জানুয়ারি ৩১, ২০২৪

জাতীয়

মালয়েশিয়ার ১৭তম রাজা সুলতান ইব্রাহিম।

বিলেতের আয়না ডেক্স :- মালয়েশিয়ার ১৭তম রাজা সুলতান ইব্রাহিম। মালয়েশিয়ার ১৭তম রাজা হিসেবে অভিষিক্ত হয়েছেন দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের সুলতান ইব্রাহিম। দেশটির ১৬তম রাজা আল-সুলতান আবদুল্লাহ সুলতান আহমেদ শাহের স্থলাভিষিক্ত হন তিনি। খবর রয়টার্সের। বুধবার রাজধানী কুয়ালালামপুরে ন্যাশনাল প্রাসাদে একটি অনুষ্ঠানে শপথ নিয়েছেন ৬৫ বছর বয়সী সুলতান ইব্রাহিম। রয়টার্সের প্রতিবদনে বলা হয়, মালয়েশিয়ায় এক ধরনের ব্যতিক্রমী রাজতন্ত্র চালু আছে। দেশটির ৯টি প্রদেশে এক একটি প্রাচীন রাজ পরিবার রয়েছে। এসব পরিবার থেকেই চক্রাকারে প্রতি পাঁচ বছরের জন্য বেছে নেওয়া হয় রাজা। যদিও মালয়েশিয়ায় রাজারা শুধুমাত্র আনুষ্ঠানিক ভূমিকা পালন করে থাকেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা চলতে থাকার কারণে রাজার ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ।

জাতীয়

পাকিস্তানে পিটিআই সমর্থিত প্রার্থীকে গুলি করে হত্যা।

বিলেতের আয়না ডেক্স :- পাকিস্তানে পিটিআই সমর্থিত প্রার্থীকে গুলি করে হত্যা। পাকিস্তানে এক স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর নাম রেহান জেব খান। ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় দেশটির জাতীয় পরিষদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের সমর্থনে প্রার্থী হন তিনি। স্থানীয় পুলিশ জানায়, আজ বুধবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাজাউর জেলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন রেহান জেব খান। পুলিশ বলছে, রেহান খান ওই এলাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। এ সময় তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি করেন কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বাজাউর জেলা পুলিশ কর্মকর্তা কাশিফ জুলফিকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড রেহান খান হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে পিটিআই। দলটির এক বিবৃতিতে বলা হয়েছে, তাঁকে একটি আসনের প্রার্থী হিসেবে দলীয় সমর্থন দেওয়া হয়েছিল। পিটিআইয়ের প্রার্থী ও দলীয় সমাবেশে সন্ত্রাসী হামলার ঘটনায় আসন্ন নির্বাচনে অবাধ হবে কি না, সে প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, আসন্ন নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন করতে পারছে না পিটিআই। দলটির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রার্থী হয়েছেন। গুলিতে প্রার্থীর মৃত্যুর ঘটনায় বাজাউর জেলা নিয়ে গঠিত জাতীয় পরিষদের ওই আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এর আগে গতকাল মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশের সিবি শহরে পিটিআইয়ের একটি সমাবেশে গুলিতে চারজন নিহত ও ছয়জন আহত হন।

জাতীয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনঅবাধ ও সুষ্ঠু হয়েছে মনে করে না যুক্তরাষ্ট্র –: মুখপাত্র।

