জানুয়ারি ২, ২০২৪

জাতীয়

কুষ্টিয়া-২ আসনে ভোটকেন্দ্র পাহারা দেবেন হাসানুল হক ইনু ।

বিলেতের আয়না ডেক্স :- কুষ্টিয়া-২ আসনে ভোটকেন্দ্র পাহারা দেবেন হাসানুল হক ইনু । ভোটকেন্দ্র পাহারা দেওয়ার ‘শপথ’ নিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক নির্বাচনী জনসভায় এ শপথ নেন তিনি। নৌকা প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, ‘আমি ভোটকেন্দ্র পাহারা দিয়ে রাখব। প্রত্যেকটা ভোট গুণে গুণে নিব। যদি ভালো মানুষ, সৎ মানুষ, শান্তি ও উন্নয়ন চান—তাহলে নৌকা মার্কায় ভোট দিন।’ কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের নৌকার প্রার্থী হাসানুল হক ইনু আরও বলেন, ‘রাষ্ট্রকে বাঁচানো আমার কর্তব্য। শেখ হাসিনা বলেন, ইনু-মেনন ভাই আমার পাশে থাকেন, যাতে পিছন থেকে কেউ গুলি না মারে। আমরা ঐক্য করেছি, যাতে শেখ হাসিনা সামনের দিকে তাকিয়ে তরতর করে এগিয়ে যেতে পারেন।’ এ সময় তিনি সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামী ৭ জানুয়ারি সবাই আনন্দের সঙ্গে ভোটকেন্দ্রে যাবেন এবং নৌকা মার্কায় ভোট দিবেন। মিরপুর উপজেলার আমলা বাজারে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মাদ আলী, মিরপুরের পৌর মেয়র এনামুল হক, মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাহার আলী, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, সাবেক চেয়ারম্যার রবিউল হক, মহম্মদ আলী জোয়ার্দ্দারসহ অনেকে।

জাতীয়

মহামান্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পোষ্টাল ব্যালেটের মাধ্যমে ভোট দিবেন।

বিলেতের আয়না ডেক্স :- মহামান্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পোষ্টাল ব্যালেটের মাধ্যমে ভোট দিবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় বঙ্গভবনে এ ভোট দেবেন তিনি। মঙ্গলবার (২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রে যেতে অসমর্থ- এমন চার ধরনের ভোটাররা ডাকে (পোস্টাল ব্যালটে) ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন- নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে এই বিধান চালু হয়েছে। নির্বাচন কমিশন থেকে এবারের সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটদানে উৎসাহিত করতে প্রচারণার উদ্যোগ নেয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ে সভার ইসির পক্ষ থেকে পোস্টাল ব্যালটে ভোটদানে উৎসাহিত করতে বিদেশে বাংলাদেশ মিশনসহ সংশ্লিষ্টদের মাঝে প্রচারণার নির্দেশনা দেয়া হয়। রাষ্ট্রপতির ভোট প্রয়োগের মাধ্যমে পোস্টাল ব্যালটের বিষয়টি জনপ্রিয় করতে চায় নির্বাচন কমিশন।

