এপ্রিল ৫, ২০২৩

জাতীয়

গ্রেটার ঢাকাদক্ষিণ কো-অপারেটিভ সোসাইটি ইউকে-র ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বিলেতের আয়না ডেক্স :- গ্রেটার ঢাকাদক্ষিণ কো-অপারেটিভ সোসাইটি ইউকে-র ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বৃহত্তর ঢাকা দক্ষিণ পরগনাকে নিয়ে নবগঠিত সংগঠন বৃহত্তর ঢাকাদক্ষিণ কো-অপারেটিভ সোসাইটি ইউকের উদ্যোগে স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি দেওয়ান নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সাফি আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলরের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর আ ম অহিদ আহমেদ। যুক্তরাজ্যে বসবাসরত বিভিন্ন অঞ্চল থেকে বৃহত্তর ঢাকা দক্ষিণ পরগনার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে দোয়া ও ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউ কের সাবেক সভাপতি ফেরদৌস আলম, তমিজুর রহমান চৌধুরী রঞ্জু, বিশিষ্ট সাংবাদিক মাহমুদুর রহমান শানুর, দেলোয়ার হোসেন, আশরাফ হোসেন সফি, ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের সাবেক জি এস রোমান আহমেদ চৌধুরী, আবুল হাসনাত নাইস, শামীম আহমদ, ইকবাল হোসেন, শোয়েব আহমেদ, ময়েজ উদ্দিন,গোলাম নেওয়াজ চৌধুরী শিমু, নুরুল আলম শাহীন, কয়েস আহমদ, খালেদ আহমেদ,সংগঠনের সহ-সভাপতি নজরুল ইসলাম ফরিদ সহ-সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন কোষাধ্যক্ষ কাওসার আহমেদের জগলু, সাংগঠনিক সম্পাদক সাদেক আহমেদ,ক্রীড়া সম্পাদক,হেলাল আহমদ, প্রেস এন্ড পাবলিকেশন সম্পাদক ময়নুল ইসলাম , মেম্বারশিপ সেক্রেটারি রহিম উদ্দিন মুক্তা, এডুকেশন এন্ড কালচারাল সেক্রেটারি আব্দুল কাদির, সহকারী কোষাধ্যক্ষ হোসেন আলী তাজ, সিনিয়র সদস্য সেলিম আহমদ, কামাল উদ্দিন, হোসেন আহমেদ সুজা, সোবহান উদ্দিন, রসুম জসিম উদ্দিন, শাহিদ খান,শাহীন আহমেদ সোহেল চৌধুরী, প্রমুখ নেতৃবৃন্দ। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে যুক্তরাজ্য ও বসবাসরত ঢাকাদক্ষিণ পরগনার অধিবাসীদেরকে নিয়ে সমবায়ের ভিত্তিতে ভাতৃত্ব ও ঐক্যের মাধ্যমে জীবনমানের উন্নয়ন সাধন করা এবং যোগাযোগের সেতুবন্ধন রচনা করা। যাহা আগামী প্রজন্মের সাথে এলাকার ঐতিহ্যকে ধরে রাখবে । ইফতারের পূর্বে মাওলানা আশরাফুল ইসলামের মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং শেষে দেশ ও জাতি তথা মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন।-বিজ্ঞপ্তি

জাতীয়

পদ্মা সেতুর ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির প্রায় ৩১৭ কোটি টাকা পরিশোধ।

বিলেতের আয়না ডেক্স :- পদ্মা সেতুর ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির প্রায় ৩১৭ কোটি টাকা পরিশোধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদ্মা সেতুর ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির চেক হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বপ্নের পদ্মা সেতুর ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার টাকার প্রথম চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়। বুধবার (৫ এপ্রিল) গণভবনে সরকারপ্রধানের কাছে কিস্তি পরিশোধের এ চেক হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের সমর্থনই সরকারের মূল ভিত্তি। জনগণ সঙ্গে থাকলে যে কোনো বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার সক্ষমতা রাখে বাংলাদেশ। অনেক উন্নত দেশের চেয়েও বাংলাদেশের আর্থিক অবস্থা ভালো।’ সরকার নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করেছে। সেতুটি নির্মাণের ব্যয় সেতু বিভাগকে ধার দিয়েছে সরকারের অর্থ বিভাগ। আগামী ৩৫ বছরে অর্থাৎ ২০৫৭ সাল পর্যন্ত এক শতাংশ সুদসহ ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে ঋণের এই টাকা সরকারকে পরিশোধ করবে সেতু বিভাগ।

