মার্চ ৩০, ২০২৩

জাতীয়

৩ ডাকাতক অস্ত্রসহ আটক-সিএমপি বাকলিয়া থানা

হাওয়া টিভি ডেক্স :- মোহামদ মাসুদ বিশেষ প্রতিনিধি ৩ ডাকাতক অস্ত্রসহ আটক-সিএমপি বাকলিয়া থানা চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ ০৩ (তিন) জন ডাকাত গ্রেফতার করলেন বাকলিয়ার চৌকস টিম। ৩০মার্চ (বৃহস্পতিবার) রাত ০৩:১৫ টায় বাকলিয়া থানা এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১। মোঃ কাউসার হোসেন (২৬), ২। মোঃ নয়ন হোসেন হৃদয় (২৭) ও ৩। মোঃ মনির (২১)কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নোবেল চাকমা, পিপিএম এবং সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন) মোঃ শহীদুল ইসলাম তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ, বাকলিয়া থানা মোহাম্মদ আবদুর রহিমের নেতৃত্বে মামলার বাদি এসআই (নিঃ) মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরী এবং স্পেশাল-নৈশ ডিউটিতে নিয়োজিত এসআই (নিরস্ত্র) ইসমিট চাকমা ও এএসআই (নিঃ) লুৎফর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদক ও ছিনতাই প্রতিরোধের ডিউটি পরিচালনা করাকালে আসামিদের অস্ত্রসহ আটক করে। গ্রেফতার কালে তাদের হেফাজত হতে ক) ১ট দেশীয় তৈরি একনলা বন্দুক ও ০২টি কার্তুজ, খ) ০১টি স্টিলের টিপ ছোরা, গ) ০১টি প্লাস্টিকের হাতলযুক্ত চাইনিজ কুড়ালসহ ০১ (এক) টি প্লাস্টিকের বাজারের ব্যাগ উদ্ধার করে আইনানুগভাবে জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের উল্লিখিত নাম-ঠিকানা প্রকাশ করে এবং তাদের সাথে থাকা পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা ৫/৬ জন আসামিদের সাথে ঘটনাস্থলসহ রসুলবাগ আবাসিক এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণের উদ্দেশ্যে সমবেত হয়েছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় ১৮ টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

