মার্চ ৩১, ২০২৩

জাতীয়

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ফ্যাটি লিভার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বিলেতের আয়না ডেক্স :- শ‌হিদুল ইসলাম, প্রতি‌নি‌ধিঃ সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ফ্যাটি লিভার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সিলেট শহরের জিন্দাবাজারে গ্র্যান্ড বুফে রেস্টুরেন্টে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) অনুষ্ঠিত হলো ফ্যাটি লিভার বিষয়ক একটি সেমিনার। সেমিনারটিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রতিষ্ঠাতা ডিভিশন প্রধান এবং জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। অধ্যাপক ডা. স্বপ্নীল তার বক্তব্যে ফ্যাটি লিভারের কারন, এ থেকে লিভারে ও পাশাপাশি শরীরে অন্যান্য জটিল রোগে আক্রান্ত হওয়ার আশংকা, ফ্যাটি লিভারের প্রতিকার ও চিকিৎসা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারটিতে সভাপতিত্ব করেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি স্বর্নলতা রায়। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি হাসিনা বেগম, ভারতের গৌহাটির মাসিক ব্যতিক্রম এর সম্পাদক ও ফ্রেন্ডস অফ বাংলাদেশ, আসাম চ্যাপ্টার এর সাধারণ সম্পাদক ডা. সৌমেন ভারতীয়া, সিলেট জেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক জনাব শামীম আহমেদ, সিলেট ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জনাব গুলজার আহমেদ প্রমুখ। উল্লেখ্য, অধ্যাপক স্বপ্নীল দীর্ঘদিন ধরেই বিভিন্ন আর্ন্তজাতিক সংস্থায় পেশাদারী দায়িত্ব পালন করে আসছেন। তিনি ইউরোএশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এবং সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের সাধারন সম্পাদক। পাশাপাশি তিনি এশিয়ান প্যাসেফিক এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের কার্যকরী কমিটিরও একজন সদস্য। অধ্যাপক স্বপ্নীল ইন্টারএকাডেমি পার্টনারশীপের স্টেম সেল গবেষণা সংক্রান্ত বিশেষ কমিটিরও অন্যতম সদস্য। হেপাটাইটিস বি ভাইরাসের ইমিউনথেরাপী সংক্রান্ত গবেষণায় অধ্যাপক স্বপ্নীল একজন পথিকৃত। তিনি ন্যাসভ্যাক নামক হেপাটাইটিস বি-এর থেরাপিউটিক ভ্যাকসিনটির যৌথ উদ্ভাবকদের একজন। ন্যাসভ্যাকের ফেইজ- ১, ২ ও ৩ ক্লিনিক্যাল ট্রায়ালের প্রধান গবেষক। এজন্য তিনি যৌথভাবে ২০১৯ সালে কিউবান একাডেমিক অব সাইন্সেস থেকে ‘প্রিমিও ন্যাশনাল’ পদকে ভূষিত হন। ২০২১ সালে বাংলাদেশ একাডেমি অব সাইন্সেস তাকে ‘বাস গোল্ড মেডেল এওয়্যার্ড’ প্রদান করেছে। বিভিন্ন বৈজ্ঞানিক জার্নালে তার তিন শতাধিক প্রকাশনা রয়েছে। এছাড়াও তিনি লিভার বিষয়ক ছয়টি আর্ন্তজাতিক টেক্সট ও রেফারেন্স বইয়ের এডিটর। পৃথিবীর একাধিক শীর্ষস্থানীয় লিভার বিষয়ক জার্নালের এডিটোরিয়াল বোর্ডেরও অন্যতম সদস্য অধ্যাপক স্বপ্নীল। উল্লেখ্য প্রতিষ্ঠার পর থেকেই জালালাবাদ লিভার ট্রাস্ট বৃহত্তর সিলেট অঞ্চলে লিভার রোগ বিষয়ক নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নানা ধরনের কল্যাণমূখী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সাম্প্রতিক বন্যার সময় সিলেট সদর, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিন সুরমা এবং সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাস্টের উদ্যোগে ও সহযোগীতায় একাধিক ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন ও বিনামূল্যে ওষুধ বিতরন করা হয়। এছাড়াও সেসময় সিলেট সদরের বিভিন্ন জায়গায় বন্যা পীড়িত মানুষের মধ্যে ট্রাস্টেও উদ্যোগে উপহার হিসেবে অত্যাবশ্যকীয় সামগ্রী বিতরন করা হয়েছিল। সাম্প্রতিক শৈত্যপ্রবাহের সময়ও সিলেট শহরে ট্রাস্টের পক্ষ থেকে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে কম্বল উপহার দেয়া হয়। পাশাপাশি ট্রাস্ট সিলেট মহানগর কমিউনিটি পুলিশ, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় ইমাম সমিতির সিলেট জেলা ও মহানগর শাখা, ইসকন, সিলেট স্টেশন ক্লাব, সিলেট চেম্বার অব কমার্স ইন্ড্রাট্রিজ, সিলেট জেলা প্রেস ক্লাব, সিলেট প্রেস ক্লাব, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন, নারায়ন হৃদালয় ব্যাঙ্গালুরুসহ বিভিন্ন সংগঠনের সাথে যৌথভাবে নিয়মিতভাবে লিভার রোগ বিষয়ক সচেতনতামূলক ও সেবামূলক অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে।

