জানুয়ারি ৯, ২০২৪

জাতীয়

প্রধানমন্ত্রীকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন।

বিলেতের আয়না ডেক্স :- প্রধানমন্ত্রীকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কেসি। তিনি টুইটার অর্থাৎ এক্স মাধ্যমে দেওয়া একটি পোস্টে বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার নির্বাচনী বিজয়ের জন্য আমার অভিনন্দন।’ তিনি বলেন, ‘কমনওয়েলথ সচিবালয় জাতীয় অগ্রাধিকার অর্জনে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখতে প্রস্তুত এবং বাংলাদেশের জনগণ ও কমনওয়েলথ পরিবারের সকল সদস্যের জন্য শেখ হাসিনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।’ গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২৯৯টি আসনে। বাংলাদেশ আওয়ামী লীগ ২২২টি আসনে, জাতীয় পার্টি ১১টি আসনে এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের জোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসন পেয়েছে। নির্বাচনে একটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি। এরই মধ্যে নির্বাচন (ইসি) কমিশন আজ ২৯৮ জন সংসদ সদস্যের তালিকাসহ গেজেট প্রকাশ করেছে।

জাতীয়

জনগণের ভোটে নয়, কারচুপির ভোটে পরাজিত হয়েছি — হাসানুল হক ইনু

বিলেতের আয়না ডেক্স :- জনগণের ভোটে নয়, কারচুপির ভোটে পরাজিত হয়েছি — হাসানুল হক ইনু জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও কুষ্টিয়া–২ আসনের ১৪-দলীয় জোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাসানুল হক ইনু বলেছেন, ‘আমি জনগণের ভোটে নয়, কারচুপির ভোটে পরাজিত হয়েছি। আশা করি এটা সবাই তদন্ত করে দেখবেন এবং প্রতীকার করবে। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলা জাসদের কার্যালয়ে ভোট পরবর্তী দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সারাদেশে ভোট অবাধ ও সুষ্ঠু হয়েছে মন্তব্য করে হাসানুল হক ইনু বলেন, ‘কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মস্তান বাহিনী ভোটের সাত দিন আগে থেকে যে আতঙ্ক ছড়িয়েছে, সেটা বন্ধ করা সম্ভব হয়নি।’ তিনি বলেন, ‘ভোটের দিন ১৬১টি কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রে অস্বাভাবিক ভোট প্রদান লক্ষ্য করা গেছে, যা কারচুপির মাধ্যমে করা হয়েছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের নজরে আনার পরেও প্রশাসনের কর্মকর্তারা কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।’ জোট প্রসঙ্গে জাসদ সভাপতি বলেন, ‘নির্বাচন নিয়ে জোটে কোনো রাজনৈতিক প্রভাব পড়বে না। তবে নির্বাচন নিয়ে জোটের শরিকদের মধ্যে যে বিভ্রান্তি ও বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটা অবশ্যই নিষ্পত্তি করতে হবে। একইসঙ্গে জোটের প্রার্থীর এলাকায় প্রতিদ্বন্দ্বী আওয়ামী স্বতন্ত্র প্রার্থীর গুন্ডাবাহিনীর যে আক্রমণ, হুমকি-ধমকি অত্যাচার শুরু হয়েছে, এটা অবশ্যই বন্ধ করতে হবে। তা না হলে জোটের অভ্যন্তরে সুষ্ঠু পরিবেশ থাকবে না। এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনে নৌকা প্রতীকে পরাজিত হয়েছেন ১৪-দলীয় জোটের মনোনীত প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। কুষ্টিয়া-২ আসনে ইনু পেয়েছেন ৯২ হাজার ৪৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কামরুল আরেফিন ট্রাক প্রতীকে ১ লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। কামরুল মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান।

জাতীয়

আগামী ১১ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার শপথ।

বিলেতের আয়না ডেক্স :- আগামী ১১ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার শপথ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় শতভাগ আসনের ফলাফল ঘোষণা শেষে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। এর মাধ্যমে দলটি টানা চতুর্থবার ক্ষমতায় আসতে যাচ্ছে। রোববার দিনগত রাত ৪টা পর্যন্ত নির্বাচন কমিশন থেকে বেসরকারিভাবে ঘোষিত ২৯৮টি আসনের ফলাফলে আওয়ামী লীগ পেয়েছে ২২২টি আসন। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, যাদের প্রায় সবাই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। এ পর্যন্ত ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। গত দুই সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টি এবার পেয়েছে মাত্র ১১টি আসন। যে ২৬টি আসনে তারা আওয়ামী লীগের কাছে ছাড় পেয়েছিল তার অনেকগুলোতেই জামানত হারিয়েছে। এর বাইরে আওয়ামী লীগেরই নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদের মধ্যে জাসদ ও ওয়ার্কার্স পার্টি একটি করে আসন পেয়েছে। এছাড়া বিএনপি জোট থেকে বেরিয়ে আসা কল্যাণ পার্টি জয় পেয়েছে একটি আসনে। বিএনপি ও সমমনা দলগুলোর বর্জন, তুলনামূলক কম ভোটারের উপস্থিতি হলেও রোববার মোটাদাগে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এক প্রার্থীর মৃত্যুতে একটি আসনের ভোট পিছিয়ে যাওয়ায় এদিন ভোট হয় ২৯৯ আসনে। নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তথ্য জানান তিনি।