জাতীয়

ছয় মাসের কারাদণ্ড পাওয়ার ৫ মিনিট পরই ড. ইউনূসের জামিন।

বিলেতের আয়না ডেক্স :- ছয় মাসের কারাদণ্ড পাওয়ার ৫ মিনিট পরই ড. ইউনূসের জামিন। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে আপিল করার শর্তে ড. ইউনূসসহ আসামিদের ১ মাসের জামিন দেওয়া হয়েছে। সোমবার (১ জানুয়ারি) বিকেল তিনটার দিকে ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন। এ মামলায় অন্য আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান। তাদেরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এর আগে, একই আদালত ড. ইউনূসসহ চারজনকে ৬ মাস করে কারাদণ্ডাদেশ এবং প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করেন। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের শ্রম পরিদর্শক (সাধারণ) এসএম আরিফুজ্জামান মামলাটি করেন। গত ৬ জুন এই মামলায় ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছিলেন ড. ইউনূস ও অন্যরা। আপিল বিভাগ গত ২০ আগস্ট সেই আবেদন চূড়ান্তভাবে খারিজ করে দেন। এরপর ২২ আগস্ট শ্রম আদালতে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। যা শেষ হয় ৯ নভেম্বর। গত ২৪ ডিসেম্বর রাতে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের শেষ যুক্তিতর্ক শোনার পর এই মামলার রায় ঘোষণার জন্য ১ জানুয়ারি তারিখ ধার্য করেন আদালত। আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তারা শ্রম আইন, ২০০৬ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ অনুযায়ী, গ্রামীণ টেলিকমের শ্রমিক বা কর্মচারীদের শিক্ষানবিশকাল পার হলেও তাদের নিয়োগ স্থায়ী করা হয়নি। প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক বা কর্মচারীদের মজুরিসহ বাৎসরিক ছুটি দেওয়া, ছুটি নগদায়ন ও ছুটির বিপরীতে নগদ অর্থ দেওয়া হয় না। মামলায় আরও অভিযোগ আনা হয়, গ্রামীণ টেলিকমে শ্রমিক অংশগ্রহণ তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি এবং লভ্যাংশের ৫ শতাংশের সমপরিমাণ অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন অনুযায়ী গঠিত তহবিলে জমা দেওয়া হয় না। অভিযোগের জবাবে আত্মপক্ষ সমর্থন করে ৯ নভেম্বর ড. ইউনূসসহ চারজন বিবাদী লিখিতভাবে আদালতকে বলেন, গ্রামীণ টেলিকমের কর্মকর্তা-কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় নিজস্ব নীতিমালা অনুযায়ী। কারণ, গ্রামীণ টেলিকম যেসব ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে, সেগুলো চুক্তিভিত্তিক। তবে গ্রামীণ টেলিকমের সব কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ী কর্মীর মতো ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড), আনুতোষিক (গ্র্যাচুইটি), অর্জিত ছুটি ও অবসরকালীন ছুটি দেওয়া হয়ে থাকে। মামলায় নিয়োগ স্থায়ী না করার যে অভিযোগ আনা হয়েছে, তা প্রশাসনিক ও দেওয়ানি মামলার বিষয়। আদালতে দেওয়া লিখিত বক্তব্যে আরও বলা হয়, গ্রামীণ টেলিকম কোম্পানি আইনের ২৮ ধারা অনুযায়ী একটি অলাভজনক প্রতিষ্ঠান। এর লভ্যাংশ বিতরণযোগ্য নয়, সামাজিক উন্নয়নে ব্যয় করা হয়।

জাতীয়

দেশে প্রতি ৫ জনে একজন খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে— বিবিএস।

বিলেতের আয়না ডেক্স :- দেশে প্রতি ৫ জনে একজন খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে— বিবিএস। দেশে প্রতি ৫ জনের একজন খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন তথ্য দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস। রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে খাদ্য নিরাপত্তা নিয়ে এমন প্রক্ষেপণ তুলে ধরেছে বিবিএস। এতে বলা হয়, দেশে সার্বিকভাবে খাদ্য ঝুঁকিতে রয়েছে ২১ দশমিক ৯১ ভাগ মানুষ। আর তীব্র খাদ্য নিরাত্তাহীনতায় বসবাস করছে শূণ্য দশমিক ৮৩ ভাগ মানুষ। দেশের সবচেয়ে বেশি খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে রংপুরের মানুষ। এই এলাকার ২৯ দশমিক ৯৮ শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তাহীন। আর তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে সিলেটের মানুষ। এলাকাটির ১ দশমিক ৪২ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। বিবিএসের প্রতিবেদনে আরও বলা হয়, গ্রামের ২৪ দশমিক ১২ শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তাহীন। শহরের ২০ দশমিক ৭৭ শতাংশ মানুষ। আর সিটি করপোরেশনের ১১ দশমিক ৪৫ ভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে.।

জাতীয়

তৃণমূলের চেয়ারপারসন শমশের মুবিনের পক্ষে প্রচারণায় গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগ।

বিলেতের আয়না ডেক্স :- তৃণমূলের চেয়ারপারসন শমশের মুবিনের পক্ষে প্রচারণায় গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগ। গোলাপগঞ্জে তৃণমূল বিএনপির চেয়ারপারসন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শমশের মুবিন চৌধুরী বীর বিক্রমের পক্ষে মাঠে নেমেছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। রোববার (৩১ ডিসেম্বর) সকালে পৌর শহরের বিভিন্ন স্থানে এ গণসংযোগ করেন তারা। গণসংযোগ শেষে কদমতলীতে এক পথ সভায় মিলিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ। এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক স্বপন কান্তি কর, যুগ্ম আহবায়ক নুরুল আলম খান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউছুফ আলী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক আহমদ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন পুতুল, যুগ্ম আহবায়ক সাদেক আহমদ, পৌর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মামুন আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা তাজির উদ্দিন, হাদিউজ্জামান মাছুম, জুবায়ের আহমদ জেবুল, আব্দুল মালেক, বেলাল আহমদ, দেলোয়ার আহমদ, জিয়া উদ্দিন, মাজেদ শরীফ চৌধুরী, নাদিম মাহমুদ, রফিক উদ্দিন, ইসমাইল আলী, মাহমুদ হোসেন, চেরাগ আলী, আফজাল হোসেন আক্তার, গোলসান আহমদ, আলা উদ্দিন, শামীম আহমদ, রুমেল আহমদ, জামাল আহমদ খান, জুয়েল আহমদ, শেখ হৃদয়, রুহেল আহমদ লাকি, সুজন আহমদ, রাহেল আহমদ, রাসেল আহমদ, আবির আহমদ, সামি আহমদ, তারেক আহমদ প্রমুখ। উল্লেখ্য, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম নাহিদ (নৌকা), তৃণমূল বিএনপির শমসের মুবিন চৌধুরী (সোনালী আঁশ), জাতীয় পার্টির সেলিম উদ্দিন (লাঙ্গল), খেলাফত আন্দোলন (মিনার)সাদিকুর রহমান।