জাতীয়

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান কে কাশিমপুর কারাগারে।

বিলেতের আয়না ডেক্স :- প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান কে কাশিমপুর কারাগারে। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে। রমনা থানায় করা মামলায় বৃহস্পতিবার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে তাকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। গতকাল তাকে প্রিজন ভ্যানে করে কাশিমপুর কারাগারে নেয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে শামসুজ্জামানকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জেল সুপার মো. শাহজাহান আহমেদ গণমাধ্যমকে বলেন, দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কয়েকজন আসামিকে আমাদের এখানে আনা হয়েছে। এদের মধ্যে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানও রয়েছেন। গত বুধবার ভোর ৪টার দিকে সাভারের বাসা থেকে সিআইডি পরিচয়ে তুলে নেয়া হয় শামসুজ্জামানকে। যুবলীগের ঢাকা মহানগর উত্তরের ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সৈয়দ মো. গোলাম কিবরিয়া তেজগাঁও থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। রাতে মামলা হলেও বিষয়টি জানা যায় পরদিন দুপুরে। বৃহস্পতিবার তাকে রমনা থানায় করা আরেকটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে পাঠানো হয়।

জাতীয়

অসুস্থ ও বয়স্করা রোজা রাখতে না পারলে আল্লাহতায়ালা বিকল্প ব্যবস্থা দিয়েছেন ।

বিলেতের আয়না ডেক্স :- অসুস্থ ও বয়স্করা রোজা রাখতে না পারলে আল্লাহতায়ালা বিকল্প ব্যবস্থা দিয়েছেন । রমজান মাসে জ্ঞানসম্পন্ন, প্রাপ্তবয়স্ক সুস্থ ও সক্ষম সব মুমিন নারী-পুরুষের উপর রোজা পালন করা ফরজ। রমজানে রোজা ফরজ হওয়ার শর্তগুলো হলো- স্বাভাবিক জ্ঞানসম্পন্ন হওয়া, সাবালক হওয়া, সুস্থ ও সক্ষম হওয়া, নারীদের পবিত্র অবস্থায় থাকা, সফর বা ভ্রমণে না থাকা। পবিত্র কোরআনে আল্লাহ তা’আলা এরশাদ করেন, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তিই এ মাস পাবে সে যেন এ মাসে রোজা রাখে। (সুরা বাকারা : ১৮৫)। কিন্তু যারা অসুস্থতা বা বার্ধক্যের কারণে রমজানের রোজা আদায় করতে সক্ষম নয়, পরম করুণাময় বিধানদাতা আল্লাহ তাদের জন্য বিকল্প ব্যবস্থা দিয়েছেন। ইসলামের পরিভাষায় ফরজ বিধান শিথিলতার বিশেষ অবস্থাকে রুখসত বলা হয়। স্বাভাবিক অবস্থায় প্রাপ্তবয়স্ক সকল