নভেম্বর ৩০, ২০২৩

জাতীয়

বিএনপিকে ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন!

বিলেতের আয়না ডেক্স :- বিএনপিকে ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন! শেষ পর্যন্ত বিএনপির অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। বিএনপির পক্ষ থেকে কোনো আসনেই মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি। নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, ‘আজ (বৃহস্পতিবার) বিকাল ৪টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়ে গেছে। এ অবস্থায় নির্বাচনের তফসিল পুনর্নিধারণের কোনো সুযোগ নেই।’ ফলে প্রশ্ন উঠেছে এই নির্বাচনকে কী অংশগ্রহণমূলক বলা যাবে? সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন বলেন, ‘আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচনকে অংশগ্রহণমূলক অন্তত আমি বলতে পারব না।’ অন্যদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘তফসিল ঘোষণার আগে ও পরের পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করেছি। এ পর্যবেক্ষণে আমাদের ধারণা হয়েছে, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ বলতে যা বোঝায়, তা আমরা এবারও দেখতে পাচ্ছি না।’ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ‘বিএনপি নির্বাচনে আসল কিনা তার চেয়ে বড় কথা হল, জনগণ যদি ভোট দেয় তাহলে সেটাকে অংশগ্রহণমূলক নির্বাচন বলা যাবে।’ কত শতাংশ ভোট পড়লে সেটাকে আপনারা অংশগ্রহণমূলক নির্বাচন বলবেন? জবাবে তিনি বলেন, ‘সেই সংখ্যা বলতে পারব না। তবে সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি আসেনি, তবুও ৪৮ থেকে ৫২ শতাংশ ভোট পড়েছিল।’ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও বিএনপির পক্ষ থেকে নির্বাচনে অংশ নেওয়ার কোন আগ্রহ দেখানো হয়নি। নির্বাচন কমিশন আগে থেকেই যে ঘোষণা দিয়ে রেখেছিল, বিএনপি নির্বাচনে আসলে তফসিল পরিবর্তন করা হবে। ফলে বিএনপি নির্বাচনে না আসায় নির্বাচন কমিশন তফসিল পরিবর্তনের প্রয়োজন বোধ করেনি। ইসি সচিব বৃহষ্পতিবার পরিষ্কার বলেছেন, ‘এ অবস্থায় নির্বাচনের তফসিল পুনর্নিধারণের কোনো সুযোগ নেই।’ এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, প্রার্থীরা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। এই নির্বাচনে কয়টি দল কোন আসনে অংশগ্রহণ করছে তা শুক্রবার জানানো হবে। নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন বিষয়ে ইসি সচিব বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাক্ষাৎ করেছিলেন। বিশেষ করে আইজিপি সামগ্রিক বিষয় অবহিত করেছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কোনো নির্দেশনা আছে কিনা তা জেনে নিয়েছেন। এছাড়া কিছু কিছু প্রার্থী কোনো কোনো জায়গায় আচরণবিধি ভঙ্গ করায় আমাদের নির্বাচনী অনুসন্ধান কমিটি তাদেরকে তলব করেছে। এছাড়া রিটার্নিং অফিসারের মাধ্যমে নির্বাহী হাকিমরাও কাজ করছেন।’ সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন বলেন, ‘বিএনপি ভোটে আসছে না। সরকারি দল আওয়ামী লীগ ছোট ছোট কিছু রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচনে যাচ্ছে। আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া বাংলাদেশে কোন নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না। জাতীয় পার্টির আগে একটা অবস্থান ছিল। এই নির্বাচনের পর তাদের সেই অবস্থান কতটুকু থাকবে সেটাও দেখার বিষয়।’ বৃহস্পতিবার বেলা সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত ‘গণতন্ত্র, সুশাসন ও শুদ্ধাচার চর্চার রাজনৈতিক অঙ্গীকার : টিআইবির সুপারিশমালা’ শীর্ষক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘এ নির্বাচনের ওপর জনগণের আস্থা বা ভোটের ওপর জনগণের আস্থা নিশ্চিত করা অসম্ভব হবে বলে মনে করি।’ প্রধানমন্ত্রী দায়িত্বে বহাল থাকায় নির্বাচনে দলীয় বিষয়গুলো বেশি গুরুত্ব পাচ্ছে কি না? এমন প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘যখন একটি দল নির্বাচিত হয়, সেই দল দেশের সরকার হিসেবে নির্বাচিত হয়। তখন সেই সরকার আর কোনো দলের সরকার থাকে না। কিন্তু সেই সরকারের প্রধান যদি স্বপ্রণোদিতভাবে দলীয় নেতৃত্বের অবস্থান থেকে পদত্যাগ করেন, তাহলে প্রতীকী অর্থে হলেও সবার সরকার প্রধান হিসেবে বা সব দলের সরকার হিসেবে তার ভূমিকা রাখা সম্ভব হয়। সংসদের স্পিকারের ক্ষেত্রেও একই কথা। স্পিকার যখন নির্বাচিত হন তখন আর কোনো দলের প্রতিনিধি থাকেন না। তখন তিনি সব এমপির স্পিকার। দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে ১৯৯১ সালে গণতন্ত্রে উত্তরণের পথে প্রধান তিনটি রাজনৈতিক জোট দ্বারা একটি রূপরেখা প্রণয়ন করা হয়। পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার ঘাটতির ফলে বারবার গণতান্ত্রিক পথ থেকে বিচ্যুতি ও নির্বাচনকালীন সহিংসতার ঝুঁকি তৈরি হয়েছে।’ নির্বাচনে অংশ না নেওয়ার কথা আবারও বললেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, ‘যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটি তো তামাশার নির্বাচন। ফলে এই নির্বাচনে আমরা অংশ নিচ্ছি না।’ তাহলে বিএনপির পরবর্তী পদক্ষেপ কী? জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তো আর নির্বাচনে বাধা দিতে পারব না। কারণ পুলিশ, র‌্যাব, প্রশাসন সবই তাদের সাজানো। ফলে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমরা বিশ্বাস করি এই সরকারের পতন হবে। আমাদের সময়ের জন্য অপেক্ষা করতে হবে।’ গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণা করেন। সে অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রার্থীরা ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ হবে। ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। এবার সব আসনে ভোট হবে ব্যালট বাক্সে। এই নির্বাচনে সারা দেশে ৪২ হাজার ১০৩টি ভোটকেন্দ্রের অধীনে ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জাতীয়

