রী সংলাপে ডেকেছিলেন। মির্জা ফখরুল বলেছিলেন, সবার নামে মামলা আমরা কিভাবে নির্বাচন করবো? প্রধানমন্ত্রী বললেন, কতজন? মির্জা ফখরুল এত বড় লিস্ট নিয়ে গেলেন। প্রধানমন্ত্রী বললেন, আমি কালকের মধ্যে ব্যবস্থা নিচ্ছি। এত বছর হয়ে গেলে কোনো ব্যবস্থা হয়নি। উলটো নেতাকর্মীদের নামে নতুন নতুন গায়েবি মামলা। বিএনপির নেতাকর্মীরা অসহনীয় জীবন কাটাচ্ছেন উল্লেখ করে মান্না বলেন, গত দেড় মাসের মধ্যে ২০ থেকে ৩০ হাজার নেতাকর্মী একটা দলের জেলে নেওয়া হয়েছে। বিএনপি এতো বড় নির্যাতন, অত্যাচারের মধ্যেও তারা দাঁড়িয়ে আছে। তাদের নেতাকর্মীরা ধানের ক্ষেতে মশারি টানিয়ে ঘুমাচ্ছেন। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আমরা বারবার বলেছিলাম আমাদের দেশের সামাজিক কাঠামো, রাষ্ট্রীয় কাঠামো আমাদের দেশের পরিবেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই অনতিবিলম্বে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিল পাস করুন, সুষ্ঠু নির্বাচন দিন। নুরুল হক নুর বলেন, যারা গায়ের জোরে ক্ষমতা ধরে রেখেছে তাদের জনভিত্তি নাই। সেটা এই নির্বাচনে প্রতিষ্ঠিত। র‍্যাব-পুলিশ-সেনাবাহিনী সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে টাকা পয়সার ছড়াছড়ি। ভারতীয় মন্ত্রী, এই দেশের অ্যাম্বাসেডর সমস্ত ভারতীয় দালালরা তাদের (আওয়ামী লীগ) প্রচার প্রচারণা চালিয়েছে। কিন্তু সব মিলিয়ে তারা ১০ শতাংশ ভোটারকে ভোটকেন্দ্রে নিতে পারেনি। মানুষ এখন তাদেরকে ‘ফাইভ পার্সেন্ট’ সরকার বলে।’ দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির সহ তথ্য বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, জাতীয় পার্টির কাজী (জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন, ঢাকা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

জাতীয়

বিলুপ্তির পথে প্যাডেল রিকশা।ব্যাটারী চালিত রিক্সার।

বিলেতের আয়না ডেক্স :- বিলুপ্তির পথে প্যাডেল রিকশা।ব্যাটারী চালিত রিক্সার। এক সময় প্যাডেল রিকশার কদর ছিল সর্বত্র। কিন্তু কালের বিবর্তনের আধুনিকতার ছোয়ায় এখন বাজার দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। প্যাডেল রিকশার নজর কাড়া চিত্রকর্ম সাথে ছবির নায়ক নায়িকার ছবি দিয়ে ফুল এবং এবং পাখির নানা কারুকার্য মুগ্ধ করতো যে কাউকে। তবে যুগের পরিবর্তনে এসব এখন শুধুই অতীত, গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য বহন কারী প্যাডেল রিকশা এখন হাতেগোনা কয়েকটি। দেশের অন্যান্য স্থানের মতো সিলেট সহ সারা দেশে যেভাবে প্যাডেল চালিত রিকশা কমছে ঠিক সেভাবে বাড়ছে নতুন নতুন ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা। যেখানে নতুন করে বিদ্যুৎ সেবায় নেতিবাচক প্রভাব ফেলছে, বিশেষ করে এক সময় প্যাডেল রিকশা চালিয়ে কায়িকশ্রমের হলেও অটোরিকশা আসার পর থেকেই তরুণ কমবয়সী চালকদের সংখ্যা বেড়েছে যাদের অনেকেরই বয়স ১৮ বছর হয়নি।কম বয়সী ছেলেরা অটোরিকশা চালায়। অদক্ষতা ছাড়াই ব্যাটারি চালিত রিকশার চালকের আসেন বসার কারণে প্রায় ঘটে ছোট-বড় দুর্ঘটনা। গত বছর যেখানে ৬ ডিসেম্বর জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা -ইউনেসকোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় ঢাকা শহরের রিকশা ও রিকশাচিত্র। সেখানে অত্র অঞ্চলের বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী প্যাডেল চালিত এই বাহনটি। ব্যাটারি চালিত অটোরিকশা বেড়ে যাওয়ার ফলে সড়ক দুর্ঘটনা বেড়েছে অনেক সময় এরা নির্ধারিত গতিসীমা মানে না। এ ছাড়াও জাতীয় সম্পদ বিদ্যুৎতের অপচয় হচ্ছে যা আমাদের অপূরণীয় ক্ষতি। প্যাডেল চালিত রিকশা এক সময় যে কারুকাজ ফুটিয়ে তুলতো তা আর এখন চোখে পড়েনা এই ঐতিহ্য গুলো আমাদের ধরে রাখা উচিত।

