জুন ২০, ২০২৩

জাতীয়

বাংলাদেশ বাহিরের হস্তক্ষেপের কাছে কখনো মাথানত করবে না– প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিলেতের আয়না ডেক্স :- বাংলাদেশ বাহিরের হস্তক্ষেপের কাছে কখনো মাথানত করবে না– প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা একটি স্বাধীন জাতি। যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা পেয়েছি। স্বাধীন ও সার্বভৌম দেশ হিসাবে বাংলাদেশ কখনোই বাইরের হস্তক্ষেপের কাছে মাথানত করবে না।’ স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রোববার নিজ অফিসে বিশেষ দরবার (সমাবেশ) অনুষ্ঠানে তিনি একথা বলেন প্রধানমন্ত্রী বলেন, ‘সবার সঙ্গে বন্ধুত্ব এবং কারও সঙ্গে বৈরিতা নয়’-এই নীতি অনুসরণ করে আমরা বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলি। দেশের উন্নয়নে যা যা প্রয়োজন তা করছি। অনেক বাধা ও ষড়যন্ত্র আছে। এগুলো মোকাবিলা করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে।’ তিনি বলেন, ‘ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। কারণ একটি দেশ যখন দ্রুত অগ্রগতি করে, তখন অনেকেই তা সহ্য করতে পারে না। তারা বিভিন্ন ঝামেলা শুরু করে। কিন্তু এগুলো নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা নিয়ে বিশ্বমঞ্চে আমাদের মাথা উঁচু করে চলতে হবে।’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন, এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান। তিনি বাহিনীর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে মেজর জেনারেল মো. মজিবুর রহমান সংকলিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭৫টি বাণী সংবলিত ‘দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধুর উক্তি’ বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। ১৯৮৬ সালের ১৫ জুন রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী (পিএসএফ) গঠিত হয়। পরে ১৯৯১ সালে দেশে সংসদীয় সরকার ব্যবস্থা পুনরুদ্ধারের পর বাহিনীর নাম করা হয় বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)। এই বাহিনীর কাজ হলো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্য ভিআইপিদের সুরক্ষা দেওয়া। দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য অনুষ্ঠানে এসএসএফ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি এই বাহিনীর প্রতিটি সদস্যের সঠিক নেতৃত্ব ও দিকনির্দেশনা, পেশাদারিত্ব এবং আন্তরিকতায় এসএসএফ দিনে দিনে উন্নতি করতে থাকবে। শৃঙ্খলা, আনুগত্য ও পেশাদারিত্বের দিক থেকে একটি আদর্শ নিরাপত্তা বাহিনীতে পরিণত হবে।’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পার্বত্য শান্তিচুক্তি, ভারতের সঙ্গে ছিটমহল বিনিময়, সমুদ্র সীমানা নিয়ে বিরোধ মীমাংসা এবং পদ্মা সেতু নির্মাণের পাশাপাশি একই দিনে ১০০টি সেতু এবং ১০০ সড়ক উদ্বোধনসহ বিভিন্ন ক্ষেত্রে তার সরকারের সফল্য তুলে ধরেন। তিনি বলেন, ‘বিশ্বব্যাংক উত্থাপিত দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। কারণ এ ব্যাপারে আমাদের সরকারের কোনো দুর্বলতা ছিল না।’ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশ সক্ষমতা দেখিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এ কারণে বাংলাদেশ এখন বিশ্বের সবার কাছে সম্মান পাচ্ছে।’

