জুন ১৩, ২০২৩

জাতীয়

রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট-এর উদ্যোগে সচেতনতামুলক কার্যক্রম অনুষ্ঠিত

বিলেতের আয়না :- শ‌হিদুল ইসলাম, প্রতি‌নি‌ধি রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট-এর উদ্যোগে সচেতনতামুলক কার্যক্রম অনুষ্ঠিত (১২ই জুন) রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট ও ভাসটেক লিমিটেডের যৌথ উদ্যোগে ভাসটেক লিমিটেডের অফিসে হেপাচাইটিস বি বিষয়ক সচেতনতামুলক কার্যক্রম ও হেপাটাইটিস বি স্ক্রিনিং এবং ভ্যাকসিনেশন এবং পরবর্তীতে রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট-এর উদ্যোগে ইস্কাটনে প্রভাতী উচ্চ বিদ্যানিকেতনে হেপাটাইটিস বি সচেতনতামুলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। ভ্যাসটেক লিমিটেডের কার্যালয়ে আলোচনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রতিষ্ঠাতা ডিভিশন প্রধান এবং রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট-এর প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। অধ্যাপক ডা. স্বপ্নীল তার বক্তব্যে হেপাটাইটিস বি প্রতিরোধ এবং চিকিৎসার নানা দিক সম্বন্ধে আলোকপাত করেন। পাশাপাশি তিনি বাংলাদেশে লিভার চিকিৎসায় সাম্প্রতিক গবেষনা এবং অগ্রগতির বিষয়েও অবহিত করেন। অধ্যাপক ডা. স্বপ্নীল জানান যে তার যৌথভাবে উদ্ভাবিত হেপাটাইটিস বি’র নতুন ওষুধ ন্যাসভ্যাক আগামী বছরের প্রথমার্ধে বাংলাদেশের বাজারে চলে আসবে। প্রভাতী উচ্চ বিদ্যানিকেতনে মূল বক্তা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের সহযোগি অধ্যাপক ডা. আব্দুর রহিম। দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮৩-এর ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি রোটারিয়ান মোহাম্মদ সাহিদুল বারী। তিনি তার বক্তব্যে অধ্যাপক ডা. স্বপ্নীলকে ধন্যবাদ জ্ঞাপন করে উল্লেখ করেন যে হেপাটাইটিস বি যে সারা বিশ্বে এতো ব্যাপক আকার ধারণ করেছে সেটা তিনি অধ্যাপক ডা. স্বপ্নীলের মাধ্যমেই জানতে পেরেছেন। সচেতনতা, স্ক্রিনিং এবং ভ্যাক্সিনেশনের মাধ্যমে পোলিওর মতো হেপাটাইটিস বি-ও নির্মূল করা সম্ভব। এই বছরের জুলাই মাস থেকেই রোটারী বাংলাদেশের সর্বত্র হেপাটাইটিস বি নির্মূল কার্যক্রম পরিচালনার উদ্যোগ হাতে নিয়েছে। তিনি যুগোপযোগী এই উদ্যোগের জন্য রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সটকে অভিনন্দন জানান। অনুষ্ঠান দুটিতে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট-এর প্রেসিডেন্ট রোটারিয়ান পর্না সাহা। অনুষ্ঠান দুটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাসটেক লিমিটেডের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, এমডি রোটারিয়ান দীব্যেন্দু ভট্টাচার্য, রোটারিয়ান ডা. সুনান বিন ইসলাম, রোটারিয়ান ফয়েজুল বারী প্রমুখ। আলোচনা সভার পর পরবর্তীতে বাউল সঙ্গীত পরিবেশনা, হেপাটাইটিস বি স্ক্রিনিং ও ভ্যাক্সিনেশন প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠান দুটির সমাপ্তি ঘোষনা করা হয়।

জাতীয়

বরিশালের নতুন মেয়র আবুল খায়ের সেরনিয়াবাত।

বিলাতের আয়না ডেক্স :– বরিশালের নতুন মেয়র আবুল খায়ের সেরনিয়াবাত। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। তিনি পেয়েছেন ৮৭ হাজার ৭৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পেয়েছেন ৩৪ হাজার ৩৪৫ ভোট। সোমবার (১২ জুন) মোট ১২৬ কেন্দ্রের বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বরিশাল সিটির নতুন মেয়র হলেন আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। বরিশালে মেয়র পদে অন্যান্য প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপস, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মিজানুর রহমান বাচ্চু, টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন, হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামান ও হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন হাওলাদার। বরিশালে ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন এবং নারী ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন। নির্বাচনে মোট ভোট কক্ষ ৮৯৪টি। প্রতিটি ভোট কক্ষে একটি করে এবং প্রতিটি কেন্দ্রের প্রবেশ পথে দুইটি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সবমিলিয়ে মোট এক হাজার ১৪৬টি ক্যামেরা ছিল।

জাতীয়

তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক।

বিলেতের আয়না ডেক্স :- তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মোট ২৮৯টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। ভোট গণনায় দেখা যায়, আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ১,৫৪,৮২৫ ভোট। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী আব্দুল আউয়াল পেয়েছেন ৬০,০৬৪ ভোট। এর আগে সোমবার (১২ জুন) সকাল ৮টায় নগরীর ৩১টি ওয়ার্ডের ভোটগ্রহণ শুরু হয়। ভোট শেষ হয় বিকেল ৪টায়। নির্বাচন কমিশনের তথ্যমতে, খুলনা সিটিতে ভোটার রয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন। খুলনায় সিটি নির্বাচনে এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট পাঁচজন। তারা হলেন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল)। এ ছাড়া ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়ছেন ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ জন।

Scroll to Top