বিলেতের আয়না ডেক্স :- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনঅবাধ ও সুষ্ঠু হয়েছে মনে করে না যুক্তরাষ্ট্র –: মুখপাত্র। বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে আবারও মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। মার্কিন সময় মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে মনে করে না যুক্তরাষ্ট্র। যে কোনো দেশের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তাকে মার্কিন পররাষ্ট্রনীতিতে গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশের গণতান্ত্রিক নীতির বিকাশে সরকারের সঙ্গে আমাদের সম্পৃক্ততা অব্যাহত থাকবে। পাশাপাশি বিরোধী দল, গণমাধ্যম, সুশীল সমাজসহ সবার অংশগ্রহণ নিশ্চিতের ওপর গুরুত্ব দেন মার্কিন মুখপাত্র। নির্বাচনের আগে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করেন মিলার। একই সঙ্গে বলেন, বন্দিদের ব্যাপারে সুষ্ঠু ও স্বচ্ছ বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা। নির্বাচনে হস্তক্ষেপ প্রসঙ্গে কানাডার প্রকাশিত সন্দেহের বিষয়টি উঠে আসে সংবাদকর্মীদের প্রশ্নে। তা সরাসরি এড়িয়ে যান মিলার। বলেন, কানাডার অনুসন্ধান নিয়ে কিছু বলার নেই। সেটা তাদের বিষয়।

জাতীয়

আজ বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিলেতের আয়না ডেক্স :- আজ বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী দেশের বৃহত্তম অমর একুশে বইমেলা-২০২৪ উদ্বোধন করবেন। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বিকেল ৩টায় মেলার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।’ প্রধানমন্ত্রী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ বিজয়ীদের পুরস্কার বিতরন করবেন। পাশাপাশি বাংলা একাডেমি প্রকাশিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগৃহীত রচনা: দ্বিতীয় খন্ড’ সহ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করবেন। বাংলা একাডেমি আয়োজিত এবারের বইমেলার প্রতিপাদ্য হচ্ছে ‘পড়ো বই, গড়ো দেশ: বঙ্গবন্ধুর বাংলাদেশ (বই পড়ো, দেশ গড়ো: বঙ্গবন্ধুর বাংলাদেশ)।’ বইমেলায় ৬৩৫টি প্রতিষ্ঠানকে মোট ৯৩৭টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলা একাডেমি মাঠে ১২০টি প্রতিষ্ঠানকে ১৭৩টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৫১৫টি প্রতিষ্ঠানকে ৭৬৪টি স্টল বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। এ বছর মোট ৩৭টি প্যাভিলিয়নও বরাদ্দ দেয়া হয়েছে। গত বছর ৬০১টি প্রতিষ্ঠানের পক্ষে মোট ৯০১টি স্টল বরাদ্দ দেয়া হয়েছিল। যে কোন ধরণের সমালোচনা এড়াতে এ বছর বাংলা একাডেমি এককভাবে মেলার সমস্ত আয়োজন সম্পন্ন করেছে উল্লেখ করে অমর একুশে গ্রন্থমেলা কমিটির সদস্য সচিব ড. কে এম মুজাহিদুল ইসলাম বলেন, ‘আগামীকাল সকালের মধ্যে প্রায় ৯৫ শতাংশ কাজ শেষ হবে’। মুজাহিদুল ইসলাম বলেন, ‘আগের বছরগুলোতে কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি মেলার আয়োজনে জড়িত ছিল যার ফলে গত বছর কিছুটা সমালোচনার সম্মুখীন হয়েছিল।’ মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাসব্যাপী সেমিনারের পাশাপাশি শিশু-কিশোরদের জন্য ছবি আঁকা, সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে। আয়োজকরা জানিয়েছেন, ২৩ জানুয়ারি ডিজিটালাইজড লটারি সিস্টেমের মাধ্যমে পুরানো এবং নতুন তালিকাভুক্ত প্রকাশনার জন্য স্টল বরাদ্দ সম্পন্ন করা হয়েছিল। মুজাহিদুল বলেন, বিগত বছরের মতো এবারও মেলার মূল মঞ্চ হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে। বইয়ের মোড়ক উন্মোচন ও ‘লেখক বলছি’ মঞ্চ সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে স্থাপন করা হবে। রমনা কালী মন্দিরের পাশে সাধুসঙ্গ এলাকায় ‘শিশু চত্বর’ স্থাপন করা হয়েছে। প্রতি কর্মদিবসে বইমেলা বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এবং দুপুরের খাবার ও নামাজের জন্য এক ঘণ্টা বিরতি থাকবে। বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এ বছর ১১টি বিভাগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ দেওয়া হবে। বিভাগগুলো হলো-: কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ/গবেষণা, অনুবাদ, নাটক, শিশুসাহিত্য বিভাগ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, পরিবেশ/বিজ্ঞান ক্ষেত্র, জীবনী এবং লোক কাহিনী। পুরস্কারপ্রাপ্তরা হলেন-: শামীম আজাদ (কবিতা), ঔপন্যাসিক নুরুদ্দিন জাহাঙ্গীর ও সালমা বাণী (যৌথভাবে কথাসাহিত্যে), জুলফিকার মতিন (প্রবন্ধ/গবেষণা), সালেহা চৌধুরী (অনুবাদ), নাট্যকার মৃত্তিকা চাকমা ও মাসুদ পথিক (যৌথভাবে নাটক), তপঙ্কর চক্রবর্তী (শিশু সাহিত্য), আফরোজা পারভিন এবং আসাদুজ্জামান আসাদ (মুক্তিযুদ্ধের উপর গবেষণা), সাইফুল্লাহ মাহমুদ দুলাল এবং মো. মজিবুর রহমান (বঙ্গবন্ধুর উপর গবেষণা), পক্ষীবিদ ইনাম আল হক (পরিবেশ/বিজ্ঞান ক্ষেত্র), ইসহাক খান (জীবনী) এবং তপন বাগচী ও সুমন কুমার দাস (যৌথভাবে লোক কাহিনী)। এদিকে ডিএমপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মেলার নির্বিঘœ নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। ডিএমপি বইমেলা মাঠের ভেতরে ও বাইরে ইউনিফর্ম ও সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করবে এবং মেলার আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ওয়াচ টাওয়ার ও ফায়ার টেন্ডার স্থাপন করা হবে। মেলার মাঠ ও এর আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরা ও ড্রোন নজরদারিতে থাকবে বলে জানান ডিএমপি কমিশনার হাবীবুর রহমান। ডিএমপি টিমগুলোকে পুরো অনুষ্ঠানস্থলে নজরদারি করার দায়িত্ব দেওয়া হবে এবং পাশাপাশি কোন ধরনের গুজব ঠেকাতে সোশ্যাল মিডিয়া মনিটর করা হবে।বাসস