নর-নারীর উপর রোজা ফরজ হলেও বিশেষ কিছু ক্ষেত্রে এই বিধানে কিছু শিথিলতা রয়েছে। রমজান মাসে যাদের উপর এই রুখসত বা শিথিলতার বিধান রয়েছে তারা মোট পাঁচ শ্রেণির: ১. মুসাফির ২. অসুস্থ ৩. অতিবৃদ্ধ ৪. গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী ৫. হায়েজ ও নেফাসগ্রস্ত নারী। ১. সফররত ব্যক্তি সম্ভব হলে রোজা পালন করবে, এটাই উত্তম। আর কষ্ট হলে রোজা ভাঙতে পারবে। তবে এই রোজা পরে কাজা আদায় করতে হবে। প্রখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) কোনও এক রমজানে রোজা অবস্থায় মক্কার পথে যাত্রা করলেন। কাদিদ নামক স্থানে পৌঁছার পর তিনি রোজা ছেড়ে দিলে সবাই রোজা ছেড়ে দিলেন। (সহি বুখারী: হাদিস নং: ১৮২০)। এ প্রসঙ্গে বিখ্যাত সাহাবি আনাস বিন মালেক (রা.)-এর বর্ণিত ঘটনাটি প্রসিদ্ধ। তিনি বলেন, আল্লাহ তাআলা মুসাফিরের রোজা ও অর্ধেক নামাজ হ্রাস করে দিয়েছেন আর গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের রোজা (পরবর্তীতে কাজা করার শর্তে) মাফ করে দিয়েছেন। (সুনানে তিরমিজি, হাদিস : ৭১৫)। ২. অসুস্থ বা রোগীর রোজা রাখার দরুন অসুস্থ বেড়ে যাওয়া বা প্রাণনাশের আশংকা সৃষ্টি হলে রোজা ছেড়ে দিতে পারবে। রোগ থেকে দ্রুত আরোগ্য লাভ করে পরবর্তীতে রোজা রাখার সক্ষমতা ফিরে পেলে কাজা আদায় করতে হবে অন্যথায় ফিদইয়া দিতে হবে। উল্লেখ্য, সামান্য অসুখ, যেমন, মাথা ব্যথা, সর্দি, কাশি অনুরূপ কোনও সাধারণ অসুখের কারণে রোজা ভঙ্গ করা জায়েজ নয়। রোজা পালন করার দরুন রোগ বৃদ্ধি নিশ্চিত হলে অতি পরহেজগারি মনে করে রোজা পালন করা অনুচিত। এ অবস্থায় রোজা ভঙ্গ করা জরুরি। আল্লাহ তা’আলা বলেন, ‘তোমরা তোমাদের নিজেদের হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তোমাদের প্রতি অতিশয় দয়ালু।’ (সুরা নিসা : ২৯)। মৃত্যুমুখী বৃদ্ধলোক অথবা এমন রোগে আক্রান্ত হলে, যা থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, এমন অক্ষম ব্যক্তি প্রতিটি রোজার পরিবর্তে পৌনে দুই সের গম (ফিতরার পরিমাণ) অথবা তৎপরিমাণ মূল্য আদায় করবে। ইসলামের পরিভাষায় এটাকে ফিদয়া বলা হয়। (জাওয়াহিরুল ফিকহ : ১/২৯)। ৩. অতিবৃদ্ধ ব্যক্তি যিনি রোজা রাখতে অক্ষম এবং পরবর্তীতে রোজা কাজা করার সক্ষমতাও ফিরে পাওয়ার সম্ভবনা নেই এমতাবস্থায় এই ব্যক্তির প্রতিটি রোজার জন্য একটি সদকাতুল ফিতরের পরিমাণ সদকা আদায় করতে হবে। অতিবৃদ্ধ ব্যক্তির রোজার সকল বিধান অসুস্থ ও রোগীর অনুরূপ।

