জুন ২৬, ২০২৩

জাতীয়

রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক তাহের হত্যার দুই আসামির প্রাণভিক্ষা নাকচ।

বিলেতের আয়না ডেক্স :- রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক তাহের হত্যার দুই আসামির প্রাণভিক্ষা নাকচ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির এই প্রাণভিক্ষার আবেদন নাকচের পর এই দুই আসামির ফাঁসি কার্যকরে আর কোনো আইনি বাধা রইলো না। জানা গেছে, হজে যাওয়ার আগে এই প্রাণ ভিক্ষার আবেদন নাকচ করে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বর্তমানে যা আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়েছে রাজশাহী জেলা কারাগারে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও নিহত ড. তাহেরের বাসার কেয়ারটেকার জাহাঙ্গীর আলম। এর আগে গত ২ মার্চ এই দুই জনের ফাঁসি এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করেন সর্বোচ্চ আদালত। প্রসঙ্গত, ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারের ম্যানহোল থেকে উদ্ধার করা হয় অধ্যাপক তাহেরের মরদেহ। এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি তার ছেলে সানজিদ আলভি আহমেদ রাজশাহী নগরীর মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন।

জাতীয়

আগামী ১ জুলাই থেকে মূল বেতনের ১০ শতাংশ টাকা বাড়তি পাবেন সরকারি কর্মচারীরা।

বিলেতের আয়না ডেক্স :- আগামী ১ জুলাই থেকে মূল বেতনের ১০ শতাংশ টাকা বাড়তি পাবেন সরকারি কর্মচারীরা। রোববার (২৫ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য দেওয়ার সময় সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ নতুন করে প্রণোদনা দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, সাধারণভাবেই ৫ শতাংশ বার্ষিক বৃদ্ধি (ইনক্রিমেন্ট) তাদের আছে। এখন যোগ হবে আরও ৫ শতাংশ। ফলে মূল বেতনের সঙ্গে তাদের বেতন বাড়ছে ১০ শতাংশ। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘সরকারি কর্মচারী যারা আছেন, তাদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনের ৫ শতাংশ আপদকালীন সময়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। আশাকরি অর্থমন্ত্রী বিষয়টি গ্রহণ করবেন। আমরা ৫ শতাংশ মূল বেতন বিশেষ প্রণোদনা হিসেবে তাদের দেবো।’ মন্ত্রণালয় জানা গেছে, বাড়তি ৫ শতাংশের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়তি ব্যয় হবে তিন থেকে চার হাজার কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে প্রাথমিক প্রস্তুতি নিয়ে রেখেছে। এখন একটি সারসংক্ষেপ উপস্থাপন করা হবে অর্থমন্ত্রীর কাছে। এরপর তা অনুমোদনের জন্য যাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

জাতীয়

লালবাগে ৫ কোটি টাকার জালনোট, গ্রেফতার ৯ জন।

বিলেতের আয়না ডেক্স :- লালবাগে ৫ কোটি টাকার জালনোট, গ্রেফতার ৯ জন। রাজধানীর লালবাগে জাল টাকা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। সেখান থেকে ৮২ লাখ টাকার জালনোট, জাল টাকা তৈরির সরঞ্জাম ও চক্রের মূলহোতাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। সোমবার (২৬ জুন) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ এ অভিযান সম্পর্কে বলেন, জাল টাকা তৈরি ও বিক্রির সঙ্গে যুক্ত এই চক্র গত দুই মাসে ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় পাঁচ কোটি টাকার বেশি জালনোট বাজারে ছড়িয়েছে। ঈদের আগে তারা আরো তিন কোটি টাকার জালনোট ছড়ানোর প্রস্তুতি নিচ্ছিল। গ্রেপ্তাররা হলেন বাবুল শেখ, লিমা আক্তার রিনা, ইব্রাহিম শেখ, মো. আফাজুল ওরফে রাসেল, মো. হাবিবুল্লাহ, মো. দুলাল হোসেন ওরফে ইকবাল, সাইফুল ইসলাম ওরফে রনি, মিলি ও আল্পনা আক্তার রিপি। হারুন সোমবার বলেন, লালবাগের কাশ্মীরি লেন এলাকা থেকে ডিবির একটি দল প্রথমে ইব্রাহিম, রাসেল, হাবিবুল্লাহ ও দুলালকে ২৫ লাখ টাকাসহ গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবির টিম পাশের একটি ভবনের দ্বিতীয় ও পঞ্চম তলায় বাসা-কাম-কারখানাতে অভিযান চালিয়ে ৮২ লাখ টাকার জালনোট জব্দ করা হয়েছে। এ অভিযান চলে রবিবার গভীর রাতে।

