এপ্রিল ৮, ২০২৩

জাতীয়

বঙ্গবন্ধুর ভাষণ বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য অমূল্য সম্পদ : প্রধানমন্ত্রী।

বিলেতের আয়না ডেক্স :- বঙ্গবন্ধুর ভাষণ বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য অমূল্য সম্পদ : প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অমূল্য সম্পদ। জাতীয় সংসদের ৫০তম বার্ষিকী (সুবর্ণ জয়ন্তী) উপলক্ষ্যে বৃহস্পতিবার (৬ এপ্রিল) শুরু হওয়া বিশেষ অধিবেশনের প্রাক্কালে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে যোগদানের পর বঙ্গবন্ধু ও তার ভাষণের ওপর দু’টি বইয়ের মোড়ক উন্মোচনকালে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘তিনি (বঙ্গবন্ধু) তাঁর বক্তৃতায় বাংলাদেশ কীভাবে চলবে-তার দিকনির্দেশনা দিয়েছিলেন। সুতরাং, এটি আমাদের জন্য একটি অমূল্য সম্পদ।’ দুটি বইয়ের একটি হলো সংসদে দেওয়া বঙ্গবন্ধুর ভাষণের সংকলন ও অন্যটি হলো ‘মুজিব বর্ষ’ উপলক্ষ্যে ডাকা সংসদের বিশেষ অধিবেশনে প্রদত্ত আইনপ্রণেতাদের ভাষণের সংকলন। বঙ্গবন্ধুর ভাষণের বই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্য (এমপি), জনগণ ও ভবিষ্যত প্রজন্মের জন্য বাংলাদেশ ও এর জনগণকে জানা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ৫০ বছরে আমাদের প্রজন্ম বা পরবর্তী প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম বক্তৃতা জানবে এবং এর মাধ্যমে তারা বাংলাদেশকে বুঝার, জনগণের অবস্থা, তাদের আর্থ-সামাজিক উন্নয়ন, সবকিছু জানার সুযোগ পাবে। প্রধানমন্ত্রী সংসদের বিশেষ অধিবেশনে দেয়া সংসদ সদস্যদের বক্তৃতার সংকলনের প্রশংসা করে বলেন, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এ ব্যাপারে তিনি স্পিকার, সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। সংবিধান প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত বাংলাদেশের সংবিধান বিশ্বের সর্বশ্রেষ্ঠ সংবিধান কারণ এতে সর্বস্তরের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে। তিনি আরও বলেন, স্বাধীনতার পরপরই বাংলাদেশের জাতির পিতা বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের সদস্যদের নিয়ে গণপরিষদ গঠন করেন। সরকারপ্রধান বলেন, মাত্র নয় মাসের মধ্যে বঙ্গবন্ধু বাঙ্গালি জাতিকে একটি সংবিধান উপহার দিয়েছিলেন-যা ইতিহাসের একটি বিরল ঘটনা। শেখ হাসিনা বলেন, ‘এটিকে সম্ভবত গোটা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান হিসেবে বিবেচনা করা হয়। কারণ, এর মাধ্যমে গরিব, অভাবী, বঞ্চিত ও শোষিত মানুষের মৌলিক অধিকার সংরক্ষিত করা হয়। তিনি বলেন, ‘সংবিধানে সুবিধাবঞ্চিতসহ সমাজের সকল স্তরের মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে।’ প্রধানমন্ত্রী বলেন, সেই সংবিধানের সঙ্গে সঙ্গতি রেখে ১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনে সাতটি ছাড়া বাকি সব আসনে আওয়ামী লীগ জয়লাভ করে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই কার্য উপদেষ্টা কমিটির সভায় সভাপতিত্ব করেন। সূত্র : বাসস

জাতীয়

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন’র উদ্যোগে সিলেটে ইফতার বিতরণ

বিলেতের আয়না ডেক্স :- সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন’র উদ্যোগে সিলেটে ইফতার বিতরণ সিলেটে “সম্প্রীতির ইফতার বিতরণ”করেন মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন উদ্যোগে শুক্রবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৪ ঘটিকায় সিলেটের মোগলাবাজার ও শিববাড়ী এলাকার কিছু গরীব অসহায়দের মাঝে চট্টগ্রা‌মের কৃতি সন্তান, বিশিষ্ট ব‌্যবসায়ী, সমাজ সেবক ও ফুলক‌লি ফুড লিঃ এর ডি‌জিএম ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সম্মা‌নিত উপ‌দেষ্টা জনাব মোঃ জ‌সিম উ‌দ্দিন খন্দকার ও মানবিক সংগঠন জয়তুন ওয়েল ফেয়ার ট্রাস্ট’র প্রতিষ্টাতা চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল মজিদ লালমিয়ার আর্থিক সহযোগিতায় পবিত্র রমজানে রোজদারদের মাঝে “সম্প্রীতির ইফতার সামগ্রী বিতরণ” করা হয়। উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক, মানবতার ফেরিওয়ালা, সাংবাদিক উৎফল বড়ুয়া, যুগ্ম আহবায়ক মানবিক ব্যাক্তিত্ব আব্দুল আ‌লিম আলম, যুগ্ম আহবায়ক দিলু বড়ুয়া, যুগ্ম আহবায়ক, নাজমুল হো‌সেন মুন্না, সদস‌্য আব্দুল মা‌লেক, সিপন আহমদ, হা‌দিউল ইসলাম শাহ‌রিয়ার প্রমুখ। বিতরণ কালে বক্তারা বলেন, ইফতার মাহফিলের আয়োজন না করে সেই অর্থ সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে বিতরনে মাননীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিক নির্দেশনার প্রতি সন্মান জানিয়ে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডশনের পক্ষ থেকে এই উদ্যোগটি গ্রহন করা হয়। পবিত্র রমজানে গত ৩১ মার্চ এই মানবিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিলেটের কৃতি সন্তান, জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল। মানবিক কার্যক্রমে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান ইতিমধ্যে আমাদের মানবিক কাজে দেশ বিদেশের অনেক মানবিক ব্যাক্তিত্বরা এগিয়ে এসেছেন আমরা তাঁদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তাঁদের সহযোগিতায় এবারের পবিত্র মাহে রমজানে আমরা এ ধরনের আরো কিছু উদ্যোগ গ্রহন করেছি। উল্লেখ্য প্রতিষ্ঠার পর থেকেই সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন বৃহত্তর সিলেট মানবিক কাজের পাশাপাশি আরো নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নানা ধরনের কল্যাণমূখী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