জাতীয়

ধর্মপাশায় “ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিলেতের আয়না ডেক্স :- ধর্মপাশা প্রতিনিধি ধর্মপাশায় “ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত “ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি একটি উন্নত দেশের নিয়ামক শক্তি” এ উপরোক্ত চিরন্তন উক্তিটিকে সামনে রেখেই ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো “সম্প্রীতি” নামে একটি মতবিনিময় সভা। গত বুধবার অনুষ্ঠিত উক্ত মত বিনিময় সভার প্রধান আলোচক ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট মুজিবুল হক মনি। প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, বর্তমান বাংলাদেশ বেশ কিছু উল্লেখযোগ্য ও দৃশ্যমান উন্নয়নের গর্বিত দাবিদার এবং তারই পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা, অর্থনৈতিক বৈষম্য, সাম্প্রদায়িক হানাহানি, রাজনৈতিক বিদ্বেষ, দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের মতো নানাবিধ সমস্যার সম্মুখীন। এমনি এক অনাকাঙ্খিত পরিস্থিতিতে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি একটি মুখ্য ভূমিকা রাখতে সক্ষম। তিনি বলেন একটি এলাকাতে সংঘটিত যে কোন অনভিপ্রেত ঘটনা মোকাবেলার ক্ষেত্রে শুধুমাত্র সরকার কিংবা প্রশাসনের দিকে আঙ্গুল তোলার আগে সমস্যাগুলোর কারণ চিহ্নিত করতে হবে। এসব সমস্যার সমাধানে চাই ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন। এমন কিছু সমস্যা আছে যেগুলো আপাতঃ দৃষ্টিতে মনে হয় খুবই জটিল এবং সমাধান অত্যন্ত দুরুহ কিন্তু ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের কাছে কোন সমস্যাই টিকে থাকতে পারে না। সামাজিক সম্প্রীতিকে প্রতিষ্ঠিত করতে হলে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করতে হয় এসব পদক্ষেপের মধ্যে একটি হল একটি এলাকার যুগে যুগে কিছু লোক তাদের কর্ম ও মেধা দিয়ে সমাজের প্রতি অবদান রেখে যান কিংবা একদিন তাদের জীবনাবসান হয়। ঐসব ব্যক্তিদের জীবদ্দশায় কিংবা মরণোত্তর তাদের অবদানের কোন স্বীকৃতি পান না। এটি কখনো একটি সভ্য সমাজের পরিচায়ক হতে পারে না। সেসব লোকদেরকে এবং তাদের অবদানকে স্মরণ না করে পরবর্তী প্রজন্মের কাছে তাদের পরিচয় তুলে না ধরে আমরা হীনমন্যতার পরিচয় দিতে পারি না। আমরা একবারও ভাবি না যে এমনটি হতে থাকলে আমরাও একদিন আমাদের অনাগত প্রজন্মের কাছে বিস্মৃত হয়ে যাব। তিনি বলেন একজন লোকের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিচয় যেন সমাজে বিভাজন, বিভক্তি কিংবা বিদ্বেষের কারণ না হতে পারে। এজন্য প্রতিটি সমাজ সচেতন প্রগতিমনা মানুষকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। ‘সম্প্রীতি’ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষয়িত্রী, ব্যবসায়ী, পেশাজীবী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। উল্লেখযোগ্য সংখ্যক নারীদের সরব উপস্থিতি এবং তাদের মূল্যবান বক্তব্য সভার উদ্দেশ্যকে সাফল্যমন্ডিত করেছে। সম্প্রীতি মতবিনিময় সভার সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব সোহান আহমেদ, দপ্তর সম্পাদক, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাব। সভায় বক্তব্য রাখেন ওয়াজেদা আক্তার, শফিকুল ইসলাম, মোছাঃ বুলবুল আক্তার চৌধুরী, সমরজিৎ রায় উদয়, কাজী মোজাম্মেল হক, সুশীল সরকার, নিয়তি রানী তালুকদার, শামসুল হক পুরকায়স্থ, আব্দুর রাজ্জাক, মুশফিকুল হক চৌধুরী সোহাগ, মিজানুর রহমান চৌধুরী, মোহাম্মদ সালাউদ্দিন সাগর, কামরুন নাহার, জুনু রানী, রুমা চৌধুরী, স্বপ্না তালুকদার, কাজী আফরোজা হক, কাজী ফারজানা হক, সোনিয়া আক্তার, আক্তার জাহান, নাজমা আক্তার, আসমা আক্তার, মাসুমা আক্তার চৌধুরী শাহিন, তানিয়া সুলতানা রুমি, শামীমা সুলতানা শ্যামা, মাহমুদা আক্তার রুনু, রাশেদা আক্তার ডলি, সেলিনা জাহান, দ্বীন ইসলাম, সুমনা আক্তার, আবুল কালাম, জাহিদ হাসান, প্রমুখ। সম্প্রীতি মতবিনিময় সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে “সম্প্রীতি” নামে একটি সামাজিক সংগঠন গড়ার লক্ষ্যে একটি আহবায়ক কমিটির গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জাতীয়