জাতীয়

রাজনীতিতে টিকে থাকতে প্রভুদের পরামর্শে কাজ হবে না –প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিলেতের আয়না ডেক্স :- রাজনীতিতে টিকে থাকতে প্রভুদের পরামর্শে কাজ হবে না –প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বলেছেন, বিদেশী প্রভুদের পরামর্শ মেনে চললে, বাংলাদেশের রাজনীতিতে কেউ টিকে থাকতে পারবে না। তিনি বলেন, ‘বিএনপি জাতীয় নির্বাচন (৭ জানুয়ারি অনুষ্ঠিত) বানচাল করতে নেমেছিল। তাদের কিছু (বিদেশী) প্রভু আছে। তারা বাংলাদেশের জনগণকে চেনে না। প্রভুদের পরামর্শে বাংলাদেশে টিকে থাকা সম্ভব হবে না।’ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গণভবনে দলটির নেতা-কর্মীরা জড়ো হলে প্রধানমন্ত্রী একথা বলেন। এই বিজয়ে শেখ হাসিনার টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা তার বড় বোন শেখ হাসিনাকে ফুলের তোড়া উপহার দেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণই আওয়ামী লীগের শক্তি। তাই দলটির কোনো বিদেশী প্রভু নেই। শেখ হাসিনা আরো বলেন, ‘আমাদের কোনো (বিদেশি) প্রভু নেই। বাংলাদেশের জনগণই আমাদের প্রভু ও শক্তি। জনগণের বিশ্বাস ও আস্থাই আমাদের শক্তি।’ তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত চক্রের ষড়যন্ত্র সত্ত্বেও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চমৎকার এই নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচন বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ প্রধানমন্ত্রী আরো বলেন, ১৯৭৫ পরবর্তী নির্বাচনের মধ্যে সদ্য অনুষ্ঠিত এই ৭ জানুয়ারির নির্বাচন ছিল সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু, সুশৃঙ্খল, অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক। তিনি বলেন, আমরা প্রমাণ করেছি যে আওয়ামী লীগ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ সময় দেশ ও জনগণের কল্যাণে সবকিছু ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনকে অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে তাঁরা ভোটের দ্বার উন্মোচন করেছেন। শেখ হাসিনা আরো বলেন, দল মনোনীত অনেক প্রার্থী স্বতন্ত্র প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন, যদিও তারা মনে করেছিলেন তারা জয়ী হবেন। দলের নেতা-কর্মীদের মধ্যে বিভেদের ফায়দা লোটার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে-আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘জনগণের ম্যান্ডেটকে সম্মান দেখিয়ে, সবকিছু ভুলে দেশ ও জনগণের কল্যাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন।’ প্রধানমন্ত্রী নির্বাচনে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে বলেন, এটি নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার ফলাফল। এ প্রসঙ্গে শেখ হাসিনা আরো বলেন, তাঁর টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসনে ১৩০ বছর বয়সী এক নারী নৌকায় ভোট দিয়েছেন। বয়স্ক ওই নারীর উদ্ধৃতি দিয়ে- তিনি বলেন, “আমি শেষবারের মতো শেখ হাসিনাকে ভোট দিতে চাই।” অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৯৮টির মধ্যে ২২২টি আসন পেয়েছে। আগামীকাল সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। শেখ হাসিনা বলেন, বিএনপি নির্বাচন বর্জন করায় তাদের নেতাকর্মীরা এখন হতাশ হয়ে পড়েছে। তিনি বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন বানচালের জন্য বিএনপি-জামায়াত চক্র বারবার চেষ্টা করেছে। ‘তবে তারা ব্যর্থ হয়েছে,’ উল্লেখ করে তিনি আরো বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নেওয়ায় এবারও তাদের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন বানচাল করার জন্য জনগণকে পুড়িয়ে হত্যা করছে এবং সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষতি করছে। তিনি আরো বলেন, যাদের মনুষ্যত্ব আছে তারা মানুষকে পুড়িয়ে হত্যা করতে পারে না। তিনি বলেন, নির্বাচনে কতিপয় রাজনৈতিক দলের অংশগ্রহণ না করা কোন ব্যাপার নয়, জনগণের অংশগ্রহণই গুরত্বপূর্ণ। প্রধানমন্ত্রী বলেন, জনগণ যদি আওয়ামী লীগকে ক্ষমতায় না চায়, আমরা তাদের ম্যান্ডেট মেনে চলব। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসায় জনগণ দেড় মাসের মধ্যে বিএনপি সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল। তারা ২০০৬ সালে ভোটার তালিকায় ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার অন্তর্ভুক্ত করার পর কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করেছিল এবং দেশবাসী তাদের চেষ্টা ব্যর্থ করে দেয়। তিনি বলেন, বাংলাদেশের জনগণ কোনো অন্যায়কে কখনোই মেনে নেয় না। প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট দেশে পরিণত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।বাসস

