নভেম্বর ২, ২০২৩

জাতীয়

তিন দফা দাবিতে গণভবনের সামনে সাবেক স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী সোহেল তাজের অবস্থান।

বিলেতের আয়না ডেক্স :- তিন দফা দাবিতে গণভবনের সামনে সাবেক স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী সোহেল তাজের অবস্থান। ১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণাসহ তিন দফা দাবিতে গণভবনের সামনে অবস্থান নিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ। দাবিগুলোর বিষয়ে সদুত্তর না পাওয়া পর্যন্ত তিনি অবস্থান করবেন বলেও জানিয়েছেন বৃহস্পতিবার বিকালে মানিক মিয়া এভিনিউ থেকে গণভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন তিনি। এসময় সঙ্গে ছিলেন তার জ্যেষ্ঠ বোন শারমিন আহমদ। সাংবাদিকদের উদ্দেশ্যে এসময় সোহেল তাজ বলেন, তিন দফা দাবির সদুত্তর না পাওয়া পর্যন্ত গণভবনের সামনে অবস্থান করবো। জানা গেছে, ১৯৭৫ সালের ৩ নভেম্বর মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মুনসুর আলী, এ এইচ এম কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। এই কলঙ্কিত দিনকে রাষ্ট্রীয়ভাবে পালনসহ তিন দফা দাবি আদায়ে এই স্মারকলিপি প্রদানের লক্ষ্য। সোহেল তাজের দাবিগুলো হলো- ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হওয়ায় ওই দিনকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করা; ৩ নভেম্বর জেল হত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালন করা এবং জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভুক্ত করা। এর আগে ১০ এপ্রিলও পদযাত্রা করে একই দাবিতে গণভবনে গিয়ে তিনি স্মারকলিপি জমা দিয়েছিলেন

জাতীয়

একাদশ জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশন শেষ হলো।

বিলেতের আয়না ডেক্স :- একাদশ জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশন শেষ হলো। একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন শেষ হলো । এটিই ছিল একাদশ সংসদের শেষ অধিবেশন। একাদশ জাতীয় সংসদের নির্বাচনের পর ২০১৯ সালের ৩০ জানুয়ারি প্রথম অধিবেশন বসে। সেই অনুযায়ী আগামী বছর ২৯ জানুয়ারি এই সংসদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হবে। বৃহস্পতিবার রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ চলতি অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। এদিকে, এই একাদশ সংসদের পথ চলায় এই পর্যন্ত ৩১ জন সদস্য সদস্য প্রাণ হারিয়েছেন। এর মধ্যে কোডিভ-১৯সহ বার্ধক্যজনিত কারণ ও রয়েছে। আবার এই প্রয়াতদের মধ্যে প্রবীণ রাজনীতিবিদ , অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানও রয়েছেন। এই একাদশ সংসদের ২৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়। এই সময়ে মোট ১৬৫টি বিল পাস হয়েছে। শেষ অধিবেশনে পাস হয় ২৫টি বিল। অন্যদিকে, সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নতুন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী ১ নভেম্বর থেকে নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে। আগামী সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। ডিসেম্বরের শেষ সপ্তাহ বা আগামী বছর জানুয়ারি প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জাতীয়

বিদেশে আমাকে হত্যা করতে কিলার ভাড়া করেছিল তারেক – প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিলেতেৱ আয়না ডেক্স :- বিদেশে আমাকে হত্যা করতে কিলার ভাড়া করেছিল তারেক – প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করে বলেছেন, বিদেশ সফরের সময় কিলার ভাড়া করে হত্যার প্রচেষ্টা চালানো হয়েছে। বৃহস্পতিবার রাতে একাদশ জাতীয় সংসদের সমাপনী বক্তব্য এ অভিযোগ করেন তিনি। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বারবার আমার ওপর আঘাত এসেছে। তারপরও আমি বেঁচে গেছি এবং আমি কাজ করতে পেরেছি দেশের জন্য, মানুষেমানুষের কল্যাণের, জীবন মান উন্নয়ন অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছি। এখনো বারবার আমার ওপর হামলা হচ্ছে। শুধু দেশে না, বিদেশেও প্রচেষ্টা চালানো হয়েছে। আমি বিস্তারিত বলব না। শুধু এটুকুই জানিয়ে রাখলাম। শেখ হাসিনা বলেন, যখন আমি বিদেশে যাই সেখানেও কিলার হায়ার (ভাড়া) করে আমাকে মারার প্রচেষ্টা। সেই চেষ্টা করেছে ওই খালেদা জিয়ার ছেলে, যে লন্ডনে বসে আছে, সেসহ তাদের যারা সন্ত্রাসী তারাই। তবে আমি কখনো এ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত নই।

জাতীয়

আগামী বছর হজ্বের সাধারণ প্যাকেজের মূল্য ৫ লক্ষ টাকা।

বিলেতের আয়না ডেক্স :- আগামী বছর হজ্বের সাধারণ প্যাকেজের মূল্য ৫ লক্ষ টাকা। আগামী বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাধারণ প্যাকেজের মূল্য ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ হজ প্যাকেজের মূল্য ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। আগামী বছরের ১ মার্চ থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে। ১ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে। বৃহস্পতিবার (২ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ তথ্য জানান। প্রতিমন্ত্রী জানান, ১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ্ব তারিখে চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সালের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। সরকারি মাধ্যমের কোটা ১০ হাজার ১৯৮ জন, আর বেসরকারি এজেন্সির কোটা ১ লাখ ১৭ হাজার। বিশেষ হজ্ব প্যাকেজের বৈশিষ্ট্যগুলো হলো- প্যাকেজ আপগ্রেডেশন, অতিরিক্ত অর্থ দিয়ে মক্কার হোটেলে ২ ও ৩ সিটের রুম নেওয়া যাবে। মক্কায় হারাম শরীফের চত্বর থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে উন্নতমানের হোটেল। মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন ব্যবস্থা। এক রুমে সর্বোচ্চ ৪ সিট থাকবে। মিনায় ‘এ’ ক্যাটাগরির তাঁবুতে আবাসন ও বুফে খাবার ব্যবস্থা। মিনা-আরফাহ মুজদালিফা-মিনায় যাতায়াতে প্রত্যেক হজযাত্রীর জন্য বাসে সিট নিশ্চিত করা

জাতীয়

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হলেন সায়মা ওয়াজেদ পুতুল।

বিলেতের আয়না ডেক্স :- বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হলেন সায়মা ওয়াজেদ পুতুল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক নির্বাচিত হয়েছেন সায়মা ওয়াজেদ পুতুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ৮-২ ভোটের ব্যবধানে এ পদে নির্বাচিত হয়েছেন। বুধবার (১ নভেম্বর) নয়াদিল্লিতে নতুন আঞ্চলিক পরিচালক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সায়মা ওয়াজেদ পেয়েছেন ৮টি দেশের সমর্থন। অন্যদিকে নেপালের প্রার্থী পেয়েছেন ২টি দেশের সমর্থন। এ অঞ্চলে সংস্থাটির সদস্য ১১টি দেশ। এরমধ্যে মিয়ানমার এবার ভোট দিতে পারেনি। এর ফলে আগামী ৫ বছরের জন্য দক্ষিণ এশিয়া অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সায়মা ওয়াজেদ পুতুল। অটিজম বিশেষজ্ঞ সায়মা এর আগেও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় অটিজম বিশেষজ্ঞ এবং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আঞ্চলিক প্রধান হিসেবে এখন দায়িত্ব পালন করছেন ভারতের পুণম ক্ষেত্রপাল। সায়মা ওয়াজেদ পুতুল দায়িত্ব গ্রহণ করলে তিনিই হবেন এ পদে প্রথম বাংলাদেশি। এর আগে সরকার সায়মা ওয়াজেদকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দেয়। প্রতিবেশী ভারত বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেয়।