জাতীয়

বিচার প্রক্রিয়া বর্তমানে বুড়িগঙ্গা নদীর পানির মতো স্বচ্ছ— রিজভী

বিলেতের আয়না ডেক্স :- বিচার প্রক্রিয়া বর্তমানে বুড়িগঙ্গা নদীর পানির মতো স্বচ্ছ— রিজভী দেশে বিচার প্রক্রিয়া বর্তমানে বুড়িগঙ্গা নদীর পানির মতো স্বচ্ছ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। নোবেল বিজয়ী ড. ইউনূস প্রসঙ্গে কথা বলতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিচার প্রক্রিয়া স্বচ্ছ বটে, তা বর্তমানে বুড়িগঙ্গা নদীর পানির মতোই। বুধবার (৩১ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। গতকাল মঙ্গলবার ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বিষয়ে ড. হাছান বলেছিলেন, ‘দেশে বিচার ব্যবস্থা অত্যন্ত স্বাধীন। শ্রমিক-কর্মচারীরা ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করেছে।’ শাজাহান ওমর যে মামলায় জজকোর্ট থেকে জামিন পান, সেই মামলায় বিএনপি মহাসচিবসহ অসংখ্য নেতা-কর্মী কারাগারে আছেন উল্লেখ করে রিজভী বলেন, ‘তাদের জামিন দেওয়া হয় না, অথচ একজন শাজাহান ওমরকে কেনার পর তার সবকিছু মাফ হয়ে গেছে। কৃষিমন্ত্রীর কথাই সত্য হয়েছে। এখন টিআইবির মতো আব্দুর রাজ্জাক সাহেবকে কি বিএনপির দালাল বলবেন ওবায়দুল কাদের সাহেব?’ মানুষের কাছ থেকে সরকার টাকা চুষে নিচ্ছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘জনগণ প্রত্যাখাত একদলীয় ডামি সংসদের প্রথম অধিবেশন শুরুর কয়েক ঘণ্টা পরই জানা গেল, আবাসিক পর্যায়ে গ্যাসের প্রিপেইড মিটার ভাড়া ১০০ টাকা থেকে বৃদ্ধি করে ২০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিটার চালানো ও রক্ষণাবেক্ষণের ব্যয় সমন্বয় করতেই নাকি এই সিদ্ধান্ত। মিটার ভাড়া একলাফে দ্বিগুণ বৃদ্ধি ৭ জানুয়ারি নীরবে সার্কাস দেখার শাস্তি হিসেবে জনগণের ওপর ধার্য করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এমনিতেই আবাসিক পর্যায়ে গ্যাসের সরবরাহ মারাত্মক অবনতি হয়েছে। বাসাবাড়িতে দিন-রাত বেশির ভাগ সময় গ্যাস থাকে না। অথচ অবৈধ সরকার নানা কৌশলে গ্যাস ব্যবহারকারী সাধারণ মানুষের কাছ থেকে টাকা চুষে নিচ্ছে। গ্যাস সরবরাহ নিশ্চিত না করে সাধারণ মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলে মিটার ভাড়া দ্বিগুণ করা সরকারের গণশত্রু চরিত্রেরই বহিঃপ্রকাশ।’ বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রতিবেদনে দুর্নীতির মাত্রা বিশ্বের যেসব দেশে সবচেয়ে বেশি, তার মধ্যে বাংলাদেশের অবস্থান দশম বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার ওবায়দুল কাদের বলেন, ‘দুর্নীতি সারা বিশ্বেই কমবেশি আছে। দুর্নীতির অপবাদটা যেভাবে বাংলাদেশ নিয়ে দেওয়া হয়, তা মোটেও সত্য নয়। টিআইবি তো বিএনপির দালাল, বিএনপি যা বলে, টিআইবিও তা বলে। এ প্রসঙ্গে রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব গতকাল (মঙ্গলবার) বলেছেন, দুর্নীতি সারা বিশ্বেই আছে, শুধু বাংলাদেশকে অপবাদ দেওয়া হয়। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলতে চাই, দুর্নীতি হয়তো সারা বিশ্বেই কমবেশি থাকতে পারে, কিন্তু বিশ্বব্যাপী আওয়ামী মার্কা দুর্নীতির কলঙ্কতিলক আর কোথাও আছে বলে জানা নেই। ওবায়দুল কাদের সাহেব, আপনাদের মন্ত্রীর দুর্নীতি করা টাকা ফেরত দিতে হবে। যে দেশে একটা বালিশের দাম ২৭০০০, বালিশের কাভারের দাম ২৮ হাজার, পর্দার দাম ৩৩ হাজার টাকা। করোনাকালে চিকিৎসা সরঞ্জাম নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। রেল বিভাগে টাকা বিনিময় বাণিজ্যের কথা সবার নিশ্চয়ই স্মরণে আছে। গভীর রাতে মন্ত্রীর এপিএসের বাসায় ৭০ লাখ টাকার কথা অর্থাৎ কালো বিড়ালের কথা কেউ ভুলে যায়নি। দুর্নীতির এ রকম লঙ্কাকাণ্ড পৃথিবীর কোথাও ঘটে না।