জাতীয়

দ্বাদশ সংসদের এমপিদের গেজেট প্রকাশ।

বিলেতের আয়না ডেক্স :- দ্বাদশ সংসদের এমপিদের গেজেট প্রকাশ। দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিতদের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিকেলে নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্যদের গেজেট নির্বাচন কমিশন অনুমোদন করেছে। তা প্রকাশের জন্য সচিবকে বলা হয়েছে। কমিশনাররা স্বাক্ষর করেছেন। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাওয়া যাবে। ডিজিটাল যুগ। তাদের (বিজিপ্রেসের) কাছে একটি সফট কপি দেওয়া থাকে। কোনো কারেকশন যদি থাকে তাহলে কারেকশনটা বলে দেওয়া, না হলে ওটাই প্রিন্ট করে দেওয়া। তারপর আজকেই হয়তো সংসদ সচিবলায়ে চলে যাবে। গেজেট প্রকাশ নিয়ে ইসি আলমগীর বলেন, ৩০০ সংসদীয় আসনের মধ্যে নওগাঁ-২ আসনের প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন বাতিল করা হয়েছে। ওই আসনের নির্বাচনের জন্য নতুন করে শিডিউল দেওয়া হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি নির্বাচন হবে। আর ময়মনসিংহের একটি কেন্দ্রে ফলাফল স্থগিত রাখা হয়েছে। সেই নির্বাচনও অনুষ্ঠিত হবে ১৩ জানুয়ারি। তিনি বলেন, এ দুটো বাদে বাকি ২৯৮টি আসনের নির্বাচনী ফলাফল মিলিয়ে দেখা হয়েছে। যাচাই বাছাই করা হয়েছে। সব ঠিক আছে। নির্বাচন কমিশন দেখেছে, সব ঠিক আছে। ফলাফল গেজেট করার জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে। সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ পড়াতে হবে। সে অনুযায়ী বুধবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এমপিদের শপথের আগে প্রথম দফায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংবিধান ও কার্যপ্রণালি বিধি অনুযায়ী এমপি হিসেবে নিজে শপথগ্রহণ করবেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করবেন।