জাতীয়

লে.জেনারেল ( অবঃ) চৌধুরী হাসান সোহরাওয়ার্দী ৮ দিনের রিমান্ডে

বিলেতের আয়না ডেক্স  :- লে.জেনারেল ( অবঃ) চৌধুরী হাসান সোহরাওয়ার্দী ৮ দিনের রিমান্ডে লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীর ৮ দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১ নভেম্বর) পুলিশ হাসান সারওয়ার্দীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। চৌধুরী হাসান সারওয়ার্দীকে পল্টন থানার মামলায় গতকাল মঙ্গলবার সাভার থেকে গ্রেপ্তার করে পুলিশ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরেফিকে গত শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সঙ্গে করে নিয়ে যান হাসান সারওয়ার্দী। সেখানে বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আরেফি। এ সময় বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। গত রবিবার  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরেফীকে গ্রেপ্তার করে পুলিশ। মহিউদ্দিন শিকদার নামের এক ব্যক্তি গত রবিবার পল্টন থানায় বাদী হয়ে আরেফি, হাসান সারওয়ার্দী ও ইশরাক হোসেনের নামে মামলা করেন।      

জাতীয়

বিএনপি যুগ্ম মহাসচিব আলাল ৫ দিনের রিমান্ডে।

বিলেতের আয়না ডেক্স :- বিএনপি যুগ্ম মহাসচিব আলাল ৫ দিনের রিমান্ডে। রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে ভাঙচুরের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (০১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার এ রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট তাপস পাল গণমাধ্যমকে জানান, পুলিশ মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। পল্টন থানার মামলায় আদালত সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর শাহজাহানপুর থানাধীন শহীদবাগ এলাকা থেকে আলালকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুরে আদালতে হাজির করে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়। বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে।

জাতীয়

বিএনপি স্হায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস ৫ দিনের রিমান্ডে।

বিলেতের আয়না ডেক্স :- বিএনপি স্হায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস ৫ দিনের রিমান্ডে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর শাহজাহানপুর থানায় করা নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় তার এ রিমান্ড দেন আদালত। বুধবার (১ নভেম্বর) বিকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এ আদেশ দেন। এর আগে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশের পক্ষ থেকে ৫ দিন রিমান্ডের আবেদন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই নূর ইসলাম এই রিমান্ডের আবেদন করেন। অপরদিকে আসামি পক্ষে রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আইনজীবীরা। এছাড়া রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর আদালতের পিপি আব্দুল্লাহ আবু রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে এ আদেশ দেন বিচারক। মামলা সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর বিকালে নয়াপল্টনে সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ওরফে আব্বাসের নেতৃত্বে ও নির্দেশনায় আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্লোগান দেন। তারা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে শাহজাহানপুর থানাধীন এলাকায় বিভিন্ন ধরনের নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করেন। ককটেল বিস্ফোরণ, পুলিশের সরকারি কাজে বাধা দেওয়াসহ আসামিরা অস্ত্র ছিনিয়ে নিয়ে যান। এই অভিযোগে ২৯ অক্টোবর রাজধানীর শাহজাহানপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মির্জা আব্বাসকে প্রধান আসামি করে মামলা করেন। মামলা ৪৯ জনের নাম উল্লেখসহ ৭০০-৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