আন্তর্জাতিক

গ্রীসের উপকূলে এক নৌকা ডুবে ৩০০ পাকিস্তানি যুবকের মৃত্যু।

বিলেতের আয়না ডেক্স :- গ্রীসের উপকূলে এক নৌকা ডুবে ৩০০ পাকিস্তানি যুবকের মৃত্যু। ইউরোপের যাবার পথে প্রায় গ্রিসের উপকূলে ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে শত শত অধিবাসীর মৃত্যু হয়। কতজন যে সাগরের পানিতে তলিয়ে যায় তার হিসাব কারো কাছে নেই। তবে মাঝে মধ্যে নৌকা ডুবির ঘটনায় লাশ উদ্ধার করা হয়। তারপর জানা যায়, কোন দেশের কতজন মারা গেছেন। এই প্রক্রিয়ায় প্রায় আফ্রিকা ও এশিয়ার নাগরিকদের লাশ পাওয়া যায়। এবার এক নৌকাতেই পাকিস্তানের প্রায় ৩০০ যুবকের মৃত্যুর ঘটনায় সে দেশে তোলপাড় চলছে। জানা যায়, সম্প্রতি গ্রিসের কাছে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তাদের মধ্যে প্রায় ৩০০ পাকিস্তানি ছিল বলে রোববার তাদের আত্মীয়স্বজন এবং পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, গ্রিসের উপকূলে ডুবে যাওয়া একটি মাছ ধরা ট্রলারে নারী ও শিশুসহ ৭৫০ জন ছিল। পূর্ব লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পাঁচ দিন পর গত বুধবার ভূমধ্যসাগরে গ্রিক উপকূলে এটি ডুবে যায়। দুর্ঘটনায় পাকিস্তানের শুধু ১২ জন নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় নিশ্চিত করেছে। তারা বলেছে, নিহতদের মধ্যে পাকিস্তানিদের সংখ্যা এবং পরিচয় যাচাই করে দেখা হচ্ছে। রোববার পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো নিহতদের কান্নারত আত্মীয়দের সাক্ষাৎকার প্রচার করে এবং জাহাজডুবির ঘটনায় অন্তত ২৯৮ জন পাকিস্তানি নিহত হওয়ার খবর জানায়। তবে কর্মকর্তারা নিহতের সংখ্যা সম্পর্কে কোনও মন্তব্য করেননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয় জানিয়েছে, নিহতদের স্মরণে সোমবার দেশটি জাতীয় শোক দিবস পালন করবে। তবে হতাহতের সংখ্যা সম্পর্কে আর কোনও বিবরণ প্রকাশ করা হয়নি। শরিফ মানব পাচারের সাথে জড়িত এজেন্টদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছেন, ফেডারেল কর্তৃপক্ষ রোববার জাহাজডুবির সাথে জড়িত ১০ জন সন্দেহভাজনকে গ্রেফতার খবর দিয়েছে। ঘনঘন দুর্ঘটনা এবং মাঝে মাঝে সীমান্তরক্ষীদের মারাত্মক গুলি চালনা সত্ত্বেও, দারিদ্র্যপীড়িত পরিবারের হাজার হাজার তরুণ পাকিস্তানি মানব পাচারকারীদের বিপুল পরিমাণ অর্থ প্রদান করে একটি উন্নত জীবনের সন্ধানে অবৈধভাবে ইউরোপে প্রবেশ করার জন্য বিপজ্জ্বনক যাত্রা করে।

জাতীয়

সাংবাদিক নাদিম হত্যার আসামী চেয়ারম্যান বাবু সাময়িক বরখাস্ত।

বিলেতের আয়না ডেক্স :- সাংবাদিক নাদিম হত্যার আসামী চেয়ারম্যান বাবু সাময়িক বরখাস্ত। বাংলানিউজের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় গ্রেফতার বকশীগঞ্জ উপজেলার ৪ নম্বর সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়, গত বুধবার জামালপুর জেলার সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় বকশীগঞ্জ উপজেলার ৪ নম্বর সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে স্থানীয় সরকার বিভাগ আজ সাময়িক বরখাস্ত করেছে। একইসঙ্গে বর্বর হত্যাকাণ্ডের ঘটনায় তাকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না- মর্মে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠি প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক নথিতে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম সোমবার সই করেছেন। গত শনিবার পঞ্চগড় জেলা থেকে সাংবাদিক নাদিম হত্যায় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতার পরবর্তী র‍্যাবের সংবাদ সম্মেলনে অভিযুক্ত বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সাংবাদিক হত্যায় জড়িত মর্মে জানা যায়

