ডিসেম্বর ১৮, ২০২৩

জাতীয়

দেশে ফিরেছেন এশিয়া কাপ চ্যাম্পিয়নরা।

বিলেতের আয়না ডেক্স :- দেশে ফিরেছেন এশিয়া কাপ চ্যাম্পিয়নরা। যুব এশিয়া কাপে বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দেওয়া অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা দেশে ফিরেছেন। যাদের হাত ধরে প্রথম কোনো বিশ্বকাপ শিরোপা জিতেছিল বাংলাদেশ, সেই একই বয়সীরা এবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ দিয়েছে। গতকাল (রোববার) ফাইনালে আরব আমিরাতকে তাদের মাটিতেই বিশাল ব্যবধানে হারিয়েছিল যুব টাইগাররা। এরপর মাহফুজুর রহমান রাব্বির দল আজ (সোমবার) বিকেল সাড়ে ৪টার দিকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রেখেছে। আগেই জানা গিয়েছিল— ক্রিকেটারদের সঙ্গে দেশে ফিরবেন বাংলাদেশ যুব দলের পুরো কোচিং প্যানেলও। বিমানবন্দরে পা রাখার পর বিশ্বকাপজয়ী দলের সদস্যদের সরাসরি নিয়ে যাওয়া হবে মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টায় এশিয়া কাপজয়ী দলের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিসিবি। এক বিবৃতিতে তারা এই তথ্য জানিয়েছে। এদিকে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে ডিনার করারও আমন্ত্রণ পেয়েছে যুব চ্যাম্পিয়নরা। আগামীকাল (মঙ্গলবার) রাতে তারা সেই আমন্ত্রণে যোগ দেবেন। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। জানিয়েছেন— বোর্ড সভাপতি সবাইকে নিয়ে মঙ্গলবার রাতে ডিনার করবেন। এর আগে এশিয়া কাপের ফাইনালে গতকাল আগে ব্যাট করে বাংলাদেশ ২৮২ রানের বড় লক্ষ্য দেয় সংযুক্ত আরব আমিরাতকে। সর্বোচ্চ রানসংগ্রাহক ও টুর্নামেন্টসেরা হওয়া আশিকুর রহমান শিবলী এদিনও বড় সংগ্রহের পথে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। জবাবে স্বাগতিকরা মাত্র ৮৭ রানে অলআউট হয়ে যায়। ফলে যুব টাইগাররা প্রথম এশিয়া কাপ শিরোপার আনন্দে মাতে ১৯৫ রানের বড় ব্যবধানে জিতে। যুব চ্যাম্পিয়নদের ডিনারের দাওয়াত পাপনের ‘এখানেই থেমে থাকলে চলবে না’ এবার অবশ্য পুরো আসরেই বাংলাদেশের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতোই। গ্রুপপর্বে জাপান, আরব আমিরাতের পর শক্ত প্রতিপক্ষ শ্রীলঙ্কাকেও মাটিতে নামিয়ে এনেছিল জুনিয়র টাইগাররা। সেমিফাইনালে প্রতিপক্ষ ছিল আসরের সর্বোচ্চ ফেভারিট দল ভারত। কিন্তু ম্যান ইন ব্লুদের বিপক্ষেও বাংলাদেশ অনায়াসী জয় পায়। অপর সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে অঘটনের জন্ম দেয় স্বাগতিক আরব আমিরাতও। ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েও হালকাভাবে নেয়নি তরুণ ক্রিকেটাররা। নিজেদের সর্বোচ্চটা দিয়েই শিবলী-রাব্বিরা জয় ছিনিয়ে আনেন।