জাতীয়

অর্থনীতির চাকা সচল রাখতে টাকা-পে’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিলেতের আয়না ডেক্স :- অর্থনীতির চাকা সচল রাখতে টাকা-পে’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ না হলে অর্থনীতির চাকা সচল থাকত না ডিজিটাল বাংলাদেশ না হলে অর্থনীতির চাকা সচল থাকতো না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১ নভেম্বর) সকাল ১০টার পর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশীয় ডেবিট কার্ড টাকা-পে’র উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর আজ ‘টাকা পে’ কার্যক্রমের উদ্বোধন করেন। এর মাধ্যমে আন্তর্জাতিক কার্ডের ওপর নির্ভরতা কমাতে এবং বিদেশি মুদ্রা সাশ্রয়ে নিজস্ব কার্ড যুগে প্রবেশ করল বালাদেশ। সরকারপ্রধান বলেন, ডিজিটাল বাংলাদেশ না হলে অর্থনীতির চাকা সচল থাকতো না। এরপর আমাদের ভবিষ্যৎ লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ। টাকা পে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলারই একটি পদক্ষেপ। ‘টাকা পে’ কার্ডের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ক্যাশলেস সোসাইটি করার পথে টাকা পে আরেকটি মাইলফলক। টাকা পের মাধ্যমে বিদেশি নেটওয়ার্কের ওপর নির্ভরশীলতা কমবে। ক্যাশলেস সোসাইটি হলে দুর্নীতি কমবে আর রাজস্ব বাড়বে। সরকারপ্রধান বলেন, ‘দেশে প্রচলিত কার্ডগুলো আন্তর্জাতিকভাবে পরিচালিত ও নিয়ন্ত্রিত। আন্তর্জাতিকভাবে কোনো বৈরি পরিবেশ হলেও যেন আমাদের অর্থনীতি সচল থাকে, সেজন্য নিজস্ব মুদ্রায় এ কার্ডের প্রচলন করেছি। এটি আমাদের নিয়ন্ত্রণে থাকবে। বিশেষ করে, একটা হার্ড কারেন্সির ওপর আমাদের নির্ভরশীল হতে হবে না।’ রেমিট্যান্সের ক্ষেত্রে কীভাবে ‘টাকা-পে’র সুবিধাটা সহজ করা যায়, সে ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। সরকারপ্রধান বলেন, ‘প্রবাসীরা অনেক সময় বিভিন্ন দেশের বিভিন্ন মুদ্রায় কামাই করে। তারা সেখান থেকে ডলার কিনে দেশে পাঠাতে হয়। ন্যাশনাল কার্ড স্কিমের মাধ্যমে তিনি যাতে ওই দেশের মুদ্রা সরাসরি টাকায় পাঠাতে পারেন সে ব্যবস্থা সহজ করতে হবে। বঙ্গবন্ধুকন্যা বলেন, ন্যাশনাল কার্ড স্কিম ‘টাকা-পে’ বাংলাদেশের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ। এতদিন আন্তর্জাতিক কোম্পানির মাধ্যমে কার্ড পরিচালনা হতো, অনেক খরচ হতো, অন্যের নিয়ন্ত্রণ থাকতো। এখন সব আমাদের দেশের মাধ্যমেই হবে। টাকা যেহেতু বাংলাদেশের। সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে বাংলাদেশের। প্রায় সময় আন্তর্জাতিকভাবে বৈরি পরিবেশ হয়। সেক্ষেত্রে যেন আমাদের আর্থিক ব্যবস্থাটা সচল থাকে, সেজন্যও এই পদক্ষেপ। বাংলাদেশ কারও কাছে করুণা ভিক্ষা করে না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, দেশটাকে জাতির পিতা যেখানে রেখে গেছেন ৭৫ সালের পর যারা ক্ষমতায় আসে তারা ধরে রাখতে পারেননি। অনেকের কাছে আমাদের হাত পাততে হয়। আমরা ক্ষমতায় এসে সে অবস্থার পরিবর্তন করেছি। স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে সম্মানের সঙ্গে এগিয়ে যাব বলে স্থির করি। আজকের বাংলাদেশে কারও করুণা ভিক্ষা করে না। আমরা বিশ্বে মর্যাদা নিয়ে চলি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় ব্যাংক ও সোনালী ব্যাংকের কর্মকর্তারা। ‘টাকা পে’ কার্ড এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম লেনদেন করবে রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংক, সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক পিএলসি।

জাতীয়

জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গ্রেটার লন্ডন জাসদের উদ্যোগে স্হানীয় একটি হলে।

