নভেম্বর ৯, ২০২৩

জাতীয়

রাষ্ট্রপতিকে নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছি – সিইসি হাবিবুল আউয়াল।

বিলেতের আয়না ডেক্স :- রাষ্ট্রপতিকে নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছি – সিইসি হাবিবুল আউয়াল। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনের সম্ভাব্য সময় আমরা রাষ্ট্রপতিকে জানিয়েছি। নির্বাচন অতি আসন্ন। তবে আমরা এখনও পুরোপুরি সিদ্ধান্ত নেইনি। নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য তারিখ জানানো হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। সিইসি আরও বলেন, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার উদ্দেশ্য হলো আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করা। আমরা রাষ্ট্রপতিকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কেও অবহিত করেছি। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে- সুশৃঙ্খলভাবে হবে। এ ব্যাপারে উনার সহযোগিতার প্রয়োজন হলে- উনি আশ্বাস দিয়েছেন। কাজী হাবিবুল আউয়াল বলেন, রাষ্ট্রপতি বলেছেন- যে কোনো মূল্যে সাংবিধানিক ধারা অব্যহত রাখতে হবে। আমাদের ওপর সাংবিধানিক যে দায়িত্ব আরোপ করা হয়েছে, সেখানে যে বাধ্যবাধকতা রয়েছে- আমরা সে অনুযায়ী নির্ধারিত সময়ে, নির্ধারিত পদ্ধতিতে নির্বাচন করতে বদ্ধপরিকর। নির্বাচনের তফসিল কি আগামী ১৫ নভেম্বর মধ্যে ঘোষণা করা হবে- এ বিষয়ে সিইসি বলেন, আমরা এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেইনি। তবে দ্রুতই ঘোষণা করবো, কারণ সময় হয়ে গেছে। ভোটের মাঠের রাজনৈতিক বাস্তবতা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে কথা হয়েছে কিনা- এ বিষয়ে সিইসি বলেন, না, এটা নিয়ে তেমন আলোচনা হয়নি। আমরা শুধু আমাদের কথা বলেছি। এছাড়া রাজনৈতিক সংলাপের ব্যাপারেও কোনো কথা হয়নি বলে জানান সিইসি।

জাতীয়

১০ ডাউনিং স্ট্রিট দীপাবলির আলোকময় করে সাজানো হচ্ছে।

বিলেতের আয়না ডেক্স :- ১০ ডাউনিং স্ট্রিট দীপাবলির আলোকময় করে সাজানো হচ্ছে। দীপাবলির আগে আলোকমালায় সাজলো ডাউনিং স্ট্রিট। হিন্দু সম্প্রদায়ের মানুষদের সঙ্গে আলোর উৎসবে মেতে উঠলেন সস্ত্রীক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এক্স-এ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অফিসের অফিসিয়াল হ্যান্ডেলে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী ঋষি সুনাক দীপাবলির আগে ডাউনিং স্ট্রিটে হিন্দু সম্প্রদায়ের অতিথিদের স্বাগত জানিয়েছেন। অন্ধকার কাটিয়ে আলোর বিজয়ের উদযাপনের দিন।” এক্স-এ ডাউনিং স্ট্রিট হতে শেয়ার করা ভিজ্যুয়ালগুলিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী অক্ষতা মূর্তিকে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান শুরু করতে দেখা গেছে। সেখানে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক মানুষ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পোস্ট করা হয়েছে, “যুক্তরাজ্যজুড়ে এবং সারা বিশ্বের সকলকে শুভ দীপাবলি।” দীপাবলি হলো আলোর উৎসব। মন্দের উপর ভালোর প্রতীক। ভারতীয় বংশোদ্ভূত সুনাক ভারতের ‘জামাই’ও বটে। ভারতীয় রীতি-নীতি পালনে, পূজার্চনায় আগ্রহ রয়েছে বৃটিশ প্রধানমন্ত্রীর। গত বছরও তাকে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করতে দেখা গিয়েছিল। এবারও তার ব্যতিক্রম হলো না। এ বছর ১২ নভেম্বর দিওয়ালি উদযাপিত হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং  যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী  ঋষি সুনাক তাদের টেলিফোন কথোপকথনের সময় মুক্ত বাণিজ্য চুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন। সুনাক  চলমান ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়ার শক্তিশালী পারফরম্যান্সের জন্য প্রধানমন্ত্রী মোদিকেও অভিনন্দন জানিয়েছেন। যুক্তরাজ্য সরকার এক বিবৃতিতে বলেছে, ”যুক্তরাজ্য এবং ভারতের মধ্যে বন্ধুত্বের ওপর জোর দিয়ে নেতারা মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন। তারা একটি উচ্চাভিলাষী চুক্তি সুরক্ষিত করার গুরুত্বের বিষয়ে একমত হয়েছেন যা উভয় পক্ষকে উপকৃত করবে। ” ভারত এবং যুক্তরাজ্য একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে, যার জন্য আলোচনা শুরু হয়েছিল ২০২২ সালে। যুক্তরাজ্য-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) এর জন্য ১২ তম রাউন্ডের আলোচনা এই বছরের ৮-৩১ আগস্ট পর্যন্ত হয়েছিল। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পরের বছর জানুয়ারিতে ভারতে টেস্ট সিরিজের সময় ইংলিশ দল থেকে ভালো পারফরম্যান্সের আশা ব্যক্ত করেছেন। সূত্র :  এনডিটিভি

