ফেব্রুয়ারি ৫, ২০২৪

জাতীয়

বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিলেন মিয়ানমারের ৫৮জন সীমান্তরক্ষী।

বিলেতের আয়না ডেক্স :- বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিলেন মিয়ানমারের ৫৮জন সীমান্তরক্ষী। মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহীদের তুমুল লড়াইয়ের মধ্যে প্রাণে বাঁচাতে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৫৬ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। শনিবার বিভিন্ন সময়ে তুমব্রু সীমান্ত এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন। কয়েকদিন ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তের ওপারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) ও রোহিঙ্গা সলিডারি অর্গানাইজেশন (আরএসও) সঙ্গে দেশটির সীমান্তরক্ষী বাহিনী ও সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছে। দুইপক্ষের ব্যাপক গোলাগুলির ঘটনায় গুলি, মর্টারশেল, বিস্ফোরিত রকেট লাঞ্চারের খোল বাংলাদেশে এসে পড়ছে। গুলিবিদ্ধ হয়েছেন প্রবীর ধর নামে এক বৃদ্ধ। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসন নিরাপত্তার স্বার্থে ৫টি স্কুল বন্ধ রেখেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, মিয়ানমারের যেসব সীমান্তরক্ষী বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের ফেরত পাঠানো হবে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানায় এখন পর্যন্ত ৫৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষাকারী সদস্য বাংলাদেশ আশ্রয় নিয়েছেন। রোববার ভোরে প্রথমে মিয়ানমার থেকে পালিয়ে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর ১৪ সদস্য আশ্রয় নেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিজিবি ক্যাম্পে। দুপুরের দিকে আরও ৫ সদস্য আশ্রয় নিতে প্রবেশ করেন বাংলাদেশে। এরপর বিচ্ছিন্নভাবে দেশটির সীমান্তরক্ষীর আরও কয়েকজন সদস্য প্রবেশ করে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৮ জন মিয়ানমার সীমান্তরক্ষীর সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তারা সবাই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নাইক্ষ্যংছড়ি সীমান্তের ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিয়ানমারে সীমান্তবর্তী ক্যাম্প দখলকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উভয়ের মধ্যে থেকে থেমে গোলাগুলি হচ্ছে। রোববার ভোর থেকে আবার গোলাগুলি, মর্টার শেল নিক্ষেপ ও রকেট লান্সার বিস্ফোরণে, বিকট শব্দে কেঁপে উঠছে সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রুর বিস্তীর্ণ এলাকা। শুধু তাই নয় গুলির সিসা ও রকেট লঞ্চার উড়ে এসে পড়ছে বাংলাদেশের অভ্যন্তরে। তাদের ছোড়া গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। ঘুমধুম-তুমব্রু সীমান্ত  এলাকার কোনার পাড়ায় বসত বাড়িতে এসব এসে পড়ছে। আতঙ্ক, উৎকণ্ঠায় দিন পার করছেন তারা। এমন পরিস্থিতিতে ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে পারছেন না অভিভাবকরা। সীমান্তের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অঘোষিত ছুটি ঘোষণা করা হয়েছে। বান্দরবান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা স্কুল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা বলেন, সীমান্তে গুলাগুলি এবং অস্থিরতা অব্যাহত থাকায় ৫ টি প্রাথমিক বিদ্যালয়ে অঘোষিত ছুটি ঘোষণা করা হয়েছে। সীমান্ত পরিস্থিতি এরকম থমথমে থাকলে কালকেও বন্ধ থাকতে পারে। বান্দরবান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী বলেন, সীমান্ত আজকেও গুলাগুলি চলছে। এ কারণে মিশকাতুন্নবী মাদ্রাসায় কোন শিক্ষার্থী না আসায় সেটি বন্ধ রয়েছে। অন্যান্য স্কুলগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে। তবে শিক্ষার্থী খুবই কম। সীমান্তে ৩ টি স্কুল রয়েছে সেখানে রাস্তা বন্ধ থাকায় তুমব্রু থেকে শিক্ষার্থীরা আসতে পারেনি। এছাড়াও কৃষকরা কৃষি ক্ষেতে যেতে ও দৈনন্দিন কাজে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন।

