এপ্রিল ১১, ২০২৩

জাতীয়

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় আগুন।

বিলেতের আয়না ডেক্স :– সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় আগুন। সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর নগরীর কুমারপাড়ার বাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। নগরীর কুমারপাড়ার বি-ব্লকের ১ নম্বর বাসার একটি কক্ষে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে মেয়র বাসা থেকে ধোঁয়া বেরুতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। প্রায় এক ঘন্টার চেষ্টায় দুটি ইউনিট রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের টিম লিডার রতন সরকার। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসি বিস্ফোরণ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। বর্তমানে যুক্তরাজ্য সফরে থাকা মেয়রের মা ও শাশুড়ী বাসায় ছিলেন। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন হয়নি জানিয়ে সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ বলেন, রাত পৌনে ৮টার দিকে বাসার কেয়ারটেকার মিজানুর রহমান ও মেয়রের ঘনিষ্টজন জুরেজ আব্দুল্লাহ গুলজার বাসার পশ্চিম দিকের একটি কক্ষ থেকে ধোঁয়া বেরুতে দেখেন। তাৎক্ষনিকভাবে তারা মেয়রের ব্যক্তিগত সহকারী সুহেল ও ইমন এবং পিএ তানভীরকে বিষয়টি জানান। প্রাথমিকভাবে সংশ্লিষ্টরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এই ঘরে বিয়ের আগে মেয়রের বড় মেয়ে থাকতেন উল্লেখ করে তিনি বলেন, অগ্নিকান্ডের সময় মেয়রের মা আমেনা বেগম চৌধুরী ও শাশুড়ী বাসায় ছিলেন। ধোঁয়ায় তারা সামান্য আহত হলেও তাৎক্ষনিকভাবে ভেতর থেকে তাদের বের করে আনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, অগ্নিকান্ডে মেয়রের টিনশেড বাসার পশ্চিম দিকের কক্ষে বিছানা, জানালার পর্দাসহ কিছু জিনিসপত্র ক্ষতিগ্রস্থ হয়। তবে বাসার অন্য কক্ষগুলোতে আগুন ছড়িয়ে না পড়ায় বড় ধরণের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, সিলেটের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, অগ্নিকান্ডের বিষয়টি খতিয়ে দেখা হবে। তখন ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপন হবে। উল্লেখ্য, ২ এপ্রিল ‘ব্যক্তিগত’ সফরে যুক্তরাজ্যে যান সিসিকের টানা দুইবারের মেয়র ও বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। আগামী ২১ জুন সিসিক নির্বাচনকে সামনে রেখে তিনি যুক্তরাজ্যে গেছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। সোমবার রাতে লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন।

জাতীয়

আগামী ২৪শে এপ্রিল রাষ্ট্রপতির শপথ।

বিলেতের আয়না ডেক্স :- আগামী ২৪শে এপ্রিল রাষ্ট্রপতির শপথ। আগামী ২৪ এপ্রিল নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ নেবেন। ওই দিন বেলা ১১টায় তাকে শপথ পড়াবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার (১১ এপ্রিল) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-এর সঙ্গে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মন্ত্রিপরিষদ সচিব স্পিকারকে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের দিনক্ষণ সম্পর্কে অবহিত করেন। এসময়, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ২৪ এপ্রিল সকাল ১১টায় নবনির্বাচিত গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি এ শপথবাক্য পাঠ করাবেন।

