জানুয়ারি ৩০, ২০২৪

জাতীয়

জর্ডানে হামলায় নিহত সেই তিন মার্কিন সেনার নাম প্রকাশ।

বিলেতের আয়না ডেক্স :- জর্ডানে হামলায় নিহত সেই তিন মার্কিন সেনার নাম প্রকাশ। জর্ডানে সিরিয়া সীমান্তবর্তী মার্কিন ঘাটিতে ড্রোন হামলায় নিহত তিন মার্কিন সেনার নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন- সার্জেন্ট উইলিয়াম জেরোম রিভারস (৪৬), বিশেষজ্ঞ কেনেডি ল্যাডন স্যান্ডার্স (২৪) এবং বিশেষজ্ঞ ব্রেওনা অ্যালেক্সসন্ড্রিয়া মফেট (২৩)। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের সিরিয়া সীমান্তবর্তী একটি সামরিক ঘাঁটির হাউজিং ইউনিটে ড্রোন আঘাত করলে তারা নিহত হন। যুক্তরাষ্ট্র এই হামলার জন্য ইরান-সমর্থিত গ্রুপগুলোকে দায়ী করেছে এবং পেন্টাগন বলেছে, তারা হিজবুল্লাহর ‘পদচিহ্ন’ অনুসরণ করেছে। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনও পুনর্ব্যক্ত করেছে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ চায় না। পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেছেন, “আমরা যুদ্ধ চাই না, তবে আমরা ব্যবস্থা নেব এবং আমাদের বাহিনীর ওপর হামলার জবাব দেব। ”প্রতিবেদনে আরও বলা হয়, একজন মার্কিন কর্মকর্তা বলেছেন- সামরিক ঘাঁটিতে হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানের তৈরি বলে মনে হচ্ছে। ওই কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, এই ড্রোনটি ‘শাহেদ ড্রোনের মতো’। একমুখী এই হামলার ড্রোনটি ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে সরবরাহ করছে ইরান। তবে এ হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছে ইরান। পেন্টাগন জানিয়েছে, রবিবার সকালে নিহত তিন মার্কিন সেনা জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট মুরে অবস্থিত একটি সেনা রিজার্ভ ইউনিট থেকে এসেছিলেন। সূত্র: বিবিসি

আন্তর্জাতিক, জাতীয়

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ১০ বছর কারাদণ্ড।

বিলেতের আয়না ডেক্স :- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ১০ বছর কারাদণ্ড। সাইফার বা গোপন তারবার্তা ফাঁসের মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন একটি আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাওয়ালপিন্ডির কারাগারে স্থাপিত বিশেষ আদালত তাদের এই সাজা দিয়েছেন। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে পিটিআই। খবর আলজাজিরা ও বিবিসির ইমরান খান ও শাহ মাহমুদ কুরেশির বিরুদ্ধে সাইফার মামলাটি করেছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ)। মামলার অভিযোগে বলা হয়, গত বছর ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত ইসলামাবাদে একটি গোপন নথি পাঠিয়েছিলেন। তিনি এটি প্রকাশ করে রাষ্ট্রীয় গোপনীয়তার আইন লঙ্ঘন করেছেন। যদিও ইমরান এই অভিযোগ অস্বীকার করেছেন। পিটিআইয়ের দাবি, এই নথিতে ইমরানকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের হুমকি ছিল। একই মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও আসামি করা হয়। তিনিও নিজেকে নির্দোষ দাবি করছে। সাইফার মামলার বিচারকাজ করতে দেশের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে একটি বিশেষ আদালত প্রতিষ্ঠিত করা হয়। এই আদালত রাষ্ট্রীয় গোপন নথির অপব্যবহারের দায়ে তাদের দোষী সাব্যস্ত করে ১০ বছর করে সাজা ‍দিয়েছেন। ২০২২ সালের এপ্রিলে সংসদে বিরোধীদের অনাস্থা ভোটে হেরে সরকার থেকে বিদায় নেন ইমরান খান। এরপর থেকে একের পর এক আইনি জটিলতায় মধ্যে রয়েছেন তিনি। গত বছরের আগস্টে এক দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিন বছরের জেল খাটছেন ইমরান খান। এ ছাড়া এমন এক সময়ে দেশের প্রধানী বিরোধী নেতা ইমরান খানকে এই সাজা দেওয়া হলো যখন পাকিস্তানজুড়ে নির্বাচনী হাওয়া বইছে। অবশ্য এই নির্বাচনে ইমরান ও তার দল পিটিআইকে অংশ নিতে দেওয়া হয়নি।

