জাতীয়

মধুপুরে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গানের বাজনায় অতিস্ঠ এলাকাবাসী

বিলেতের আয়না :- জুয়েল রানা মধুপুর টাংগাইল প্রতিনিধি মধুপুরে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গানের বাজনায় অতিস্ঠ এলাকাবাসী টাংগাইলে মধুপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে সারারাত সাউন্ড বক্সের উচ্চ শব্দে গান বাজানোর কারনে মানুষ অতিস্ঠ হয়ে পড়ছে। এক শ্রেনীর মানুষ অন্যের কস্টের কথা না ভেবে সারা রাত্রী বেলায় সাউন্ড বক্স নিয়ে বিনোদনের নামে শব্দ দূষণ করে চলেছে। মাত্রারিক্ত শব্দের কারনে ধর্মপ্রাণ মুসল্লীরা সঠিক ভাবে নামাজ আদায় করতে পারছেন না। তাছাড়া শিশু ও বয়স্করা ঘুমাতেও পারছে না। শিশু রা রাত্রি বেলায় ভয় পেয়ে মৃত্যু বরন করতে পারে। ছোট ছোট ছেলেমেয়েরা নেসায় আসক্ত হয়ে পড়ছে। তাদেরকে বাজানো বাধা দিলে তাকে মারার জন্য হুমকি দেয়। এছাড়াও পড়াশনার বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের। মাঝে মধ্যেই বাজানো হচ্ছে কোনো না কোনো এলাকায় গভীর রাত পর্যন্ত সাউন্ড বক্স। এতে করে উচ্চ শব্দের কারনে এলাকার লোকজন অতিস্ঠ হয়ে উঠেছে। এমতাবস্থায় রাত্রী বেলায় উচ্চ শব্দে সাউন্ড বক্সে গান বাজনা বন্ধ করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন অত্র এলাকাবাসী।