ডিসেম্বর ৯, ২০২৩

জাতীয়

পাঁচ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন –প্রধানমন্ত্রী শেখ হাসিনা.

বিলেতের আয়না ডেক্স :- পাঁচ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন –প্রধানমন্ত্রী শেখ হাসিনা. বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে পাঁচজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২৩ তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সশরীরে উপস্থিত থেকে পাঁচ নারীর হাতে পদক তুলে দেন। পদকপ্রাপ্ত পাঁচ বিশিষ্ট নারী হলেন- নারী শিক্ষায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য খালেদা একরাম (মরণোত্তর), নারী অধিকার প্রতিষ্ঠায় ডা. হালিদা হানুম আখতার, নারীর আর্থ-সামাজিক উন্নয়নে কামরুন্নেছা আশরাফ দিনা (মরণোত্তর), নারী জাগরণে উদ্বুদ্ধকরণে নিশাত মজুমদার ও পল্লী উন্নয়নে রনিতা বালা। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার কর্ম ও আদর্শকে সামনে রেখে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অনন্য অর্জনের জন্য প্রতিবছর ৯ ডিসেম্বর বেগম রোকেয়া পদক দেওয়া হয়।

জাতীয়

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মঈনুল হোসেন আর নেই।

বিলেতের আয়না ডেক্স :- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মঈনুল হোসেন আর নেই। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন। শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীনে মারা যান তিনি। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে পরিবার। ২০০৭ সালে গঠিত ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে তথ্য, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন ব্যারিস্টার মইনুল হোসেন। তার বাবা ছিলেন বিখ্যাত সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়া। তিনি ১৯৬১ সালে রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। তারপরে মিডল টেম্পলে আইনবিষয়ক পড়াশোনা করেছেন। ১৯৬৫ সালে বার থেকে ব্যারিস্টার-ইন-ল ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৩ সালে পিরোজপুর থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থার প্রচলন করলে তিনি তার পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। শেখ মুজিবুর রহমানের মৃত্যর পরে তিনি খন্দকার মোশতাক আহমেদের পরিচালিত দল ডেমোক্র্যাটিক লীগে যোগ দেন এবং ৩ নভেম্বর মোশতাক সরকারের পতন পর্যন্ত তিনি ডেমোক্র্যাটিক লীগেই ছিলেন। বাংলাদেশের সংবাদ মালিকদের সংগঠন বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে ২০০০-০১ মেয়াদে নির্বাচিত হন।

জাতীয়

৪০ দিনে ২৬৬টি যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বিলেতের আয়না ডেক্স :- ৪০ দিনে ২৬৬টি যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গত ২৮ অক্টোবর থেকে আজ বুধবার পর্যন্ত বিগত ৪০ দিনে বিএনপি জামায়াতের ডাকা অবরোধ-হরতাল চলাকালে রাজধানী ঢাকাসহ সারাদেশে ২৬৬টি যানবাহন ও স্থাপনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ঢাকাসহ সারাদেশে দুর্বৃত্তরা ১২টি যানবাহনে আগুন দিয়েছে। এরমধ্যে ঢাকা সিটিতে ৬টি, গাজীপুরে ২টি, চট্টগ্রামে ৩টি ও সিরাজগঞ্জে ১টি করে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় ৬টি বাস, ২টি কাভার্ড ভ্যান, ১টি ট্রাক ও ৩টি পিকআপ ক্ষতিগ্রস্থ হয়। এসব আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২১টি ইউনিট ও ১০৫ জন জনবল কাজ করে। আজ বৃহস্পতিবার লাইফ সেভিং ফোর্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার বাসসকে জানান, এছাড়া আজ বৃহস্পতিবার দেড়টার দিকে রাজধানীর শাহবাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে তরঙ্গ প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে গিয়ে ১টা ৫২ মিনিটে অগ্নিনির্বাপণ করতে সক্ষম হয়। বুধবার সকাল সোয়া ৬ টায় গাজীপুরের শ্রীপুর বাজারে ১টি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা, একই দিন সকাল সাড়ে ৮টায় নগরীর খিলগাঁও তালতলায় ১টি অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে, বেলা পৌণে ১১টায় গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর বাজারে ১টি কাভার্ড ভ্যানে, বিকেল ৫টার দিকে রাজধানীর খিলগাঁও এর মানিকনগর চৌরাস্তায় ৩টি বাসে, সন্ধ্যা রাত ৮ টার দিকে উত্তর বাড্ডার প্রগতি সরণিতে ১টি বাসে, রাত সাড়ে ৯টায় সিরাজগঞ্জ শাহজাদপুর টোটিয়াকান্দায় ১টি পিকআপে এবং রাত সাড়ে ১১ টায় চট্টগ্রামের কালুরঘাটে সিএমবি মোডে ১টি বাসে আগুন দিয়েছে বিএনপি-জামায়াত। এছাড়া বুধবার দিবাগত রাত ১২টার দিকে আগারগাঁও এডিবি ব্যাংকের সামনে ১টি ট্রাকে, একই রাত সোয় ৩ টায় ফেনীর ছাগলনাইয়ায় রেজুমিয়া ব্রীজে ১টি কাভার্ড ভ্যানে, রাত ৪টার দিকে চট্টগ্রামের কালুরঘাটে সিএমবি মোড়ে ১টি কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসস

জাতীয়

সিলেটের ২৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) রদবদল আনা হয়েছে।

বিলেতের আয়না ডেক্স :- সিলেটের ২৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) রদবদল আনা হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট রেঞ্জের ২৬ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বদলির অনুমোদন দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা হলেন : মৌলভীবাজার সদর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান থানায়, মৌলভীবাজারের বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসানকে এসএমপি’র দক্ষিণ সুরমা থানায়, জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেনকে এসএমপি’র মোগলাবাজার থানায়, এসএমপি’র এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিনকে কোতোয়ালি থানায়, সুনামগঞ্জের ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানকে এসএমপি’র জালালাবাদ থানায়, হবিগঞ্জের লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়াকে এসএমপি’র এয়ারপোর্ট থানায়, সিলেটের গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলামকে মৌলভীবাজার সদর মডেল থানায়, গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলামকে গোয়াইনঘাট থানায়, কানাইঘাট থানার ওসি গোলাম দস্তগীর আহমেদকে কোম্পানীগঞ্জ থানায়, ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিনকে গোলাপগঞ্জ মডেল থানায়, হবিগঞ্জের চুনারুঘাট থানার ওসি রাশেদুল হককে সিলেটের ওসমানীনগর থানায়, মৌলভীবাজারের কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেককে রাজনগর থানায়, এসএমপি’র জালালাবাদ থানার ওসি সাইফুল আলমকে মৌলভীবাজারের কমলগঞ্জ থানায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসনে সরদারকে সিলেটের কানাইঘাট থানায়, মৌলভীবাজারের রাজনগর থানার ওসি বিনয় ভূষন রায়কে শ্রীমঙ্গল থানায়, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তীকে বড়লেখা থানায়, এসএমপি’র কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদকে মৌলভীবাজারের কুলাউড়া থানায়, এসএমপি’র মোগলাবাজার থানার ওসি এসএম মাইন উদ্দিনকে মৌলভীবাজারের জুড়ী থানায়, সুনামগঞ্জের শাল্লা থানার ওসি মো. আমিনুল ইসলামকে জগন্নাথপুর থানায়, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানকে শাল্লা থানায়, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরীকে দিরাই থানায়, শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরীকে সুনামগঞ্জ সদর মডেল থানায়, দিরাই থানার ওসি কাজী মোক্তাদির হোসেনকে শান্তিগঞ্জ থানায়, এসএমপি’র দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা (পিপিএম)-কে সুনামগঞ্জের ধর্মপাশা থানায়, সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়কে হবিগঞ্জের চুনারুঘাট থানায় এবং এসএমপি’র শাহপরাণ থানার ওসি মো. আবুল খায়েরকে হবিগঞ্জের লাখাই থানায় বদলি করা হয়েছে

জাতীয়

আগামী ২৯ শে ডিসেম্বর মাসের শেষ শুক্রবার ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বিলেতের আয়না ডেক্স :- আগামী ২৯ শে ডিসেম্বর মাসের শেষ শুক্রবার ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ শুক্রবার বাদ আসর রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সংগঠনটির মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এই ঘোষণা দেন। তিনি বলেন, অতি অল্প সময়ের মধ্যে মামুনুল হকসহ সকল আলেম-ওলামাদের মুক্তি দিতে হবে। অন্যথায় ২৯ ডিসেম্বর শুক্রবার সারাদেশ থেকে জনগণ জড় হয়ে মহাসমাবেশ করবে। মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তি, হেফাজত নেতাদের নামে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও শিক্ষা ব্যবস্থা থেকে ফ্রি মিক্সিংসহ ইসলাম বিরোধী পাঠ বাতিল এবং হেফাজতে ইসলাম ঘোষিত ১৩ দফা বাস্তবায়নের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। দলটির কেন্দ্রীয় নায়েবে আমির মহিউদ্দিন বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে মাওলানা মামুনুল হকসহ সকল আলেমকে মুক্তি দিতে হবে। অন্যথায় আগামী ৭ জানুয়ারি নির্বাচনের আগেই হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচিতে যাবে

জাতীয়

আমরা তো ভাত ও ভোটের অধিকারের আন্দোলন করেছি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিলেতের আয়না ডেক্স :- আমরা তো ভাত ও ভোটের অধিকারের আন্দোলন করেছি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরাই তো শ্লোগান তুলেছিলাম আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো। আমরা ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলন করেছি। আর সেই আন্দোলন সফল করতে সরকারে এসে একটানা সরকারে থেকে আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নত হয়েছে। গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনে আজ শুক্রবার সকালে নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রায় ঘন্টাব্যাপী প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাজী আকরাম উদ্দিন আহমেদ, শহীদ উল্লাহ খন্দকার, আয়নাল হোসেন সেখ প্রমুখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির আন্দোলন নিয়ে বলেছেন, ‘আমরা এখন দেখতে পারছি আন্দোলনের নামে আগুন দিয়ে মানুষ পোড়ানো। পাকিস্তানের প্রেতাত্মা, হানাদার বাহিনীর প্রেতাত্মা- তাদের ওপর ভর করেছে। পুলিশকে যেভাবে মাটিতে ফেলে পেটালো, এর চেয়ে জঘন্য কাজ মনে হয় আর হতে পারে না। তাকে এভাবে পিটিয়ে হত্যা করা; সে যখন বেহুশ হয়ে গেছে মৃতপ্রায়- তার মাথা থেকে হেলমেট ফেলে দিয়ে মাথায় কোপালো, মারলো। কোন দেশে আমরা বাস করি।’ জিয়া পরিবার পুরোটাই একটা খুনি পরিবার উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে সেনাবাহিনীর অফিসার, সৈনিক ও মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিলেন। খালেদা জিয়া ক্ষতায় এসে সেই একইভাবে এদেশে হত্যাকাণ্ডের রাজনীতি শুরু করেন। ২০০৭ সালে আর জীবনে রাজনীতি করব না বলে তারেক জিয়া মুচলেকা দিয়ে দেশের বাইরে চলে যায়। সেখানে বসে এখন দেশের মানুষকে হুকুম দিয়ে মানুষ হত্যা করাচ্ছে। এবার প্রথম দিকে বিএনপি আন্দোলনে কিছু মানুষের সমর্থন পেয়েছিল। কিন্তু সহিংস আন্দোলন করায় মানুষ এখন আর তাদের সঙ্গে নেই। শেখ হাসিনা বলেন, বারবার আমি মৃত্যুকে সামনে থেকে দেখিছি। এই কোটালীপাড়াতেও বিশাল বিশাল বোম মাটিতে পুঁতে রাখা হয়েছিল। মিটিং এ আক্রমণ, বোমা হামলা, গ্রেনেড হামলা এগুলোতে প্রতিনিয়ত। সরাসরি গুলি এই অবস্থার মধ্যদিয়েও আল্লাহ বারবার আমাকে বাঁচিয়ে রাখলেন। তিনি আরও বলেন, ২০০৯ থেকে আমরা এ পর্যন্ত একটানা সরকারে আছি। অন্তত আজ এইটুকু বলতে পারি বাংলাদেশটা বদলে গেছে। বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক উন্নতি হয়েছে এখন আর খাদ্যের হাহাকারটা নেই। খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পেরেছি। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছি। শিক্ষার সুযোগ আমরা সৃষ্টি করেছি। ঠিক যা জাতির পিতা চেয়েছিলেন। একটানা সরকারে থাকতে না পারলে আমাদের উন্নয়ন দৃশ্যমান হতো না।