জাতীয়

পবিত্র রমজানে রাউজান ব্লাড ডোনার্সের ব‍্যতিক্রমী আয়োজন “জান্নাতি সুর”র ২য় রাউন্ড শেষে ফাইনালে ৮জন

বিলেতের আয়না ডেক্স :- রাউজান চট্টগ্রাম প্রতিনিধি পবিত্র রমজানে রাউজান ব্লাড ডোনার্সের ব‍্যতিক্রমী আয়োজন “জান্নাতি সুর”র ২য় রাউন্ড শেষে ফাইনালে ৮জন পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে স্বেচ্ছাসেবী যুব রক্তদাতা সংগঠন রাউজান ব্লাড ডোনার্সের উদ‍্যোগে ইসলামী না’ত শো জান্নাতি সুর এর শুভ ২য় রাউন্ড সম্পন্ন হয়েছে। ৪ঠা এপ্রিল সোমবার বিকেলে রাউজান একেএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও রাউজান উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন। সংগঠনের উপদেষ্টা ও খাজানূর ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী আলহাজ্ব হারুনুর রশিদের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক সৌরাভুল ইসলাম নিজামের পরিচালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সিনিয়র সদস‍্য মোহাম্মদ রবিউল হোসেন রবি প্রধান প্রতিষ্ঠাতা পরিচালক এ আর রাশেদ উদ্দিন; সদস্য আব্দুল মোতালেব সোহেল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু ছালেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সহ সম্পাদক মোহাম্মদ ছাবের হোসেন, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আরমান সিকদার,সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম, সংগঠক মহিঊল ইসলাম মহিন, ছাত্রনেতা আকরাম আলী, ইয়াছিন চৌধুরী ইমন,সাহেদ হাসান তালুকদার । বিচারকের দায়িত্ব পালন করেন পূর্ব রাউজান তৈয়‍্যবিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার শায়ের মাওলানা সৈয়দ মোহাম্মদ এহসান কাদের, চ‍্যানেল উপস্থাপক শায়ের মাওলানা মোহাম্মদ মোরশেদ রেজা কাদেরী। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ মুন্না, মোহাম্মদ সজিব, মোহাম্মদ তারেক, মোহাম্মদ । ইসলামী না’ত শো “জান্নাতি সুর” ২য় রাউন্ডে রাউজান,রাঙ্গুনীয়া, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার ১৬জন প্রতিযোগীদের অংশগ্রহনের মাধ‍্যমে ৮ জন প্রতিযোগী ফাইনালের জন‍্য নির্বাচিত হন।