জাতীয়

প্রশাসন নিরপেক্ষ থাকলে নির্বাচন সুষ্ঠু হবে আশাবাদ শমসের মবিন চৌধুরী।

বিলেতের আয়না ডেক্স :- প্রশাসন নিরপেক্ষ থাকলে নির্বাচন সুষ্ঠু হবে আশাবাদ শমসের মবিন চৌধুরী। নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো অভিযোগ নেই উল্লেখ করে তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী বলেছেন, ‘বর্তমান ইলেকশন কমিশন সুষ্ঠু ভোটগ্রহণ সম্পন্ন করতে বদ্ধপরিকর। প্রতিশ্রুতি রক্ষা করলে ভোট সুষ্ঠু হবে-এটাই আমাদের প্রত্যাশা। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে বিতর্ক এবং প্রশ্ন থাকলেও আমাদের ধারনা প্রশাসন নিরপেক্ষ থাকলে এবারের ভোট স্বচ্ছ হব। সোমবার (১৮ ডিসেম্বর) সিলেট মহানগরের আম্বরখানার একটি রেস্টুরেন্টে তৃণমূল বিএনপির সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এর আগে দুপুরে সিলেটের হযরত শাহজালাল (রা.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন শমসের মবিন চৌধুরী। তিনি বলেন, ‘হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে আজ সিলেট থেকে আমাদের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তৃণমূল বিএনপির সবেমাত্র যাত্রা শুরু।’ তিনি বলেন, ‘৩০০ আসনে প্রার্থী দিতে চেয়েছিলাম। কিন্তু সময় স্বল্পতার কারণে দল গোছানো হয়নি। তাই সব আসনে প্রার্থী দিতে পারিনি। যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে সিলেটসহ সারা দেশে ১৪২টি আসনে আমাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।’ আসন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে তৃণমূল বিএনপির কোনো সমঝোতা বা চুক্তি হয়নি উল্লেখ করে শমসের মবিন বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তবে আসন ভাগাভাগি বা কোনো চুক্তি হয়নি। তৃণমূল বিএনপির প্রার্থীরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে চান।’ তিনি আরও বলেন, ‘তৃণমূল বিএনপি মানুষের জন্য কাজ করতে চায়। দেশে বৈষম্য দূর ও সর্বক্ষেত্রে অসাধু সিন্ডিকেট প্রতিহত করা এবং নারীর ক্ষমতায়ন ও অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠা করতে চায় তৃণমূল বিএনপি।

জাতীয়

সারাদেশে ১৩ হাজার আনসার ভিডিপি সদস্য মোতায়েন।

বিলেতের আয়না ডেক্স :- সারাদেশে ১৩ হাজার আনসার ভিডিপি সদস্য মোতায়েন। রেল ও সড়কপথে যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে ১৩ হাজার আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে। শনিবার (১৭ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে রেলস্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থেকে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবেন আনসার ভিডিপি সদস্যরা। সাধারণ আনসার ও ভিডিপি সদস্যরা রেলস্টেশন, বাসস্টান্ড ও লঞ্চঘাট ছাড়াও সড়ক ও রেলপথে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্ক দৃষ্টি রাখবেন। সারাদেশে এক হাজার ৮৫১টি পয়েন্টে মোট ১৩ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থেকে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবেন।

জাতীয়

কুয়েতের নতুন আমির শেখ মেশাল আল আহমদ আল সাবাহ।

বিলেতের আয়না ডেক্স :- কুয়েতের নতুন আমির শেখ মেশাল আল আহমদ আল সাবাহ। আনুষ্ঠানিকভাবে কুয়েতের নতুন আমির হিসেবে শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহর নাম ঘোষণা করা হয়েছে। কুয়েতের সংবিধান অনুযায়ী, আমিরের মৃত্যুর পর যুবরাজই পরবর্তী আমির হবেন। তবে তাকে অবশ্যই পার্লামেন্টে শপথ গ্রহণ করতে হবে। যদিও ২০২১ সাল থেকে শেখ মেশালই কার্যত কুয়েত শাসন করে আসছিলেন। তবে এতদিন তিনি ছিলেন যুবরাজ। শেখ মেশালও দেশটির পার্লামেন্টে শপথ গ্রহণের মধ্য দিয়ে আমির হিসেবে ক্ষমতায় বসবেন। নিজের উত্তরসূরি ঘোষণার জন্য সর্বোচ্চ এক বছর সময় পাবেন তিনি। শনিবার মারা যান কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার মৃত্যুর কারণ জানানো হয়নি। তবে গত মাসের শেষদিকে জরুরি চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২০২০ সালে আমির হওয়ার পর মাত্র তিন বছর তিনি কুয়েত শাসন করেন। তার মৃত্যুতে কুয়েতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আর তিন দিন বন্ধ থাকবে অফিস-আদালত। শেখ নাওয়াফের মৃত্যুতে বিশ্ব নেতারা শোক প্রকাশ করেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক শেখ নাওয়াফকে ‘বন্ধু’ বলে অভিহিত করেছেন। আর সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ বলেছেন, শেখ নাওয়াফ একজন ‘বিজ্ঞ নেতা’ ছিলেন। শেখ নাওয়াফকে ২০০৬ সালে কুয়েতের যুবরাজ ঘোষণা করা হয়েছিল। সে সময়ে কুয়েতের আমির ছিলেন তার সৎ ভাই শেখ সাবাহ আল-আহমদ আল-সাবাহ। ২০২০ সালের সেপ্টেম্বরে শেখ সাবাহ (৯১) মারা গেলে শেখ নাওয়াফ কুয়েতের আমির হন। আমির হওয়ার আগে তিনি কুয়েতের পররাষ্ট্র এবং প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৩৭ সালে জন্ম নেওয়া শেখ নাওয়াফ ছিলেন কুয়েতের প্রয়াত শাসক শেখ আহমদ আল-জাবের আল-সাবাহর (১৯২১-১৯৫০) পঞ্চম পুত্র। শেখ নাওয়াফ ২৫ বছর বয়সে হাওয়ালি প্রদেশের গভর্নর হিসেবে নিজের রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন। বিশ্বের সপ্তম বৃহৎ তেলের মজুদ রয়েছে কুয়েতে। সৌদি আরব ও ইরাকের সঙ্গে সীমান্ত থাকা ছোট্ট এই দেশটি পারস্য উপসাগরে ইরানের ঠিক উল্টো পাড়ে অবস্থিত। ১৯৯০ সালে ইরাক কুয়েত আক্রমণ করে দখল করে নিয়েছিল। যে ঘটনা পরের বছর প্রথম গল্ফ যুদ্ধের কারণ হয়। পরে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্র দেশ ইরাককে আক্রমণ করে কুয়েতকে স্বাধীন করে। ২০২০ সালের সেপ্টেম্বরে ক্ষমতা গ্রহণের পর শেখ নাওয়াফ প্রতিবেশীদের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার কৌশল গ্রহণ করেন।