জাতীয়

শতাধিকনোবেলজয়ীর চিঠি।

বিলেতের আয়না ডেক্স :- শতাধিকনোবেলজয়ীর চিঠি। ড. ইউনূসের মামলা পর্যালোচনায় নতুন প্রস্তাব। শ্রম আইন লঙ্ঘনে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রায় ও দূদকের মামলায় উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শতাধিক নোবেলজয়ীসহ বিভিন্ন দেশের নেতৃস্থানীয় ২৪২ ব্যক্তি খোলা চিঠি দিয়েছেন। চিঠিতে তারা মামলা পর্যালোচনায় নতুন প্রস্তাবের কথা জানিয়েছেন। এসব নের্তৃস্থানীয় ব্যক্তিদের পাঠানো চিঠি ওয়াশিংটন পোস্ট-এ বিজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে বলে প্রোটেক্ট ইউনূস নামে একটি ওয়েবসাইটে জানানো হয়েছে। চিঠিতে মামলা পর্যালোচনায় বাংলাদেশে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব করেছে এসব ব্যক্তিরা। ওয়েবসাইটে বলা হয়েছে, গত ১ জানুয়ারি শ্রম আইনের ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিক্রিয়ায় এটি লেখা হয়েছে। এ নিয়ে মামলাকে ঘিরে প্রধানমন্ত্রীকে তৃতীয় দফায় বিশ্বের নের্তৃস্থানীয় ব্যক্তিরা চিঠি লিখলেন। প্রকাশিত চিঠিতে বলা হয়েছে, ড. ইউনূস ইস্যুতে দ্বিতীয় দফার চিঠিতে ১০৮ নোবেলজয়ীসহ বিশ্বের ১৯০ জনের বেশি নেতৃস্থানীয় ব্যক্তিরা স্বাক্ষর করেছিলেন। এরপর গত আগস্টে প্রধানমন্ত্রী স্বাক্ষরকারীদের প্রতি বিষয়টি খতিয়ে দেখতে আইনজীবী ও বিশেষজ্ঞ পাঠিয়ে খতিয়ে দেখার কথা বলেন। তিনি বলেন, যার ‍বিরুদ্ধে মামলা তার সব দলিল দস্তাবেজ খতিয়ে তারা নিজেরাই দেখুক সেখানে কোনো অন্যায় আছে কিনা। তাদের এসে কী কী অসামঞ্জস্য আছে দেখা দরকার। প্রসঙ্গটি উল্লেখ করে প্রধানমন্ত্রীর উদ্দেশে চিঠিতে জানানো হয়েছে, আমরা আপনার ওই আমন্ত্রণ গ্রহণ করছি। (বিশেষজ্ঞ ও আইনজীবীদের) এই পর্যালোচনা শুধু ১ জানুয়ারি রায় হওয়া শ্রম আইন লঙ্ঘনের মামলা ঘিরে করলেই হবে না। দুদকের মামলাটি ঘিরেও করতে হবে।’ চিঠিতে আরও বলা হয়, বিষয়টি পর্যালোচনার জন্য আমরা একজন জ্যেষ্ঠ আন্তর্জাতিক আইনজীবীর নেতৃত্বে স্বাধীন আইন বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দিচ্ছি। এটি আমরা দ্রুতই করতে চাই। চিঠিতে পর্যালোচনা চলাকালে ড. ইউনূস ও তার সহকর্মীদের বিরুদ্ধে রায় স্থগিত রাখার আহ্বান জানানো হয়। তৃতীয় দফার এ চিঠিতে মোট ২৪২ জন স্বাক্ষর করেন। এরমধ্যে ১২৫ জন নোবেলজয়ী রয়েছেন। স্বাক্ষরকারীরা হলেন বারাক ওবামা, শিরিন এবাদি, আল গোর, তাওয়াক্কুল কারমান, নাদিয়া মুরাদ, মারিয়া রেসা, হুয়ান ম্যানুয়েল সান্তোসসহ ১৬ জন শান্তিতে নোবেলজয়ী, ওরহান পামুক, জে এম কোয়েটজিসহ ৬ জন সাহিত্যে নোবেলজয়ী, জোসেফ স্টিগলিৎজসহ ১২ জন অর্থনীতিতে নোবেলবিজয়ীসহ ৩৬ জন রসায়নে, চিকিৎসায় ২৯ জন এবং ২৬ জন পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী রয়েছেন। এছাড়া জাতসিংঘের সাবেক মহাসচিব বান কি মুন, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, যুক্তরাজ্যের ধনকুবের স্যার রিচার্ড ব্রানসনসহ শতাধিক ব্যক্তি চিঠিতে স্বাক্ষর করেছেন। তাদের মধ্যে বিভিন্ন দেশের সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ব্যবসায়ীসহ শতাধিক বিশিষ্টজনেররা স্বাক্ষর করেছেন।,