জাতীয়

বইমেলায় হামলার হুমকি নেই, বিতর্কিত বই প্রকাশ হলে ব্যবস্থা’ — আইজিপি

বিলেতের আয়না ডেক্স :- বইমেলায় হামলার হুমকি নেই, বিতর্কিত বই প্রকাশ হলে ব্যবস্থা’ — আইজিপি অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে কোনো জঙ্গি হামলার হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. হাবিবুর রহমান। বুধবার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা প্রাঙ্গণের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, ‘বই মেলাকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মেলার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই মেলায় আইনশৃঙ্খলার জন্য ক্ষতিকর বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে- এমন কোনো বিতর্কিত বই প্রকাশে ব্যবস্থা নেবে পুলিশ।’ তিনি আরও বলেন, ‘অমর একুশে বই মেলা বাঙালির বড় ঐতিহ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল ৩টায় বইমেলা উদ্বোধন করবেন। এ জন্য মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।’ হাবিবুর রহমান বলেন, ‘মেলায় মানুষের ব্যাগ তল্লাশিসহ যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ তৎপর থাকবে। ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল টিম থাকবে। পুলিশি নিরাপত্তার বাইরেও পুলিশের ব্রেস্ট ফিডিং (স্তন্যপান কেন্দ্র) সেন্টার থাকবে, ব্ল্যাড ব্যাংক, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা এবং শিশু হারিয়ে গেলে তা খুঁজে দেওয়ার ব্যবস্থাও থাকবে মেলায়।’ ডিএমপি কমিশনার জানান, এবারের বইমেলার প্রতিবাদ্য ‘পড়ো বই গড়ো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’। এই মেলায় গড়ে প্রতিদিন এক লাখ মানুষের সমাগম হবেও বলে উল্লেখ করেন ডিএমপি কমিশনার। এবার মেট্রোরেলের জন্য মেলায় দর্শনার্থী বাড়বে বলে মন্তব্য করে হাবিবুর রহমান আরও বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে মোট ৫টি গেট থাকবে। সব গেট থেকেই মেলায় প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা থাকবে। এছাড়া নারী-পুরুষের জন্য আলাদা গেটের ব্যবস্থা থাকবে।’ ব্রিফিং শেষে সোহরাওয়ার্দী উদ্যানে স্টলগুলো পরিদর্শন করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

জাতীয়

কারা হচ্ছেন সংরক্ষিত নারী এমপি, জানালেন ওবায়দুল কাদের।

বিলেতের আয়না ডেক্স :- কারা হচ্ছেন সংরক্ষিত নারী এমপি, জানালেন ওবায়দুল কাদের। দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কারা মনোনয়ন পাচ্ছেন সে বিষয়ে নিজের মত দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এক্ষেত্রে দলের পরীক্ষিত ও ত্যাগীদের গুরুত্ব দেওয়া হবে। আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বুধবার এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি বলেন, ‘নারী সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন নেওয়ার বা চাওয়ার যে হিড়িক, সেই তুলনায় আমাদের দেওয়ার সুযোগ খুব কম। আমরা আমাদের পরীক্ষিত, ত্যাগীদের গুরুত্ব দেব। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, যারা আমাদের দুঃসময়ের পরীক্ষিত কর্মী, তাদের ব্যাপারটা আমরা অগ্রাধিকার দেব। ’ ওবায়দুল কাদের জানান, নারী সংরক্ষিত আসনে দলগতভাবে ৩৮টি, আর স্বতন্ত্র থেকে ১০ জন মিলিয়ে ৪৮টি মনোনয়ন দিচ্ছে আওয়ামী লীগ। আরও পড়ুন: সংসদ ভারসাম্যহীন—বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাবে যা বললেন ওবায়দুল কাদের ওবায়দুল কাদেরের ব্রিফিংয়ের পর বিকালে আওয়ামী লীগ ৪৮ টি নারী আসনে মনোনয়নের চিঠি নির্বাচন কমিশনে পাঠিয়েছে। আর জাতীয় পার্টি পাচ্ছে দুটি আসন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে সেতুমন্ত্রী বলেন, সরকার শুধু কথায় নয়, কাজও করে যাচ্ছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দৃশ্যত পরিকল্পনা হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দিয়েছেন। সে অনুসারে কাজ শুরু করে দিয়েছে। রাতারাতি সবকিছু নিয়ন্ত্রণ হয়ে যাবে না। সরকার শুধু কথা বলছে এমন নয়। সরকার অ্যাকশনে আছে। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, মারুফা আক্তার পপি প্রমুখ।

