কুষ্টিয়া-২ আসনে ভোটকেন্দ্র পাহারা দেবেন হাসানুল হক ইনু ।
বিলেতের আয়না ডেক্স :- কুষ্টিয়া-২ আসনে ভোটকেন্দ্র পাহারা দেবেন হাসানুল হক ইনু । ভোটকেন্দ্র পাহারা দেওয়ার ‘শপথ’ নিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক নির্বাচনী জনসভায় এ শপথ নেন তিনি। নৌকা প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, ‘আমি ভোটকেন্দ্র পাহারা দিয়ে রাখব। প্রত্যেকটা ভোট গুণে গুণে নিব। যদি ভালো মানুষ, সৎ মানুষ, শান্তি ও উন্নয়ন চান—তাহলে নৌকা মার্কায় ভোট দিন।’ কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের নৌকার প্রার্থী হাসানুল হক ইনু আরও বলেন, ‘রাষ্ট্রকে বাঁচানো আমার কর্তব্য। শেখ হাসিনা বলেন, ইনু-মেনন ভাই আমার পাশে থাকেন, যাতে পিছন থেকে কেউ গুলি না মারে। আমরা ঐক্য করেছি, যাতে শেখ হাসিনা সামনের দিকে তাকিয়ে তরতর করে এগিয়ে যেতে পারেন।’ এ সময় তিনি সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামী ৭ জানুয়ারি সবাই আনন্দের সঙ্গে ভোটকেন্দ্রে যাবেন এবং নৌকা মার্কায় ভোট দিবেন। মিরপুর উপজেলার আমলা বাজারে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মাদ আলী, মিরপুরের পৌর মেয়র এনামুল হক, মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাহার আলী, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, সাবেক চেয়ারম্যার রবিউল হক, মহম্মদ আলী জোয়ার্দ্দারসহ অনেকে।