গাজীপুরে নৌকার মাঝি তিন মেয়ে। তাদের বাবা আওয়ামী লীগ নেতা ছিলেন।

বিলেতের আয়না ডেক্স :- গাজীপুরে নৌকার মাঝি তিন মেয়ে। তাদের বাবা আওয়ামী লীগ নেতা ছিলেন। পাঁচটি সংসদীয় আসনের জেলা গাজীপুর। এ পাঁচটি আসনের মধ্যেই তিনটিতেই নারীদের দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামীলীগ। দলের মনোনয়ন পাওয়া তিনজনের বাবা ছিলেন আওয়ামীলীগের জাতীয় পর্যায়ের রাজনীতিবিদ। তারা প্রয়াত হওয়ার পর যোগ্য উত্তরসুরী হিসেবে মেয়েদের কাঁধে উঠছে নৌকার ভার। অতীতের ধারাবাহিকতায় দুটি আসনে নারী প্রার্থী থাকলেও এবার যোগ হয়েছে গাজীপুর—৩ আসন। এখানে প্রথমবারের মতো নারী মনোনয়ন দিয়েছে আওয়ামীলীগ। গাজীপুর—৩ (শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলা) সংসদীয় আসন থেকে দীর্ঘদিনের সংসদ সদস্য ছিলেন প্রয়াত জাতীয় নেতা সাবেক প্রতিমন্ত্রী এ্যাড. রহমত আলী। গত একাদশ সংসদ নির্বাচনে তিনি অসুস্থতার জন্য দলের কাছে মনোনয়ন চাননি। পরে দলের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ। আওয়ামীলীগে প্রয়াত সংসদ সদস্য অ্যাড. রহমত আলীর অবস্থান বিবেচনায় তার মেয়ে রুমানা আলী টুসিকে সংরক্ষিত সংসদ সদস্য নির্বাচিত করা হয়। টুসি কেন্দ্রীয় কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক। দ্বাদশ সংসদ নির্বাচনে রুমানা আলী টুসির হাতেই তুলে দেয়া হয় নৌকার টিকেট। মনোনয়ন বঞ্চিত হয়ে টুসির প্রতিদ্বন্ধি হিসেবে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। বৃহস্পতিবার মনোনয়ন জমা দিয়ে রুমানা আলী টুসি বলেন, তার বাবা স্বাধীনতার পর বহুদিন এ এলাকার মানুষের সেবা করেছেন। জাতীয় রাজনীতি করেছেন। বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশে থেকেছেন। রাজনীতি পরিবারের কারণে ছোটকালেই রাজনীতির প্রতি বিশেষ আকর্ষন ছিল। তিনি জয়ী হতে পারলে এলাকার পিছিয়ে পড়া নারীদের জন্য কাজ করতে চান। সাথে এলাকার উন্নয়ন নিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনে অগ্রনী ভূমিকা রাখবেন। কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গাজীপুর—৪ সংসদীয় আসন গঠন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ এর পরিবারের সদস্যদের হাতেই ছিল নৌকার টিকেট। আগের ধারাবাহিকতায় এবারও দলের মনোনয়ন পেয়েছেন বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের কন্যা দলের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি। তার ভাই সাবেক প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ সংসদ থেকে পদত্যাগ করলে ২০১২সালে উপনির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে একাধারে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন তিনি। এবারও দল তার প্রতিই আস্থা রেখেছেন, করেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য। তিনি বলেন, বাবার আদর্শ জাতীর পিতা ও আওয়ামীলীগের আদর্শ ধারণ করেই রাজনীতি করে যাচ্ছি। তিনি নির্বাচিত হওয়ার পর পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে গতি এনেছেন। সাথে মা ও শিশু মৃত্যুর হার কমানো, বাল্য বিয়েমুক্ত এলাকা গড়ে তোলা, সবার জন্য স্বাস্থ্য শিক্ষার সুযোগ ও মাদকমুক্ত এলাকা গঠনে কাজ করেছেন। এবার লক্ষ হলো স্মার্ট দেশ গঠনে কাজ করা। এ লক্ষে তিনি আবারও নৌকা প্রতিকের ভোট প্রার্থনা করেন। এবার সিমিন হোসেন রিমির সাথে নির্বাচনে অংশ নিতে কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি আলম আহমেদ স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আলম আহমেদ ও সিমিন হোসেন রিমি মামাতো ফুফাতো ভাই বোন। কালীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন, একটি পৌরসভা, গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন ও গাজীপুর সিটির তিনটি ওয়ার্ড নিয়ে গঠন করা হয়েছে গাজীপুর—৫ সংসদীয় আসন। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক শহীদ ময়েজ উদ্দিনের কন্যা মেহের আফরোজ চুমকির হাতে এবারও নৌকা তুলে দিয়েছে আওয়ামীলীগ। বাবার পরিচয়ে রাজনীতিতে আসলেও তিনি রাজনীতির মাঠে আওয়ামীলীগের বিশ্বস্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করেছেন। তিনি কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি। ১৯৯৬ সালে তিনি সংরক্ষিত সংসদ সদস্য পদে প্রথমবারের মতো সংসদে যান। পরে ২০০৯, ২০১৪, ২০১৮সালে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন এক মেয়াদে। দ্বাদশ সংসদ নির্বাচনেও দলের প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছেন। এবার তার সাথে প্রতিদ্বন্ধিতা করার জন্য স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান। মনোনয়ন পাওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় মেহের আফরোজ চুমকী বলেন, বাবার দেখানো পথেই রাজনীতির মাঠে বিচরণ করে চলেছেন। আমৃত্যু আওয়ামীলীগের আদর্শ ধারণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠনে নারীদের এগিয়ে আসতে হবে সবার আগে। সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা এগিয়ে যাবো।