জাতীয়

বাংলাদেশের অগ্রগতির পক্ষে মার্কিন কংগ্রেস বিল

বিলেতের আয়না ডেক্স :- বাংলাদেশের অগ্রগতির পক্ষে মার্কিন কংগ্রেস বিল বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতির প্রশংসা করে এবং এই অগ্রগতিকে স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে একটি বিল উত্থাপন করা হয়েছে। মহান স্বাধীনতা দিবসের ৫২ বছর উপলক্ষে বুধবার (২৯ মার্চ) এই বিল উত্থাপন করা হয়। এতে আর্থসামাজিক পরিস্থিতির অভূতপূর্ব উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করা হয়েছে। মার্কিন কংগ্রেসে বিলটি উত্থাপন করেন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের রিপাবলিকান কংগ্রেসম্যান জো উইলসন। তিনি কংগ্রেসের বাংলাদেশ ককাসের কো-চেয়ার। খবর ইউএনবির। বিলটি উত্থাপনের সময় কংগ্রেসম্যান জো উইলসন ৫১ বছর আগের পরিস্থিতি মনে করিয়ে দেন। এতে বলা হয়েছে, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর তখন সবে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন বাংলাদেশিরা। এরপর ১৯৭২ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্র সদ্যস্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। বিলে বলা হয়েছে, স্বাধীনতা-পরবর্তী সময়ে একটি যুদ্ধবিধ্বস্ত দরিদ্র দেশ থেকে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হওয়ার পথে বাংলাদেশের গত পাঁচ দশকের যাত্রা ছিল অভাবনীয়। বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী, ২০২১ সালে বাংলাদেশিদের মাথাপিছু জিডিপির পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৭ ডলারে, যা এখন প্রতিবেশী অনেক দেশকে ছাড়িয়ে গেছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অর্থনীতির আকার ছিল ৯ বিলিয়ন ডলার। গত ৫ দশকে তা বেড়ে ৪৫০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। গড় আয়ু ৪৭ বছর থেকে বেড়ে হয়েছে ৭৩ বছর। শিক্ষার হারও ৭৫ শতাংশ ছাড়িয়ে গেছে। এসব অর্জনকে অভাবনীয় উল্লেখ করে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করা হয়েছে। বিলটিতে আরো বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য উৎপাদন, দুর্যোগ সহনশীলতা, দারিদ্র্য কমিয়ে আনা, স্বাস্থ্য-শিক্ষা খাতের উন্নয়ন, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে নজরকাড়া অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। বাংলাদেশে একটি উদারপন্থি মুসলিম সমাজ বিদ্যমান। উগ্রবাদ মোকাবিলায় বাংলাদেশের অর্জন প্রশংসনীয়। দেশটির জনগণ বরাবরই স্বৈরাচারী শাসন না মেনে গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি সমর্থন বজায় রাখতে চেয়েছে বলেও এই বিলে উল্লেখ করা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তন রোধে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করছে। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। এমনকি বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) সবচেয়ে বড় উৎসও যুক্তরাষ্ট্র। দ্বিপক্ষীয় বাণিজ্য ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত সহযোগিতার মাধ্যমে দেশটি মার্কিন অর্থনীতির বিকাশে ভূমিকা রাখছে বলেও বিলে উল্লেখ করা হয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বিলে বাংলাদেশের প্রশংসা করে বলা হয়েছে, মিয়ানমারে গণহত্যার মুখে থাকা ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এজন্য আমেরিকার জনগণের প্রশংসা কুড়িয়েছে দেশটি। এই সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র দুই বিলিয়ন ডলারের বেশি অর্থমূল্যের মানবিক সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে রয়েছে। এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ নেতৃত্বের আসনে রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে সবচেয়ে বেশি শান্তিরক্ষী মোতায়েন করে মার্কিন জনগণের প্রশংসা পেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ দুই দেশই মানুষের সঙ্গে মানুষের এবং সরকারের সঙ্গে সরকারের পর্যায়ে উন্নয়নের অভিজ্ঞতা বিনিময় করছে। এমনকি করোনা মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে টিকা সহায়তা দেওয়ায় মার্কিন জনগণকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ। এসব পরিস্থিতি ও ঘটনা বিবেচনায় নিয়ে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা ও স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই বিল উত্থাপন করা হয়েছে। বিলে বর্তমান ও ভবিষ্যতে পারস্পরিক অর্থনৈতিক, সামাজিক ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনে বাংলাদেশের গঠনমূলক অংশীদার থাকার আন্তরিক দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক

মার্কিন নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী।

বিলেতের আয়না ডেক্স :- মার্কিন নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী। রাশিয়ায় বসবাসরত মার্কিন নাগরিকদের অবিলম্বে সে দেশ ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় আমেরিকান সাংবাদিক ইভান গার্শকোভিচ গ্রেপ্তারের পর এ আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (৩০ মার্চ) টুইটারে এক বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, রাশিয়ার মার্কিন নাগরিক সাংবাদিককে আটকের খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সর্বোচ্চ অগ্রাধিকার হল বিদেশে মার্কিন নাগরিকদের নিরাপত্তা এবং নিরাপত্তা। এ অবস্থায় রাশিয়ায় অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে সে দেশ ত্যাগের অনুরোধ জানাচ্ছি। গ্রেপ্তার ইভান ওয়াল স্ট্রিট জার্নালে মস্কোর প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি রুশ বংশোদ্ভূত হলেও আমেরিকার নাগরিক। মার্কিন সাংবাদিক গ্রেপ্তারের বিষয়ে রুশ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি জানিয়েছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন তথ্য হস্তগত করার চেষ্টা করছিলেন ৩১ বছর বয়সী ইভান। আমেরিকার হয়ে তিনি গুপ্তচরবৃত্তি করতেন। রুশ গোয়েন্দা সংস্থার এমন ঘোষণার পর টুইটারে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন ব্লিঙ্কেন। বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, সাংবাদিক ও সুশীল সমাজের কণ্ঠকে ভয় দেখানো, দমন ও শাস্তি দিতে ক্রেমলিনের অব্যাহত প্রচেষ্টার নিন্দা জানাই। সাংবাদিক ইভানের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরও। এক টুইট বার্তায় তিনি বলেন, মার্কিন প্রশাসন তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। এছাড়া স্টেট ডিপার্টমেন্ট এই বিষয়ে রাশিয়ান সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে। এদিকে গ্রেপ্তার ইভানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে এখনো পর্যন্ত এই অভিযোগের বিষয়ে কোনো প্রমাণ দেয়নি ক্রেমলিন। এর আগে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরেই ওয়াশিংটন নির্দেশিকা জারি করে মার্কিন নাগরিকদের রাশিয়া ভ্রমণের ব্যাপারে সতর্ক করে দিয়েছিল। সেই নির্দেশিকায় বলা হয়েছিল, রুশ কর্তৃপক্ষ যেকোনো সময়ে বিদেশিদের আটক বা গ্রেপ্তার করতে পারেন।

জাতীয়

বিএনপি’র ইফতারে সাংবাদিকদেরকে মারধর।

বিলেতের আয়না ডেক্স :- বিএনপি’র ইফতারে সাংবাদিকদেরকে মারধর। ইফতার মাহফিলে সাংবাদিকদের মারধর, ক্ষমা চাইলেন ফখরুল রাজধানীর মিরপুরের পল্লবী থানা বিএনপির ইফতার মাহফিলে মারমুখী কর্মীদের আক্রমণে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। নেতা-কর্মীদের ব্যাপক ভিড়ে একপাশে দাঁড়িয়ে দায়িত্ব পালনের মধ্যে কয়েকজন কর্মী সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এ সময় মারমুখী কর্মীদের হামলায় কয়েকজন সাংবাদিক আহত হন। পরে মঞ্চ থেকে নেতারা এসে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বক্তব্যের শুরুতেই দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান। তিনি বলেন, আমাদের সাংবাদিক ভাইদের সঙ্গে কয়েকজন ব্যক্তির একটা অনাকাঙ্খিত, অনভিপ্রেত যে ঘটনা ঘটেছে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এই রূপনগর, পল্লবী থানার নেতা-কর্মীদেরকে, আপনারা কী সত্যিকারই দলকে ভালোবাসেন? মনে হয় না। দলকে ভালোবাসলে আজকের এই ঘটনা ঘটতো না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আপনারা অতিথিদেরকে সম্মান করতে জানেন না। আমি অত্যন্ত দুঃখিত, শোকাহত। তিনি বলেন, এখানে আওয়ামী লীগের দালালেরা ঢুকেছে, সরকারের দালালের এসেছে। আমি আবারও আমার সাংবাদিক ভাইদের কাছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দলের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। এ সময় কিছু নেতাকর্মী হৈ চৈ শুরু করলে আবারও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এরা কারা? চুপ, থামো! পরে নেতাদের প্রতিও তিনি ক্ষোভ ঝাড়েন কেন সাংবাদিকদের জন্য জায়গা নির্দিষ্ট করা হলো না।  

