সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার সাড়ে ৫৮ কোটি টাকার বাজেট ঘোষণা।
বিলেতের আয়না ডেক্স :- সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার সাড়ে ৫৮ কোটি টাকার বাজেট ঘোষণা। গোলাপগঞ্জ পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৫৮ কোটি ১৭ লাখ ৯০ হাজার ৮১ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় গোলাপগঞ্জ পৌর মিলনায়তনে সাংবাদিক, বিভিন্ন পেশার প্রতিনিধি, পৌর কাউন্সিলর ও নাগরিকদের উপস্থিতিতে উন্মুক্ত বাজেট পেশ করেন পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল। বাজেটে আগামী ২০২৩-২৪ অর্থবছরে সম্ভাব্য রাজস্ব আয় ধরা হয়েছে ৫ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকা এবং রাজস্ব ব্যয় ৫ কোটি ৬০ লাখ ৫৫ হাজার টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি টাকা। বাজেটে সার্বিক উদ্বৃত্ত ধরা হয়েছে ৫৭ লাখ ৩৫ হাজার ৮১ টাকা। বাজেটে প্রকল্প ও সরকার থেকে এডিপি মঞ্জুরি ৫২ কোটি টাকা। প্রারম্ভিক স্থিতি ৪৭ লাখ ৭০ হাজার ৮১ হাজার টাকা। পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেন, ঘোষিত বাজেট জনবান্ধব এবং পৌরবাসীর জন্য কল্যাণকর। এটি আমার ৫ম বাজেট। আমি মেয়র হওয়ার পর থেকেই পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরিত করতে এবং নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। পৌরসভাকে দৃষ্টিনন্দন, জলাবদ্ধতা নিরসন করে আধুনিক পৌরসভা গড়তে কাজ করে যাচ্ছি। আপনারা দেখছেন এবং জানেন আমি আমার কাউন্সিলরদের সঙ্গে নিয়ে পৌরবাসীর সকল প্রকার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ইতিমধ্যে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হয়েছে। বাজেট অনুষ্ঠানে গোলাপগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলালের সভাপতিত্বে ও শেখ মো. জিয়ার পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন- পৌরসভার সহকারী প্রকৌশলী নাজমুল হক। বক্তব্য রাখেন- পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, রুহিন আহমদ খান, জামেল আহমদ চৌধুরী, নজরুল ইসলাম, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক এম. আব্দুল জলিল, এনায়েত করিম খোকন, আয়লাফ আহমদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকুঞ্জ ব্যানার্জি, কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, জবান আলী, ফারুক আলী, জাহেদ আহমদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস, শেফা বেগম, মেহেরুন বেগম সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।