জাতীয়

যানজট নিরসনে একগুচ্ছ পরামর্শ-সুজন

হাওয়া টিভি ডেক্স :- মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি যানজট নিরসনে একগুচ্ছ পরামর্শ-সুজন চট্টগ্রাম নগরীর যানজট নিরসনে একগুচ্ছ পরামর্শ দিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ ২০২৩ইং) এক প্রেস বিজ্ঞপ্তিতে যানজট নিরসনে এ পরামর্শ দেন সুজন। এসময় সুজন বলেন চট্টগ্রাম নগরীর গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ নগরীকে দক্ষিণ এশিয়ার একটি শ্রেষ্ঠ যোগাযোগ কেন্দ্রে পরিণত করতে মাননীয় প্রধানমন্ত্রী দিনের পর দিন ধরে চট্টগ্রামকে নিজের মতো করে সাজিয়ে তুলছেন। বৃহৎ বৃহৎ প্রকল্প অনুমোদনের মধ্য দিয়ে অতি অল্প সময়ের মধ্যে চট্টগ্রামের গুরুত্ব সারা দেশে ছড়িয়ে পড়বে। তাই চট্টগ্রামকে নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন আছে বলে মনে করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক এই প্রশাসক। বিশেষ করে নগরীর আভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো প্রয়োজন বলে মনে করেন তিনি। কারণ চট্টগ্রাম শহরটি যদি যানজটে ঘন্টার পর ঘন্টা নিমজ্জিত থাকে সেক্ষেত্রে সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড ম্রিয়মাণ হবে বলেও মত সুজনের। তাই এ নগরীর যানজট নিরসনে একগুচ্ছ পরামর্শ দিলেন তিনি। এক্ষেত্রে প্রথমত- নগরীর সকল প্রবেশ মুখকে অলস গাড়ির জটলা থেকে মুক্ত করতে হবে। কেননা দেখা যাচ্ছে যে নগরীর সকল প্রবেশ মুখসমূহ বিভিন্ন বাস মালিকদের অলিখিত স্ট্যান্ডে পরিণত হয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত অবধি এসব প্রবেশ মুখের রাস্তার অর্ধেকাংশ বিভিন্ন বাসের দখলে থাকে। এতে করে ঐসব এলাকাগুলো যানজটের মূল কেন্দ্রে পরিণত হয় এবং পরবর্তীতে ঐ এলাকার যানজটসমূহ পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। তাই নগরীর যানজট নিরসনে সকল প্রবেশ মুখকে অলস গাড়ির জটলা থেকে মুক্ত করার উপর প্রয়োজনীয়তা আরোপ করেন তিনি। দ্বিতীয়ত- নগরীর সকল গুরুত্বপূর্ণ মোড়সমূহ যেমন- একেখান মোড়, অলংকার মোড়, সিইপিজেড মোড়, জিইসি মোড়, ২নং গেইট, মুরাদপুর, বহদ্দারহাট, কাপ্তাই রাস্তার মাথা, চকবাজার মোড়, নতুন ব্রীজ মোড় ও কোতোয়ালী মোড়সমূহে কোন গাড়িকে দাড়াতে না দিয়ে যানজটমুক্ত রাখা গেলে এর সুফল সারা শহরে ছড়িয়ে পড়বে। আর মোড়গুলো যদি যানজটমুক্ত রাখা যায় তাহলে যানজটও অনেকাংশে কমে আসবে। তাছাড়া এসব মোড়গুলোতে রিক্সা, সিএনজি, মোটরসাইকেলসহ অন্যান্য ছোট যানবাহনগুলো যাত্রী নেওয়ার জন্য এলোপাথাড়িভাবে দাঁড়িয়ে থাকে। এতে করে রাস্তার অর্ধেকাংশ তারা দখল করে নেয়। তাই এসব যানবাহনগুলোকে শৃংখলার সাথে দাঁড় করানো গেলে মোড় ভিত্তিক যানজট অনেকাংশে কমে আসবে বলেও মত প্রকাশ করেন সুজন। তৃতীয়ত- বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গণপরিবহন ছাড়া নগরীতে চলাচলরত অন্যান্য ভারী যানবাহনসমূহের চলাচল নিয়ন্ত্রণ করা। এতে করে রোজাদারগণ নিশ্চিন্তে নির্দিষ্ট সময়ে নিজ নিজ বাসায় গিয়ে ইফতার এবং তারাবী’র কার্যাদি সম্পন্ন করতে পারবেন। চতুর্থত- ১৫ রমজানের পর থেকে বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত গণপরিবহন ছাড়া সকল প্রকার ভারী যানবাহন চলাচলে নিরুৎসাহিত করতে হবে। এসময় নগরী থেকে কোন প্রকার ভারী যানবাহন বাহিরে বের হবে না। শুধুমাত্র নগরীর বাহিরে থেকে পণ্য ভর্তি কোন যানবাহন আসলে তাদের প্রবেশাধিকার থাকবে। আর নগরী থেকে যে সমস্ত ভারী যানবাহন নগরীর বাহিরে বের হবেন তারা রাত ১০টার পর বের হতে পারবেন। এভাবে যদি পরিকল্পনা করে এগিয়ে যাওয়া যায় তাহলে ঈদ শপিং কেন্দ্রিক যানজট অনেকাংশে নিয়ন্ত্রণ করা যাবে এবং নগরবাসীও নিশ্চিন্ত মনে তাদের প্রয়োজনীয় কার্যাদি সম্পাদন করতে পারবেন। তাই জনগুরুত্বসম্পন্ন এসব পরামর্শগুলোকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে নগরবাসী স্বস্তিতে রমজান, ইফতার, তারাবী এবং শপিং এর মতো প্রয়োজনীয়ও কাজগুলো নির্বিঘ্নে সম্পন্ন করতে পারবেন। তবে পুলিশকে যেহেতু রমজানে আইনশৃংখলা পরিস্থিতির উপর অতিরিক্ত নজর রাখতে হয় তাছাড়া তাদের লোকবলেরও সংকট আছে বিধায় সেক্ষেত্রে বিএনসিসি কিংবা স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা নিয়ে এ শহরকে একটি যানজটমুক্ত নগরীতে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন নগর আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