জাতীয়

মিয়ানমারের ঘুমধুম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অপেক্ষায় ৪০০ চাকমা।

বিলেতের আয়না ডেক্স :- মিয়ানমারের ঘুমধুম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অপেক্ষায় ৪০০ চাকমা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারে চলমান আভ্যন্তরীণ সংঘাতের তোপে সে এলাকার বাসিন্দাদের সেখানে থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জানা গেছে বাংলাদেশের সীমানা ঘেঁষা সে সব এলাকার অন্তত ৪০০ চাকমা সম্প্রদায়ের বাসিন্দা জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছেন। সঙ্গে কিছুসংখ্যক রোহিঙ্গাও সীমান্তে জড়ো হচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান। তিনি জানান, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের কাছে মিয়ানমারের ভেতরে দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী দল আরাকান আর্মির মধ্যে থেমে থেমে সংঘর্ষ ও বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। মো. মিজানুর রহমান বলেন, মিয়ানমার সীমান্তে বসবাসকারী ৪০০ চাকমা খাদ্যাভাব ও ঝুঁকির কারণে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছেন। কিন্তু নতুন করে মিয়ানমার থেকে কাউকে বাংলাদেশে অনুপ্রবেশের সুযোগ দেয়া হবে না। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করা হয়েছে । এর আগে রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া পয়েন্ট দিয়ে ৫ জনের একটি রোহিঙ্গা পরিবার অনুপ্রবেশের চেষ্টা করে। পরে তাদের ফিরিয়ে দেয় বিজিবি। টেকনাফ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ জানান, হোয়াইক্যং উলুবনিয়া পয়েন্ট দিয়ে রোহিঙ্গা একটি পরিবার অনুপ্রবেশের চেষ্টা করে। বিজিবি তাদের পুশব্যাক করে। সীমান্ত দিয়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে আছে। এদিকে সীমান্ত এলাকায় চলমান অস্থিরতার কারণে ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

জাতীয়

মিয়ানমারের সীমান্তে মর্টার শেলের আঘাতে বাংলাদেশি নারীসহ নিহত ২জন।

বিলাতের আয়না ডেক্স :-  মিয়ানমারের সীমান্তে মর্টার শেলের আঘাতে বাংলাদেশি নারীসহ নিহত ২জন। মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা একটি মর্টার শেলের আঘাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকার এক বাংলাদেশি নারীসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে তুমব্রু সীমান্তের জলপাইতলী এলাকায় এ ঘটনা ঘটে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া বাংলাদেশি নারীর নাম হোসনে আরা বেগম (৪৫)। তিনি ঘুমধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলী এলাকার বাসিন্দা বাদশা মিয়ার স্ত্রী। নিহত অপরজন রোহিঙ্গা। তবে, তার নাম জানা যায়নি। ঘুমধুম ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য দিল মোহাম্মদ ভুট্টো বলেন, মিয়ানমার থেকে একটি মর্টার শেল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলী এলাকায় এসে পড়ে। এ সময় একজন বাংলাদেশি নারী ও একজন রোহিঙ্গা পুরুষ নিহত হয়েছেন।

জাতীয়

ড. ইউনূসের বিদেশ ভ্রমণে আদালতের অনুমতি নিতে হবে।

বিলেতের আয়না ডেক্স :- ড. ইউনূসের বিদেশ ভ্রমণে আদালতের অনুমতি নিতে হবে। শ্রম আইন লঙ্ঘন মামলায় নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং গ্রামীণ টেলিকমের তিন কর্মকর্তার বিদেশ ভ্রমণে আদালতের অনুমতি লাগবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তার ছয় মাসের কারাদণ্ডের রায় স্থগিতের আপিল ট্রাইব্যুনালের আদেশ চ্যালেঞ্জ করে এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদেরকে সংশ্লিষ্ট আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে নিষেধাজ্ঞা দিতে রোববার হাইকোর্টে রিভিশন আবেদন।