জাতীয়

বানিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার মতো কোন পরিস্থিতি বাংলাদেশে নাই।

বিলেতের আয়না ডেক্স :- বানিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার মতো কোন পরিস্থিতি বাংলাদেশে নাই। বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার মতো কোনো পরিস্থিতি বাংলাদেশে নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, নতুন মার্কিন শ্রমনীতি নিয়ে কোনো চাপ অনুভব করছি না। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বাণিজ্য সচিব বলেন, আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো সুযোগ পাই না। তাই নতুন মার্কিন শ্রমনীতি নিয়ে কোনও চাপ অনুভব করছি না। ইতিমধ্যে আমাদের অনেক অর্জন হয়েছে। আমার যতটুকু জ্ঞান আছে- বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার বিধান ডব্লিউটিও’র (বিশ্ব বাণিজ্য সংস্থা) আইনে নেই। কিন্তু কোনো যদি অগ্রাধিকারমূলক সুবিধা দেয়, সেই সুবিধা বাতিল করতে পারে। আন্তর্জাতিক আইন অনুযায়ী যা করার করতে হবে। তাই ভয় পাওয়ার কিছু নেই। শ্রমিকদের অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের সঙ্গে বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে তিনি বলেন,  ইউএস শ্রম নীতি গ্লোবাল ইস্যু। যারা ট্রেড ইউনিয়ন নিয়ে কাজ করেন, তাদের বিরুদ্ধে যেন কোনো পদক্ষেপ নেওয়া না হয়, সেই চেষ্টা থাকতে হবে। এটা আসলে চলমান প্রক্রিয়া। আমাদের মোট রপ্তানির মাত্র ১৭ শতাংশ হয় যুক্তরাষ্ট্রে। আর ইউরোপে করে থাকি ৫৫থেকে ৬০ ভাগ। যথেষ্ট শুল্ক দিয়েই আমরা আমেরিকায় পোশাক পাঠাই। আমরাও চাই আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) স্ট্যান্ডার্ড বজায় রাখতে বলে জানান সচিব। তবে রপ্তানি আয় কমে যাওয়ার পেছনে ইউরোপের মন্দাভাব কিছুটা দায়ী বলে মনে করেন তপন কান্তি ঘোষ।

জাতীয়

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ কে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ৭ প্রার্থী, মাঠে নেই কেউ।

বিলেতের আয়না ডেক্স :- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ কে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ৭ প্রার্থী, মাঠে নেই কেউ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সরকারের সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এ আসন থেকে ৭ মনোনয়ন প্রত্যাশীরা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সুযোগ থাকলেও দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এমন সিদ্ধান্তে উপনীত হয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। এমন কি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচন করবেন না বলে গণমাধ্যমকে জানিয়েছেন তারা। জানা যায়, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফজলুল হক, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাপ মিয়া, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলাল, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিলেট জজ কোর্টের সহকারী পিপি অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী এই ৭ জন নেতা বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু দল বেছে নিয়েছে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে। এর ফলে ওই ৭ জন মনোনয়ন প্রত্যাশী স্বতন্ত্র প্রার্থী হয়ে দলীয় প্রার্থীর সঙ্গে নির্বাচনী মাঠে লড়াইয়ে না যেতে মনস্থির করলেন। যদিও দল থেকে স্বতন্ত্র প্রার্থী না হতে তেমন কোনো কড়া নির্দেশনা নেই। গত (২৬ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সারাদেশের সঙ্গে সিলেট -৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে ইমরান আহমদের নাম ঘোষণা করেন। জানা যায়, সিলেট -৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য ইমরান আহমদ ১৯৮৬ সালে সরাসরি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত হন। এরপর ১৯৮৬. ১৯৯১, ১৯৯৬. ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে সর্বস্থরের বিপুল ভোটে নির্বাচিত হন। তিনি পঞ্চম জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। সপ্তম জাতীয় সংসদে সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি এবং বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কীয় কমটির সদস্য ছিলেন। নবম জাতীয় সংসদে লাইব্রেরি কমিটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দশম জাতীয় সংসদে তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একাদশ জাতীয় সংসদে প্রথমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী এবং ৩ মাস পর পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাতীয়