জাতীয়

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বিলেতের আয়না ডেক্স :- গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাবদ্ধ ও সুসংগঠিত টিম একটি সংগঠনকে অনেক দুর এগিয়ে নেয়। আর এ জন্য প্রয়োজন সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাওয়া। গত ৮ জানুয়ারি সোমবার লন্ডন ভ্যানুতে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট একটি ব্যতিক্রমী সংগঠন। ব্রিটেনে গোলাপগঞ্জের নাগরিকদের এই সংগঠনের কার্যক্রম সকলের কাছে প্রশংসিত। গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান, লেখক- সাংবাদিক আনোয়ার শাহজাহানের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি তারিক রহমান ছানু এবং জয়েন্ট সেক্রেটারি রায়হান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মেম্বারশিপ সেক্রেটারি আমির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর জাহেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হানটিংডন ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলর সারিকা মকবুল, লন্ডন বারা অব রেডব্রিজ কাউন্সিলের কাউন্সিলর ফয়জুর রহমান, লন্ডন বাংলা স্কুলের প্রধান শিক্ষক তছউর আলী। বক্তব্য রাখেন, উপদেষ্টা মুজিবুর রহমান মুজিব, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া, আতিকুর রহমান শেফার, নুরুল ইসলাম, ও সালেহ আহমদ, ট্রেজারার সাইফুল ইসলাম, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের সভাপতি ইমদাদ হোসেন টিপু, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক আব্দুল বাছির, হেলপিং হ্যান্ডসের সাবেক সভাপতি ফেরদৌস আলম ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, লন্ডন বাংলা স্কুলের শিক্ষক প্রফেসর মিছবা কামাল, ভাদেশ্বর মকবুল আহমদ আইডিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা মকবুল আহমদ, সাবেক সভাপতি বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ আব্দুল হালিম চৌধুরী, সাংবাদিক এনাম চৌধুরী, সাংবাদিক কয়েস আহমদ রুহেল, এসিস্ট্যান্ট ট্রেজারার মোহাম্মদ সিরাজুল ইসলাম, অর্গানাইজিং সেক্রেটারি হাবিবুর রহমান, কালচারাল সেক্রেটারি মুফিজুর রহমান চৌধুরী একলিল, এডুকেশন সেক্রেটারি আব্দুল বাছিত, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি সোহেল আহমদ চৌধুরী, স্পোর্টস সেক্রেটারি কবির আহমদ, ইয়ুথ সেক্রেটারি অলি আহমদ, ইসি মেম্বার মোহাম্মদ আব্দুল মতিন, মোহাম্মদ সুলতান আহমদ, নজরুল ইসলাম, মোহাম্মদ শামীম আহমদ, সুহেল আহমদ, বোর্ড মেম্বার, কথা সাহিত্যিক রুহুল আমিন রুহেল, মাহমুদুর রহমান শানুর, সাব্বির আহমদ সাহেদ, রোমান আহমদ চৌধুরী, মোস্তাক আহমদ হেলাল, জহিরুল ইসলাম শামুন, সোহেল আহমদ, মুকিতুর রহমান মুকিত, সিদ্দিকুর রহমান অলি ওয়াদুদ এবং সদস্য মাওলানা আশরাফুল ইসলাম, মো: জামাল উদ্দিন (সালাম) ও আকমল হোসেন প্রমুখ। প্রধান অতিথি স্পিকার জাহেদ চৌধুরী বলেন, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট লন্ডনে যে বাংলা স্কুল পরিচালনা করছে, সেটি শুধু গোলাপগঞ্জ কমিউনিটি নয়, পুরো বাঙালি কমিউনিটি উপকৃত হচ্ছে। এই স্কুলের অধ্যয়নরত আমাদের সন্তানরা বাংলা ভাষা শিখবে, বাংলাদেশ সম্পর্কে জানবে এটি খুবই গৌরবের বিষয়। কাউন্সিলর সারিকা মকবুল সোশ্যাল ট্রাস্টের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে, এই ট্রাস্টের কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। কাউন্সিলর ফয়জুর রহমান সোশ্যাল ট্রাস্টের ব্যতিক্রম কার্যক্রম সবজিবাগান প্রতিযোগিতা, কেরাত প্রতিযোগিতার প্রশংসা করেন। লন্ডন বাংলা স্কুলের প্রধান শিক্ষক, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের সাবেক উপদেষ্টা তছউর আলী লন্ডন বাংলা স্কুলের চেয়ারম্যান আনোয়ার শাহজাহান সহ ম্যানেজমেন্ট কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে বাংলা স্কুল প্রতিষ্ঠা করে লন্ডনে বাঙ্গালী কমিউনিটিতে একটি খুবই প্রশংসিত হয়েছে। এই স্কুল পরিচালনায় কমিউনিটির সবাইকে এগিয়ে আসার আহবান জানান। গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের অন্যতম প্রতিষ্টাতা সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান রুহুল আমিন রুহেল সোশ্যাল ট্রাস্ট প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি সকল প্রতিষ্ঠাতা সদস্য এবং অতীত ও বর্তমান কমিটির সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। ট্রাস্টের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান চেয়ারম্যান আনোয়ার শাহজাহান বলেন ২০১৭ সালের ৩১ ডিসেম্বর আপনারা যাঁরা আমার উপর আস্থা এবং বিশ্বাস করে ট্রাস্টের সদস্য হয়েছিলেন এবং আজ পর্যন্ত এ ট্রাস্টকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আনোয়ার শাহজাহান ট্রাস্টের প্রতিষ্ঠাতা আহবায়ক ডক্টর রেণু লুৎফা সহ সকল প্রতিষ্ঠাতা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা এবং সকলের জন্য শুভ কামনা করেন। পরে কালচারাল সেক্রেটারি মুফিজুর রহমান চৌধুরী একলিল এর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী রানা খান, সায়েক আহমদ সওদাগর, রুহুল আমিন রুহেল এবং মুফিজুর রহমান চৌধুরী একলিল। সিলেটের জনপ্রিয়তা অভিনেতা বেলাল আহমদ মুরাদ এবং জনপ্রিয় টিকটকার মকসুদ চৌধুরী কৌতুক পরিবেশন করেন। অভিষেক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দ মুজিবুল ইসলাম আজু, মিকাইল আহমদ চৌধুরী, আলী হোসেন, মোর্শেদ আলম আহমদ চৌধুরী রাহী, রোসুম জসিম উদ্দিন, শিহাব উদ্দিন, সুলতান হায়দার জসিম, তারেক উদ্দিন দৌলা, গুলজার হোসেন, শামীম আহমদ, কামরুজ্জামান চৌধুরী এবং মোহাম্মদ শাহাজান প্রমুখ। উল্লেখ্য ব্রিটেনে প্রথম গোলাপগঞ্জ উৎসব, গোলাপগঞ্জ পদক প্রবর্তন, গোলাপগঞ্জ ফুটবল টুর্নামেন্ট, কেরাত প্রতিযোগিতা, সবজিবাগান প্রতিযোগিতা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে গোলাপগঞ্জ কমিউনিটিতে সকলের আস্থা অর্জন করেছে।  