জাতীয়

আজ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু।

বিলেতের আয়না ডেক্স :- আজ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু। দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে আজ নানা চড়াই-উতরাই, শঙ্কা কাটিয়ে ঘটনাবহুল নির্বাচনের মাধ্যমে গঠিত দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে আজ। নির্বাচন বানচালের নানামুখী ষড়যন্ত্র, জাতীয়-আন্তর্জাতিক চাপ এবং নির্বাচন বর্জনকারীদের ভয়াল অগ্নিসন্ত্রাস-নাশকতা মোকাবিলা করে ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দেশের ইতিহাসে রেকর্ড পঞ্চমবারের মতো সরকারি দলের আসনে বসছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নানা আলোচনা ও বিতর্কের পর দ্বিতীয়বারের মতো বিরোধী দলের আসনে বসছে জাতীয় পার্টি (জাপা)। ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক (৬২ জন) স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন এবারের দ্বাদশ সংসদে। জয়-পরাজয়ের বিপুল ব্যবধানের রেকর্ড সৃষ্টিকারী নতুন সংসদের আজ মঙ্গলবার প্রথম দিন ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী পাঁচ বছরের নতুন অনেক চ্যালেঞ্জকে সামনে নিয়েই যাত্রা শুরু করল দ্বাদশ সংসদ। একদিকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা, অন্যদিকে সুশাসন প্রতিষ্ঠায়, সর্বত্র জবাবদিহিতা প্রতিষ্ঠা, দুর্নীতি-জঙ্গিবাদ-অগ্নিসন্ত্রাস মোকাবিলা, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিত্য-নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুগোপযোগী নানা আইন প্রণয়ন, ক্ষুদ্রতম বিরোধী দলকে নিয়েও সংসদকে প্রাণবন্ত করাসহ দেশের চলমান গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে অগতান্ত্রিক নানা অপশক্তির বিভিন্ন ষড়যন্ত্র-মোকাবিলা করতে সরকার ও বিরোধী দলকে নিয়ে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের অনেক চ্যালেঞ্জই মোকাবিলা করতে হবে দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের। অতীতের মতো সংসদ বর্জন, অসংসদীয় শব্দ উচ্চারণ, ফাইল ছোড়াছুড়ি, ব্যক্তিগত আক্রমণ-পাল্টা আক্রমণের নেতিবাচক কর্মকা- থেকে সরকার ও বিরোধী দল বিরত থেকে সংসদ অধিবেশনকে সকল কাজের কেন্দ্রবিন্দুতে পরিণত করাও হবে দ্বাদশ সংসদের আরেকটি চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলার দৃপ্ত শপথ নিয়েই আজ সংসদের প্রথম অধিবেশনে পা রাখছেন নবনির্বাচিত ২৯৯ সংসদ সদস্য। আজ বেলা ৩টায় শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এর আগে কার্যোপদেষ্টা কমিটির বৈঠকে বসে প্রথম অধিবেশনের মেয়াদকাল নির্ধারণ করবে। প্রথম অধিবেশনকে উৎসবমুখর করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে সংসদ সচিবালয়। ইতিহাসে প্রথমবারের মতো বিরোধী দলের থেকেও স্বতন্ত্র সংসদ সদস্যের সংখ্যা ছয় গুণ বেশি। মাত্র ১১টি আসনে বিজয়ী হলেও একাদশ সংসদের মতো এবারেও বিরোধী দলে বসছে জাতীয় পার্টি। অধিবেশনকে প্রাণবন্ত করতে বিরোধী দলের পাশাপাশি স্বতন্ত্র এমপিদেরও ভূমিকা দেখা যেতে পারে। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে বলেছেন, জাতীয় পার্টির পাশাপাশি সংসদে বিরোধী ভূমিকায় থেকে সরকারের গঠনমূলক সমালোচনার সুযোগ রয়েছে স্বতন্ত্র এমপিদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২২৩ আসন। বিরোধী দল জাতীয় পার্টি ১১ এবং স্বতন্ত্ররা ৬২টি আসনে জয়ী হয়েছে। স্বতন্ত্রদের ৫৯ জনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। এতে সংসদে বিরোধীদলীয় নেতার আসনে কে বসতে যাচ্ছেন, তা নিয়ে নানা আলোচনা ছিল। তবে জাতীয় পার্টিকে বিরোধী দল ঘোষণা করে প্রজ্ঞাপন জারির পর সবকিছু পরিষ্কার হয়ে গেছে। এবার রওশন এরশাদের পরিবর্তে বিরোধী দলের নেতার আসনে বসবেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। সংসদ অধিবেশনের প্রস্তুতি সম্পর্কে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার সাংবাদিকদের বলেন, যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংসদের আসনবণ্টন হয়েছে। আমরা নতুন এমপিদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। দ্বাদশ সংসদ প্রাণবন্ত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সংসদে বিরোধীদলীয় নেতার স্বীকৃতি প্রসঙ্গে স্পিকার বলেন, কার্যপ্রণালী বিধি অনুযায়ী সরকারের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত দলের নেতা হিসেবেই গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধী দলের নেতা স্বীকৃতি দেওয়া হয়েছে। স্বতন্ত্র সংসদ সদস্য কোনো দলের না হওয়ায় তারা সংখ্যায় বেশি হলেও তাদের মধ্য থেকে বিরোধী দলের নেতা হিসেবে কাউকে স্বীকৃতি দেওয়ার