মার্চ ২৮, ২০২৩

জাতীয়

৭মামালার আসামী জলদস্যু ধর্ষণকারী আটক

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি ৭মামালার আসামী জলদস্যু ধর্ষণকারী আটক নারী নির্যাতন,ধর্ষন,হত্যাচেষ্টা,চুরি,ডাকাতি এবং ছিনতাইসহ ৭মামলার আসামী এবং নারী নির্যাতন,ধর্ষন ও হত্যাচেষ্টার ওয়ারেন্টভুক্ত ও হত্যা মামলার চার্জশীটভুক্ত পলাতক মিলাদ প্রাকাশ জলদস্যু মিলাদ (৩৬)কে চট্টগ্রাম মহানগরীর হালিশহর হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম। ২৭ মার্চ দুপুর ৩টায় নগরীর হালিশহর থানাধীন মাইজপাড়া এলাকায় অভিযানে আসামী মিলাদ জলদস্যু মিলাদ (৩৬)কে আটক করতে সক্ষম হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে,সে চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলায় নারী নির্যাতন,ধর্ষন,ডাকাতি, চুরি, মাদকসহ বিভিন্ন অপকর্মের মূল হোতা ছিল এবং অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করত। জলদস্যু মিলাদ আইন শৃংখলার বাহিনীর গ্রেফতার এড়াতে চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় বিভিন্ন পরিচয়ে আত্মগোপন করে ছিল। সর্বশেষ সে চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় দোকানদারীর আড়ালে আত্মগোপন করে ছিল। সে তার সন্ত্রাসী কার্যক্রম দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেছিল এবং স্থানীয় লোকজন তার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে সহজে মুখ খুলত না। সিডিএমএস পর্যালোচনা আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সন্ধীপ থানায় নানা অপরাধ কর্মকান্ডের ৭টি মামলা পাওয়া যায়। আসামী সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জাতীয়

সমাজসেবায় মালয়েশিয়াতে জোড়া সম্মান পেলেন প্রখ্যাত সমাজসেবী লুৎফল হক

বিলেতের আয়না ডেক্স :- শ‌হিদুল ইসলাম, প্রতি‌নি‌ধিঃ সমাজসেবায় মালয়েশিয়াতে জোড়া সম্মান পেলেন প্রখ্যাত সমাজসেবী লুৎফল হক তিনি ইতিমধ্যেই খ্যাতির শীর্ষে অবস্থান করছেন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে নানান সম্মানে ভূষিত হয়েছেন তিনি। এবার তার মুকুটে নতুন পালক যুক্ত হল। একসাথে দু-দুটি জোড়া সম্মান পেলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা গ্লোবাল হিউম্যান রাইটস কাউন্সিলের তরফে তাকে সমাজসেবায় অসামান্য অবদানের জন্য ইন্দো গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হয়। পাশাপাশি কমনওয়েলথ ইউনিভার্সিটি তাঁকে বাণিজ্যিক সাফল্যের জন্য সাম্মানিক ডক্টরেট ডিগ্রী প্রদান করেন। কমনওয়েলথ ইউনিভার্সিটির তরফে এদিন মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রখ্যাত শিক্ষাবিদ, উদ্যোগপতি জনাব ডঃ মজলি মালিক। এদিন জনাব লুৎফল হককে কমনওয়েলথ ইউনিভার্সিটির তরফে সাম্মানিক ডক্টরের ডিগ্রী ও ইন্দো গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ তুলে দেন মালয়েশিয়ার প্রাক্তন শিক্ষামন্ত্রী ডঃ মজলি মালিক। জনাব লুৎফল হক অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। জীবিকা নির্বাহের জন্য তিনি পাথর খনিতে দিনমজুর হিসেবে কাজ শুরু করেন। তিনি দিনমজুর হিসেবে তার কর্ম জীবন শুরু করলেও তার চোখ জুড়ে বিশাল স্বপ্ন ছিল। জনাব লুৎফুল হক স্বপ্ন দেখতেন জীবনে একদিন সফল হতে হবে। দীর্ঘ কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে তিনি বর্তমানে একজন সফল ব্যবসায়ী হিসেবে সুনামের সাথে কাজ করছেন দেশ জুড়ে।তার কঠোর পরিশ্রম এবং পিছনে না তাকানোর অভ্যাসের জোরে, লুৎফল হক শুধু ঝাড়খণ্ডেই নয়, তার বাণিজ্যিক সাফল্য ও মানব সেবার কথা ঝাড়খণ্ডের বাইরেও দেশজুড়ে চর্চা হচ্ছে। এই প্রথম বিদেশের মাটিতে ডঃ মালিক লুৎফল হকের মানবসেবার তুমুল প্রশংসা করেন। ডক্টর মালিক বলেন, জনাব লুৎফল হক জিরো থেকে হিরো হয়েছেন। তিনি শৈশবে কৈশোরে দারিদ্রতার সাথে লড়াই করেছেন। বর্তমানে তিনি একজন বড় মাপের সফল ব্যবসায়ী। তিনি কিন্তু শৈশবের দারিদ্রতার কথা ভুলে যাননি। তাই তিনি হাজার হাজার গরীব ও দুস্থ মানুষদের সেবায় আজও নিয়োজিত রয়েছেন। জনাব মালিক বলেন,লুৎফল হকের সমাজসেবা অজস্র মানুষদের অনুপ্রাণিত করবে। এদিন কমনওয়েল ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর ডঃ রিপুরঞ্জন সিনহাও উপস্থিত ছিলেন। তিনিও জনাব লুৎফল হকের ভুয়সী প্রশংসা করেন। মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের পাঁচতারা হোটেল সুইস গার্ডেন হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।যেখানে আমেরিকা,অস্ট্রেলিয়া, ফিলিপাইন, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া সহ ভারতের বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সমাজসেবায় অসামান্য অবদানের জন্য ইতিপূর্বে লুৎফল হককে মুম্বাইতে অল ইন্ডিয়া জার্নালিস্ট প্রোটেকশন কমিটি কর্তৃক সমাজসেবার ক্ষেত্রে সম্মানিত করা হয়েছিল, যেখানে তাঁর সমাজসেবার কথা মুম্বাইয়ের বিভিন্ন সংবাদপত্র ও টিভি চ্যানেলে প্রকাশিত হয়েছিল। তাছাড়া গত মাস দুয়েক পূর্বে কলকাতায় একটি পাঁচতারা হোটেলে লুৎফল হককে সমাজসেবার ক্ষেত্রে নিঃস্বার্থ কাজের জন্য বেঙ্গল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড সম্মান প্রদান করা হয়। এই মহার্ঘ্য সম্মানটি তুলে দেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। এদিনের মালেশিয়ার মাটিতে লুৎফল হক সাহেবের দুদুটি পুরস্কার প্রাপ্তিতে গোটা ঝাড়খন্ড ও বাংলা জুড়ে প্রশংসার বন্যা বইছে। সমাজের বহু গুণীজন লুৎফল হকের এই পুরস্কার প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন। এদিকে লুৎফল হক তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, আমি শৈশবে দারিদ্রতার সাথে লড়াই করেছি, খুব কাছ থেকে দারিদ্রতাকে দেখেছি। আজ আমি ব্যবসায়ী হিসেবে সফল হয়েছি, তাই গরিব মানুষকে আমি ভুলিনি। লুৎফল বলেন, আমি যতদিন পৃথিবীতে বাঁচবো, ততদিন গরিব ও অসহায় মানুষের সেবা করে যাব।

জাতীয়

চন্দনাইশে যুবকের গলায় ফাঁসে রহৎস্যজনক মৃত্যু

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি চন্দনাইশে যুবকের গলায় ফাঁসে রহৎস্যজনক মৃত্যু চন্দনাইশ থানাধীন শিবু বড়ুয়া (৩৫) যুবকের গলায় ফাঁস দিয়ে রহৎস্যজনক লোমহর্ষক মৃত্যু।পেশায় কাপড় ফরীওলা সারাদিন ফেরী করে বিকেলে নিজগৃহে দরজা বন্ধ করে ফ্যানের হুক সাথে গামছা ও গেঞ্জির কাটা অংশে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। ২৭মার্চ বিকাল ৫টা থেকে রাত ৮টা মধ্যবর্তী সময়ে ৭নং ওয়ার্ড মিজ্জির দোকান সংলগ্ন হাজী আবু সওদাগর টাওয়ারে নিজগৃহে। দরজা বন্ধ করে নিজের গলায় নিজে ফাঁস দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।নিজের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করে চিরকুটে তা লিখে গেছে। ভিকটিম শিবু বড়ুয়া পিতা-অনিল বড়ুয়া, মাতা-মৃত জোসনা বড়ুয়া, সাং-বড়ুয়াপাড়া,পশ্চিম কধুরখীল, ১নং কধুরখীল ইউপি, থানা-বোয়ালখালী,জেলা-চট্টগ্রাম হাজী আবু সওদাগর টাওয়ার এর বি-১ ফ্লাটে ভাড়াটিয়া হিসেবে তার ব্যবসায়িক পার্টনার মো: হৃদয় (২২) এর সাথে একই ফ্লাটে বসবাস করিত। ভিকটিম তার পার্টনার হৃদয় এর সাথে ফেরী করে ছোট বাচ্ছাদের কাপড় বিক্রি করতো। প্রতিদিনের ন্যায় সকাল ৭টায় দুইজন ফেরী করে কাপড় বিক্রি করার উদ্দেশ্যে বাহির হয়। বিকাল ৫টায় খাবার খাওয়ার কথা বলে ভিকটিম তার ফ্লাটে আসে। রাতে ভিকটিমের পার্টনার রুমে আসলে দরজা ভিতর থেকে বন্ধ দেখে ভিকটিমের কোন সাড়াশব্দ না পাইয়া বাড়ির দারওয়ান সহ অন্যান্য লোকজনের সহযোগিতায় রুমের দরজা ভেঙ্গে ভিকটিমকে রুমের ছাদে ফ্যানের হুক সাথে গামছা ও গেঞ্জির কাটা অংশ দ্বারা ঝুলন্ত অবস্থায় দেখে তাৎক্ষনিক তার মা-বাবা ও পরিবারের অন্যান্যদের সংবাদ দেয় সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ ইউনুস আলী ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শনে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে তিনি এ-সব তথ্য জানান। অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান,সংবাদ পেয়ে দ্রুত থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। লাশের ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।

জাতীয়

ঝুকিপূর্ণ অবৈধ সিএনজি রিফুয়েলিং স্টেশন আটক-৩

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি ঝুকিপূর্ণ অবৈধ সিএনজি রিফুয়েলিং স্টেশন আটক-৩ চট্টগ্রামের সাতকানিয়ায় অত্যন্ত ঝুকিপূর্ণ অবৈধ ও অনিরাপদ লাইসেন্স বিহীন সিএনজি রিফুয়েলিং স্টেশন।তাও ভ্রাম্যমাণ উপায়ে কাভার্ডভ্যানে স্থাপিত ধরা খেলো র‍্যাব-৭ হাতে। ২৬ মার্চ সকাল ১০টায় অভিযানে অবৈধ সিলিন্ডারসহ হতে ৬১৪টি সিলিন্ডারসহ ৪টি কাভার্ড ভ্যান জব্দসহ আসামী ১। মোঃ আজিজুল হক (৪৫,)২।মোঃ আলমগীর (৪০),এবং ৩। হুমায়ুন কবির (২৭),কে আটক করে। কার্ভাড ভ্যান্ডে সিএনজি রূপান্তর কারখানা।গোপন সংবাদে কেরানীহাট-বান্দরবান সড়কে সিএনজি চালিত অটোরিক্সাসমূহে তরল গ্যাস বিক্রয় করছে। উক্ত তথ্যের ভিত্তিতে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, বিস্ফোরক অধিদপ্তরের কোন অনুমোদন ছিলা না। দীর্ঘদিন যাবৎ চক্রটি গাড়িতে জ্বালানি সরবরাহ করার পাশাপাশি বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভেতর সিলিন্ডার স্থাপন করে মিটার ব্যতীত মুল গ্যাস লাইন থেকে সুকৌশলে গ্যাস মজুদ করে যা ছিল আড়ালে। ভ্রাম্যমান সিএনজি স্টেশন স্থাপন করেতা চট্রগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া,বাশখালীসহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় চড়া মূল্যে বিক্রি করতো। প্রত্যেকটি কাভার্ড ভ্যানে ১৫৩টি মগে সিলিন্ডার স্থাপন করা হয়। কাভার্ড ভ্যানে সিএনজি রিফুয়েলিং সরকারী নীতিমালা বহির্ভুত। সিলিন্ডারসমুহের মেয়াদ সম্পর্কিত কোন তথ্যাদিও পাওয়া যায়নি,অনেক পুরাতন নিরাপত্তা ও কার্যকারিতা পরীক্ষাহীন সিলিন্ডার হতে বড় ধরনের দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিছু কিছু সিলিন্ডার পরীক্ষা করে দেখা যায় যে, তা অত্যন্ত নাজুকভাবে সংযুক্ত করা যা কাপড় দিয়ে আটকে রাখা হয়েছে। ফলে কোন ধরনের বিস্ফোরনে পরিবেশ ও মানব বিপর্যয়ে হতে পারে অত্যন্ত ভয়াবহ। সিলিন্ডারসমুহ হতে ঝুঁকিপূর্ণভাবে অনিরাপদভাবে ডিস্ট্রিবিউশন মেশিনে লাইন নিয়ে সেখান থেকে সিএনজি অটোরিকশা ও বিভিন্ন গাড়িতে গ্যাস প্রদান করা হত। অবৈধ বিদ্যুৎ ঝুঁকিপূর্ণ সংযোগে যেকোন সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে অগ্নি সংযোগসহ বৃহৎ আকারের বিস্ফোরণ ঘটতে পারে। অবৈধ চোরাকারবারি দ্বারা সরকার বিপুল পরিমান রাজস্ব ফাকিসহ বিপুল পরিমান আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আসামীগণ ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Scroll to Top