চন্দনাইশ-দোহাজারী তদন্ত কেন্দ্রের বিট পুলিশিং সভা

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্দ মাসুদ বিশেষ প্রতিনিধি চন্দনাইশ-দোহাজারী তদন্ত কেন্দ্রের বিট পুলিশিং সভা চন্দনাইশ দোহাজারী তদন্ত কেন্দ্রের উদ্যোগে বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি এ স্লোগান নিয়ে বিট পুলিশিং সভা সমাবেশ অনুষ্ঠিত হয়। ৩১মার্চ (শুক্রবার) বিকেলে দোহাজারী পৌরসভা হাজারী টাওয়ারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সহকারী পুলিশ সুপার (সার্কেল) কামরুল ইসলাম বলেছেন,রমজানের পবিত্রতা রক্ষার্থে সমাজে মাদক,অসাধু ব্যবসায়ী,অসামাজিক কার্যকলাপ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ব্যবসায়ীদের অধিক মুনাফা না করে দ্রব্যমূল্য হিস্তিশীল রেখে মূল্য তালিকা প্রদর্শিত করে ব্যবসা পরিচালনার আহবায়ন জানান। মাদাকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদকসেবী মাদক ব্যবসায়ীদের বয়কট করা, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারী সড়ক জানজট মুক্ত রাখতে সকলকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান, চন্দনাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) কামরুল ইসলাম। সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ’র সঞ্চলনায় আলোচনায় অংশ নেন, ট্রাফিক ইনসার্জ কবির উদ্দিন সরকার, দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিল্লাল হোসেন, এ এস আই নুর নবী, এ এস আই আলাউদ্দিন, পৌরসভা আ’লীগের সভাপতি আবদুল শুক্কুর,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এম বাবর আলী ইনু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী, দোহাজারী হাজারী শপিং’র সভাপতি লোকমান হাকিম, সাধারণ সম্পাদক মুহিম বাদশা, যুবলীগ নেতা ওসমান আলী ভুট্টো, কবি জাহাঙ্গীর, মেম্বার যথাক্রমে জামাল উদ্দিন, শাহ আলম, ব্যবসাসীয় নেতা যথাক্রমে, ওসমান গণী, মো. মামুনুল ইসলাম, মো. পেঠান সও. মো. আলমগীর, বন্ধন বড়ুয়া, নুর মোহাম্মদ, বাদশা, জাফর আলী, দেলোয়ার, মোবারক হোসেন, মো. জসিম, মো. ইদ্রিসসহ ব্যবসায়ী জনপ্রতিনিধি ও বিট পুলিশিং নেতৃবৃন্দ। সমাবেশে দোহাজারী পৌরসভার বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জাতীয়