জাতীয়

দেশে প্রথম নৌকা প্রার্থিতা বাতিল-এমপি মোস্তাফিজে পতন

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ মাসুদ দেশে প্রথম নৌকা প্রার্থিতা বাতিল-এমপি মোস্তাফিজে পতন চট্টগ্রামঃ ভোটের শেষ মুহূর্তে নির্বাচনী আচরণ বিধিলঙ্ঘনে দেশে প্রথম নৌকার প্রার্থিতা বাতিল হল এমপি মোস্তাফিজুরের।ক্ষমতা দাপট উগ্র আচরণ অপক্ষমতা নানা নেতিবাচক কারণে আলোচিত সমালোচিত ছিলেন এলাকা চট্টগ্রাম সহ মানুষের মুখে মুখে। সাংবাদিক প্রশাসন সাধারণ কেউই রক্ষা পায়নি তার অপক্ষমতার হাত থেকে। প্রার্থিতা বাতিল হওয়ায় আবারো সমাআলোচিত হলেন এলাকা চট্টগ্রামসহ দেশজুড়ে। বাঁশখালীর-১৬ আসন এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর নানা আলোচনা সমালোচনা গুজব গুঞ্জন ছিল দীর্ঘদিন ধরে। ভুক্তভোগীরা এমপি মোস্তাফিজের বিরুদ্ধে অভিযোগ আপত্তি ও নানা হয়রানি ভোগান্তির শিকার ক্ষতিগ্রস্ত অনেকেই। এসবের নেপথ্য ছিল রাজনৈতিক ছত্রছায়া ক্ষমতার অপব্যবহার। অন্যায় অপরাধ করেও ছিল ধরা-ছোঁয়ার নাগালের বাহিরে।অবশেষে শেষ রক্ষা হলো না। যার কিছু তথ্য প্রমাণ ভিডিও চিত্র ফাঁস হয়। প্রকাশ হয় গণমাধ্যম প্রিন্ট পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায়। দ্রুত ছড়িয়ে পড়ে এলাকাবাসী চট্টগ্রামসহ দেশ জুড়ে। এমপির প্রার্থিতা বাতিল পতনে এলাকাবাসী,প্রতিপক্ষ ও জনতার উল্লাসে রেকর্ড। সারা বাঁশখালী জুড়ে আনন্দের জোয়ার। একদিকে ক্ষমতার দাপট।অন্যদিকে নৌকার প্রার্থী ও বর্তমান এমপির প্রতিদ্বন্দ্বী হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট যুদ্ধে প্রতিদ্বন্দিতা করা ছিল চ্যালেঞ্জিং। কাজে-কর্মে ছিল দৃঢ় মনবল সাহস। মাঠে ময়দানে প্রচারণা ও ভোটযুদ্ধে ব্যাপক ভোটে জয়ী হলেন মুজিবুর রহমান (সিআইপি)।সাধারণ জনতার অকৃত্রিম ভালোবাসা ও জনপ্রিয়তায় সিক্ত হলেন তিনি। এলাকা ও দেশের মানুষের সেবা ও কর্মসংস্থান। অর্থনৈতিক উন্নয়ন,সেবামূলক কার্যক্রম ও নানা কর্মকান্ড ও কর্মগুণে স্মরণীয় হয়ে থাকবেন বাঁশখালীর ইতিহাসে ও সাধারণ মানুষের মাঝে। সরেজমিনে দেখা যায়, ১০নং চাম্বল ইউনিয়ন, দক্ষিণ চাম্বল,পূর্ব চাম্বল,পশ্চিম চাম্বল ৯টি কেন্দ্রের ফলাফল। ৭টিতে ঈগল বিজয়ী ২টিতে আংশিক ভোটে নৌকা বিজয়ী। প্রার্থিতা বাতিল হওয়ায় ফলাফল তাই তার ভোটের পরিসংখ্যান ঘোষণা প্রকাশ হয়নি। আচরণবিধি লঙ্ঘনের কারণে।আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিলে আবারো আলোচিত হলেন নতুন করে।যা এলাকাসহ দেশবাসীর কাছে ছড়িয়ে পড়ে দলীয় নেতা কর্মীর মাঝে। ভোটের দিন তাঁর প্রার্থিতা করেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের একেবারে শেষ পর্যায়ে এসে। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সন্ধ্যায় গমমাধ্যমে বলেন,মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল হয়েছে মানে তিনি আর প্রার্থী নন। এখন তাঁর ব্যালটগুলো গণনা করা হবে না। সেগুলো আলাদা করে নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে। আর এই আসনে বাকি প্রার্থীদের মধ্যে যিনি সর্বোচ্চ ভোট পাবেন, তিনিই বিজয়ী হবেন। মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল ঘোষণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ওই আসনে যদি একাধিক প্রার্থী থাকেন, তাহলে অবশ্যই সেখানে ভোট চলবে। ইসি সচিব আরও বলেন, ওই প্রার্থী এর আগেও একাধিকবার আচরণবিধি লঙ্ঘন করেছেন। আজ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি দিয়েছেন। এ কারণে তাঁর প্রার্থিতা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্থানীয় আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান ও আবদুল্লাহ কবির প্রতিদ্বন্দ্বিতায় আছেন। অন্যান্য দল ও স্বতন্ত্র মিলিয়ে আরও আটজন প্রার্থী এখানে আছেন। আচরণবিধি লঙ্ঘনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ শেষ হওয়ার ১৫ মিনিট আগে ইসির সচিব জাহাংগীর আলম বিফ্রিংয়ে এ তথ্য জানান। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়েছিলেন বলে জানান ইসি সচিব৷ তবে ওই আসনে ভোট চলবে বলে জানান তিনি। প্রসংঙ্গ: চট্টগ্রাম-১৬ হল বাংলাদেশের জাতীয় সংসদের ২৯৩নং আসনে সাবেক ও বর্তমান এমপি মুজিবুর রহমান। ২২ মে ২০২৩ সালে জনসমক্ষে পিস্তল হাতে আওয়ামী লীগের মিছিল করার পরে মোস্তাফিজুর রহমান চৌধুরী এর নামে সমালোচনা তৈরি হয়। প্রদর্শিত আগ্নেয়াস্ত্রটি বৈধ বলা হলেও পরবর্তিতে পুলিশের পক্ষ থেকে তাঁর কাছে এই ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়। প্রমান থাকার পরেও চট্টগ্রামের জেলা প্রশাসন লাইসেন্সটি বাতিল করেনি। ৩০ নভেম্বর ২০২৩ সালে ১০ জন কর্মী নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক রাকিব উদ্দিন প্রশ্ন করলে মোস্তাফিজুর তাঁর দিকে তেড়ে যান ও মারধর করেন। এ সময় চট্টগ্রাম প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি ও চ্যানেল আইয়ের ব্যুরোপ্রধান চৌধুরী ফরিদসহ আরও কয়েকজন সাংবাদিককে ধাক্কা দেন তিনি ও তাঁর কর্মীরা। সাংবাদিককে মারধরের অভিযোগে মোস্তাফিজুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি আসেননি।