আন্তর্জাতিক

বাংলাদেশে চাঁদ দেখা গেছে ঈদুল আজহা ২৯ জুন।

বিলেতের আয়না ডেক্স :- বাংলাদেশে চাঁদ দেখা গেছে ঈদুল আজহা ২৯ জুন। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৯ জুন। আজ সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার (২০ জুন) জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখ ২৯ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। সোমবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের পাবনার উপ-পরিচালক চাঁদ দেখার সংবাদ জানান।

জাতীয়

উচ্চ আদালতের আদেশে বাংলাদেশ জাসদকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।

বিলেতের আয়না ডেক্স :- উচ্চ আদালতের আদেশে বাংলাদেশ জাসদকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে দেওয়া হয়েছে দলীয় প্রতীক। মোটরগাড়ি (কার) প্রতীক পেয়েছে নতুন নিবন্ধন পাওয়া দলটি। বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া জানান, আজ সোমবার (১৯ জুন) সকালে তারা ইসির কাছ থেকে এ–সংক্রান্ত চিঠি পেয়েছেন। ঘটনার প্রেক্ষাপট ২০১৬ সালে নেতৃত্বের দ্বন্দ্বে জাসদ ভেঙে দুই ভাগ হয়। কাউন্সিল অধিবেশনে হাসানুল হক ইনু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পুনর্নির্বাচিত হন। কিন্তু সাধারণ সম্পাদক নির্বাচনকে ঘিরে দলে দেখা দেয় বিভক্তি। কাউন্সিল অধিবেশনে ওই নির্বাচনের সময় জাসদের শীর্ষ পর্যায়ের কয়েক নেতা ও বেশ কিছু কর্মী নতুন কমিটি ঘোষণা করেন। শরীফ নূরুল আম্বিয়াকে সভাপতি, নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক ও মঈন উদ্দীন খান বাদলকে কার্যকরী সভাপতি ঘোষণা করা হয়। এর পর থেকেই তাদের পরিচিতি জাসদ (ইনু) ও জাসদ (আম্বিয়া) নামে। জাসদ (আম্বিয়া) বাংলাদেশ জাসদ নামে পরিচিত

জাতীয়

৩২ বছর পর জল্লাদ শাহজাহান ভূইয়া মুক্তি পাচ্ছেন।

বিলেতের আয়না ডেক্স :- ৩২ বছর পর জল্লাদ শাহজাহান ভূইয়া মুক্তি পাচ্ছেন। দেশের ইতিহাসে দীর্ঘ সময় কারাগারে বন্দী থাকা জল্লাদ শাহজাহান ভূঁইয়া অবশেষে মুক্তি পাচ্ছেন। দেশের বিভিন্ন কারাগারে ২৬ জনকে ফাঁসির দড়িতে ঝুলানো এই জল্লাদ শাহজাহান ৪২ বছর সাজা ভোগের পর মুক্তি পাচ্ছেন। রবিবার (১৮ জুন) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তার মুক্তি পাওয়ার কথা রয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সুভাষ কুমার বলেন, শাহজাহান ভুঁইয়ার মোট সাজা হয়েছিল ৪২ বছর। তার মধ্যে তিনি ১০ বছর ৫ মাস ২৮ দিন রেয়াত পেয়েছেন। প্রায় ৩২ বছরের সাজা শেষে তিনি মুক্তি পাচ্ছেন। কারা সূত্র জানায়, শাহজাহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় ঘাতক, ছয়জন যুদ্ধাপরাধী, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলাভাই, আতাউর রহমান সানী, শারমীন রীমা হত্যার আসামি খুকু মনির, ডেইজি হত্যা মামলার আসামি হাসানসহ বাংলাদেশের আলোচিত ২৬ জনের ফাঁসি দিয়েছেন। ১৯৯১ সালে মানিকগঞ্জের একটি মামলায় তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা কারাগারে রাখা হয়। এরপর দেশের বিভিন্ন জেলে রাখা হয় তাকে।

Scroll to Top