সুযোগ নেই। ৭ জানুয়ারির নির্বাচনের পথটি অতীতের মতো ততটা মসৃণ ছিল না। নির্বাচনকে সামনে রেখে একদিকে রাজপথের বিরোধী দলের আন্দোলনের পাশাপাশি বড় বড় মোড়ল দেশের চোখ রাঙানি, ভিসানীতি প্রয়োগ, নিষেধাজ্ঞার নানা হুমকিও মোকাবিলা করতে হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে। নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে বিএনপি-জামায়াতসহ তাদের মিত্রদের সরকার পতনের একের পর এক আন্দোলন, ভয়াল সন্ত্রাস, হরতাল-অবরোধের নামে চলন্ত ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা, মহাসমাবেশের নামে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, প্রকাশ্য পিটিয়ে-কুপিয়ে পুলিশ সদস্যকে হত্যাসহ নানা পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে তাদের। সর্বশেষ নির্বাচনে যাতে ভোটাররা কেন্দ্রে না যেতে পারে সেজন্য নানা প্রতিবন্ধকতাও সৃষ্টি করা হয়। সবকিছু উপেক্ষা করে দ্বাদশ নির্বাচনে ৪১ দশমিক ৮০ ভাগ ভোটার কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে ষড়যন্ত্রকারীদের জবাব দিয়েছে। এ কারণে দ্বাদশ জাতীয় সংসদকে ‘ঘটনাবহুল সংসদ’ বলেও আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা। এবারের নির্বাচনে মুক্তিযুদ্ধবিরোধী কেউ বিজয়ী হতে পারেনি। স্বাধীনতার সপক্ষের শক্তিকে নিয়েই দ্বাদশ জাতীয় সংসদের পর্দা উঠছে। তাই এবারের দ্বাদশ জাতীয় সংসদকে ‘রাজাকারমুক্ত সংসদ’ বলছেন কেউ কেউ। স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরীর পুনর্নির্বাচনের সিদ্ধান্ত হওয়ায় অধিবেশন শুরু হবে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর সভাপতিত্বে। আজ অধিবেশনে প্রথমেই দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুকে ডেপুটি স্পিকার মনোনীত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদীয় দল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাঁরা দু’জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছে এটি নিশ্চিত। সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হওয়ার পর সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে পুনর্নির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবেন। এরপরই পুনর্নির্বাচিত স্পিকারের নেতৃত্বে শুরু হবে সংসদ অধিবেশন। সংসদের অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হযেছে। ঢাকা মেট্টোপলিটন পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ এলাকায় যানচলাচল সীমিত করা হয়েছে। প্রথম অধিবেশন সংসদ থেকে সরাসরি দেখার জন্য বিদেশী কূটনীতিকসহ বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রথম দিনের কার্যসূচিতে পাঁচটি কাজের কথা বলা আছে। এগুলো হলো- স্পিকার নির্বাচন, ডেপুটি স্পিকার নির্বাচন, সভাপতিম-লীর সদস্য মনোনয়ন, শোকপ্রস্তাব ও রাষ্ট্রপতির ভাষণ। রাষ্ট্রপতির ভাষণের পর প্রথমদিনের বৈঠক মুলতবি করা হবে। রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের এটাই হবে সংসদে প্রথম ভাষণ। ৭ জানুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের নেতা শেখ হাসিনা রেকর্ড পঞ্চমবার ও টানা চতুর্থবারের মতো সংসদ নেতার দায়িত্ব পালন করবেন। সংসদ উপনেতার দায়িত্ব পালন করবেন অগ্নিকন্যাখ্যাত বেগম মতিয়া চৌধুরী। এবার বেগম রওশন এরশাদের পরিবর্তে বিরোধী দলের নেতার আসনে বসতে যাচ্ছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। বিরোধীদলীয় উপনেতার দায়িত্ব পালন করবেন দলটির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বিরোধী দলের চিফ হুইপ করা হয়েছে জাপা মহাসচিব মজিবুল হক চুন্নুকে। এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একাদশ সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীকে দ্বাদশের চিফ হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন। একাদশ সংসদেও তিনি চিফ হুইপ ছিলেন। এ ছাড়া ইকবালুর রহিম (দিনাজপুর-৩), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২), মো. নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২), সাইমুম সরওয়ার কমল এমপি (কক্সবাজার-৩) এবং মাশরাফী বিন মর্তুজাকে (নড়াইল-২) হুইপ নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নিয়োগের আইনত কোনো বিধান না থাকলেও অতীতের রেওয়াজ অনুযায়ী সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি তার মহাসচিব মজিবুল হককে বিরোধী দলীয় চিফ হুইপ ও দলের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদকে বিরোধীদলীয় হুইপ মনোনীত করেছে। সংসদ নেতার নির্দেশে ও স্পিকারের পরামর্শ অনুযায়ী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী আসন বিন্যাস চূড়ান্ত করেছেন।