জাতীয়

চট্টগ্রামে নির্বাচনে গুলিবর্ষণকারী শামীম অস্ত্রসহ আটক

বিলেটের আয়না ডেক্স :- মোহাম্মদ মাসুদ চট্টগ্রামে নির্বাচনে গুলিবর্ষণকারী শামীম অস্ত্রসহ আটক বহুল আলোচিত চট্টগ্রাম-১০ আসন বন্দরনগরীর খুলশীর পাহাড়তলী কলেজ এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালীন সময়ে দুপক্ষের সংঘর্ষে প্রকাশ্যে বিদেশী আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে হতাহতের ঘটনায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে গুলিবর্ষণকারী শামীম আজাদ প্রকাশ ব্লেড শামীম’কে বিদেশী আগ্নেয়াস্ত্র সহ চট্টগ্রামের সীতাকুন্ড থেকে গ্রেফতার করেছে র‌্যাব। ৮জানুয়ারি রাতে আভিযানে সীতাকুন্ড থানাধীন কুমিরা এলাকায় অভিযানে খুলশী এলাকায় প্রকাশ্যে বিদেশী আগ্নেয়াস্ত্র হাতে গুলি করে হতাহত করার ঘটনায় গুলি বর্ষণকারী শামীম আজাদ প্রকাশ ব্লেড শামীম মুন্না কে ০১টি বিদেশি পিস্তল ও ০২ রাউন্ড গুলিসহ আটক করে। আটককৃতির পিতা-আবুল কালাম আজাদ, সাং-সায়েরখালী, থানা-মিরসরাই, জেলা-চট্টগ্রাম। ৭ জানুয়ারি সকাল সাড়ে দশটায় নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়তলী ডিগ্রী কলেজ কেন্দ্র এলাকায় কতিপয় দুস্কৃতিকারী সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিঘ্নে ঘটনোর উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে সহিংসতা ও গুলিবর্ষণ করে। উক্ত সহিংসতা ও গুলিবর্ষণের ঘটনায় ভোটারসহ শান্ত বড়ুয়া এবং জামাল নামক দুজন ব্যক্তি গুলিবৃদ্ধ হয়। আহতরা চমক হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আছে। উক্ত ঘটনায় খুলশী থানায় একটি মামলা ও ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়।জড়িতদের দ্রুততম সময়ের আটক আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। জিজ্ঞাসাবাদে আটক শামীম আজাদ চট্টগ্রামের মিরসরাই এর স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে খুলশী এলাকায় বসবাস ও দীর্ঘদিন যাবৎ খুলশী ও তার পাশ্ববর্তী বিভিন্ন এলাকায় তার সহযোগীদের নিয়ে চাঁদাবাজী,টেন্ডারবাজি,অস্ত্রধারী সন্ত্রাসী ও এলাকায় আধিপত্য বিস্তারসহ ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল। নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জনসাধারনের স্বতঃফুর্ত ভোটাধিকার প্রয়োগ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ দেখে গ্রেফতারকৃত শামীম আজাদের নেতৃত্বে কতিপয় দুস্কৃতিকারী দেশী ও বিদেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সহিংসতার ও নাশকতা সৃষ্টির মাধ্যমে নির্বাচনী পরিবেশ বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে প্রকাশ্যে গুলিবর্ষণ করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। এক পর্যায়ে গ্রেফতারকৃত শামীম আজাদ একটি বিদেশি পিস্তল দিয়ে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। উক্ত গুলিবর্ষণের ঘটনায় ভোটার শান্ত বড়ুয়া এবং জামাল নামক দুজন ব্যক্তি গুরুতর আহত হয়। পরবর্তীতে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে সে কৌশলে ঘটনাস্থল হতে পলায়ন করে এবং চট্টগ্রামের সীতাকুন্ড এলাকায় আত্মগোপন করে পরবর্তীতে র‌্যাব কর্তৃক গ্রেফতার হয়। শামীম চট্টগ্রামের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় হতে স্মাতক সম্পন্ন করে। আটক শামীম ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে পেশীশক্তি প্রদর্শন ও অস্ত্রের ভয় দেখিয়ে ভোটারদের ভীতি প্রদর্শনের মাধ্যমে নিরাপদ ও নির্বিঘ্ন ভোটাধিকারে বাঁধাদান করতে এলোপাতাড়ি গুলিবর্ষণ করছিল। চট্টগ্রামের খুলশী ও পাশ্ববর্তী বিভিন্ন এলাকায় চাঁদাবাজি,টেন্ডারবাজি,আধিপত্য বিস্তারসহ বিভিন্ন ধরণে সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত রয়েছে বলে জানা যায়। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় অস্ত্রসহ বিভিন্ন অপরাধ সংক্রান্তে ০৫টির অধিক মামলা রয়েছে এবং এসকল মামলায় ০৩ বার কারাভোগ করেছে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জাতীয়