জাতীয়

দ্বাদশ জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনে রাষ্ট্রপতির সম্মতি।

বিলেতের আয়না ডেক্স :- দ্বাদশ জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনে রাষ্ট্রপতির সম্মতি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে ভোটে সেনা মোতায়েনের বিষয়ে অনুরোধ জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এদিন বেলা পৌনে ১১টার দিকে বঙ্গভবনে প্রবেশ করেন সিইসি। সঙ্গে ছিলেন নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম। আধা ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ইসি সচিব সাংবাদিকদের জানান, এ বিষয়ে ইতিবাচক সায় দিয়েছেন রাষ্ট্রপ্রধান। প্রধান নির্বাচন কমিশনারকে রাষ্ট্রপতি আশ্বাস দেন, সশস্ত্র বাহিনীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেবেন তিনি। তবে ২৯ ডিসেম্বর থেকে ভোটের আগে-পরে ১৩ দিন সেনা মোতায়েনের আলোচনা থাকলেও সেটি চূড়ান্ত নয় বলে জানান জাহাংগীর আলম। তিনি বলেন, এটি কেবলই প্রাথমিক প্রস্তাবনা। পরবর্তীকালে নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনী বিভাগের মধ্যে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে নির্বাচনে সেনা মোতায়েনের দিনক্ষণ ও সময়সীমা। তফসিল অনুযায়ী, ১৭ ডিসেম্বর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়েই প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন। আর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

জাতীয়

জাতীয় পাটির কো- চেয়ারম্যান ফিরোজ রশিদ মনোনয়ন প্রত্যাহার করলেন।

বিলেতের আয়না ডেক্স :- জাতীয় পাটির কো- চেয়ারম্যান ফিরোজ রশিদ মনোনয়ন প্রত্যাহার করলেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ। রবিবার এ আসন থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করেন কাজী ফিরোজ রশীদ। মনোনয়ন প্রত্যাহারের পর গণমাধ্যমকে এ আসনের বর্তমান সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, ‘নির্বাচন করার ইচ্ছা নেই। তাই চিঠি দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি। কাজী ফিরোজ রশীদ ২০১৪ সালেও এই আসনের সংসদ সদস্য ছিলেন। এবার আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতায় তিনি বাদ পড়েন। তাই ক্ষোভ থেকে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে জানা গেছে। ঢাকা-৬ আসন থেকে নির্বাচন করবেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাঈদ খোকন।

