টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কালকিনির বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিলেতের আয়না ডেক্স :- টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কালকিনির বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে — প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে বিশাল জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গোপালগঞ্জ এবং মাদারীপুরের তিনটি বিশাল জনসভায় ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন, ৭ জানুয়ারি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে নির্বাচন বানচালের দেশী-বিদেশী ষড়যন্ত্রের জবাব দেবে দেশবাসী। সকলে নিজেদের ভোট দিয়ে বিশ্বকে দেখিয়ে দেব আমরা অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে পারি, নির্বাচন করতে জান। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আমরাই করতে পারিবাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না। সরকারি প্রটোকল ও ব্যক্তিগত পতাকাবিহীন গাড়িতে করে শনিবার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া এবং মাদারীপুরের কালকিনিতে আয়োজিত তিনটি বিশাল নির্বাচনী জনসমুদ্রে দাঁড়িয়ে তাঁকেসহ নৌকার প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস ও মানুষকে পুড়িয়ে হত্যার কঠোর সমালোচনা করে আরও বলেন, লন্ডনে বসে হুকুম দেবে, আর এদেশে মানুষের ক্ষতি করবে, হত্যা করবে- এসব আর চলবে না। আল্লাহ যদি দিন দেন, আগামী নির্বাচনে জয়ী হয়ে আসতে পারলে- ওই লন্ডনে বসে হুকুম দেবে আর দেশের মানুষের ক্ষতি করবে, দেশের মানুষ মারবে সেটা হতে পারে না। দরকার হলে ওটাকে (তারেক রহমান) ওখান থেকে ধরে এনে শাস্তি দেওয়া হবে; ধরে এনে শাস্তি দেব। অগ্নিসন্ত্রাসীদেরও কাউকে ছাড় দেওয়া হবে না। তরুণদের বিশেষ করে প্রথম ভোটারদের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা যুবসমাজ ও তরুণ সমাজ এবং প্রথমবার যারা ভোটার হবেন শুধু কোটালীপাড়া টুঙ্গিপাড়া নয় সারা বাংলাদেশের জন্য আমার আহ্বান- এই নতুন ভোটাররা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠন করার সুযোগ করে দিয়ে বাংলাদেশ যেভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে সেই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ায় তাদের সাহায্য করতে হবে। কেননা তারুণ্যের শক্তি বাংলাদেশের অগ্রগতি। সেটাই আমরা বিশ্বাস করি। আজকের তরুণরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। আধুনিক প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে তরুণ প্রজন্মকে স্মার্ট ও দক্ষ জনশক্তি হিসেবে তার সরকার গড়ে তুলবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার আমাদের অর্থনীতি আমাদের সমাজ ব্যবস্থাও স্মার্ট হয়ে গড়ে উঠবে। যেন এই বাংলাদেশ শিক্ষা-দীক্ষা জ্ঞানে-বিজ্ঞানে এবং প্রযুক্তিতে উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে মাথা উঁচু করে চলতে পারে। কারও কাছে মাথা নত করে নয়।