জাতীয়

বিএনপি-জামায়াতের ৮ জনের কারাদণ্ড।

বিলেতের আয়না ডেক্স :- বিএনপি-জামায়াতের ৮ জনের কারাদণ্ড। রাজধানীর যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরবসহ বিএনপি-জামায়াতের ৮ জনকে পৃথক দুই ধারায় ৩ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (৩১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। তবে উভয় ধারার সাজা একত্রে হওয়ায় তাদের দুই বছর কারাভোগ করতে হবে। অপর আসামিরা হলেন- ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েল, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ড. শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির হারুন অর রশিদ, ওবায়দুল হক, শহীদুল ইসলাম হীরা ও মো. ইব্রাহিম। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ১ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানার সাত মসজিদ রোডে আসামিরা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় ধানমন্ডি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ফরাজী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ১৫ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলার বিচার চলাকালে ১৭ জন সাক্ষীর মধ্যে আদালত ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

জাতীয়

সিংহাসন ত্যাগের ঘোষণা দিলেন ডেনমার্কের রানি।

বিলেতের আয়না ডেক্স :- সিংহাসন ত্যাগের ঘোষণা দিলেন ডেনমার্কের রানি। হঠাৎ সিংহাসন ত্যাগের ঘোষণা দিলেন ডেনমার্কের রানী। সিংহাসন ত্যাগের ঘোষণা দিলেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেট। আজ ইংরেজি নববর্ষ উপলক্ষে দেওয়া টিভি ভাষণে তিনি অকস্মাৎ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ১৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সিংহাসন ত্যাগ করবেন তিনি। এদিন তার সিংহাসনে আরোহণের ৫২ বছর পূর্ণ হবে। এরপর দায়িত্ব নেবেন তার বড় ছেলে প্রিন্স ফ্রেডেরিক। পিঠে অস্ত্রোপচারসহ নানা অসুস্থতাজনিত কারণে রানি সিংহাসন ত্যাগ করেছেন বলে জানান। তার মতে এখনই পরবর্তী প্রজন্মের কাছে ক্ষমতা হস্তান্তরের উপযুক্ত সময়। ডেনমার্কের ইতিহাসে সবচেয়ে বেশিদিন রানির দায়িত্বে ছিলেন দ্বিতীয় মার্গারেট। ১৯৭২ সালে তার বাবা কিং ফ্রেডেরিক নবম মারা যাওয়ার পর তিনি রানির মুকুট পরেছিলেন।

জাতীয়

সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত র‌্যাব – র‌্যাব মহাপরিচালক

বিলেতের আয়না ডেক্স :- সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত র‌্যাব –:র‌্যাব মহাপরিচালক মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন জানিয়েছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং থার্টিফার্স্ট নাইট ঘিরে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে র‌্যাব। রবিবার (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশান-২ নম্বরের গোলচত্বর এলাকায় সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। র‌্যাব মহাপরিচালক বলেন, প্রতিবছর থার্টিফার্স্ট নাইটে রাজধানীসহ সারা দেশে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়ে থাকি। এই বছরও একইভাবে আমরা সারা দেশে নিরাপত্তার জন্য প্রতিটা ব্যাটালিয়নে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। সারা দেশের তুলনায় ঢাকা শহরে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি অভিজাত এলাকা এবং পাশেই ডিপ্লোম্যাটিক জোন এসব স্থানের গুরুত্বকে মাথায় রেখে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছি। তিনি বলেন, আমাদের সিভিল পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। বিভিন্ন জায়গা পেট্রোল হচ্ছে। বিভিন্ন ধরনের তথ্যের ভিত্তিতে সাইবার ক্রাইম নিয়ন্ত্রণের জন্য আমাদের সাইবার টিম তৎপর রয়েছে। আমরা সার্বিক দিক বিবেচনা করে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি। র‌্যাব মহাপরিচালক বলেন, নতুন বছরে অবশ্যই আমরা আনন্দ করব, নতুন বছরকে স্বাগত জানাব। কিন্তু সেটা উচ্ছৃঙ্খলতাকে পরিহার করে সুন্দর পরিবেশে পারিবারিকভাবে আনন্দ উদযাপন করব। এবার ডিএমপির যে সমস্ত নির্দেশনা রয়েছে সামনে জাতীয় নির্বাচন সেটাকে মাথায় রেখে ঢাকা মহানগর পুলিশ কিছু নির্দেশনা দিয়েছে আমার অনুরোধ থাকবে সবাই যেন সেই নির্দেশনা মেনে চলি। আমি অনুরোধ করব সবাই এই বিষয়গুলো মাথায় রেখে নববর্ষ উদযাপন করব। নির্বাচন ও থার্টিফার্স্ট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চাই এবারের জাতীয় নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে করতে পারি। সবাই যাতে আমরা টিমওয়ার্কের মাধ্যমে কাজ করতে পারি সেই ব্যাপারে আমরা সাংবাদিকদের সহযোগিতা কামনা করব। কারণ সাংবাদিকরা যে তথ্য দিয়ে থাকে সেই তথ্যের ভিত্তিতে আমরা কাজ করি। আমরা সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত আছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারও বন্ধে তৎপর রয়েছি আমরা।