জাতীয়

বন্ধুর স্ত্রী গৃহবধু ধর্ষণকারী আসামি আটক-র‍্যাব-৭

হাওয়া টিভি ডেক্স :- মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি বন্ধুর স্ত্রী গৃহবধু ধর্ষণকারী আসামি আটক-র‍্যাব-৭ প্রতিবেশী হয়ে স্বামীর সাথে বন্ধুত্ব সুসম্পর্ক করে। পরিকল্পিত সুকৌশলে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ। চট্টগ্রামের রাউজানে গৃহবধু ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ রুবেল (৩৭)’কে নগরীর চাঁদগাও এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম। ২৯ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় অভিযানে মহানগরীর চাঁন্দগাঁও থানাধীন সিএন্ডবি এলাকা হতে আসামী মোঃ রুবেল কে গ্রেফতার করতে সক্ষম হয়। র‍্যাব সূত্রে জানা যায়,ধর্ষিতা ভিকটিম রাউজান এলাকায় স্বামী ও ২সন্তান নিয়ে বসবাসকালে প্রতিবেশী মোঃ রুবেল এর সাথে ভিকটিমের স্বামীর সুসম্পর্ক সুবাধে রুবেল প্রায়ই ভিকটিমদের বাড়িতে আসা যাওয়া করত। গত ৫ফেব্রুয়ারি সকালে ভিকটিমের স্বামী কর্মস্থলে গেলে সেই সুযোগে ভিকটিমকে বাড়িতে একা পেয়ে পূর্ব পরিকল্পিত রুবেল তার ৩জন সহযোগীর সহায়তায় ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে রুবেল তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। পরে স্বামী বাড়িতে এসে তার সন্তানদের নিকট জানতে পারেন তার স্ত্রীকে রুবেল এবং তার সহযোগীরা জোরপূর্বক অপহরণসহ তার ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারও নিয়ে গেছে। স্বামী বাদী হয়ে রাউজান থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন যার মামলা নং-০৭/৪৫ তাং-৯মার্চ- ২ইং এবং র‌্যাব-৭,কে বিষয়টি অবহিত করেন। বিষয়টি মানবিকতার সাথে গ্রহণ করতঃ ধর্ষণ মামলার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরধারীর ধারাবাহিকতায় আত্মগোপনে থাকা আসামী মোঃ রুবেল কে আটক করে। এবং জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে,সে উক্ত ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামী এবং উক্ত ঘটনার সাথে সরাসরি সম্পৃত্ত ছিল। আটক আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জাতীয়

চোরাই মালসহ চোরাকারবারী আটক-র‍্যাব-৭

হাওয়া টিভি ডেক্স :- মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি চোরাই মালসহ চোরাকারবারী আটক-র‍্যাব-৭ র‌্যাব-৭ চট্টগ্রাম কর্তৃক অভিযানে ফেনী থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চোরাই কাপড়সহ একজন চোরাকারবারীকে আটক করেছে। এবং চোরাকারবারে ব্যবহৃত একটি পিকআপ জব্দ। ২৯ মার্চ সকাল ৯টায় অভিযানে ১টি পিকআপসহ আসামী মোঃ শামীম সাগর (২৩)কে আটক করে। র‌্যাব সূত্রে জানা যায়,গোপন সংবাদের সীমান্তবর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন ধরনের চোরাইকৃত ভারতীয় কাপড় একটি পিকআপ যোগে বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন ঘোনার বাড়ী এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে মালা মানুষসহ আসামিকে নাটক করে। পিকআপ তল্লাশীতে ৯টি পাটের তৈরি চটের বস্তায় বিভিন্ন ব্র্যান্ডের ৬৪৭ পিস চোরাই ভারতীয় শাড়ি জব্দসহ আসামীকে গ্রেফতার করা হয় এবং চোরাকারবারে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। জিজ্ঞাসাবাদে জানা যায় যে,সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে সীমান্তবর্তী দেশ ভারত হতে অবৈধ উপায়ে চোরাইকৃত ভারতীয় শাড়ি কাপড় সংগ্রহ পূর্বক ঢাকা, চট্টগ্রাম জেলাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জাতীয়