জাতীয়

ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই।

বিলেতের আয়না ডেক্স :– ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই। বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান কিডনি রোগ বিশেষজ্ঞ ও ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রধান চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মামুন মোস্তাফী বলেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি আমাদের সবার প্রিয় বড়ভাই (ডা. জাফরুল্লাহ চৌধুরী) আর আমাদের মাঝে নেই। আপনাদের সবার প্রতি আমার নিবেদন, আপনারা সবাই তার জন্য প্রাণভরে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বেহশত নসিব করেন।’ ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু গণমাধ্যমকে বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী মঙ্গলবার দিবাগত রাত ১১টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন। আমরা জানাজা-দাফনের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানাবো।’ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্র থেকে আমি খবর পেয়েছি উনি মারা গেছেন। যদিও অফিশিয়ালি এখনো ডিক্লেয়ার করা হয়নি। ওনার দুইটা কিডনিই ড্যামেজ হয়ে গিয়েছিল। এই অবস্থা থেকে ফিরে আসা ওনার জন্য কঠিন বিষয় ছিল।’ তিনি বলেন, ‘আমি আজ বিকালেও ওনাকে দেখে এসেছি। তখনই মনে হয়েছে খুবই খারাপ অবস্থা। ওনার মৃত্যুতে আমাদের স্বাস্থ্যখাতে একটা শূন্যতা তৈরি হবে, যা প্রায় অনেকটাই অপূরণীয়।’ ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গত বুধবার গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। গত রবিবার তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এর প্রধান সমন্বয়কারী ছিলেন অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী। ৮২ বছর বয়সী জাফরুল্লাহ চৌধুরী অনেক বছর ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার বার্ধক্যজনিত জটিলতাগুলো খারাপের দিকে যায়। এর মধ্যে সোমবার তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। জাফরুল্লাহ চৌধুরীর জন্ম ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কোয়েপাড়া গ্রামে। তার বাবা হুমায়ুন মোর্শেদ চৌধুরী ছিলেন পুলিশ কর্মকর্তা আর মা হাছিনা বেগম চৌধুরী ছিলেন গৃহিনী। মা–বাবার ১০ সন্তানের মধ্যে জাফরুল্লাহ চৌধুরী ছিলেন সবার বড়। ১৯৭১ সালে জাফরুল্লাহ চৌধুরী যুক্তরাজ্য থেকে দেশে ফিরে ভারতের আগরতলায় গেরিলা প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি বাংলাদেশ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করে তা পরিচালনা করেন। মুক্তিযুদ্ধের পর সেই হাসপাতালের নামেই একটি প্রতিষ্ঠান গড়তে চেয়েছিলেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোচনা করে নাম ঠিক করেন গণস্বাস্থ্য কেন্দ্র। হাসপাতালের পাশাপাশি ওষুধ উৎপাদনকারী কোম্পানিও গড়েছেন জাফরুল্লাহ চৌধুরী। ১৯৮২ সালে দেশে প্রথমবারের মতো ওষুধ নীতি প্রণয়নেও তার ভূমিকা ছিল।

জাতীয়

সুনামগঞ্জের মুসলিমপুরে কৃষক শুক্কর আলীর খুনীদের ফাসিঁর দাবীতে মানববন্ধন

বিলেতের আয়না ডেক্স :- সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সুনামগঞ্জের মুসলিমপুরে কৃষক শুক্কর আলীর খুনীদের ফাসিঁর দাবীতে মানববন্ধন সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মুসলিমপুর গ্রামের কৃষক ও ‘স’ মিলের শ্রমিক মো. শুকুর আলীর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় এলাকাবাসীর আয়োজনে মুসলিমপুর গ্রামের পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সুরমা ইউপি’র সাবেক সদস্য আলাউর রহমান, ব্যবসায়ী শফিক মিয়া, মিরাশ উদ্দিন, জসীম উদ্দিন, রহিম মিয়া, শাহ আলম, আবুল বাশার, মুজিবুর রহমান, আবুল লেইস, শাহাব উদ্দিন, আওয়াল মিয়া, বাবুল মিয়া, মীর হোসেন, সিদ্দিক মিয়া, নিহতের ছেলে জুয়েল মিয়া, স্ত্রী ফাতেমা খাতুন, মেয়ে আকলিমা খাতুন, আছমা খাতুন, শালী রাশেদা খাতুন। মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ মার্চ কৃষক শুকুর আলী কৃষি কাজের পাশাপাশি বাড়ির পাশে একটি স-মিলে শ্রমিকের কাজ করতেন। স-মিল এলাকায় কেহ যেন গরু চড়াতে না পারে মালিক শফিক মিয়ার নিদের্শে পাশের বাড়ির নায়ের আলী তার গরু নিয়ে আসলে শুক্কুর আলী নিষেধ করেন। এই নিষেধকে কেন্দ্র করে নায়েব আলী মোবাইল ফোনে তার স্ত্রী আম্বিয়া খাতুন ও তার ছেলে ময়না মিয়া,আইনল মিয়া,লিটন মিয়া আনোয়ার মিয়া গংদের জানালে তারা দেশীয় ও দাড়াঁলো অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে কৃষক শুক্কর আলীকে পিঠিয়ে,কিল ঘুষি মেরে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে জুয়েল মিয়া নিজে বাদি হয়ে ঘটনার দিন সন্ধ্যায় সুনামগঞ্জ সদর মডেল থানায় নায়েব আলী,তার স্ত্রী ও সন্তানদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। তাই অবিলম্বে সকল খুনিদের গ্রেপ্তার করে ফাসিঁর জন্য সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুনামগঞ্জের পুলিশ সুপারের নিকট জোর দাবী জানান। এদিকে মামলা তুলে নিতে মামলার বাদি ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে প্রানে মারার হুমকি দিচ্ছে অভিযোগ তাদের।