জাতীয়

এবার বিরোধীদের অভিশংসন প্রক্রিয়ার মুখে পড়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

বিলেতের আয়না ডেক্স :- এবার বিরোধীদের অভিশংসন প্রক্রিয়ার মুখে পড়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। দেশটির প্রধান বিরোধী দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) তার বিরুদ্ধে এই অভিশংসনের প্রক্রিয়া শুরু করতে চলেছে। এমডিপি এরইমধ্যে মুইজ্জুর সরকারকে অভিশংসনে জন্য সংসদ সদস্যদের সইও সংগ্রহ করতে শুরু করেছে। চীনা গোয়েন্দা জাহাজকে মালেতে নোঙর করতে দিয়ে বিরোধীদের রোষাণলে পড়েছেন মুইজ্জু। রবিবার সংসদে অভিশংসন প্রক্রিয়া শুরুর পর পার্লামেন্টে ব্যাপক হাতাহাতিতে জড়ায় দুই পক্ষ। দুই বিরোধী দল ‘মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) ও ‘দ্য ডেমোক্র্যাট’-এর ৮০ সদস্যবিশিষ্ট পার্লামেন্টে সদস্যসংখ্যা ৫৫। মুইজ্জু ক্ষমতাসীন হওয়ার পরই মালদ্বীপে অবস্থানকারী ৮৮ ভারতীয় সেনাকে দেশে ফেরত পাঠানোর ঘোষণা দেন। এরপর থেকেই ভারতপন্থীরা তার বিরুদ্ধে অবস্থান নেয়।