জাতীয়

ধর্ষণের দায়ে জাবি ছাত্রলীগ নেতাসহ ৪ জন তিনদিনের রিমান্ডে।

বিলেতের আয়না ডেক্স :- ধর্ষণের দায়ে জাবি ছাত্রলীগ নেতাসহ ৪ জন তিনদিনের রিমান্ডে। স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আশুলিয়া থনার মামলায় গ্রেপ্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রলীগ নেতাসহ ৪ আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (০৪ ফেব্রুয়ারি) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম রিমান্ডের এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ও শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, একই বিভাগের সাগর সিদ্দিকী ও হাসানুজ্জামান এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাব্বির হাসান। এদিন তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান। আসামিপক্ষের আইনজীবী খালিদ হোসেন রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল জামিন আবেদনের বিরোধিতা করে রিমান্ডের প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার বাদী ভুক্তভোগীর স্বামী এজাহারে উল্লেখ করেন, বাদীর পূর্ব পরিচিত বহিরাগত পলাতক আসামি মামুনুর রশীদ বাদীকে ও তার স্ত্রীসহ জাবিতে নিয়ে আসে। এ সময় বাদীকে মীর মশাররফ হোসেন হলের একটি কক্ষে আটকে রাখে। তখন হল সংলগ্ন বুটানিক্যাল গার্ডেনের ভেতরে পলাতক আসামি মুরাদ ও গ্রেপ্তার সাব্বির হাসান, সাগর সিদ্দিক ও হাসানুজ্জামানের সহায়তায় গ্রেপ্তার মোস্তাফিজ ও পলাতক মামুন বাদীর স্ত্রীকে দলবেঁধে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী আশুলিয়া থানায় গণধর্ষণের অভিযোগে মামলা করেন। ঘটনার পর শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতেই সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ চার আসামিকে গ্রেপ্তার করে।

জাতীয়

শেখ হাসিনাকে বাইডেনের চিঠি, বাংলাদেশকে সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

বিলেতে আয়না ডেক্স :- শেখ হাসিনাকে বাইডেনের চিঠি, বাংলাদেশকে সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের অর্থ‌নৈ‌তিক লক্ষ্য অর্জনে সহ‌যো‌গিতা করার বিষ‌য়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ ব‌লে জা‌নি‌য়ে‌ছেন দেশ‌টির প্রেসিডেন্ট জো বাই‌ডেন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে লেখা এক চিঠিতে এমন প্রতিশ্রুতির কথা জানান মা‌র্কিন প্রেসি‌ডেন্ট। ঢাকার মা‌র্কিন দূতাবাস চি‌ঠি‌টি সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে হস্তান্তর ক‌রে‌ছে। চি‌ঠি‌তে মা‌র্কিন প্রেসি‌ডেন্ট লি‌খে‌ছেন, যখন আমরা মার্কিন যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারিত্বের পরবর্তী অধ্যায় শুরু করছি, তখন আমি আমার প্রশাসনের পক্ষ থে‌কে আঞ্চ‌লিক ও‌ বৈশ্বিক নিরাপত্তা, অর্থ‌নৈ‌তিক উন্নয়ন, জলবায়ু প‌রিবর্তন, এনা‌র্জি, স্বাস্থ‌্য ব্যবস্থা, মা‌নবিক সহায়তা; বি‌শেষ ক‌রে রো‌হিঙ্গা শরণার্থী‌সহ অন‌্যান‌্য বিষ‌য়ে একস‌ঙ্গে কাজ কর‌তে চাই। বাইডেন ব‌লেন, আমা‌দের দীর্ঘদি‌নের সাফল‌্যমণ্ডিত ইতিহাস র‌য়ে‌ছে এবং সমস‌্যা সমাধা‌নে একস‌ঙ্গে কাজ ক‌রে‌ছি। দুই দে‌শের জনগ‌ণের বন্ধন আমা‌দের সম্প‌র্কের মূল ভী‌ত্তি। বাংলা‌দে‌শের অর্থ‌নৈ‌তিক লক্ষ‌্য অর্জ‌নে সহ‌যো‌গিতার কথা উল্লেখ ক‌রে মা‌র্কিন প্রেসি‌ডেন্ট প্রধানমন্ত্রী‌কে লি‌খে‌ছেন, বাংলা‌দে‌শের অর্থ‌নৈ‌তিক লক্ষ‌্য অর্জ‌নে সহ‌যো‌গিতার বিষ‌য়ে মা‌র্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রু‌তিবদ্ধ এবং দেশটির স‌ঙ্গে আমাদের ভাগ করা অবাধ ও উন্মুক্ত ইন্দো-প‌্যা‌সি‌ফিক ভিশ‌নের অংশীদা‌রি‌ত্বে কাজ কর‌তে চাই।