সমান্য টাকার জেরে বিক্রেতা-ক্রেতা কর্তৃক খুন

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি সমান্য টাকার জেরে বিক্রেতা-ক্রেতা কর্তৃক খুন চট্টগ্রাম খাগড়াছড়ির দিঘিনালায় সমান্য পাওনা টাকার বকেয়ার জেরে বিক্রেতা ক্রেতা কর্তৃক আঘাতে খুন হয়। নিহত শহিদুল ইসলাম হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ হাসান প্রকাশ মহসিন (৪০)’কে চট্টগ্রাম মহানগরীর বন্দর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম। ৩০ মার্চ সন্ধ্যা ৭টায় অভিযানে গোপন সংবাদে বন্দর এলাকায় অবস্থান কালে আসামী মোঃ হাসান,কে আটক করে। র‍্যাব সূত্রে জানা যায়,নিহত ভিকটিম শহিদুল ইসলাম দিঘিনালা থানাধীন জামতলী এলাকায় বসবাসকালে ২০২১ সালে আসামী হাসান মহসিন কাছে চাল বিক্রির ৩,০০০টাকা বিভিন্ন তালবাহানা করে পরিশোধ না করলে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া ও কথা কাটাকাটি হতো। গত ০৩ জানুয়ারি-২২ইং মহসিন টাকা দিতে অস্বীকার করে। এ নিয়ে কাটাকাটি এবং হাতাহাতি হয়। এক পর্যায়ে মহসিন এবং তার ভাই ভিকটিমের উপর ক্ষিপ্ত হয়ে ভিকটিমের নাকে ও মুখে কিল, ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ভিকটিম ভাই লোকজনের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ৫ জানুয়ারি মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে দীঘিনালা থানায় ২জনকে আসামী করে (নং- ০১,তাং-০৮ মার্চ-২২ইং) মামলা করে। মালার আসামীরা গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে খাগড়াছড়ি হতে পালিয়ে চট্টগ্রাম মহানগরীর বন্দর এলাকায় অবস্থান করছে। র‌্যাব-৭,গোপন সংবাদে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এজাহারনামীয় প্রধান আসামী,কে আভিযানিক দল আটক করে। জিজ্ঞাসাবাদে আসামীর স্বীকার করে,সে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত এবং ওয়ারেন্টভুক্ত এজাহারনামীয় প্রধান আসামী এ সংক্রান্তে আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জাতীয়