জাতীয়

চান্দ গ্রাম ওয়েলফেয়ার ট্ৰাস্টেৱ উদ্যোগে ইফতার মাহফিল ও স্মৱন সভা অনুষ্ঠিত।

বিলেতের আয়না ডেক্স :- জাহেদ আহমদ রাজ চান্দ গ্রাম ওয়েলফেয়ার ট্ৰাস্টেৱ উদ্যোগে ইফতার মাহফিল ও স্মৱন সভা অনুষ্ঠিত। গত ৯ এপ্রিল রবিবার ইষ্ট লন্ডনের মুন এন্ড কফি ৱেস্টুৱেন্টে চান্দ গ্রাম ওয়েলফেয়ার ট্রাস্টেৱ আয়োজনে সংগঠনেৱ সভাপতি নুরুল ইসলাম দুদুর সভাপত্বিতে এবং সাবেক সভাপতি আকবর হোসেন ও সাধারন সম্পাদক তারেক আহমদ সুমনের যৌত পরিচালনায় অনুষ্ঠিত সংগঠনেৱ সভাপতি নুরুল ইসলাম দুদুর পিতা চান্দ গ্রামের বিশিষ্ট মুরব্বি ছিফত আলীর স্মৱনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে বড়লেখার বিভিন্ন এলাকা থেকে পরিচিত জনদেৱ মধ্যে উপস্থিত ছিলেন নাঈম, সাহিদ, আসুক, আবদুল হাফিজ, লিয়াকত খান, শামিম উদ্দিন, বদরুল ইসলাম, নজমুল ইসলাম, সালাহ উদ্দিন এনাম ও আবদুল মানিক প্ৰমুখ। গ্রামের সিনিয়রদের মধ্যে উপস্থিত ছিলেন আলতাফ হোসেন, কামাল হোসেন, আজিজুর রহমান, নজরুল ইসলাম নজু, কামৱুল ইসলাম, সরফ উদ্দিন, জামাল উদ্দিন ও রুহেল আহমদ প্ৰমুখ। সংগঠনেৱ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ উদ্দিন, কয়েছ আহমদ, সিরাজ উদ্দিন, আলী আহমদ, এমরুল ইসলাম আলীম উদ্দিন, আমবির হোসেন, মুকিতুল ইসলাম, আসাদ আহমেদ দিনার, আবদুল্লা আল আমিন, জাহেদ আহমদ রাজ ও আবদুল্লাহ রাজন আহমেদ প্রমুখ । মাহফিলে আগত উপস্থিত সবাই বক্তব্যে বলেন, মানব কল্যানে এলাকার সকল সংগঠন এক হয়ে কাজ করার আহবান জানান । হাফিজ মৌলানা আবদুল্লা ইফতার ও স্মৱন সভায় রোজা মাসের ফজিলত নিয়ে কিছু সময় আলোচনা এবং দেশ বিদেশে সকলের জন্য মোনাজাত পরিচালনা করেন । সভাপতির বক্তব্যর শেষে মাহফিলেৱ‌ সমাপ্তি ঘোষনা করা হয় ।

জাতীয়

জার্মানিভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের একটি বিশেষ তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া নাফিজ মোহাম্মদ আলম গ্রেফতার।

বিলেতের আয়না ডেক্স :- জার্মানিভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের একটি বিশেষ তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া নাফিজ মোহাম্মদ আলম গ্রেফতার। রাজধানী ভাটারা থানায় দায়ের করা মাদক মামলায় কারাগারে পাঠানো হয়েছে। সোমবার ১০ এপ্রিল ঢাকার মহানগর হাকিম মইনুল ইসলাম তার পক্ষে করা জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই শামীম হোসেন নাফিজকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবোদন করেন। আসামি পক্ষের আইনজীবী মাহমুদুল হাসান জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, হয়রানি করতে নাফিজকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে কিছু উদ্ধার হয়নি। জামিন দিলে পলাতক হবে না। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নাফিজ মোহাম্মদ আলম নামের যুবককে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। পুলিশ জানায়, ডয়চে ভেলের সাম্প্রতিক এক প্রতিবেদনে সাক্ষাৎকার দেয়া নাফিজ মোহাম্মদ আলমের বাসা থেকে অবৈধ বিদেশি মদ, বিয়ার, মাদক গ্রহণের সরঞ্জাম এবং পুলিশের স্টিকারযুক্ত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তার নামে রোববার গভীর রাতে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। কয়েক বছর আগের একটি মামলায় রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এর আগে ২০২১ সালের নভেম্বরে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন নাফিজ। তখন তার এক বান্ধবীকেও আটক করে বাহিনীটি। সেসময় নাফিজের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের কথা জানায় র‌্যাব। এ ছাড়া নাফিজের কাছ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত ওয়াকিটকি, পুলিশের ক্যাপ, ব্যাজসহ দুটি খেলনা পিস্তল উদ্ধারের কথাও জানায় বাহিনীটি। এবারও তার বাসা থেকে বেশ কয়েক বোতল মদ উদ্ধারের কথা বলছে পুলিশ। এ বিষয়ে রোববার রাতে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন এসআই রিয়াদ আহমেদ। মামলায় নাফিজের বাসা থেকে ‘২৬টি বিদেশি মদের বোতল ও ৩২টি কোলার ক্যান’ উদ্ধার দেখানো হয়েছে, যার মূল্যমান ১৬ হাজার টাকা। এছাড়া নাফিজের লেনোভো ল্যাপটপ, আইফোন ১৩ প্রো মোবাইল এবং হিরো হাংক মোটরসাইকেলটিও জব্দ দেখিয়েছে পুলিশ।