মুক্তির একদিন পর আওয়ামী লীগে যোগদান বিএনপি নেতা শাহজাহান ওমর।

বিলেতের আয়না ডেক্স :- মুক্তির একদিন পর আওয়ামী লীগে যোগদান বিএনপি নেতা শাহজাহান ওমর। নৌকায় ভোট করায় শাহজাহান ওমরকে বহিষ্কার করল বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন ফরম জমা দেওয়ায় ব্যারিস্টার শাহজাহান ওমরকে বহিষ্কার করেছে বিএনপি। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। গতকাল বুধবার বিকেলে জামিনে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে গতকাল বুধবার বিকেলে জামিনে মুক্ত হওয়ার পর আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আওয়ামী লীগে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর। এরপর নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসনে মনোনয়নপত্র জমা দেন তিনি। ঢাকা থেকে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন তিনি। এরপর আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজাহান ওমরকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সুতরাং বিএনপির গঠনতন্ত্র মোতাবেক মুহাম্মদ শাহজাহান ওমরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আন্তর্জাতিক

১০০ বছর বয়সে মারা গেলেন হেনরি কিসিঞ্জার।

বিলেতের আয়না ডেক্স :- ১০০ বছর বয়সে মারা গেলেন হেনরি কিসিঞ্জার। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মারা গেছেন। তার বয়স হয়েছিল ১০০ বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে মার্কিন কূটনীতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তাকে। বুধবার রাতে কিসিঞ্জার অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানানো হয়। বিবৃতিতে বলা হয়, কানেকটিকাট অঙ্গরাজ্যে নিজ বাড়িতে মারা যান তিনি। ১৯২৩ সালের ২৭ মে জার্মানির এক ইহুদি পরিবারে জন্ম কিসিঞ্জারের। পরে তার পরিবার পালিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যায়। ওই শহরেই বেড়ে ওঠেন কিসিঞ্জার। যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও জেরাল্ড ফোর্ডের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হেনরি কিসিঞ্জার। অনেকেই কিসিঞ্জারের নানা বিতর্কিত ভূমিকার জন্য তাকে ‘যুদ্ধাপরাধী’ বলে অভিযুক্ত করে থাকেন। কম্বোডিয়া ও লাওসে ভিয়েতনাম যুদ্ধের সম্প্রসারণ, চিলি ও আর্জেন্টিনায় সামরিক অভ্যুত্থানে সমর্থন, ১৯৭৫ সালে পূর্ব তিমুরে ইন্দোনেশিয়ার রক্তক্ষয়ী অভিযানের পক্ষে অবস্থান নেওয়া এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর ব্যাপক নৃশংসতার বিষয়ে চোখ বন্ধ রাখা—এসব অভিযোগ রয়েছে কিসিঞ্জারের বিরুদ্ধে। তবে বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ-সংঘাতের ‘কারিগর’ কিসিঞ্জারকে কখনো সেভাবে বিচারের মুখোমুখি হতে হয়নি। আর এ নিয়ে বহু মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে।

জাতীয়

সিলেট -৬ আসনে তৃণমূল বিএনপি’র সভাপতি শমশের মুবিন চৌধুরী মনোনয়ন পত্র দাখিল।

বিলেতের আয়না ডেক্স :- সিলেট -৬ আসনে তৃণমূল বিএনপি’র সভাপতি শমশের মুবিন চৌধুরী মনোনয়ন পত্র দাখিল। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল বিএনপির চেয়ারপার্সন শমশের মবিন চৌধুরী। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে তিনি রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময়  তৃনমুল বিএনপি সিলেট জেলা আহবায়ক এম এ হান্নান, গোলাপগঞ্জ উপজেলা আহবায়ক সানাউল হক সানা, প্রস্তাবক ইলিয়াস আহমদ, সমর্থক আব্দুল খালিকসহ সহ সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Scroll to Top