ব্রিটেনে তীব্র খাদ্য সংকটের আশঙ্কা।

বিলেতের আয়না ডেক্স :- ব্রিটেনে তীব্র খাদ্য সংকটের আশঙ্কা। ১৯৭৭ সালের পর এবারই প্রথম যুক্তরাজ্যে খাদ্যপণ্যের দাম সবচেয়ে আকাশচুম্বী হয়েছে। ক্রমবর্ধমান ব্যয় আর অপ্রত্যাশিত আবহাওয়া দেশটির অভ্যন্তরীণ উৎপাদনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যে কারণে দেশটিতে খাদ্য ঘাটতি তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আমদানি ব্যাহত হওয়ায় ব্রিটেনের নাগরিকরা তাজা সবজির ঘাটতির মুখোমুখিও হতে পারেন বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। উত্তর আফ্রিকায় ফসলের উৎপাদনে ব্যাঘাত ঘটায় ব্রিটেনে খাদ্যশস্য ও সবজি সরবরাহ কমে গেছে। গত কয়েক সপ্তাহে ব্রিটিশ ক্রেতারা টমেটো, শসা এবং মরিচের ঘাটতির মুখোমুখি হয়েছেন। যুক্তরাজ্যের কর অফিসের পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৩ সালের জানুয়ারিতে ২ লাখ ৬৬ হাজার ২৭৩ টন সবজি আমদানি করেছে ব্রিটেন; যা ২০১০ সালের পর যেকোনও জানুয়ারি মাসের আমদানির হিসেবে সবচেয়ে কম ছিল। যদিও দেশটির জনসংখ্যা এখনকার তুলনায় সেই সময় প্রায় ৭ শতাংশ কম ছিল। চলতি বছর যুক্তরাজ্যে সালাদের বিভিন্ন ধরনের উপাদানের উৎপাদন রেকর্ড সর্বনিম্নে নামতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। ব্যয়বহুল জ্বালানির কারণে ব্রিটিশ উৎপাদকরা গ্রিনহাউসে ফসল রোপণে বাধা পাওয়ায় উৎপাদন হ্রাস হওয়ার এই শঙ্কা দেখা দিয়েছে। চলমান এই কঠিন পরিস্থিতি ব্রিটেনে খাদ্য মূল্যস্ফীতিকে এমন এক স্তরে ঠেলে দিতে সহায়তা করেছে; যা গত প্রায় ৫০ বছরেও দেশটিতে দেখা যায়নি। মঙ্গলবার বাজার গবেষক কান্তারের শিল্প তথ্য-উপাত্তে দেখা যায়, যুক্তরাজ্যে গত চার সপ্তাহের মধ্যে মুদিপণ্যের মূল্যস্ফীতি রেকর্ড সাড়ে ১৭ শতাংশে পৌঁছেছে। মূল্যস্ফীতির এই রেকর্ড দেশটির নীতিনির্ধারকদের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গ্রাহকরা বেশি খরচ করতে পারবেন না জেনে যুক্তরাজ্যের অনেক খুচরা খাদ্য বিক্রেতা এখন দোকানের জন্য কম পরিমাণে মালামাল ক্রয় করছেন। যা তাদের লাভের ওপর আঘাত হানছে। ব্রিটিশ গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ওয়ার্ড বলেছেন, ব্রিটেনের তাজা খাদ্য উৎপাদকদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, উৎপাদকরা কতক্ষণ পর্যন্ত লোকসানে পণ্য উৎপাদন চালিয়ে যেতে পারেন, তার একটি সীমা রয়েছে। গ্রীষ্মকালীন খরা এবং শীতের তুষারপাতের কারণে দেশটির কৃষক, কৃষক ইউনিয়ন এবং দোকানের মালিকরা সামনে আরও ঘাটতি দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন। তবে শিগগিরই লিক, ফুলকপি এবং গাজরসহ বাসা-বাড়িতে উৎপাদিত অন্যান্য ফসল উঠবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাজ্য সাধারণত মার্চ মাসে চাহিদার প্রায় ৯৫ শতাংশ টমেটো আমদানি করে। তবে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই আমদানির পরিমাণ ৪০ শতাংশে নেমে আসে। গত বছর দেশটির সুপারমার্কেটগুলো রেশনিং পদ্ধতিতে ডিম বিক্রি করতে বাধ্য হওয়ার পর এবছর খাদ্য ঘাটতির এই সতর্কবার্তা দেওয়া হলো। ব্রিটেনের আপেল ও নাশপাতি চাষীরাও বলেছেন, বাগান রক্ষণাবেক্ষণের অভাবে পর্যাপ্ত গাছ লাগানো যাচ্ছে না। যদিও দেশটির সরকার ও সুপারমার্কেটগুলো বলেছে, তারা সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে আত্মবিশ্বাসী। তবে সালাদ সংকট ব্রিটেনের তাজা পণ্য শিল্পের অনিশ্চিত অবস্থার কথা তুলে ধরছে। দেশটির কৃষকদের সংগঠন লি ভ্যালি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন। এই সংগঠনের সদস্যরা ব্রিটেনের শসা ও মিষ্টি মরিচের ফসলের প্রায় তিন-চতুর্থাংশ উৎপাদন করে। সংগঠনটির সেক্রেটারি লি স্টিলস বলেছেন, মার্চ মাস নাগাদ দেশের প্রায় অর্ধেক এলাকায় রোপণ করা যায়নি। লি ভ্যালি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের প্রায় ১০ শতাংশ সদস্য গত বছর তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। সূত্র : রয়টার্স।