জাতীয়

পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করল ডেনমার্ক ।

বিলেতের আয়না ডেক্স :- পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করল ডেনমার্ক। পবিত্র কোরআন বা অন্যান্য ধর্মীয় গ্রন্থ পোড়ানোর মতো কর্মকাণ্ড নিষিদ্ধ করতে আইন পাস করেছে ডেনমার্ক। ওই আইনে ডেনমার্কের পার্লামেন্ট ধর্মীয় গ্রন্থের প্রতি ‘অনুপযুক্ত আচরণ’ নিষিদ্ধ করেছে। এই আইন বা বিলটি ইউরোপের এই দেশটিতে কোরআন আইন হিসেবে ব্যাপকভাবে পরিচিত। কোরআন বা অন্যান্য ধর্মীয় গ্রন্থ পোড়ানোর মতো কর্মকাণ্ড নিষিদ্ধ করার এই আইনের পক্ষে ডেনমার্কের পার্লামেন্টে ভোট পড়ে ৯৪টি। আর বিপক্ষে ৭৭টি। এতেই আইনটি পাস হয় এবং এই আইনের অধীনে অপরাধীদের এখন জরিমানা বা দুই বছরের কারাদণ্ড হতে পারে। ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর একের পর এক ঘটনার পর ডেনমার্কে এই আইন পাস করা হলো। মূলত একের পর এক কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্বজুড়ে মুসলিম দেশগুলোতে আলোড়ন সৃষ্টি হয়েছিল। ডেনমার্ক ও প্রতিবেশী সুইডেনে সাম্প্রতিক সময়ে বিতর্কিত এই ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। আর এটি ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়ে দেয়। এর আগে গত আগস্টে ডেনমার্ক সরকার জানায়, আগুনে পুড়িয়ে বা অন্য কোনো উপায়ে কেউ যেন পবিত্র কোরআন অবমাননা না করতে পারেন, সেজন্য একটি আইন প্রস্তাব করতে যাচ্ছে তারা। এর মাধ্যমে কথিত বাকস্বাধীনতার নামে প্রকাশ্যে কেউ কোরআন পোড়াতে পারবে না। সম্প্রতি কোরআন অবমাননার জেরে মুসলিম দেশগুলোর সঙ্গে ডেনমার্কের সম্পর্কের উত্তেজনা দেখা দেয়। সেই উত্তেজনা প্রশমনে এমন উদ্যোগ নেয় দেশটি। আর তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দেশটিতে পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করে আইন পাস হলো। অবশ্য ডেনমার্ক ছাড়াও ইউরোপের আরেক দেশ সুইডেনেও সাম্প্রতিক মাসগুলোতে অসংখ্যবার কোরআন অবমাননার ঘটনা ঘটেছে। কেউ কেউ পাতায় আগুন লাগিয়ে অথবা পাতা ছিঁড়ে পবিত্র এই ধর্মগ্রন্থ অবমাননা করেছেন। এসব ঘটনার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে মুসলিম দেশগুলো। সংবাদসূত্র : বিবিসি

জাতীয়

যুবদলের সভাপতি সালাহউদ্দিন টুকুসহ ২০জনকে তিন বছর করে কারাদণ্ড

বিলেতের আয়না ড্ক্সে :- যুবদলের সভাপতি সালাহউদ্দিন টুকুসহ ২০জনকে তিন বছর করে কারাদণ্ড। ২০১৭ সালে রাজধানীর শাহজাহানপুর থানায় দায়ের করা নাশকতার মামলায় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ২০ জনকে তিন বছর করে কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে ৪৪ জন খালাস পেয়েছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্ত অন্যান্য উল্লেখযোগ্য আসামি হলেন—  স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ভাসানী চাকলাদার,  মহসীন, হানিফ হোসেন বাবু, বেলাল উদ্দিন, রফিকুল ইসলাম মজনু, মো. তারিকুল ইসলাম জিকির, বাতেন, কাজী মো. জামাল, ইমরান খান ইমন, সোহাগ ভূঁইয়া,  সালাম খান, আরিফুর রহমান সুজন, শেখ শহিদুল্লাহ টিপু, জাহাঙ্গীর হোসেন, আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্যসহ প্রমুখ। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে ৪৪ জনকে খালাসের আদেশ দেন আদালত। রায়ে আসামিদের দণ্ডবিধির ১৪৮ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দণ্ডবিধির ৪২৭ ধারায় একবছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে আসামিদের ২ বছর করে সাজা ভোগ করলে চলবে বলে রায়ে উল্লেখ করেছেন আদালত। জানা যায়, ২০১৭ সালের অক্টোবর মাসে রাজধানীর শাহজাহানপুর এলাকায় নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। পরবর্তীকালে পুলিশ তদন্ত করে ৬৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এরপর আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

জাতীয়

জলবায়ু পরিবর্তন : ক্ষতি মোকাবিলায় বাংলাদেশকে ৪০ কোটি ডলার ঋণ সহায়তা দিবে এডিবি।

বিলেতের আয়না-ডেক্স :- জলবায়ু পরিবর্তন : ক্ষতি মোকাবিলায় বাংলাদেশকে ৪০ কোটি ডলার ঋণ সহায়তা দিবে এডিবি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে ৪০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। শুক্রবার (৮ ডিসেম্বর) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এডিবি জানায়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের জন্য বিশ্বের ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। দেশটিতে বার্ষিক গড় ক্ষতি প্রায় ৩০০ কোটি ডলার। এই ঋণের অর্থে জলবায়ু-টেকসই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচির প্রথম উপ-প্রোগ্রাম বাস্তবায়ন করা হবে। যা বাংলাদেশকে জলবায়ু মোকাবিলায় শক্তিশালী ও কম কার্বন অর্থনীতিতে রূপান্তর করতে সহায়তা করবে। গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করতে এবং মূলধারায় লিঙ্গ সমতা এবং সামাজিক অন্তর্ভুক্তিতে সহায়তা করবে। সংস্থাটি আরও জানায়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশের প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনকে মারাত্মকভাবে ব্যাহত করছে। বাংলাদেশ এই চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এডিবিও বাংলাদেশের এই প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত। এডিবির ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশকে জলবায়ু স্থিতিশীল রাখতে একটি কম কার্বন নির্গমন অর্থনীতিতে রূপান্তর, লৈঙ্গিক সমতা, ডিজিটাইজেশন এবং দরিদ্র ও অরক্ষিত মানুষের উপার্জনমূলক কর্মসূচি প্রণয়নে সরকারকে সহায়তা করা হবে। প্রসঙ্গত, এডিবি বাংলাদেশের অর্থনীতির প্রায় সব প্রধান খাতেই সহায়তা দিয়ে থাকে। এর আগেও কৃষি, প্রাকৃতিক সম্পদ, অবকাঠামো, জ্বালানি, পরিবহন, শিক্ষা, পানি সরবরাহসহ বিভিন্ন খাতে তারা বাংলাদেশকে ঋণ সহায়তা দিয়েছে।

জাতীয়

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মানববন্ধনের ঘোষণা দিয়েছে বিএনপি।

বিলেতের আয়না ডেক্স :- আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মানববন্ধনের ঘোষণা দিয়েছে বিএনপি। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আগামী রোববার মানববন্ধন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির এ সিনিয়র নেতা জানান, আগামী রোববার সকাল ১১টায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হবে। ইতিমধ্যে ঢাকা মহানগর বিএনপি মানববন্ধনের সব প্রস্তুতি গ্রহণ করেছে। রুহুল কবির রিজভী বলেন, দেশে এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যেখানে সত্য কথা, মানুষের অধিকারের পক্ষে কথা বলা সবচাইতে বড় অপরাধ হিসেবে গণ্য করা হয়। তিনি বলেন, আজকে সব দলের অংশগ্রহণের মধ্য একটি শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলাকে অপরাধ ও অন্যায় হিসেবে গণ্য করা হয়। ব্রুটাল (বর্বর) দমনপীড়নের মধ্য দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের নেতাকর্মী ও নাগরিক সমাজকে এক শোচনীয় অবস্থার মধ্য দিয়ে কি ভয়ংকর অবস্থা বিরাজ করছে। এরআগে গত ৪ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশের জেলা সদরে (১০ ডিসেম্বর) মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কর্মসূচিতে দলটি গুম, খুন, গায়েবী মামলায় গ্রেপ্তার ও মানবাধিকার লঙ্ঘনের শিকার দলীয় নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের সদস্যরা অংশ নেওয়ার কথা রয়েছে।

Scroll to Top