জাতীয়

বিশ্বভারতীর জমির মামলায় জিতলেন নোবেল জয়ী ডঃ অমর্ত্য সেন।

বিলেতের আয়না ডেক্স :- বিশ্বভারতীর জমির মামলায় জিতলেন নোবেল জয়ী ডঃ অমর্ত্য সেন। শান্তিনিকেতনের বাড়ি থেকে উচ্ছেদে ভারতের পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলায় জয় পেয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। আজ বুধবার কলকাতার সিউড়ি জেলা আদালত জমি বিবাদ মামলায় এই নোবেলজয়ীর পক্ষে রায় দিয়েছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অমর্ত্য সেন বিশ্বভারতীর জমি দখল করে রেখেছেন, এই অভিযোগ তুলে এক সময় সরব হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেই সময় অমর্ত্যের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও জমি ছাড়তেই হবে অমর্ত্যকে, এই দাবিতেই অনড় থাকেন বিদ্যুৎ। মামলা যায় আদালতে। অমর্ত্যকে ‘এভিকশন অর্ডার’ দিয়েছিল বিশ্বভারতী। তাতে বলা হয়েছিল, দ্রুত যেন তিনি ১৩ ডেসিমেল জায়গা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে দেন। সেই নোটিশ খারিজ করার আবেদন জানিয়ে সিউড়ি জেলা জজের এজলাসে যান অমর্ত্যের আইনজীবী। সেই মামলায় বিশ্বভারতীর ‘এভিকশন অর্ডার’কে বাতিল করে দিয়েছে আদালত। এর ফলে কার্যত জমি মামলায় অমর্ত্যের জয় হলো বলে মনে করেন তার আইনজীবী। অমর্ত্য সেনের আইনজীবী বিমান চৌধুরী বলেন, আমাদের আবেদন মেনে নিয়েছেন আদালত। বিশ্বভারতী যে নোটিশ দিয়েছিল তার বিরুদ্ধে আমরা আদালতে আবেদন করেছিলাম। সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারক। অপর আইনজীবী সৌমেন্দ্র রায়চৌধুরী বলেন, আদালত আপাতত বিশ্বভারতীর দাবি খারিজ করে দিয়েছেন। বিশ্বভারতীর দাবি আর রইল না। বিচারক রায়ে বলেছেন, বিশ্বভারতীর ‘এভিকশন অর্ডার’ সম্পূর্ণভাবে প্রতিহিংসাপরায়ণ। এটা বিদ্যুৎ চক্রবর্তী করতে পারেন না।