জাতীয়

বই উৎসব উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিলেতের আয়না ডেক্স :– বই উৎসব উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৩১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন তিনি। এ সময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয়

আসক-এর প্রতিবেদন বিদায়ী বছরে ধর্ষণের শিকার হয়েছেন ৫৭৩ নারী।

বিলেতের আয়নার ডেক্স :- আসক-এর প্রতিবেদন বিদায়ী বছরে ধর্ষণের শিকার হয়েছেন ৫৭৩ নারী। ২০২৩ সালে একক ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন মোট ৫৭৩ জন নারী। এর মধ্যে ধর্ষণ পরবর্তী হত্যার শিকার হয়েছেন ৩৩ জন এবং ধর্ষণের পর আত্মহত্যা করেছেন পাঁচ জন। এছাড়াও এই সময়ে ধর্ষণচেষ্টার শিকার হয়েছে ১২৯ জন। এরমধ্যে ধর্ষণের চেষ্টার পর হত্যা করা হয় তিন জনকে, ধর্ষণের চেষ্টার কারণে আত্মহত্যা করেছেন ৩ জন। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে সংগৃহীত আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর তথ্য সংরক্ষণ ইউনিটের পরিসংখ্যান অনুযায়ী এ তথ্য জানা যায়। রবিবার (৩১ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিবেদন উন্মোচন করা হয়। আগের বছরগুলোর মতো বিদায়ী বছরেও ধর্ষণ, যৌন হয়রানি, পারিবারিক নির্যাতন, সালিশ ও ফতোয়াসহ নারীর প্রতি বিভিন্ন ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে যৌন হয়রানি ও উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন কমপক্ষে ১৪২ জন নারী। এর মধ্যে আত্মহত্যা করেছেন ১২ জন নারী। এছাড়াও এসব ঘটনার প্রতিবাদ করতে গিয়ে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন ১২২ জন পুরুষ। আর প্রতিবাদ করতে গিয়ে ৪ জন নারী ও ৪ জন পুরুষ খুন হয়েছেন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অনলাইনেও নারীরা ক্রমেই অনিরাপদ হয়ে উঠছেন। এই মাধ্যমেও বাড়ছে নারীর প্রতি বৈষম্য, অবমাননা ও যৌন নিপীড়নের ঘটনা। প্রতিবেদনের পারিবারিক নির্যাতন ও যৌতুক অংশে বলা হয়, এ বছর পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন মোট ৫০৭ জন নারী। যার মধ্যে নির্যাতনের কারণে মারা যান ২৯২ জন এবং আত্মহত্যা করেন ১৪২ জন। উল্লেখ্য, ২০২২ সালে পারিবারিক নির্যাতনের শিকার হয়েছিলেন ৪৭৯ জন নারী। অন্যদিকে ২০২৩ সালে যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়েছেন মোট ১৪২ নারী। এর মধ্যে শারীরিক নির্যাতনের পর হত্যার শিকার হন ৬৪ জন নারী এবং আত্মহত্যা করেন ৬ নারী। গৃহকর্মী নির্যাতন ও অ্যাসিড নিক্ষেপের ঘটনায় ২০২৩ সালে ৩২ জন নারী গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে শারীরিক নির্যাতনের কারণে মারা যায় ছয় জন, এছাড়া রহস্যজনক মৃত্যু হয় একজনের। অন্যদিকে এ বছরে অ্যাসিড নিক্ষেপের শিকার হয়েছেন ১০ জন নারী।

Scroll to Top