জাতীয়

আমার বাবা নির্দোষ এবং নিপীড়িত : ইউনূসকন্যা।

বিলেতের আয়না ডেক্স :-  আমার বাবা নির্দোষ এবং নিপীড়িত : ইউনূসকন্যা। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে নির্দোষ এবং নিপীড়িত দাবি করে ব্রিটিশ ফ্রি-টু-এয়ার পাবলিক ব্রডকাস্ট টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ফোর’ সাক্ষাৎকার দিয়েছেন তার মেয়ে মনিকা ইউনূস। রোববার (২৮ জানুয়ারি) প্রকাশিত ভিডিওতে মনিকা বলেন, আমার বাবাকে হয়রানি করা হচ্ছে। তিনি নির্দোষ এবং নিপীড়িত। শ্রম আইন লঙ্ঘনের মামলায় জামিন আবেদনের আগে মনিকা ইউনূসের সাক্ষাৎকার নেয় ‘চ্যানেল ফোর’। আমার বাবা পৃথিবীকে বদলাতে চেয়েছেন উল্লেখ করে মনিকা বলেন, ড. ইউনূস দারিদ্র্যকে মুছে ফেলতে চেয়েছেন। এটাই ছিল আমার বাবার স্বপ্ন। যে স্বপ্ন বাস্তবায়নে তার পুরো জীবনটাই প্রতিষ্ঠান এবং কর্মীদের জন্য উৎসর্গ করেছেন। তিনি আরও বলেন, তার পক্ষে থাকার কারণে তার আরও তিন সহকর্মীকেও অভিযুক্ত করা হয়েছে। কিন্তু আদালত কোনো অভিযোগই প্রমাণ করতে পারেননি। ড. ইউনূস কোনো রাজনীতির সঙ্গে জড়িত বা রাজনৈতিক হুমকির সম্মুখীন কিনা এমন প্রশ্নের জবাবে মনিকা বলেন, আমার বাবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। একসময় তিনি রাজনীতিতে যুক্ত হতে চেয়েছিলেন। পরে তিনি বুঝতে পেরেছিলেন রাজনীতি তার জন্য না। তাই আগামীতেও তার রাজনীতিতে যাওয়ার ইচ্ছা নেই। তিনি সবসময় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষের জন্য কিছু করতে চেয়েছেন। তিনি আরও বলেন, ড. ইউনূস নতুন কিছু আবিষ্কার করেছেন। তিনি ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক। ক্ষুদ্রঋণের পাশাপাশি গৃহঋণ, মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্পসহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা চালু করেন। এর আগে গতকাল (২৮ জানুয়ারি) শ্রম আপিল ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন পেয়েছেন ড. ইউনূসসহ চারজন। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে ২৫ যুক্তি দেখান তিনি। গত ১ জানুয়ারি শ্রম আইনের ৩০৩ (ঙ) ধারায় ড. ইউনূসের সর্বোচ্চ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে ৩০৭ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত। এরপর গত ২৮ জানুয়ারি শ্রম আপিল ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন পেয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস।

জাতীয়

গত ২৮শে জানুয়ারী ২৪ ইস্ট ল্ন্ডনের ইমিপ্রেশন হলে লন্ডন বাংলা প্রেস ক্লাবের বিজিএম ও নির্বাচন অনুস্ঠিত হয়েছে।