জাতীয়

আগামী জুলাই মাসে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।

বিলেতের আয়না ডেক্স :- আগামী জুলাই মাসে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে সবার ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের জন্য মার্কিন ভিসানীতি ঘোষণা করার পর রাজনৈতিক মহলে চলছে শোরগোল। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকারসংক্রান্ত আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসছে। মার্কিন প্রতিনিধিদলের আগমনের পর রাজনৈতিক পরিস্থিতি কোনদিকে মোড় নেয়, সেটাই এখন সবার দেখার বিষয়। যুক্তরাষ্ট্রের এই আন্ডার সেক্রেটারি গণতন্ত্রকে শক্তিশালী করা এবং সার্বজনীন মানবাধিকারের অগ্রগতি, উদ্বাস্তু ও মানবিক সহায়তা প্রদানে কূটনৈতিক প্রচেষ্টার ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে থাকেন। যুক্তরাষ্ট্র ২৪ মে ভিসানীতি ঘোষণা করেছে। জুলাইয়ে প্রতিনিধিদলটি বাংলাদেশ সফরে আসবে বলে জানা গেছে। মার্কিন প্রতিনিধিদলটি ঢাকা সফরের সময় আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারে। ওয়াশিংটন থেকে এই সফরের কর্মসূচি এখনো ঘোষণা করা হয়নি। ফলে সফরের দিনক্ষণ জানা যায়নি। নিরাপত্তাজনিত কারণে বিস্তারিত কর্মসূচি এখনো ঘোষণা হয়নি। জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যুগান্তরকে বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে অব্যাহতভাবে যুক্ত আছি। এটা ভালো দিক যে, তারা আমাদের বক্তব্যগুলো ইতিবাচকভাবে শুনছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বহুবিধ সম্পৃক্ততা রয়েছে। এসব বিষয় আলোচনা করার জন্য তারা এবার বাংলাদেশ সফরে আসছেন।’ মার্কিন আন্ডার সেক্রেটারির আগমন সম্পর্কে মন্তব্য চাইলে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু যুগান্তরকে বলেন, ‘আসুক, বুঝি, আগেই কীভাবে মন্তব্য করব।’ জানতে চাইলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির সোমবার যুগান্তরকে বলেন, বাংলাদেশের মানবাধিকার, গণতান্ত্রিক প্রক্রিয়া, গণমাধ্যমের অবস্থা প্রভৃতি বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল কথা বলতে পারে। কয়েক মাস ধরে এসব বিষয় নিয়ে আলাপ-আলোচনা হচ্ছে। মার্কিন প্রতিনিধিদল সম্ভবত সরকারের ভেতরের এবং বাইরের লোকজনের সঙ্গে কথা বলে বিষয়টি বোঝার চেষ্টা করবে বলে ধারণা করি। বিএনপির বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ যুগান্তরকে বলেন, ‘মার্কিন প্রতিনিধিদলের আসন্ন সফর সম্পর্কে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদের জানানো হয়নি। আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হলে দলের সিদ্ধান্ত নেওয়া হবে।’

জাতীয়

নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালের দুঃখ প্রকাশ।

বিলেতের আয়না ডেক্স :- নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালের দুঃখ প্রকাশ। বরিশাল সিটি নির্বাচনে ইসলাম আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের উদ্দেশ্যে ‘উনি কি ইন্তেকাল করেছেন?’- এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সোমবার (২৬ জুন) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিইসির দুঃখ প্রকাশের বিষয়টি জানানো হয়েছে। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ৫০০ কোটি টাকার মানহানির দাবি ও সিইসিকে দুঃখ প্রকাশ করতে আইনি নোটিশ পাঠানো হয়। তার পরই সিইসি দুঃখ প্রকাশ করলেন। যদিও সিইসি কাজী হাবিবুল আউয়ালের দাবি , গণমাধ্যমে তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

জাতীয়

জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে বাজেট পাস।

বিলেতের আয়না ডেক্স :- জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে বাজেট পাস। জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পাস হয়েছে। সোমবার (২৬ জুন) দুপুরে জাতীয় সংসদে উত্থাপিত প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে পাস হয়। এর আগে ১ জুন নতুন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। এবারের বাজেটে সার্বিক ঘাটতির পরিমাণ ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকায় দাঁড়াবে, যা জিডিপির ৫ দশমিক ২ শতাংশ। এ ঘাটতি মেটাতে ব্যাংকসহ অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৫০ হাজার ৭৮৫ কোটি টাকা এবং বিদেশি উৎস থেকে ১ লাখ ১১ হাজার কোটি টাকা ঋণ নেয়ার পরিকল্পনা সরকারের। বাজেটে সরকার ৫ লাখ কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৭০ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। এদিকে নতুন অর্থবছরে মোট জিডিপির পরিমাণ ৫ লাখ ৬ হাজার ৭৮২ কোটি টাকা ধরা হয়েছে। উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে এবং সুসংহত অভ্যন্তরীণ চাহিদার কল্যাণের ধারাবাহিকতা ধরে রাখতে সরকারের নতুন অর্থবছরে ৭ দশমিক ৫ শতাংশ ‍জিডিপি প্রবৃদ্ধির হার লক্ষ্য রয়েছে। পাশাপাশি মূল্যস্ফীতির হার ৬ শতাংশের কাছাকাছি নামিয়ে আনার লক্ষ্য সরকারের।

Scroll to Top