জাতীয়

কানাডার পার্লামেন্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিল পাস।

বিলেতের আয়না ডেক্স :- কানাডার পার্লামেন্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিল পাস। ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সম্মান জানিয়ে কানাডার হাউস অব কমন্সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিল (এস-২১৪) পাস হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) এ বিল পাস হয়েছে। কানাডাতে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই বিল পাশের মাধ্যমে কানাডা এখন থেকে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি সরকারিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করবে। এটা বাংলাদেশি-কানাডিয়ানদের জন্য এবং সারা বিশ্বের মাতৃভাষা প্রেমিকদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ইউনেস্কো এবং পরবর্তীতে জাতিসংঘের স্বীকৃত আদায়ে মরহুম রফিকুল ইসলাম ও আব্দুস সালাম, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে দূতাবাস। বিল এস-২১৪ পাশের জন্য কানাডাতে প্রবাসী আমিনুল ইসলামের উদ্যোগেরও সম্মান জানানো হয়। কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান বিলটি ওপর আলোচনা ও পাসের সময় কানাডিয়ান পার্লামেন্টে উপস্থিত ছিলেন। সংসদ সদস্য কেন হার্ডি, যিনি বিলটি উত্থাপন করেন, তিনি হাইকমিশনারের উপস্থিতির প্রশংসা করেন। বিলটির অন্য এক জন অগ্রগণ্য সমর্থক, সিনেটর মোবিনা এস জাফর বিলটি পাসের সময় হাইকমিশানের সঙ্গে হাউজে উপস্থিত ছিলেন। বিলটি পাশের পর কানাডার সংসদ সদস্যগণ, সিনেটরগণ এবং জন অ্যালড্যাগ এমপি হাইকমিশনারকে অভিনন্দন জানান। বিলটি পাশের সময় বিরোধী দলীয় নেতাও সংসদে উপস্থিত ছিলেন। বিলটি পাস হওয়া—ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যের প্রতি কানাডার অঙ্গীকারের প্রমাণ। বিলটি স্মরণ করিয়ে দেয় যে ভাষা হলো মানুষের পরিচিতি ও সাংস্কৃতিক উত্তরাধিকারের অপরিহার্য উপাদান। ভাষার বৈচিত্র্যকে সম্মান করা, রক্ষা করা, প্রবর্ধন করা আমাদের সবার দায়িত্ব।

জাতীয়

মাদকসহ কারবারি আটক র‍্যাব-৭ ফেনী ক্যাম্প

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি মাদকসহ কারবারি আটক র‍্যাব-৭ ফেনী ক্যাম্প ফেনী জেলার ফেনী মডেল থানাধীন বিসিক মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫০কেজি গাঁজা সহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭,সিপিসি-০১ ফেনী ক্যাম্প ৩ এপ্রিল রাত ১১টায় গোপন সংবাদে আসামী গোলাম মহিউদ্দিন মনু (৫২),কে ধৃত করতে সক্ষম হয়। র‌্যাব সূত্রপ জানা যায়,মাদক ব্যবসায়ী ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা হতে চট্টগ্রামগামী মহাসড়কের বিসিক মোড় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড এর সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য গাঁজাসহ গাড়ীতে উঠার জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭,ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল আসামীকে আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তাঁর হেফাজতে থাকা ০৩ টি প্লাস্টিকের বস্তায় মোট ৫০কেজি গাঁজা উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান,জিজ্ঞাসাবাদে জানা যায় যে,সে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য (গাঁজা) ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭লক্ষ ৫০হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জাতীয়

সামান্য কিস্তির জেরে নৃশংস হত্যাকারী আটক-র‍্যাব

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি সামান্য কিস্তির জেরে নৃশংস হত্যাকারী আটক-র‍্যাব চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সামান্য কিস্তির টাকা নিয়ে বাকবিতন্ডায় প্রকাশ্যে এনজিওকর্মী চম্পা চাকমা’র শ্বাস নালীতে নৃশংসভাবে ছুরিকাঘাত করে হত্যাকারীকে র‌্যাব-৭,চট্টগ্রাম ও র‌্যাব-৯, সিলেট এর যৌথ অভিযানে সিলেট হতে আটক। ৩ এপ্রিল রাত ১০টার অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার একমাত্র আসামী মোঃ এনামুল হক প্রকাশ এনাম (২৭)’কে পিতা-মোঃ নুরুজ্জামান,সাং-উত্তর পারুয়া, থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম‘কে আটক করতে সক্ষম হয়। র‍্যাব সূত্রে জানা যায়,নিহত ভিকটিম বেসরকারি মানবিক উন্নয়ন সংস্থা ‘পদক্ষেপ’ এর রাঙ্গুনিয়া ব্রাঞ্চের সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। আসামী এনামুল ২০ এপ্রিল-২২ইং এনজিও হতে তার মায়ের নামে ২,(দুই লক্ষ) টাকা এবং তার বোনের নামে ১,(এক লক্ষ) টাকা লোন নেয়। মায়ের লোনের ৪০ কিস্তি যথাসময়ে পরিশোধ করলেও তার বোনের ৬টি কিস্তির মাসে ১০ হাজার টাকা পরিশোধ করতে না পারায় ভিকটিম এনামুলকে বারংবার তাগিদের এক পর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। ৫ মার্চ রাতে ভিকটিমএবং তার সহকর্মীরা অফিস হতে বাসার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে রাঙ্গুনিয়া থানাধীন ধামরাইহাট এলাকায় তাদের সাথে এনামুল এর দেখা হলে তাদের মধ্যে লোনের কিস্তির টাকা পরিশোধ সংক্রান্তে কথা কাটাকাটি হয়। লোনের কিস্তির টাকার জন্য বারংবার তাগিদ দেওয়ায় এনামুল ভিকটিমের প্রতি ক্ষিপ্ত হয়ে যায়। এক পর্যায়ে এনামুল তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ভিকটিম চম্পা চাকমার গলায় শ্বাসনালীতে আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। ভিকটিম চম্পা চাকমার অফিসের সহকর্মীরা এবং আশেপাশের লোকজন ভিকটিমকে রাঙ্গুনিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের ভগ্নিপতি বাদী হয়ে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি রাঙ্গুনিয়াসহ সারাদেশে আলোড়ন ও চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত নিরীহ নারী এনজিওকর্মীকে প্রকাশ্যে দিবালোকে ছুরিকাঘাত করে নৃশংস হত্যাকান্ডে রাঙ্গুনিয়ার সাধারণ মানুষের পাশাপাশি তিন পার্বত্য জেলার পাহাড়ী আধিবাসী জনগোষ্ঠী হত্যা মামলার প্রধান আসামাীকে গ্রেফতারের জন্য অনেকগুলো মানববন্ধন করে।র‌্যাব নৃশংস হত্যাকান্ডের এজাহারনামীয় আসামী এনামুলকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী ও ছায়া তদন্তের এক পর্যায়ে গোপন সংবাদে সিলেট জেলার জৈন্তাপুর থানার আসামপুর এলাকায় আত্মগোপন থাকা অবস্থায় র‍্যাব আটক করে। জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে,সে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত এবং এজাহারনামীয় আসামী।৩ লাখ টাকা ঋনের ৩০ হাজার বাকি টাকার জন্য ৮ জন তার বোনের বাসায় যাবে। ভগ্নিপতি বিদেশে থাকে, তাই তার মান সম্মান যাবে এই ভেবে,পরিকল্পিতভাবে সে হাতে চাকু নিয়ে সন্ধায় প্রথমে চম্পাকে চাকু দেখিয়ে হুমকির একপর্যায়ে রাগান্বিত হয়ে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত করে। হত্যার পর পাহাড়ি বনে একরাত,রাঙামাটি,চট্টগ্রামের পতেঙ্গা, চকবাজার এলাকা,ঢাকার পোস্তাগালা এবং সর্বশেষ সিলেটের জৈন্তাপুরে দৈনিক ২০০ টাকা বেতনে হোটেলে কাজ নেয় যেখান হতে তাকে গ্রেফতার করা হয়। আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জাতীয়

সিএমপি ডিবি কর্তৃক মাদকসহ কারবারি আটক

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি সিএমপি ডিবি কর্তৃক মাদকসহ কারবারি আটক সিএমপি ডিবি (বন্দর ও পশ্চিম) বিভাগের টিম-৪২ কর্তৃক মহানগরীর আকবরশাহ থানাধীন এলাকায় ১৮০০ (এক হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জন গ্রেফতার। ৪এপ্রিল দুপুর ০১.১৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিটি গেইট সংলগ্ন চট্টগ্রাম হতে ঢাকাগামী মহাসড়কের সুজনা স্কয়ারনামীয় কমিউনিটি সেন্টারের সামনে পাকা রাস্তার উপর হতে ১৮০০ (এক হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামি মোঃশাহীন আলী (৩০)’কে আটক করা হয়। মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ (টিম-৪২) এর পুলিশ পরিদর্শক (নিঃ) রমিজ আহমদের নেতৃত্বে এস.আই/মোহাম্মদ আমির হোসেন ও এস আই কাজী মাছুমের রহমান এবং সঙ্গীয় এএসআই ও ফোর্সের সহযোগিতায় আসামীকে আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তি কক্সবাজার জেলা হতে কম দামে ইয়াবা ক্রয় করে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। ঘটনা সংক্রান্ত আকবরশাহ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

Scroll to Top