জাতীয়

৬ মামলায় মির্জা আব্বাসের জামিন।

বিলেতের আয়না ডেক্স :- ৬ মামলায় মির্জা আব্বাসের জামিন। নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা থানার ছয় মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত এ আদেশ দেন। এদিন সকালে একই আদালতে মির্জা আব্বাসের জামিন শুনানি করেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন, জয়নুল আবেদীন মেজবাহ, মহিউদ্দিন চৌধুরীসহ বেশ কয়েকজন আইনজীবী। মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, আজ জামিন আবেদনের বিষয়ে উভয় পক্ষের শুনানি নিয়ে পল্টন থানার চার মামলা ও রমনা থানার দুই মামলায় মির্জা আব্বাসের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। তবে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও পুলিশ কনস্টেবল হত্যা মামলায় মির্জা আব্বাসের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। বিএনপির গত ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা আব্বাসের বিরুদ্ধে ১১টি মামলা হয়েছে। এর মধ্যে এর মধ্যে শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে এ মামলায় গত ১ নভেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৫ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। আজ মির্জা আব্বাসের বিরুদ্ধে ১১টি মামলার ৯টির শুনানি হয়েছে, যার ৬টিতে জামিন পেলেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার কারাগার থেকে মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়। ওইদিন আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত পল্টন থানার পাঁচ মামলায় এবং ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত রমনা মডেল থানার চার মামলায় তাকে গ্রেপ্তার দেখান।

জাতীয়

দ্বাদশ জাতীয় সংসদ সংসদে আরও ১৬ স্থায়ী কমিটি গঠন।

বিলেতের আয়না ডেক্স :- দ্বাদশ জাতীয় সংসদ সংসদে আরও ১৬ স্থায়ী কমিটি গঠন। দ্বাদশ জাতীয় সংসদে আরও ১৬টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুসারে এবং সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬ ধারার ২৪৭ ও ২৪৮ বিধিতে ১৬টি সংসদীয় কমিটি গঠন করা হয়। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নূরুল ইসলাম নাহিদ। সদস্যরা হলেন—ভারপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী, এমপি মোতাহার হোসেন, অ ফ ম বাহাউদ্দীন, আব্দুল মজিদ, আহমেদ হোসেন, বিপ্লব হাসান, আব্দুল মালেক সরকার ও আজিজুল ইমলাম। ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হুছামুদ্দিন চৌধুরী। সদস্যরা হলেন—ভারপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী, এমপি এইচ এম ইব্রাহীম, মো. রশীদুজ্জামান, বীর বাহাদুর উশৈ সিংহ, রেজাউল হক চৌধুরী, ননী গোপাল মন্ডল, আবু জাফর মো. শফি উদ্দীন, মো. ফয়সাল ও আমানুর রহমান খান রানা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল। সদস্যরা হলেন—মন্ত্রী বা প্রতিমন্ত্রী, মাশরাফি বিন মোর্তজা, শফিকুল ইসলাম শিমুল, নাঈমুল হোসেন খান, আব্দুস সালাম মূর্শেদী, সাকিব আল হাসান, সোলায়মান সেলিম ও  মেহের উদ্দিন মহারাজ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আসাদুজ্জামান নূর। সদস্যরা হলেন—মন্ত্রী বা প্রতিমন্ত্রী, এমপি চয়ন ইসলাম, ফেরদৌস আহম্মেদ, সাদ্দাম হোসেন পাবেল, জান্নান আরা হেনরি, নাইমুর জামান ভূইয়া, কামরুল আরেফিন ও সৈয়স সাজেদুল হক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম। সদস্যরা হলেন—মন্ত্রী বা প্রতিমন্ত্রী, এমপি আ ফ ম রুহুল হক, জাহিদ মালেক, সৈয়েদা জাকিয়া নূর, সামি উদ্দিন আহমেদ শিমুল, আব্দুল আজিজ, তহিদুজ্জামান ও হামিদুল হক খন্দকার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি বেগম সাগুপ্তা ইয়াসমিন। সদস্যরা হলেন—মন্ত্রী বা প্রতিমন্ত্রী, এমপি আব্দুল আজিজ, বেগম জাকিয়া নূর, খাদিজাতুল আনোয়ার, বেগম তাহমিনা বেগম ও জিল্লুর রহমান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি করা হয়েছে মেজর (অব.) রফিকুল ইসলামকে। সদস্যরা হলেন—মন্ত্রী বা প্রতিমন্ত্রী, এমপি শাজাহান খান, রাজি উদ্দিন আহমেদ, নূর ই ইসলাম চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী, গোলাম দস্তগীর গাজী, ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম ও আব্দুল লতিফ সিদ্দিকী। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আফতাফ উদ্দিন সরকার। সদস্যরা হলেন—মন্ত্রী বা প্রতিমন্ত্রী, এমপি আহমেদ ফিরোজ কবীর, আবুল কালাম, এস এম শাহজাদা, এইচ এম নুরুরজ্জামান, নীলুফার আনজুম, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও গোলাম সরওয়ার টিপু। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এইচ এম ইব্রাহীম। সদস্যরা হলেন—মন্ত্রী বা প্রতিমন্ত্রী, এমপি শাজাহান খান, শামীম ওসমান, ফাহমি গোলন্দাজ পাভেল, এস এম আল মামুন, এসএম আল মামুন মাসুদ, আসাদুজ্জামান এবং মো. আব্দুল্লাহ। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি। সদস্যরা হলেন—মন্ত্রী বা প্রতিমন্ত্রী, এমপি আ ক ম বাহাউদ্দিন, শেখ হেলাল উদ্দিন, শেখ আফিল উদ্দিন, শরিফুল ইসলাম শিমুল, শাজাহান ওমর, হাসান সুমন, বেগম সুলতানা নাদিরা। মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শ ম রেজাউল করীম। সদস্যরা হলেন—মন্ত্রী বা প্রতিমন্ত্রী, এমপি আশরাফ আলী খান খসরু, বি এম কবিরুল হক, ছোট মনির, নূর উদ্দিন চৌধুরী নয়ন, মো. রশীদুজ্জামান, মোস্তাক আহমেদ রুহি এবং মশিউর রহমান। কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক। সদস্যরা হলেন—মন্ত্রী বা প্রতিমন্ত্রী, এমপি ওমর ফারুক চৌধুরী, মামুনূর রশীদ কিরণ, উম্মে কুলসুম স্মৃতি, এ কে এম রেজাউল করিম তানসেন, এম এ জাহির, জাকির হোসেন সরকার এবং জাহিদ আহমেদ। পরিবেশ, বন ও জলবায়ু সম্পর্কিত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার। সদস্যরা হলেন—মন্ত্রী বা প্রতিমন্ত্রী, এমপি আ স ম ফিরোজ, মো. শাবাহ উদ্দিন, আব্দুল ওদুদ, তানভীর শাকিল জয়, হাবিবুর রহমান শরীফ, এস এম আতাউল হক এবং সানারুল হোসেন সানু। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ স ম ফিরোজ। সদস্যরা হলেন—মন্ত্রী বা প্রতিমন্ত্রী, এমপি সোলায়মান হক, জোয়াদ্দার সেলিম, মাসুউদ্দিন চৌধুরী, বেগম শাহিন আক্তার, মোস্তাক আহম্মেদ, মুজিবর রহমান চৌধুরী, সালাউদ্দিন আহমেদ এবং আব্দুর রশিদ। পিটিশন কমিটির সভাপতির নাম ঘোষণা করেন কমিটির সভাপতি ড. শিরীন শারমিন চৌধুরী। এ কমিটির সদস্যরা হলেন—শামসুল হক টুকু, আ স ম ফিরোজ, মোতাহার হোসেন, হাফিজ উদ্দিন আহমেদ, আফতারুজ্জামান, আব্দুল মজিদ, উম্মে কুলসুম স্মৃতি এবং নজরুল ইসলাম। লাইব্রেরি কমিটির সভাপতি শামসুল হক টুকু। সদস্যরা হলেন—আফতার উদ্দিন সরকার, আহমেদ ফিরোজ কবির, শামসুল আলম দুদু, শাহাদারা মান্নান, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এবং আব্দুল কাদের আজাদ।

Scroll to Top