জাতীয়

চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

বিলেতের আয়না ডেক্স :- শ‌হিদুল ইমলাম, প্রতি‌নি‌ধি চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৩ উপলক্ষ্যে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা, ডায়বেটিস নির্ণয় ও ঔষধ বিতরণ ক্যাম্প নগরীর ০৮নং ষোলশহর ওয়ার্ডস্থ ষোলশহর রেলস্টেশন কানুনগো অফিস পাড়ায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় দুশতাধিকের বেশি রোগীর মাঝে এই ক্যাম্প সম্পন্ন হয়। শিল্পগ্রুপ বিএসআরএম এর পৃষ্ঠপোষকতায় ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে এই হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সার্বিক কার্যক্রম নিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন,আমরা এখানে আজ যাদের সেবা দিয়েছি তাদের অনেকের বিভিন্ন রোগের লক্ষণ পাওয়া যাচ্ছে। আমরা তাদের পরবর্তী চিকিৎসার জন্য ব্যবস্থা নিচ্ছি। তাদের ওষুধের পাশাপাশি আমরা বিভিন্ন টেষ্ট ও মনিটরিং এর ব্যবস্থার মাধ্যমে তাদের পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করে যাব। আমাদের চোখের ছানি ও ঠোঁট-তাঁলু কাঁটা রোগীদের বিনামূল্যে অপারেশন বর্তমানে চালু আছে। পাশাপাশি সবার সহযোগিতা পেলে অন্যান্য জটিল রোগের অপারেশনের আমরা বিনামূল্যে করতে পারব বলে আশা রাখছি। চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ডা. সামিউল ইসলাম, ডা. সৈকত বড়ুয়া, ডা. মোতাহার হোসেন শাওন,ডা. জান্নাতুল নাইম, বাবলা সৈকত সরকার, ফারুক চৌধুরী ফয়সাল, ইঞ্জি. অজয় কর, গোলামুর রহমান জনি, ইমতিয়াজ এসময় সেবা প্রদান করেন। স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ রুমি স্কোয়াড , এলবিয়ন গ্রুপ, হোম হাসপাতাল, রোটারেক্ট ক্লাব অব মেডিকেল কমিউনিটির সহযোগিতায় এসময় রোটারেক্ট মো. হারুন, ডা. মো. কাউসার, প্রমিথ ধর, ফারিয়া, তানিয়া, শহীদ রুমি স্কোয়াডের সভাপতি আসমা আক্তার, শিক্ষক ও সাংগঠিনক সম্পাদক সিরতাজ সিদ্দিকী, সদস্য ফেরদৌস, সুজন, সাজ্জাদ, রাজু, রোশনা ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক

চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল’র পক্ষে এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ করেন ডাঃ বিদ্যুৎ বড়ুয়া

বিলেতের আয়না ডেক্স :- শ‌হিদুল ইসলাম, প্রতি‌নি‌ধি চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল’র পক্ষে এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ করেন ডাঃ বিদ্যুৎ বড়ুয়া পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে এতিম শিশুদের জন্য চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রোববার (২ এপ্রিল) চট্টগ্রাম নগরীর হযরত শাহ আমানত (রহঃ) সংলগ্ন এতিমখানায় এই বিশেষ ইফতার ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এতিমখানার শিক্ষার্থীরা হামদ নাত ও কেরাত পাঠ করেন। ইফতারের আগে মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন এতিমখানার শিক্ষক মাওলানা মোহাম্মদ আবুল কালাম। মোনাজাতে মাননীয় প্রধানমন্ত্রী ও দেশবাসী সকলের জন্য বিশেষ দোয়া করা হয়। চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়ার প্রত্যক্ষ উদ্যোগে ফাউন্ডেশন বিগত দুইবছর ধরে সমাজের অসচ্ছল ও গরিবদের জন্য স্বাস্থ্যসেবা, খাবার বিতরণ ও অন্যন্য জনহিতকর কাজ করে যাচ্ছেন। করোনাকালে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে তা অক্ষুণ্ণ রাখার নিমিত্তে সাধারণের জনগণের সেবার এখনো সক্রিয় ভূমিকা রাখছে ফাউন্ডেশন।

Scroll to Top