জাতীয়

চতুর্থ দফায় বিএনপির অবরোধ কর্মসূচি ঘোষনা।

বিলেতের আয়না ডেক্স :- চতুর্থ দফায় বিএনপির অবরোধ কর্মসূচি ঘোষনা। সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে দুদিন বিরতি দিয়ে চতুর্থ দফায় রোববার (১২ নভেম্বর) থেকে সারা দেশে টানা ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে বিএনপি সূত্রে এ তথ্য জানা যায়। রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত চতুর্থ দফায় টানা ৪৮ ঘণ্টা অবরোধ পালন করবে দলটি। এর আগে গত ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল এবং ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অবরোধ দেয় বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দলগুলো। পরে দ্বিতীয় দফা রবিবার (৫ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টার অবরোধ দেয়া হয়। এরপর একদিন বিরতি রেখে বুধবার (৮ নভেম্বর) সকাল ৬ টা থেকে শুক্রবার (১০ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টা অবরোধের ঘোষণা দেয় দলটি।  

জাতীয়

বিএনপিকে ছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরের মতো নির্বাচন হবে: মেজর হাফিজ।

বিলেতের আয়না ডেক্স :- বিএনপিকে ছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরের মতো নির্বাচন হবে: মেজর হাফিজ। এসময় সুষ্ঠু নির্বাচনের জন্য সমঝোতার উপায় বের করতে প্রধানমন্ত্রী ও বিএনপির প্রতি অনুরোধ জানান মেজর তিনি বলেন, দলীয় সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন হয় হয় না। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর কাছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে বলেছেন, তা নাহলে বিএনপি ভোটে অংশ নেবে না। এতে করে, সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে যেভাবে নির্বাচন হয়েছে, একইভাবে জাতীয় নির্বাচনও হয়ে যাবে। আজ বুধবার (৮ নভেম্বর) ঢাকার বনানী এলাকায় এক সংবাদ সম্মেলনে মেজর হাফিজ এসব কথা বলেন। বিএনপি ছেড়ে নতুন দল গঠন করেছে মেজর হাফিজ, এমন আলোচনার মুখে এ সংবাদ সম্মেলন করেন তিনি। এসময় সুষ্ঠু নির্বাচনের জন্য সমঝোতার উপায় বের করতে প্রধানমন্ত্রী ও বিএনপির প্রতি অনুরোধ জানান মেজর তিনি বলেন, দলীয় সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন হয় না। সমঝোতার ক্ষেত্রে জাতিসংঘের মধ্যস্থতার কথা বলেন মেজর হাফিজ। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সংস্থাগুলোকে অনুরোধ করব, আপনারা মধ্যস্থতা করুন। জাতিসংঘ অনেক দেশে নির্বাচনে সহায়তা করে থাকে। জাতিসংঘের মধ্যস্থতার মাধ্যমে বিএনপি আগামী নির্বাচনে অংশ নিতে পারে। জাতিসংঘের তদারকে নির্বাচন চাই, তা না হলে সুষ্ঠু নির্বাচন হবে না।’ এর আগে গত সোমবার তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এক বক্তব্যে বলেন, বিএনপির নেতা মেজর হাফিজের নেতৃত্বে নতুন দল হচ্ছে। চলমান রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে জাতীয় নির্বাচন সামনে রেখে সরকারের একজন মন্ত্রী এমন বক্তব্য দেন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানান আলোচনার সৃষ্টি হয়। তবে আজ সংবাদ সম্মেলনে মেজর হাফিজ জানান, তথ্যমন্ত্রীর বক্তব্য সঠিক নয়। তিনি বলেন, ‘আমি বিএনপিতে আছি। এই দলের রাজনীতি থেকেই বিদায় নিতে চাই।’ এসময় নিজের শারীরিক অসুস্থতার কথা তুলে ধরে রাজনীতি থেকে অবসর নেওয়ার চিন্তা করছেন বলেও জানান। একই সঙ্গে মেজর হাফিজ উল্লেখ করেন, বিএনপি নির্বাচনে অংশ নিলে তিনি এই দল থেকেই নির্বাচনে অংশ নেবেন।