জাতীয়

বাংলাদেশে সাংবাদিক হয়রানি ও আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রসহ ১২টি দেশ উদ্বেগ জানিয়েছে।

বিলেতের আয়না ডেক্স :- বাংলাদেশে সাংবাদিক হয়রানি ও আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রসহ ১২টি দেশ উদ্বেগ জানিয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি), বাংলাদেশের পক্ষে ওই ১২টি দেশের ঢাকা মিশন এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানায়। ওই যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের (এমএফসি) নিম্নস্বাক্ষরকারী সদস্য দেশগুলো সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের সাম্প্রতিক ঘটনার বিষয়ে উদ্বিগ্ন। ’ এর মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের নির্বাচনের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের ওপর সহিংসতা, আল-জাজিরার লন্ডনভিত্তিক সাংবাদিকের ভাইয়ের ওপর হামলা, ঢাকা ট্রিবিউনের আলোকচিত্র সাংবাদিকের ওপর হামলা এবং সম্প্রতি প্রথম আলোর সাংবাদিক আটকের খবর। আমরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে প্রতিটি ঘটনা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের অনুরোধ জানাচ্ছি। ’ বিবৃতিতে স্বাক্ষর করা দেশগুলো হচ্ছে- অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

জাতীয়

আগামী ৫ই এপ্রিল থেকে মেট্রোরেল চলবে।

বিলেতের আয়না ডেক্স :- আগামী ৫ই এপ্রিল থেকে মেট্রোরেল চলবে। আগামী এপ্রিল মাস থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে মেট্রোরেল। জানা গেছে, ৫ এপ্রিল থেকে সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল। যেখানে এখন মেট্রোরেল চলাচল করছে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিমটিসিএল) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে ডিমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের সবকয়টি (নয়টি) স্টেশন চলতি মাসে চালু হয়ে যাবে। তিনি বলেন, এছাড়া চলতি বছরের জুলাই থেকে পুরোদমে শুরু হবে মেট্রোরেল চলাচল। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ট্রেন।

জাতীয়

জেসমিনের মৃত্যু :- র‌্যাব-৫ এর ১১ সদস্য ক্লোজড।

বিলেতের আয়না ডেক্স :- জেসমিনের মৃত্যু :- র‌্যাব-৫ এর ১১ সদস্য ক্লোজড। নওগাঁয় র‌্যাবের হাতে আটক হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় র‌্যাব-৫ এর ১১ সদস্যকে ক্লোজ করা হয়েছে। তাদের ঢাকায় সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। কমান্ডার খন্দকার আল মঈন জানান, এ ঘটনা তদন্তে র‌্যাবের একটি দল রাজশাহীতে রয়েছে। তদন্তের স্বার্থে নওগাঁ থেকে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করতেন। ২২ মার্চ সকালে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব। আটক অবস্থায় র‌্যাব সুলতানা জেসমিনকে প্রথমে নওগাঁ সদর হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে তাকে র‌্যাব পাহারায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ২৪ মার্চ তিনি মারা যান। অন্যদিকে, ২৩ মার্চ রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক (স্থানীয় সরকার) মো. এনামুল হক জেসমিন সুলতানার বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মামলা করেন। এ ঘটনায় জেসমিন সুলতানার কথিত সহযোগী আল আমিনকে বুধবার (২৯ মার্চ) ঢাকা থেকে আটক করে র‌্যাব। জেসমিন সুলতানার পরিবারের সদস্যরা এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন। আইন ও সালিশ কেন্দ্রও (আসক) একই দাবি জানিয়েছেন।

Scroll to Top