জাতীয়

জাতীয় সংসদে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন।প্রথম আলো ও গ্রামীণ ব্যাংকের তীব্র সমালোচনা। প্রধানমন্ত্রীর

বিলেতের আয়না ডেক্স :- জাতীয় সংসদে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন।প্রথম আলো ও গ্রামীণ ব্যাংকের তীব্র সমালোচনা। প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, একটি শিশুর মুখ দিয়ে মিথ্যা বলানো, ভাত-মাংসের স্বাধীনতা চাই। একটি সাত বছরের শিশুকে দিয়ে বলানো, তার হাতে দশটা টাকা তুলে দেওয়া এবং তার কথা রেকর্ড করে সেটি প্রচার করা স্বনামধন্য এক পত্রিকার নাম প্রথম আলো। কিন্তু বাস করে অন্ধকারে। প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, গণতন্ত্রের শত্রু, প্রথম আলো দেশের মানুষের শত্রু। সোমবার জাতীয় সংসদে সংসদের ৫০ বছরপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক আনীত কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধির আওতায় ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, আমি এটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলি যে, এরা এদেশে কখনো স্থিতিশীলতা থাকতে দিতে চায় না। ২০০৭ সালে যখন ইমার্জেন্সি হয় তখন তারা উৎফুল্ল। দুটি পত্রিকা আদা-জল খেয়ে নেমে গেল। তার সঙ্গে আছে একজন সুদখোর। তিনি বলেন, যে বিনিয়োগ করে আমেরিকায়। আমেরিকা একবারও জিজ্ঞেস করে না যে গ্রামীণ ব্যাংক, এটাতো একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। সরকারের বেতন তুলতো যে এমডি। সে মিলিয়ন মিলিয়ন ডলার কোথা থেকে পেল, যে আমেরিকার মতো জায়গায় সামাজিক ব্যবসা করে, বিনিয়োগ করে। দেশে-বিদেশে করা এই বিনিয়োগের অর্থ কোথা থেকে আসে? এটা কি তাকে কখনো জিজ্ঞেস করেছে? জিজ্ঞেস করেনি। তাদের কাছ থেকে দুর্নীতির কথা শুনতে হয়। এদের কাছে মানবতার কথা শুনতে হয়। ‘যারা গরিবের রক্ত চোষা, যারা গরিবের টাকা পাচার করে শত কোটি টাকার মালিক হয়ে আবার আন্তর্জাতিক পুরস্কারও পেয়ে যায়, আর এসব লোক এদেশের গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার এসে কিছুই নাকি করেনি। এসময় তিনি আওয়ামী লীগ সরকারের আমলে এবং বিএনপির আমলে কী কী উন্নয়ন হয়েছে তার তুলনামূলক চিত্র বর্ণনা করেন।

জাতীয়

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র কিনলেন আওয়ামী লীগের ৫ জন।

বিলেতের আয়না ডেক্স :- সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র কিনলেন আওয়ামী লীগের ৫ জন। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। রোববার সকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম শুরু করেন দলের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান। রোববার বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের ৫ নেতা দলীয় মনোনয়ান ফরম কিনেছেন। তারা হলেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিসিক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু। সূত্র জানায়, আনোয়ারুজ্জামান চৌধুরী নিজে উপস্থিত হয়ে মনোনয়ান ফরম সংগ্রহ করেছেন এবং জমা ও দিয়েছেন। আর আসাদ উদ্দিন আহমদের পক্ষ থেকে মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, অধ্যাপক জাকির হোসেনের পক্ষ থেকে মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দেওয়ান সুবহান দিপন এবং আজাদুর রহমান আজাদের পক্ষ থেকে জেলা ছাত্রলীগ নেতা সালমান আহমদ ও প্রমথ রঞ্জন তালুকদার মনোনয়ানপত্র সংগ্রহ করেছেন। এছাড়া আরমান আহমদ শিপলু নিজে সংগ্রহ করেছেন দলীয় মনোনয়ানপত্র। জানা গেছে, রোববার থেকে ১২ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