জাতীয়

ব্রিটেনের স্পাউস ভিসা, আয়সীমার শর্ত পূরণের সক্ষমতা নেই অর্ধেক কর্মীর

বিলেতের আয়না ডেক্স :- ব্রিটেনের স্পাউস ভিসা, আয়সীমার শর্ত পূরণের সক্ষমতা নেই অর্ধেক কর্মীর ব্রিটেনে স্পাউস বা জীবনসঙ্গী আনার জন্য সরকার নির্ধারিত ন্যূনতম আয়সীমার শর্ত পূরণ করার মতো আয় করতে পারেন না দেশটির অর্ধেক কর্মী। অক্স‌ফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন পর্যবেক্ষণ সমীক্ষার ফলাফলে এমন তথ্য উঠে এসেছে। এতে বলা হ‌য়ে‌ছে, ব্রিটেনের প্রায় অর্ধেক কর্মীই বছরে ২৯ হাজার পাউন্ডের কম আয় করেন। চল‌তি বছ‌রের ১ এপ্রিল থে‌কে যুক্তরাজ্যে বাইরের দেশ থে‌কে স্বামী বা স্ত্রী আনার ক্ষেত্রে বার্ষিক ন্যূনতম ২৯ হাজার পাউন্ড আয় থাকার শর্ত কার্যকর কর‌বে হোম অফিস। বর্তমানে এ আয়সীমা ১৮ হাজার ৬০০ পাউন্ড রয়েছে। ২০২৫ সা‌লে ব্রিটে‌নে স্পাউস আন‌তে হ‌লে ৩৮ হাজার ৭০০ পাউন্ড আয় কর‌তে হ‌বে। য‌দিও অক্স‌ফোর্ড বিশ্ব‌বিদ্যালয়ের মাইগ্রেশন পর্যবেক্ষণ সমীক্ষার ফলাফলে দেখা গে‌ছে,৭০ শতাংশ ব্রিটিশ কর্মীই বছ‌রে ৩৮ হাজার ৭০০ পাউন্ড আয় কর‌তে পারেন না। মূলত নেট মাইগ্রেশন রেকর্ড সংখ্যায় বে‌ড়ে যাওয়ার পর কেয়ার ভিসাসহ অন্যান্য ওয়ার্ক পারমিট ও স্টুডেন্ট ভিসার ক্ষে‌ত্রে যুক্তরাজ্য সরকার নতুন ক‌রে শর্তা‌রোপ ক‌রছে। স্পাউস ভিসার ক্ষেত্রেও তখন সরকার নতুন ক‌রে শর্তা‌রোপ ক‌রেছিল। য‌দিও ব্রিটে‌নে অন্যান্য যত ভিসা ইস্যু হয় স্পাউস ভিসার হার তার মধ্যে মাত্র পাঁচ শতাংশ। যুক্তরা‌জ্যে অভিবাসন কমা‌নোর প্রক্রিয়ায় ভিসানী‌তি‌তে কড়াক‌ড়ি আরোপের সমা‌লোচনা ক‌রে লন্ড‌নের মেয়র সা‌দিক খান বলে‌ছিলেন, হাজার হাজার বিদেশি কর্মী ও তা‌দের পরিবারের ওপর এই বাড়তি শর্ত দে‌শের অর্থনীতির জন্য ক্ষ‌তিকর প্রভাব ফেল‌বে। ব্যারিষ্টার আতাউর রহমান হাওয়া টিভি সাথে একান্ত সাক্ষাৎকারে বলেন, ছাত্র ও কা‌জের ভিসার ক্ষে‌ত্রে নতুন নিয়ম চালুর পর সেই ভিসার শ‌র্তে ঘন ঘন প‌রিবর্তনে ভিসাধারীরা ক্ষ‌তিগ্রস্ত হচ্ছেন। এমনটি না ক‌রে যেকোনও নতুন ভিসা চালুর আগে ভিসার শর্ত নি‌য়ে হোম অফিস য‌দি সা‌র্বিক সম্ভাব্যতা গভীরভা‌বে যাচাই করত তাহ‌লে প্রকৃত দক্ষ কর্মীরাই কেবল আসার সুযোগ পেত। একই সঙ্গে ভিসা নি‌য়ে আদম ব্যবসায়ীদের তৎপরতা অনেকাংশে বন্ধ হত। ব্রিটেনের কা‌জের ভিসার ক্ষে‌ত্রে যেসব প‌রিবর্তন আসছে কেয়ার ভিসায় ডি‌পে‌ন্ডেন্ট আন‌তে না পারার নতুন শর্ত আগামী ১১ মার্চ থে‌কে কার্যকর হ‌বে। একই সঙ্গে যুক্তরাজ্যের কেয়ার কোয়া‌লি‌টি ক‌মিশনের নিয়ন্ত্রণে কার্যক্রম প‌রিচালনা ক‌রে এমন কেয়ার হোমগুলো বিদেশি কর্মী স্পন্সর করতে পা‌র‌বে। দক্ষ কর্মী ভিসার ক্ষে‌ত্রে ন্যূনতম বেতনসীমার বিষয়ে ১৪ মার্চ হোম অফিস ঘোষণা দেবে। এ ভিসায় বেতনসীমা ২৬ হাজার ২০০ থে‌কে বাড়ি‌য়ে ৩৮ হাজার ৭০০ অর্থাৎ প্রায় ৪৮ শতাংশ বর্ধিত হার ৪ এপ্রিল থে‌কে কার্যকর হ‌বে। ৬ ‌ফেব্রুয়ারি থে‌কে হেলথ সারচার্জ বৃ‌দ্ধি কার্যকর হ‌বে। ৬ এপ্রিল থে‌কে হোম অফিস স্পন্সর প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নবায়‌নের শর্ত প্রত্যাহার কর‌বে। এপ্রিলের শুরু থে‌কে শ‌র্টেজ অকু‌পেশন লিস্টের নতুন অভিবাসী বেতন তা‌লিকা কার্যকর হ‌বে।

Scroll to Top