ধর্মীয় অনুষ্ঠানসহ মাজার জেয়ারতে দিন পার-মনজুর আলম

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ মাসুদ ধর্মীয় অনুষ্ঠানসহ মাজার জেয়ারতে দিন পার-মনজুর আলম চট্টগ্রাম ১০ সংসদীয় আসনে ফুলকপি প্রতীকের চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম ধর্মীয় অনুষ্ঠানসহ মাজার জেয়ারত করে দিন পার করলেন। ৬জানুয়ারী,শনিবার সকালে ফুলকপি প্রতীক এর স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম তিনি তাঁর পিতা হযরত খাজা আবদুল হাকিম শাহ্ আলমাইজভান্ডারী ও মাতা আলহাজ্ব মোস্তফা খাতুন এর মাজার, হযরত মুনছুর আলী শাহ (র:) মাজার জেয়ারত, ফাতেহপাঠ, মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। তিনি ভারতের অবস্থিত খাজা মঈনুদ্দীন শাহ আজমিরী (র.) মাজারের খাদেমের মাধ্যমে গিলাব এনে তাঁর পিতার মাজার ও হযরত মুনছুর আলী শাহ (র.) মাজারে বিছিয়ে দেন। এছাড়াও তিনি নিকট আতœীয় স্বজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসব ধর্মীয় কার্যক্রমে তিনি আল্লাহ দরবারে সুষ্ঠু নির্বাচন ও ভোটারদের প্রতি আল্লাহ তায়’লার রহমত কামনা করেন।

জাতীয়

সিলেটের ৫টি আসনে নৌকা, একটিতে জয়ী কেটলি।

বিলেতের আয়না-ডেক্স :- সিলেটের ৫টি আসনে নৌকা, একটিতে জয়ী কেটলি। সিলেটের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা। একটিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আঞ্জুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী। সিলেট-১ আসনে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৫৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা ফয়জুল হক মিনার প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৯৩ ভোট। এছাড়া এ আসনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইউসুফ আহমদ (আম) ৯৬৩, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী (ডাব) ৪৫০ ভোট এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আবদুল বাছিত (ছড়ি) ভোট পেয়েছেন ৯০৭। সিলেট-২ আসনে ৭৮ হাজার ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ও বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান ট্রাক প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৬৬১ ভোট। এই আসনে বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খান (উদীয়মান সূর্য) ১৯২২ ভোট, সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির প্রার্থী ইয়াহিয়া চৌধুরী (লাঙল) পেয়েছেন ৬ হাজার ৮৭৪ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো.মনোয়ার হোসাইন (আম) ২৫৩, তৃণমূল বিএনপির মোহাম্মদ আব্দুর রব (সোনালী আঁশ) ৯৪৪ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মো.জহির(ডাব) ১৮৫ ভোট পেয়েছেন। সিলেট-৩ আসনে বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিব নৌকা প্রতীকে ভোট পেয়ে ৭৯ হাজার ৬৭১ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল ৩৫ হাজার ৮৩৬ ভোট পেয়েছেন। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক ৪ হাজার ২৬৯, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী আনোয়ার হোসেন আফরোজ আম ২২০ ভোট, বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্টের প্রার্থী শেখ জাহেদুর রহমান (মাসুম) ৫৬০ ও ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম ১৩৩ ভোট, ইসলামী ঐক্যজোটের (আইওজে) প্রার্থী মো.মইনুল ইসলাম ২০৩ ভোট পেয়েছেন। সিলেট-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির আবুল হোসেন সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১১ ভোট। এছাড়া এই আসনের ইসলামী ঐক্যজোট প্রার্থী মো.নাজিম উদ্দিন কামরান মিনার প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫২ ভোট। সিলেট-৫ আসনে কেটলি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ৪৭ হাজার ১৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ৩২ হাজার ৯৭৩ ভোট পেয়েছেন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আহমদ আল কবির (ট্রাক) ২০ হাজার ২৩০ ভোট, তৃণমূল বিএনপির প্রার্থী কুতুব উদ্দীন আহমদ শিকদার (সোনালী আঁশ) ২ হাজার ২০৭, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো.বদরুল আলম (ডাব) ১৫৯ এবং বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) প্রার্থী মো.খায়রুল ইসলাম (হাতপাঞ্জা) ২১৪ ভোট। তাছাড়া ঘোষণা দিয়ে সরে দাঁড়ানো জাতীয় পার্টির প্রার্থী শাব্বীর আহমদ(লাঙল) প্রতীকে পেয়েছেন ১২৪ভোট। সিলেট-৬ আসনে আওয়ামী লীগের মনোনীত বর্তমান এমপি ও  সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ৫৭ হাজার ৭৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সরওয়ার হোসেন ৩৯ হাজার ৪৮৮ ভোট পেয়েছেন। এছাড়া তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মুবিন চৌধুরী (সোনালী আঁশ)১০ হাজার ৯৩৬, জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিন(লাঙল) ৫ হাজার ৫৭৯, ইসলামি ঐক্যাজোটের প্রার্থীসাদিকুর রহমান (মিনার) ৬২২ এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান (ছড়ি) ১৬৯।

Scroll to Top