বিলেতের আয়না ডেক্স :- গত ২৮শে জানুয়ারী ২৪ ইস্ট ল্ন্ডনের ইমিপ্রেশন হলে লন্ডন বাংলা প্রেস ক্লাবের বিজিএম ও নির্বাচন অনুস্ঠিত হয়েছে। লন্ডন বাংলা প্রেস ক্লাবের মেম্বারদের সরাসরি ভোটে অতি জাঁকজমকপূর্ণ ভাবে। ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে প্রেসক্লাবের সদস্যরা এসেছেন। লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন ২০২৪ এ নির্বাচনে নব নির্বাচিত সভাপতিঃ মুহাম্মদ জুবায়ের ১৪১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বীঃ সৈয়দ নাহাস পাশা ১৩৯ ভোট। নির্বাচিত হয়েছেন মুহাম্মদ জুবায়ের। সাধারণ সম্পাদকঃ তাইছির মাহমুদ ১২৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বীঃ মোসলেহ উদ্দিন আহমদ ১০৩ ভোট । জি আর সোহেল ৫৭ ভোট । নির্বাচিত হয়েছেন তাইছির মাহমুদ। কোষাধ্যক্ষঃ সালেহ আহমদ ১৫৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বীঃ আবদুল কাদির চৌধুরী মুরাদ ১২১ ভোট। নির্বাচিত হয়েছেন সালেহ আহমেদ। সিনিয়র সহসভাপতিঃ ব্যারিস্টার তারেক চৌধুরী ১৯১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বীঃ মোশতাক বাবুল ১৮৬। নির্বাচিত হয়েছেন তারেক চৌধুরী। সহসভাপতিঃ সাঈম চৌধুরী ১৪৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বীঃ রহমত আলী ১৩৬ ভোট। নির্বাচিত হয়েছেন সাঈম চৌধুরী। সহ-সাধারণ সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মৃধা ১৪৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বিতা মোঃ আব্দুল কাইয়ুম ১৩৭।নির্বাচিত হয়েছেন রেজাউল করিম মৃধা। সহ-কোষাধ্যক্ষঃ ইব্রাহীম খলিল ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক ও ট্রেনিং সম্পাদকঃ আকরাম হোসেন ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীঃ এমরান আহমদ ১১৩ ভোট। মিডিয়া এন্ড আইটি সম্পাদকঃ আবদুল হান্নান ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ইভেন্ট সম্পাদকঃ রুপি আমিন ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্যঃ ১ সাহিদুর রহমান সোহেল ১৭৬ ভোট। ২ ফয়সল মাহমুদ ১৭১ ভোট। ৩ মরিয়ম পলি রহমান ১৫৫। ৪ জাকির হোসেন কয়েস ১৩৭ ভোট। ৫/ আনোয়ার শাহজাহান ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। আগামী ২ বৎসরের জন্য এই নির্বাচিত কমিটি লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিচালনা করবে। লন্ডন বাংলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে হাওয়া টিভি’র পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আগামী দিনে ক্লাবের সমৃদ্ধি উন্নতি সফলতা কামনা করছি।

জাতীয়

দ্বাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের,ও উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ।

বিলেতের আয়না ডেক্স :- দ্বাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের,ও উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দল হিসেবে অংশ নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয় পাওয়া জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে সংসদে বিরোধীদলীয় নেতা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে জাপার আরেক নবনির্বাচিত এমপি আনিসুল ইসলাম মাহমুদকে সংসদের বিরোধীদলীয় উপনেতা করা হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় মানব সম্পদ শাখা-১ এ প্রজ্ঞাপন জারি করেছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর আদেশক্রমে জ্যেষ্ঠ সচিব কে এম আব্দুস সালাম প্রজ্ঞাপনে সই করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমত দল বা অধিসংঘের নেতা গোলাম মোহাম্মদ কাদেরকে (রংপুর-৩) জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২(১)(ট) বিধি অনুযায়ী বিরোধীদলের নেতা এবং “বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন,২০২১” মোতাবেক চট্টগ্রাম-৫ থেকে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল হক মাহমুদকে বিরোধীদলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করিলেন। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে ১১টি সংসদীয় আসনে জয় পায় জাতীয় পার্টি। এবারের নির্বাচনে ২৬ আসনে জাপাকে ছাড় দিয়েছিল আওয়ামী লীগ। ওই আসনগুলোতে নৌকার কোনো প্রার্থী দেওয়া হয়নি। এই নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি আসনে জয় পায়। স্বতন্ত্র প্রার্থীদের ঘরে যায় ৬২টি আসন। এছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এবং বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসনে জয় পেয়েছে। ভোটের আগে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স