বিলেতের আয়না :- মাহমুদুর রহমান শানুৱ জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গ্রেটার লন্ডন জাসদের উদ্যোগে স্হানীয় একটি হলে। গ্রেটার লন্ডন জাসদের সভাপতি সৈয়দ এনামুল হকের সভাপতিত্বে এবং যুক্ত রাজ্য জাসদের শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান শানুরের সঞ্চালনায়। প্রথমে শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রেটার লন্ডন জাসদের সাধারণ সম্পাদক সাবুল সামসুজ্জান।মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দলের নেতারা এক হয়ে জামায়াত-জঙ্গি-বিএন পি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে হবে। রাষ্ট্র ক্ষমতার রাখতে হবে এবং একটি জোটের মাধ্যমে নির্বাচন করতে হবে নেতৃবৃন্দরা বলেছেন। ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাসদের প্রতিষ্ঠাতাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং যারা পরলোক গমন করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছেন এবং যুক্তরাজ্য জাসদের সহ সভাপতি আব্দুল হাফিজ ও জাসদ নেতা ছমির উদ্দিন এর রুহের মাগফেরাত কামনা করা হয়। স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র ও সমাজকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের আকাঙ্খা ও চেতনায় পুনর্গঠন এবং গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে যে নেতারা শিক্ষার আন্দোলন, সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও বাঙালি জাতীয়তাবাদী চেতনায় জাতীয়মুক্তি ও স্বাধীনতা সংগ্রাম, সশস্ত্র মুক্তিযুদ্ধে আপোষহীন ভাবে ভূমিকা পালন করছেন। দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা। রাজাকার-বিএনপি সন্ত্রাসী চক্রের সাথে জাতীয় ঐক্যের নামে কোন সমঝোতা করা যাবে না। এদের কে নির্বাচনের বাহিরে রাখতে হবে। আগুনসন্ত্রাসীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেই সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে। তাদের আসল উদ্দেশ্য নিরপেক্ষ নির্বাচন না, তাদের আসল উদ্দেশ্য আগুনসন্ত্রাস-সহিংসতা-নাশকতা-অন্তর্ঘাতের পথে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে নির্বাচন বানচাল করা এবং অস্বাভাবিক-অসাংবিধানিক সরকার আনা। বিএনপি-জামাত ও তাদের রাজনৈতিক সঙ্গীদের এ দূরাশা বাংলাদেশের জনগণ কখনই সফল হতে দিবে না। নেতৃবৃন্দরা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোট-মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের নেতৃত্বে আগামী নির্বাচন করতে হবে। পিছনে তাকানোর চেষ্টা করা হলে বিএনপি জঙ্গি-জামাত চক্র নির্বাচন বানচালের গভীর চক্রান্ত ও ষড়যন্ত্রে মেতে উঠেছে। বিএনপি জঙ্গি-জামাত- চক্র ৭১-৭৫-২১ আগস্ট ও তাহের হত্যার খুনীদের আবার রাজনীতির ময়দানে ফেরৎ আনার মহা চক্রান্তে লিপ্ত রয়েছে। বিএনপি-জামাত গণতন্ত্রের ফেরেস্তা না, রাজনীতির শয়তান-সন্ত্রাসী দানব। খুনী-দন্ডিত-আগুন সন্ত্রাসীদের কোন ছাড় নেই। নেতৃবৃন্দরা আরও বলেন, জঙ্গিবাদী-দুর্নীতি-লুটপাটকারীদের দমন ও সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামের ভেতরেই বৈষম্য অবসান করে সমাজতন্ত্রের পথের সংগ্রামও এগিয়ে নিতে হবে। জাসদের আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও যুক্ত রাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা জনাব দেওয়ান গৌস সুলতান। যুক্তরাজ্য জাসদের সহ সভাপতি মুজিবুল হক মনি। জাসদ নেতা ও বিসিএ সাবেক সভাপতি আব্দুল মুনিম ওবিই। জাসদের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। সাবেক ছাত্র নেতা ও জাসদ নেতা মতিউর রহমান মতিন। যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আহমেদ। যুব জোট সাধারণ সম্পাদক কাজী দেলোয়ার হোসেন। গ্রেটার লন্ডন জাসদের সহ সভাপতি ইকবাল হোসেন। জাসদ নেতা আব্দুল হান্নান। এমসি কলেজের সাবেক ভিপি ও কাউন্সিলার ইকবাল হোসেন। । বীর মুক্তিযোদ্ধা আমান উদ্দিন। লেবার পার্টি ফ্রেন্ডস অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি ও কাউন্সিলর সৈয়দ আবুল বশর মাসুম। সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী। যুক্ত রাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। সাংবাদিক বাতিরুল হক সরদার। কমিউনিটি একটিভিস্ট মোস্তফা মিয়া। সানি মিয়া। কমিউনিটি একটিভিস্ট লাবিব আহমদ। কমিউনিটি একটিভিস্ট নুরুল আমিন। কমিউনিটি একটিভিস্ট মুহিবুর রহমান।