আন্তর্জাতিক

আধুনিক নস্ত্রাদামুস এবার টাইটানিক পর্যটকদের নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন।করলেন

বিলেতের আয়না ডেক্স :- আধুনিক নস্ত্রাদামুস এবার টাইটানিক পর্যটকদের নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন। আথোস সালোম নামে ব্রাজিলিয়ান এই রহস্য পুরুষকে বলা হয় আধুনিক নস্ত্রাদামুস। কারণ করোনা মহামারি এবং ব্রিটিশ রানি এলিজাবেথের মৃত্যুসহ বেশ কয়েকটি ঘটনায় তিনি নির্ভুল ভবিষ্যদ্বাণী করেছিলেন। আথোস এবার ভবিষ্যদ্বাণী করলেন টাইটানিক দেখতে যাওয়া পর্যটকদের নিয়ে। তাঁর দাবি—পর্যটকদের নিয়ে যাওয়া ওশানগেটের ডুবোযানটিকে শিগগিরই খুঁজে পাওয়া যাবে। তবে পর্যটকদের বাঁচানোর জন্য এই খুঁজে পাওয়া কিছুটা দেরি হয়ে যেতে পারে। এ বিষয়ে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, ইলোন মাস্কের টুইটার কেনা নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন ৩৬ বছর বয়সী আথোস। তার মতে, টাইটানে থাকা পর্যটকদের জীবন্ত উদ্ধার করা হলে—তা হবে সত্যিকারের এক ‘মিরাকল’। আথোস দাবি করেন, ডুবোযানটির মজুত অক্সিজেনে ইতিমধ্যেই টান পড়েছে। এই মুহূর্তে সমুদ্র সত্যিকারের এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে ওই পাঁচ পর্যটকের কাছে। সম্প্রতি টাইটান ডুবোযানে চড়ে আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে রওনা হয়েছিলেন পর্যটকেরা। তবে রওনা করার ৪৫ মিনিটের মধ্যেই মূল জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পর্যটকদের বহন করা ওই ডুবোযানটির। এ অবস্থায় পর্যটকদের খুঁজে বের করতে ব্যাপক উদ্ধার অভিযান চলছে। বিশেষজ্ঞরা বলছেন, ডুবোযানটিতে যে পরিমাণ অক্সিজেন মজুত ছিল তা নিয়ে বড়জোর ১০০ ঘণ্টা চলতে পারবেন পর্যটকেরা। এই সময় পার হয়ে গেলে নিশ্চিতভাবেই মৃত্যুর মুখোমুখি হবেন তাঁরা। উদ্ধার অভিযান নিয়ে সরাসরি সম্প্রচার করা পশ্চিমা গণমাধ্যমগুলোর তথ্যমতে, ডুবোযানটি নিখোঁজ হওয়ার চতুর্থ দিনে বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেল ৫টার পর্যন্ত আর মাত্র ৮ থেকে ১০ ঘণ্টা সময় রয়েছে উদ্ধারকর্মীদের হাতে। ডুবোযানটিতে ব্রিটিশ অভিযাত্রী হামিশ হার্ডিং, ফরাসি অভিযাত্রী পল হেনরি নারগেলেটসহ পাকিস্তানি বিলিয়নিয়ার ব্যবসায়ী শাহজাদা দাউদ এবং তাঁর ১৯ বছর বয়সী ছেলে সুলেমান পর্যটক হিসেবে অবস্থান করছিলেন। আর ডুবোযানটিতে পাইলট হিসেবে ছিলেন ওশানগেট কোম্পানির প্রধান নির্বাহী স্টকশন রাশ।