পবিত্র রমজান উপলক্ষে ইসলামী ব‍্যাংক রাউজান শাখার আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিলেতের আয়না ডেক্স :- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি পবিত্র রমজান উপলক্ষে ইসলামী ব‍্যাংক রাউজান শাখার আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে দেশব‍্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ব‍্যাংক রাউজান শাখার ব‍্যবস্থাপনায় আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০মার্চ বৃহস্পতিবার বিকেলে রাউজান ফকিরহাটস্থ ইসলামী ব‍্যাংক রাউজান শাখা প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথিছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। রাউজান শাখার এভিপি ও শাখা প্রধান এ এস এম নঈমুদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, সাংবাদিক এম এ হাশেম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গনি রানা। ব‍্যাংক কর্মকর্তা সাইফুদ্দিন মোহাম্মদ মানিকের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কদলপুর হামিদিয়া কামিল মাদ্রাসার অধ‍্যক্ষ হাফেজ মাওলানা আবু জাফর সিদ্দিকী, রাউজান এমদাদুল ইসলাম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ জুবায়ের বাবু নগরী, রাউজান সায়‍্যিদুশ শুহাদা মাদ্রাসার মুদাররিছ মাওলানা মোহাম্মদ আহমদুর রহমান,গর্জনিয়া ফাযিলসমাদ্রাসার মুদাররিছ মাওলানা মোহাম্মদ নাছির উদ্দিন। এছাড়াও এসময় ইসলামী ব‍্যাংক রাউজান শাখার কর্মকর্তাবৃন্দ, ব‍্যবসায়ীবৃন্দ, সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব‍্যাংক গ্রাহকগন উপস্থিত ছিলেন।

জাতীয়

দাকোপে কারিতাসের সচেতনতা মূলক তথ্য সহভাগিতা ক্যাম্পেইন

বিলেতের আয়না ডেক্স :- মনিরুল ইসলাম মনি খুলনা ব্যুরো প্রধান দাকোপে কারিতাসের সচেতনতা মূলক তথ্য সহভাগিতা ক্যাম্পেইন ২৯ মার্চ বুধবার দাকোপ উপজেলার বি আর বি ডি মিলনায়তনে কারিতাস খুলনা অঞ্চলের আওতাধীন ডিআরআর- সিসিএ প্রকল্পের উদ্দোগ্যে সরকারি বিভিন্ন দপ্তরের অংশগ্রহণে সচেতনতা মূলক তথ্য সহভাগিতা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে সাধারণ জনগণের জীবন মান উন্নয়নের জন্য সরকারের যে সকল সেবা সমূহ রয়েছে তা সহভাগিতা করা, কোন পর্যায়ের ব্যক্তি এই সেবা সুবিধা পেতে পারে এবং সেবা সমূহ পাবার প্রক্রিয়ার বিষয়ে সঠিক তথ্য অবগত করা যাতে করে প্রকৃত এবং অসহায় ব্যক্তিরা সেবা পেতে পারে। সরকারি বিভিন্ন দপ্তর সমূহ, বেসরকারী সেবাপ্রদানকারি সংস্থা, এবং সাধারণ জনগণের অংশগ্রহণের মাধ্যমে সেবা প্রদানকারী এবং সেবা গ্রহণকারীর মধ্যকার তথ্যের আদান-প্রদান সহজতর করার উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বঙ্কিম কুমার মন্ডল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, মিসেস সুরাইয়া সিদ্দিকা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, প্রজিত রায়, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, জনাব শেখ আব্দুল কাদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃ মিজানুর রহমান সহকারি, সমাবায় কর্মকর্তা বাদল কৃষ্ণ সহকারি মৎস্য কর্মকর্তা, দিপক রঞ্জণ মন্ডল, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা । এছাড়াও উপস্থিত ছিলেন আলবিনো নাথ, কর্মসূচী কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা সেক্টর, কারিতাস খুলনা অঞ্চল, বেসরকারী সেবাপ্রদানকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন এবং দলিত এর প্রতিনিধি, লাউডোব ও বানিশান্তা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, ইউপি মেম্বারগণসহ ইউনিয়নের সম্ভাব্য সুবিধাভোগী।