খেলাধুলা

সিলেটি নাট্যাভিনেতা মুরাদের বহিষ্কারাদেশ ‘কেন অবৈধ হবে না’ মর্মে হাইকোর্টের রুল।

বিলেতেৱ আয়না ডেক্স :- সিলেটি নাট্যাভিনেতা মুরাদের বহিষ্কারাদেশ ‘কেন অবৈধ হবে না’ মর্মে হাইকোর্টের রুল। সিলেটি নাটকের অভিনেতা ও সিলেট সদর সাব-রেজিস্ট্রার অফিসের ‘চাকরিচ্যুত’ নকলনবিশ বেলাল আহমদ মুরাদের উপর আরোপিত বহিষ্কারাদেশ ‘কেন অবৈধ হবে না’ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (২৯ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও কাজি দিনাত হকের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন হাইকোর্টের আইনজীবি মো. জয়নুল হোসেন রুবেল। তিনি জানান- এ রুল আইন মন্ত্রণালয়ের সচিব, ইন্সপেক্টর (জেনারেল অব রেজিস্ট্রেশন), সিলেট জেলা রেজিস্ট্রার, সাব-রেজিস্ট্রার (সিলেট সদর) ও সাব-রেজিস্ট্রার (বালাগঞ্জ)-এর বিরুদ্ধে ইস্যু করা হয়েছে। ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে সংশ্লিষ্টদের আদেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট। অ্যাডভোকেট জয়নুল হোসেন রুবেল বলেন, বেলাল আহমদ মুরাদকে গত বছরের ৬ নভেম্বর সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিস থেকে জেলা রেজিস্ট্রার বহিষ্কার করেন। অভিযোগ আনা হয়- মুরাদ বালাম বই লিখেন না ও নিয়মিত ডায়েরি মেনটেইন করেন না। অথচ অভিযোগকারী ফরিদুর রহমান নামে কোনো ব্যক্তির অস্তিত্বই নেই। বিষয়টি আমরা মহামান্য আদালতের নজরে এনেছি, কী করে একটি বেনামি চিঠির প্রেক্ষিতে একজনকে চাকরিচ্যুত করা হয়। এর প্রেক্ষিতেই মহামান্য হাইকোর্ট এ রুল জারি করেছেন। বেলাল আহমেদ মুরাদকে ‘চাকরিচ্যুত’ করার পর গত বছরের ১৮ ডিসেম্বর সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম) মো. সুমন ভূইয়ার আদালতে দুই কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানি মামলা করেন তিনি। তিনি ওই মামলায় অন্যায় ও ষড়যন্ত্রমূলকভাবে তাকে জোরপূর্বক চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন। মামলায় সিলেট জেলা রেজিস্ট্রার মুনসী মোকলেছুর রহমান, সাবেক সাব-রেজিস্ট্রার (বর্তমানে ঢাকা সদর রেকর্ড রুমে কর্মরত) মাহবুবুর রহমান, অফিস সহকারী আব্দুল মালিক, মোহরার আতিকুর রহমানসহ আরও দুজনকে আসামি করা হয়েছে। মামলায় মুরাদ উল্লেখ করেন- তিনি ২০০৫ সালে সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে নকলনবিশ হিসেবে কাজ শুরু করেন। তিনি চলতি বছরের ১০ মে মাসে নকলনবিশ এসোসিয়েশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। তিনি অন্যায় ও ঘুষবাণিজ্যের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ায় ও তার কাজে ঈর্ষান্বিত হয়ে আতিকুর রহমান সিন্ডিকেট তাকে চাকরিচ্যুত করতে উঠেপড়ে লাগে। মুরাদ অফিসে নিয়মিত উপস্থিত থাকলেও তাকে বালাম বই সরবরাহ করা হয় না। কিন্তু পরবর্তীতে দেখানো হয় তিনি কাজ করেননি। মামলায় তিনি আরও উল্লেখ করেন- নকলনবিশরা কাজ অনুপাতে সম্মানি পান। কাজ না করলে সম্মানি পান না। এতে করে সরকারের কোনো প্রকার আর্থিক ক্ষতির সুযোগ নেই। অথচ ফরিদুর রহমান নামের পরিচয়-ঠিকানাহীন এক উড়োচিঠির সূত্র ধরে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। যদিও তিনি পরবর্তীতে তদন্ত কমিটির কাছে বিস্তারিত তুলে ধরেন। তবু উদ্দ্যেশ্যমূলকভাবে মুরাদকে দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়েছে। সর্বোপরি সেই উড়োচিঠির তদন্তের ফলাফল অফিসে আসার আগেই বিষয়টি বিভিন্ন মাধ্যমে পৌঁছে দিয়ে তা প্রকাশের ব্যবস্থা করে একটি কুচক্রি মহল বেলাল আহমেদ মুরাদকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করেছেন। মুরাদ বলেন- আতিক সিন্ডিকেটের কাছে সিলেট সদর সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত অনেক নারী কর্মরত ও সাধারণ নকলনবিশ জিম্মি। কোনো অন্যায়ের প্রতিবাদ করলেই ওদেরকে নানাভাবে হয়রানি ও বিভিন্ন অভিযোগ দিয়ে শায়েস্তা করে ওই সিন্ডিকেটের অনুগত করা হয়। আর বেলাল আহমেদ মুরাদকে অনুগত করতে না পেরেই তারা ষড়যন্ত্রমূলকভাবে দায়িত্ব থেকে জোরপূর্বক অব্যাহতি দিয়েছে। এর আগে ১ নভেম্বর এ চক্রের বিরুদ্ধে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে লিখিত অভিযোগ করেও প্রতিকার পাননি বলে জানান বেলাল আহমদ মুরাদ জানান। উল্লেখ্য, সিলেটি নাটকের দর্শকের মধ্যে প্রশংসিত অভিনেতা বেলাল আহমেদ মুরাদ বর্তমানে যুক্তরাজ্য সফরে রয়েছেন। সেখানে বাংলাদেশি কমিউনিটি আয়োজিত বিভিন্ন প্রোগ্রাম ও শো-তে অংশগ্রহণ করছেন। যুক্তরাজ্য সফর শেষে তিনি কয়েকটি অনুষ্ঠানে পারফর্ম করতে কানাডা যাবেন বলে জানা গেছে।