জাতীয়

মালদ্বীপের পার্লামেন্টে এমপিদের তুমুল হট্টগোল।

বিলেতের আয়না ডেক্স :- মালদ্বীপের পার্লামেন্টে এমপিদের তুমুল হট্টগোল। মালদ্বীপের পার্লামেন্টে মারামারিতে জড়িয়েছে একদল এমপি। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে স্যুট, টাই পরা এদকল এমপি পাগলের মতো একে অপরের দিকে ঝাপিয়ে পড়ছে। তারা একে আপরকে ঘুষি, লাথি ও ধাক্কা দিচ্ছে। এসব ঘটনা মালদ্বীপের সংসদের মেঝেতেই ঘটেছে। দেশটির সংসদে আজ (২৮ জানুয়ারি) মোহাম্মদ মুইজ্জু সরকারের জন্য সংসদীয় অনুমোদনের জন্য একটি মূল ভোট হওয়ার কথা ছিল। ভিডিওতে থাকা দুই ব্যক্তি হলেন মালদ্বীপের ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) এমপি ইসা ও ক্ষমতাসীন পিএনসি এমপি আবদুল্লাহ শাহীম আবদুল হাকিম। অন্য একটি ভিডিওতে এমপিকে স্পিকারের কানে একটি হর্ন বাজাতে দেখা যায়। স্পিকার এসময় কানে হাত দিয়ে শব্দ বন্ধ করার চেষ্টা করেন। ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন সদস্য হাউসে বাধা দেন এবং অধিবেশন ব্যাহত করেন।

জাতীয়

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিলেন জাকির তালুকদার।

বিলেতের আয়না ডেক্স :- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিলেন জাকির তালুকদার। এক দশক আগে ২০১৪ সালে পাওয়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিয়েছেন কথাসাহিত্যিক জাকির তালুকদার। রোববার (২৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে বাংলা একাডেমি বরাবর ১ লাখ টাকা অর্থমূল্য ফেরতের ব্যাংক চেকের ছবি দিয়ে জাকির তালুকদার লিখেছেন, ‘পাঠিয়ে দিলাম। খুব ভারমুক্ত লাগছে।’ এ বিষয়ে জাকির তালুকদার গণমাধ্যমকে বলেন, আমি বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিয়েছি। এই মর্মে আমি একটা চিঠি নাটোর থেকে পোস্ট করেছি। পুরস্কার ফিরিয়ে দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, বাংলা একাডেমি যেভাবে চলছে, এটাতে সন্তুষ্ট নই। এটাই পুরস্কার ফিরিয়ে দেওয়ার কারণ। বাংলা একাডেমির গণতন্ত্রহীনতা ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে আমার এই পুরস্কার ফেরত দেওয়া উল্লেখ করে এ কথাসাহিত্যিক বলেন, প্রতিষ্ঠানটিতে আড়াই দশক ধরে নির্বাচন হয় না। প্রতিষ্ঠান যখন সুনাম হারায়, তখন তার মূল্য থাকে না। এ কারণেই বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিয়েছি। তবে এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদার অফিসিয়ালি কিছু জানা নেই বলে সাংবাদিকদের জানিয়েছেন। উল্লেখ্য, কথাসাহিত্যিক জাকির তালুকদার লেখালেখির শুরু থেকেই আলাদা এক পথ নির্মাণে সচেষ্ট ছিলেন। তার লেখায় ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে পুরাণের সংমিশ্রণ সম্পূর্ণ ভিন্ন এক মাত্রা নিয়ে উপস্থিত হয়েছে। তার উপন্যাসের মধ্যে রয়েছে কুরসিনামা, বহিরাগত, মুসলমানমঙ্গল, পিতৃগণ, কবি ও কামিনী, মৃত্যুগন্ধী। এছাড়া গল্প, প্রবন্ধ, ছড়া, অনুবাদসহ তিন ডজনের বেশি বই প্রকাশিত হয়েছে তার।

Scroll to Top