জাতীয়

ডিজিটাল-আইনে সাংবাদিক লাভলু’র মামলা প্রত্যাহার-বিএসএরএফ ও ‘র‍্যাক’

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি- ডিজিটাল-আইনে সাংবাদিক লাভলু’র মামলা প্রত্যাহার-বিএসএরএফ ও ‘র‍্যাক’ চট্টগ্রামে যুগান্তরের বিশেষ প্রতিনিধি,রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‍্যাক) সদস্য মাহবুবুল আলমলা লাভলুর বিরুদ্ধে মামলা প্রত্যাহার চায় বিএসএরএফ ও ‘র‍্যাক’।ডিজিটাল নিরাপত্তা আইনে লাবলুর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন ও বিএসএরএফ। এর আগে তিনি দৈনিক জনকণ্ঠ,সমকাল,মা নবজমিন,যায় যায় দিন,বৈশাখী টেলিভিশন ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনে কাজ করেছেন। আজ বৃহস্পতিবার (৩০মার্চ) র‌্যাকের সভাপতি আহম্মদ ফয়েজ ও সাধারণ সম্পাদক জেমসন মাহবুব এক বিবৃতিতে এই নিন্দা জানান। একই সঙ্গে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাবলুর নামে ন্যাক্কারজনক ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার ও এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। পাশাপাশি প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও প্রতিবেদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। ওই বিবৃতিতে র‍্যাক ও বিএসএরএফ নেতারা বলেন, সাংবাদিকদের ওপর উদ্দেশ্য প্রণোদিত এ ধরনের মামলা সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপর ভয়াবহ হুমকি স্বরূপ। স্বাধীন সাংবাদিকতা ওপর এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়; তাই অনতিবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো এ কালাকানুন বিলুপ্ত করে সাংবাদিক মাহবুবল আলম লাবলুকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়। গত ১৪ মার্চ ‘দুবাই ফেরত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বাবর বাহিনীর দাপট, শাহ আলম সিন্ডিকেটের হাতে জিম্মি রেল’ শিরোনামে দৈনিক যুগান্তরে একটি প্রতিবেদন প্রকাশের প্রেক্ষিতে তার বিরুদ্ধে গতকাল (২৯ মার্চ) বুধবার সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামে মামলাটি দায়ের করেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থবিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর। একই বিবৃতিতে সংবাদ প্রকাশের জেরে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের ও প্রতিবেদক শামসুজ্জামানকে মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিএসএরএফ ও র‍্যাক। ডিজিটাল নিরাপত্তা আইনের ভয়াবহ ব্যবহার স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হয়ে উঠেছে। অনতিবিলম্বে নিবর্তনমূলক এই আইনটি বাতিল ও প্রথম আলো সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি জানায় র‌্যাক ও বিএসএরএফ। বিবৃতিতে বলা হয়, সংবাদপত্রে প্রকাশিত কোন সংবাদে সংক্ষুব্ধ ব্যক্তি অথবা প্রতিষ্ঠান প্রেস কাউন্সিলে প্রতিকার পাবার সুযোগ রয়েছে। কিন্তু এসব ক্ষেত্রে তা করা হয়নি, যা গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্থ করেছে। সরকার বার গনমাধ্যমের স্বাধীনতার কথা বলছে আদালত স্বাধীন সাংবাদিকতা তথ্য সংগ্রহে বাধা নয় বললেও বাস্তবতা ভিন্ন। উল্লেখ্য্:এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা আশিকুর রহমান গত বৃহস্পতিবার (১২ মার্চ) চকবাজার থানায় মামলা করেন।(র‍্যাক) সাবেক সাধারণ সম্পাদক লাভলু’র বিরুদ্ধে মামলার বাদী আশিকুর রহমানের অভিযোগ,ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও প্রচার করে তিনি প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা রটনা করেছেন।ইউটিউব চ্যানেলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার চালানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টার অভিযোগে,ডিজিটাল নিরাপত্তা আইনে।’শুদ্ধ সত্য’ নামে একটি ইউটিউব চ্যানেল চালান। সেখানে বিভিন্ন বিষয়ে ভিডিও কনটেন্ট প্রচার করার কারণে।সাংবাদিক লাভলুর বিরুদ্ধে নানা অভিযোগ ও মামলা রয়েছে।

Scroll to Top