জাতীয়

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ঘোষণা ।ভিসা জালিয়াতির ঝুঁকি কমানোর উদ্দেশ্যে মার্কিন নাগরিকত্ব এবং অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) ২০২৫ সালের এইচ-১বি ভিসা (বিশেষ পেশায় নিয়োগের ভিসা) পাওয়ার চূড়ান্ত নিয়ম ঘোষণা করেছে৷ খবর এনডিটিভি।

বিলেতের আয়না ডেক্স :- যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ঘোষণা ।ভিসা জালিয়াতির ঝুঁকি কমানোর উদ্দেশ্যে মার্কিন নাগরিকত্ব এবং অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) ২০২৫ সালের এইচ-১বি ভিসা (বিশেষ পেশায় নিয়োগের ভিসা) পাওয়ার চূড়ান্ত নিয়ম ঘোষণা করেছে৷ খবর এনডিটিভি। নতুন নিয়মে বলা হয়েছে, আবেদনকারীরা যতবারই আবেদন করুক না কেন, সবাই একবারই সুযোগ পাবে। ২০২৫ সাল থেকে ইউএসসিআইএস জালিয়াতি প্রতিরোধ এবং ন্যায্যতা নিশ্চিত করতে সুবিধাভোগীদের আবেদন আলাদাভাবে বাছাই করবে৷ নিবন্ধন করার জন্য, আবেদনকারীদের অবশ্যই বৈধ পাসপোর্ট বা ভ্রমণ ইতিহাসের বিবরণ প্রদান করতে হবে। আবেদনকারীরা চাকরির জন্য ২০২৫ সালের ১ অক্টোবরের পরে চাকরি শুরুর আবেদন করতে পারবেন। আবেদনপত্রের কোনো কাগজপত্র ভূয়া প্রমাণিত হলে তা বাতিল করার ক্ষমতা আছে ইউএসসিআইএসের। আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর ফি জমা দেওয়ার সময় নির্ধারিত হবে। ভিসা আবেদনের প্রাথমিক নিবন্ধন সময়কাল চলতি বছরের ৬ মার্চ শুরু হয়র ২২ মার্চ পর্যন্ত চলবে৷ ফি কোন একাউন্টে জমা দিতে হবে তা ইউএসসিআইএস ২৮ ফেব্রুয়ারি জানিয়ে দেবে।

Scroll to Top