প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি জাহাঙ্গীর খান । অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি সংহতি প্রকাশ করেছেন আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। সাবেক মেয়র পারভেজ আহমেদ। জাসদ নেতা ইকবাল আহমেদ। নারী জোট নেত্রী রেহেনা বেগম।নারী জোট নেত্রী জোছনা পারভীন। অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দল সোনার বাংলাদেশ গড়ার লড়াইয়ে জাসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে । জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাসদের নেতৃবৃন্দ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ১৪ দল জোটভুক্ত নেতৃবৃন্দসহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন গত কয়দিন ধরে রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি ও জামাত দেশে তান্ডব চালাচ্ছে। ২৮ অক্টোবর দেশে এই প্রথমবারের মতো প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে। বিএনপির কর্মীরা পুলিশ ফাড়িতে অগ্নি সংযোগ করেছে, হাসপাতালে হামলা করেছে, পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করেছে, নির্মমভাবে পিটিয়ে আহত করেছে অসংখ্য সাংবাদিক, হরতাল ও অবরোধের নামে বাস পুড়িয়ে মানুষ হত্যা করে চলছে। চলন্ত বাসে আগুন দিচ্ছে। ঘুমন্ত অবস্থায় বাসের হেলপারকে আগুন দিয়ে হত্যা করেছেন। তারা দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। ১৪ দল তা হতে দেবে না। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশি বিদেশি সকল ষড়যন্ত্র প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও শান্তির স্বপক্ষে গনতান্ত্রিক অভিযাত্রা অব্যহত রাখি।” বিএনপি-জামাতের ২৮ তারিখের তান্ডব বিদেশী রাষ্ট্রদূতদের দেখানো হলে তারা কোন কথা বলেনি। এই কথা না বলার মধ্যেই অনেক কথা রয়েছে। তারা এ দেশে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সহজে করতে দিবে না। বাংলাদেশ একটি যুদ্ধের মধ্যে আছে। এ যুদ্ধ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক-মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রতীক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি দৃঢ়তায় সব কিছু মোকাবিলা করে যাচ্ছেন। সাংবিধানিক ভাবে সময় মতো জাতীয় নির্বাচন হবে। কোন অপশক্তির কাছে মাথানত করবে না । ১৮ কোটি মানুষকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হবেন। বাংলাদেশের চিরশত্রুদের রাজনীতি থেকে চিরতরে বিদায় দিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধ নয়,শান্তি, প্রগতি ও মানবতার কল্যাণের জন্য বিশ্ব ব্যাপী জোট নিরপেক্ষ স্টাইলে আন্দোলন গড়ে তুলতে হবে। যে ভাবে ইসরায়েলী বাহিনী শান্তি প্রিয় ফিলিস্তিন জনগণের উপর যে অত্যাচার নিপীড়ন নির্যাতন করে যাচ্ছে নেতৃবৃন্দরা তীব্র নিন্দা জানিয়েছেন। অনতিবিলম্ব যুদ্ধ বন্ধ করার ও উদাত্ত আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের মানুষের পাশে রয়েছেন এবং সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন যুক্তরাজ্য জাসদ নেতৃবৃন্দরা। সবার সভাপতি সবাই কে বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবং জাতীয় ঐক্য গড়ে তোলা এখন সময়ের দাবী বলে তিনি মনে করেন।শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হওয়ার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। পরিশেষে নৈশভোজের ও আয়োজন ছিল।

Scroll to Top