জাতীয়

সংবাদের জেরে সাংবাদিক হত্যা অপচেষ্টাকারী আটক

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি সংবাদের জেরে সাংবাদিক হত্যা অপচেষ্টাকারী আটক চট্টগ্রামের চন্দনাইশে বেআইনি,অবৈধ, ইট ভাটার বিরুদ্ধে, নানা অনিয়ম অভিযোগে পাহাড় কাটা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আইয়ুব মিয়াজি’কে পিটিয়ে দোতলা হতে নিক্ষেপ করে গুরুতর আহত করার প্রধান ২আসামী আটক করে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৭,চট্টগ্রামের আভিযানিক দল। আজ ১০এপ্রিল সোমবার সকালে গোপন সংবাদে অভিযানে ঢাকা মহানগরীর কমলাপুর এলাকা হতে আসামী ১। মোঃ আলাউদ্দিন (৩৫),২। মোঃ ফারুক (২৬),কে আটক করে। স্পর্শকাতর হওয়ায় বিষয়টি গুরুত্বের সাথে ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারী শুরু করে। হামলার ঘটনার সাথে জড়িত পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ঢাকা মহানগরীর কমলাপুর এর সর্দারপাড়া কলোনীর একটি ব্যাচেলর মেসে থেকে আটক করে। গত ৪এপ্রিল বিকালে স্থানীয় সাংবাদিক আইয়ুব মিয়াজি (৩৪) এর উপর দুস্কৃতিকারীরা হামলাসহ পিটিয়ে জখম করে দোতলা হতে নিক্ষেপ করে গুরুতর আহত করে। ভিকটিম আইয়ুব মিয়াজীর দোহাজারী পৌরসভা এলাকায় গত মঙ্গলবার প্রকাশ্যে তার নিজ প্রতিষ্ঠানে দুবৃত্তদের হামলায় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ভিকটিম এবং বিভিন্ন গণমাধ্যমে জানা যায় যে,অবৈধভাবে পাহাড় কাটা নিয়ে সংবাদ প্রকাশের জেরেই দুর্বৃত্তরা এ হামলা চালায়। পাহাড় কাটার বিষয়ে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি প্রতিবেদনের জেরে স্থানীয় ব্যাবসায়ী আলাউদ্দিন ও মোহাম্মদ ফারুক তাঁকে হুমকির একপর্যায়ে দোহাজারী স্টেশন রোডে ভিকটিমদের কর্মস্থলে মঙ্গলবার বিকেল ৩টায় প্রকাশ্যে আলাউদ্দিন,ফারুক,এক নারীসহ ১০থেকে ১২ জন ব্যক্তি হামলাসহ অতর্কিতভাবে আইয়ুব মিয়াজী’কে লাঠিসোঠা,ধারালো দা,হকস্টিক দিয়ে মারধরের একপর্যায়ে প্রাণনাশের দোতলা থেকে ফেলে গুরুতর জখম আহত করে।বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সাংবাদিককে দোতলা থেকে ফেলে দেওয়ার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ ঘটনার বিচার দাবি করে স্থানীয় সাংবাদিকরা প্রেসক্লাবে মানববন্ধন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে স্থানীয় এলাকাসহ সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ভিকটিমের পিতা বাদী হয়ে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানায় ২জন নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামী করে একটি মামলা করে। প্রধান দুই আসামী আলাউদ্দিন এবং ফারুক গ্রেফতার এড়াতে আত্মগোপনে চরে যায়। জিজ্ঞাসাবাদে হামলার সাথে জড়িত ছিল বলে স্বীকার করে। ঘটনার পর পরই তারা আইন শৃংখলা বাহিনীর গ্রেফতার এড়াতে চট্টগ্রাম হতে পালিয়ে ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে সর্বশেষ তারা ঢাকা মহানগরীর কমলাপুর এর টিটি পাড়া রোড এর সর্দারপাড়া কলোনীর একটি ব্যাচেলর মেসে আত্মগোপন করে এবং সেখান হতে গ্রেফতার হয়। আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Scroll to Top