জাতীয়

নির্লজ্জভাবে জাপা-মেনন-ইনু প্রকাশ্যে জিতিয়ে দিতে বলছে — মুনতাসীর মামুন।

বিলেতের আয়না ডেক্স :- নির্লজ্জভাবে জাপা-মেনন-ইনু প্রকাশ্যে জিতিয়ে দিতে বলছে — মুনতাসীর মামুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন অধ্যাপক ও বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর উপদেষ্টা সভাপতি ড. মুনতাসীর মামুন বলেছেন, জাতীয় পার্টির নেতারা এমনকি রাশেদ খান মেনন থেকে শুরু করে হাসানুল হক ইনু প্রকাশ্যে নির্লজ্জভাবে বলছে যে, তাদের জিতিয়ে সংসদে নিতে হবে। এই ধরনের ভিক্ষুকের রাজনীতি একটি গণতান্ত্রিক সমাজে চলতে পারে না। আসন্ন সংসদ নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয় তবে এই ভিক্ষুকের রাজনীতির জন্যই প্রশ্নবিদ্ধ হবে। রবিবার বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুনতাসীর মামুন বলেন, ‘ভিক্ষা করে লুট করার জন্য যাওয়া, আমরা তাদেরকে জনপ্রতিনিধি বলবো কীভাবে! তারা তো নির্বাচিত হচ্ছেন না। এভাবেই বাংলাদেশের রাজনীতিটা বিনষ্ট হয়েছে। এটা পুনরুদ্ধার করতে না পারলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে। ’ তিনি আরও বলেন, পাকিস্তানের একটি ডাকটিকেট কিছু বাঙালির বুকে সাঁটানো আছে। তাই পাকিস্তান ক্রিকেটে হারলে এ দেশের অনেক মানুষের খারাপ লাগে। ইমরান খানের কিছু হলে এ দেশের কিছু মানুষ বুকে ব্যথা পায়। কিন্তু শেখ হাসিনাকে মারতে গ্রেনেড হামলা চালালেও তখন তাদের কিছু এসে যায় না। একাত্তরে পরাজিত শক্তির আস্ফালনে শঙ্কা প্রকাশ করে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন ধর্মের নামে কোনো রাজনীতি বাংলাদেশে চলবে না। কিন্তু পঁচাত্তরে পাকিস্তানের চর জিয়া ও মোশতাকের নেতৃত্বে বঙ্গবন্ধুকে হত্যা করে অর্থ্যাৎ মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে তারা ধর্মান্ধদের আবার রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছিল। আজ আমরা ধর্মান্ধ একাত্তরের পরাজিত অপশক্তির ও তাদের দোসরদের আস্ফালন দেখে সত্যি সত্যিই শঙ্কিত। ’

জাতীয়

মনোনয়নপত্র প্রত্যাহার শেষে সংসদ নির্বাচনে প্রার্থী ১৮৯৬ জন।

বিলেতের আয়না ডেক্স :- মনোনয়নপত্র প্রত্যাহার শেষে সংসদ নির্বাচনে প্রার্থী ১৮৯৬ জন। সারাদেশে মনোনয়নপত্র প্রত্যাহার শেষে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর সংখ্যা দাঁড়াল এক হাজার ৮৯৬ জনে। রবিবার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। জাহাংগীর আলম বলেন, মনোনয়নপত্র দাখিল করেন দুই হাজার ৭১৬ প্রার্থী। বাছাইয়ে বাতিল হন ৭৩১ জন, আপিল দায়ের করেন ৫৬০ জন। আপিল মঞ্জুর হয় ২৮৬ জনের ও আপিল নামঞ্জুর হয় ২৭৪ জনের। তিনি আরও বলেন, আজ সারাদেশে মনোনয়ন প্রত্যাহার হয়েছে ৩৪৭টি, স্থগিত আছে পাঁচটি। প্রার্থিতা প্রত্যাহার শেষে ২৭টি দল ও স্বতন্ত্র মিলে এখন মোট বৈধ প্রার্থী এক হাজার ৮৯৬ জন।

জাতীয়

জাতীয় পাটির জন্য যে ২৬ আসন ছেড়ে দিল আওয়ামী লীগ।

বিলেতের আয়না ডেক্স :- জাতীয় পাটির জন্য যে ২৬ আসন ছেড়ে দিল আওয়ামী লীগ। দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে (জাপা) ২৬ টি ও অন্য শরিকদের জন্য ৬টি আসন ছেড়েছে আওয়ামী লীগ জাতীয় পাটির সঙ্গে সমঝোতা হয়েছে যেসব আসনে : ঠাকুরগাও-৩, নীলফামারী-৩ ও ৪, রংপুর-১ ও ৩, কুড়িগ্রাম-১ ও ২, গাইবান্ধা- ১ ও ২, বগুড়া-২ ও ৩, সাতক্ষীরা-২, পটুয়াখালী-১, বরিশাল-৩, পিরোজপুর-৩, ময়মনসিংহ-৫ ও৮, কিশোরগঞ্জ-৩, মানিকগঞ্জ-১, ঢাকা-১৮, হবিগঞ্জ-১, ব্রাহ্মণবাড়িয়া- ২, ফেনী-৩, চট্টগ্রাম-৫ ও ৮, নারায়ণগঞ্জ-৫। আর ১৪ দলের জন্য বগুড়া-৪ (জাসদ), রাজশাহী-২ (ওয়ার্কাস পার্টি), কুষ্টিয়া-২ (জাসদ), বরিশাল-২ (ওয়ার্কাস পার্টি), পিরোজপুর-২ (জাতীয় পার্টি মঞ্জু) ও লক্ষীপুর-৪ (জাসদ) আসন ছেড়েছে আওয়ামী লীগ। এগুলোতে নৌকার প্রার্থী থাকবে না।

Scroll to Top