জাতীয়

মসজিদের উন্নয়ন কাজে স্বাক্ষর করে প্রথম দিনের কমর্সুচী শুরু।

বিলেতের আয়না ডেক্স :- মসজিদের উন্নয়ন কাজে স্বাক্ষর করে প্রথম দিনের কমর্সুচী শুরু। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (৮ নভেম্বর) সকাল দশটা থেকে আনুষ্ঠানিকভাবে অফিসের কাজ শুরু করেছেন মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান সিটি করপোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। নগর ভবনে নিজ কার্যালয়ে এসে প্রথমেই সিলেটের ঐতিহ্যবাহী খোজারখলা মারকাজ মসজিদের ৬৯ লক্ষ ৯৯ হাজার ২৩৭ টাকা ব্যয়ে ওজুখানাসহ মসজিদের অন্যান্য উন্নয়ন কাজে স্বাক্ষর করে নগর উন্নয়নের কাজ শুরু করেন মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী। বুধবার সকালে অফিসে বসেই মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সিসিকের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন। এসময় তিনি নগরীর চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের  ব্যাপারে সংশ্লিষ্টদের কাছ থেকে খোঁজখবর নেন। সাথে সাথে সবার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। নিজ চেয়ারে বসে বেশ ফুরফুরা মেজাজেই ছিলেন আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় তাকে খুবই প্রাণবন্ত দেখা যায় এবং প্রথম দিনের কর্মদিবসের অনুভূতি প্রকাশ করেন তিনি। সিটি কর্পোরেশনের শাখা প্রধানদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়ে তিনি বলেন, আমি নির্বাচিত হওয়ার আগে বিভিন্ন সভা সমাবেশে প্রিয় নগরবাসীকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছি এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আপনাদের সকলের সহযোগীতা চাই। তিনি বলেন, এই সিলেট আমাদের, এই সিলেট সিটিকে সুন্দর রাখার দ্বায়িত্ব আমাদের। সিলেটের মানুষ আমাকে ভোট দিয়ে যে দ্বায়িত্ব কাঁধে তুলে দিয়েছেন তা সঠিক ভাবে পালন করতে হবে। আর এই দ্বায়িত্ব পালনে সকল দপ্তরের কর্মকর্তা- কর্মচারীদের সহযোগিতা প্রয়োজন। সিসিক কর্মকর্তাদের উদ্দেশ্যে মেয়র বলেন, এটা মনে রাখতে এই নগরীর মানুষ শান্তিতে থাকলে আমরাও শান্তিতে থাকবো, ভালো থাকবো। এজন্য নাগরিক সেবা যাতে মানুষ যথাযথ ভাবে পায় সেদিকে সকলকে গুরুত্ব দিতে হবে। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবন্দ মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ ৪২টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরবৃন্দ। মসজিদের উন্নয়নকাজে স্বাক্ষর করে দিন শুরু করলেন আনোয়ারুজ্জামান

Scroll to Top