সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় আগুন।
বিলেতের আয়না ডেক্স :– সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় আগুন। সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর নগরীর কুমারপাড়ার বাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। নগরীর কুমারপাড়ার বি-ব্লকের ১ নম্বর বাসার একটি কক্ষে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে মেয়র বাসা থেকে ধোঁয়া বেরুতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। প্রায় এক ঘন্টার চেষ্টায় দুটি ইউনিট রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের টিম লিডার রতন সরকার। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসি বিস্ফোরণ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। বর্তমানে যুক্তরাজ্য সফরে থাকা মেয়রের মা ও শাশুড়ী বাসায় ছিলেন। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন হয়নি জানিয়ে সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ বলেন, রাত পৌনে ৮টার দিকে বাসার কেয়ারটেকার মিজানুর রহমান ও মেয়রের ঘনিষ্টজন জুরেজ আব্দুল্লাহ গুলজার বাসার পশ্চিম দিকের একটি কক্ষ থেকে ধোঁয়া বেরুতে দেখেন। তাৎক্ষনিকভাবে তারা মেয়রের ব্যক্তিগত সহকারী সুহেল ও ইমন এবং পিএ তানভীরকে বিষয়টি জানান। প্রাথমিকভাবে সংশ্লিষ্টরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এই ঘরে বিয়ের আগে মেয়রের বড় মেয়ে থাকতেন উল্লেখ করে তিনি বলেন, অগ্নিকান্ডের সময় মেয়রের মা আমেনা বেগম চৌধুরী ও শাশুড়ী বাসায় ছিলেন। ধোঁয়ায় তারা সামান্য আহত হলেও তাৎক্ষনিকভাবে ভেতর থেকে তাদের বের করে আনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, অগ্নিকান্ডে মেয়রের টিনশেড বাসার পশ্চিম দিকের কক্ষে বিছানা, জানালার পর্দাসহ কিছু জিনিসপত্র ক্ষতিগ্রস্থ হয়। তবে বাসার অন্য কক্ষগুলোতে আগুন ছড়িয়ে না পড়ায় বড় ধরণের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, সিলেটের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, অগ্নিকান্ডের বিষয়টি খতিয়ে দেখা হবে। তখন ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপন হবে। উল্লেখ্য, ২ এপ্রিল ‘ব্যক্তিগত’ সফরে যুক্তরাজ্যে যান সিসিকের টানা দুইবারের মেয়র ও বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। আগামী ২১ জুন সিসিক নির্বাচনকে সামনে রেখে তিনি যুক্তরাজ্যে গেছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। সোমবার রাতে লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন।