মার্চ ২১, ২০২৩

জাতীয়

বিশ্বমানের সেবায় “কাঁকন ডায়মন্ড”সো-রুম উদ্বোধন

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি বিশ্বমানের সেবায় “কাঁকন ডায়মন্ড”সো-রুম উদ্বোধন চট্টগ্রাম নিউমার্কেটে বিশ্বমানের সেবা ও অনুপম ডিজাইনের অলংকার ক্রেতাদের দোরগোড়ায় পৌছে দিতে বিশেষ মূহুর্তে স্মরণীয় করে রাখতে উদ্বোধন করা হয়েছে দেশের স্বনামধন্য জুয়েলারি প্রতিষ্ঠান কাঁকন ডায়মন্ড। সহযোগী প্রতিষ্ঠান কাঁকন জুয়েলার্স দীর্ঘ ২২ বছর ধরে স্বর্ণের ব্যবসা করে গ্রাহকের আস্থা স্থাপন করতে সক্ষম হয়েছে। বুধবার ২০ মার্চ দুপুরে চট্টগ্রাম নগরীর বিপনী বিতানের ২য় তলায় ১৮৫/বি নং দোকানের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের অধ্যাপক, আল্লামা ডঃ গিয়াস উদ্দিন তালুকদার,বাংলাদেশ জুয়েলার্স এসোশিয়েশন বাজুস চট্টগ্রাম বিভাগের সেক্রেটারি প্রণব সাহা, বিপণি বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটির সভাপতি সগীর আহমেদ, সাধারণ সম্পাদক খোরশেদ আলম ,জয়েন্ট সেক্রেটারি মো:শামসুল আলম,বারভিডা’র জয়েন্ট সেক্রেটারি বেলাল উদ্দিন চৌধুরি, উৎসব স্বত্তাধিকারী মো:লোকমান প্রমুখ। কাঁকন ডায়মন্ড এর স্বত্তাধিকারী মো:নুরুল আনোয়ার চৌধুরী বলেন,আমরা চেষ্টা করি সর্বদা গ্রাহকের সাথে বিশ্বস্ততার সহীত ব্যবসা করার।আপনারা জানেন, ইতোমধ্যে আমাদের সহযোগী প্রতিষ্ঠান কাঁকন জুয়েলার্স দীর্ঘ ২২ বছর ধরে স্বর্ণের ব্যবসা করে গ্রাহকের আস্থা স্থাপন করতে সক্ষম হয়েছে।তাদের চাহিদার কথা মাথায় রেখেই এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু। এ সময় আগত অতিথিরা বলেন,কাঁকন জুয়েলার্স ইতোমধ্যে ক্রেতাদের মাঝে আস্থা স্থাপনে এগিয়ে গেছে। এই জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক চট্টগ্রামের, যেটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আশা করি চট্টগ্রামবাসীর ডায়মন্ডের অলংকারের চাহিদা মেটাতে অত্র প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন।

জাতীয়

শাহ এমদাদীয়া চট্টগ্রাম জেলার মাসিক সভা অনুষ্ঠিত

বিলেতের আয়না ডেক্স :- শাহ এমদাদীয়া চট্টগ্রাম জেলার মাসিক সভা অনুষ্ঠিত হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারীর তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় খুলশীস্থ মাইজভাণ্ডারী খানকা শরীফে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী।চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদের পরিচালনায় সভায় বক্তব্য দেন কোষাধ্যক্ষ এ.এম. কামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম চৌধুরী, জনসংযোগ ও প্রচার সম্পাদক মুহাম্মদ নুরুল কবির, দপ্তর সম্পাদক মুহাম্মদ আবদুল করিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ খায়রুল ইসলাম সুজন।সভায় সংগঠনের গতিশীলতা আনয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জাতীয়

জন্মবার্ষিকীতে ১০৩টি স্কুল ব‍্যাগ উপহার দিল রাউজান পৌরসভা

বিলেতের আয়না ডেক্স :- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকীতে ১০৩টি স্কুল ব‍্যাগ উপহার দিল রাউজান পৌরসভা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে স্কুল ব্যাগ পেল জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন স্কুল-মাদ্রাসার ১০৩জন শিশু শিক্ষার্থীকে স্কুল ব‍্যাগ প্রদান করা হয়েছে। ১৭ মার্চ শুক্রবার সকাল ১০ টায় রাউজান পৌরসভার সম্মেলন কক্ষে রাউজান সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় রাউজান পৌরসভার ব‍্যবস্থাপনায় এই ব্যাগ বিতরণ আলোচনা সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র জমির পারভেজের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, আওয়ামীলীগ নেতা নুরুল আলম, উপজেলা যুবলীগের সহ সম্পাদক ছাবের হোসেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন, রাউজান সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, আরফানুল ইসলাম আবির প্রমুখ। স্কুল ব‍্যাগ বিতরণ ও আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী।

জাতীয়

পটিয়ায় শ্রমিকলীগের উদ্যাগে জাতি জনক বঙ্গবন্ধু ১০৩ তম জন্মবার্ষিকী 

বিলেতের আয়না ডেক্স :-পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী পটিয়ায় শ্রমিকলীগের উদ্যাগে জাতি জনক বঙ্গবন্ধু ১০৩ তম জন্মবার্ষিকী চট্টগ্রামের পটিয়ায় নানান আয়োজনে মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে (১৭মার্চ শুক্রবার) বিকেলে দলীয় কার্য়লয়ে জাতীয় শ্রমিকলীগ পটিয়া পৌরসভা শাখার নেতৃবৃন্দ কেক কেটে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন করা হয়। পরে পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোজাম্মল হক মাজুর পরিচালনা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান বাবু, প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ নবী টিপু। বক্তব্য রাখেন পৌর শ্রমিকলীগ সহ সভাপতি শহিদুল ইসলাম, জিল্লুর রহমান, শাহ আলম, সাইফুল ইসলাম, মো: গুরা মিয়া, মোজাহের, আবদুল মন্নান, মো: হেলাল, মো: সেলিম সহ পৌরসভার ৯টি ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, জাতি জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জন্ম হয়ছিল বলে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, বাঙালি জাতি কৃতজ্ঞতা সাথে স্বরণ করবে এ মহান নেতা কে। সেলিম চৌধুরী পটিয়া চট্টগ্রাম ০১৮১৯৩৪৯৪৪২

জাতীয়

রাউজান উপজেলাকে ২২মার্চ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিলেতের আয়না ডেক্স :- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি রাউজান উপজেলাকে ২২মার্চ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ রাউজান উপজেলাকে ‘ক’ তালিকাভূক্ত অনুযায়ী ভূমি ও গৃহহীন মুক্ত হিসেবে ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে রাউজানকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করবেন। এ উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ মার্চ বৃহস্পতিবার প্রেস ব্রিফিং করা হয়। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার। অতিথি ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এস.এম ইউসুফ উদ্দিন, নাজিম উদ্দীন মিঞাজি, এ.এম মামুনুর রশিদ, এম. দিদারুল আলম, মোহাম্মদ রবিউল হোসেন রবি, মোজাফফর হোসাইন সিকদার, আনিসুর রহমান, রায়হান ইসলাম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Scroll to Top