মার্চ ১৪, ২০২৩

জাতীয়

হাটহাজারীতে কৃষি জমির টপসয়েল কর্তনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

বিলেতের আয়না ডেক্স :- হাটহাজারীতে কৃষি জমির টপসয়েল কর্তনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে মোঃ আবদুল হালিম নামক এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল আলম। সরেজমিন দেখা যায় বেশকিছু ড্রামট্রাক দিয়ে মাটি কেটে পরিবহন করা হচ্ছিলো। অভিযানে ০২ টি ট্রাক আটক করা সম্ভব হয় যা মোঃ আব্দুল হালিম, পিতা- কবির আহাম্মদ, মেখল, হাটহাজারী তার নিজের বলে স্বীকার করেন। পরবর্তীতে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১,০০,০০০ (এক) লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী মডেল থানার একটি টিম। এই চৌকুশ কর্মকর্তা শাহিদুল আলম বলেন কৃষি জমি কিংবা আবাদযোগ্য জমির টপসয়েল কর্তনে প্রতিনিয়ত সতর্ক করা হচ্ছে এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ বিষয় জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রয়েছে। টপসয়েল কর্তন বন্ধ না হলে সামনের দিনগুলোতে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি। অরুণ বৈষ্ণব হাটহাজারী চট্টগ্রাম। তারিখ:-১৪/০৩/২০২৩ মোবাইল নং:-01816705567

জাতীয়

৪৬জনকে আর্থিক অনুদান,চাল বিতরণ ও কৃতিত্ব ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিলেতের আয়না ডেক্স :- ৪৬জনকে আর্থিক অনুদান,চাল বিতরণ ও কৃতিত্ব ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি পাবর্ত‍্য জেলার রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত ভালনারেবল উইমেন বিনিফিট (ভিডব্লিউবি) ২০২৩-২০২৪ প্রোগ্রাম এর ৬শত ১৯ টি কার্ড হস্তান্তর, ৪৬জনকে আর্থিক অনুদান,চাল বিতরণ ও কৃতিত্ব ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ (মঙ্গলবার) দুপুর ১১ টার সময় ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর এর সভাপতিত্বে এসময় উইমেন বিনিফিট কার্ড হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ মর্যাদা) ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ এর সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ এর সহ -সভাপতি ও জেলা পরিষদ এর সদস্য কল‍্যাণ মতৃ বড়ুয়া,জেলা আওয়ামীগ যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশুতোশ রোওয়াজা,জেলা আওয়ামীগের মহিলা বিষয়ক সম্পাদক শতরুপা চাকমা, জেলা পরিষদের সদ‍স‍্য শুভ মঙ্গল চাকমা,জেলা পরিষদ সদস্য নিলৎপল খীশা প্রমুখ। এছাড়াও রামগড় উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মোস্তফা হোসেন,উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, রামগড় উপজেলা নির্বাহী অফিসার মিসেস মমতা আফরিন,সহ উপজেলা আওয়ামীলীগ ও ২নং পাতাছড়া ইউনিয়ন আওয়ামীলীগ এর অঙ্গ সহযোগী সংঘটনের নেতৃবৃন্দ ও কার্ড উপকার ভোগীরা” ইউপি সদস্য বৃন্দ এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন

জাতীয়

নেদারল্যান্ডস সরকারের প্রতিনিধি দলের সাথে রাউজান পৌরসভায় আরবান ডেমোনস্ট্রেটর টাউনহল মিটিং অনুষ্ঠিত

বিলেতের আয়না ডেক্স :- রাউজান চট্টগ্রাম প্রতিনিধি নেদারল্যান্ডস সরকারের প্রতিনিধি দলের সাথে রাউজান পৌরসভায় আরবান ডেমোনস্ট্রেটর টাউনহল মিটিং অনুষ্ঠিত রাউজান পৌরসভায় নেদারল্যান্ডস সরকারের প্রতিনিধি দলের সাথে আরবান ডেমোনস্ট্রেটর টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ সোমবার বেলা ১১টায় রাউজান পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন নেদারল্যান্ডস সরকারে আইএইচই ডেলফ্ট, সিইজিআইএস এবং এসিএল কর্মকর্তা অধ্যাপক ক্রিস জেভেনবারজেন, এড. সামি ডাব্লিউ চৌধুরী, ডক্টর ফারহানা। এতে বক্তব্য রাখেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, প্যানেল মেয়র-২ এডভোকেট সমীর দাশগুপ্ত, কাউন্সিলর শওকত হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, প্রভাষক রেহেনা আফরোজ, সচিব অনিল চন্দ্র ত্রিপুরা, সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরাম, টিপু চৌধুরী, দিপলু দে দিপু, মো. আসিফ, মাওলানা এম. এ মতিন, পীযুষ কান্তি পাল, ছাবের হোসেন, নাছির উদ্দীন, হাসান তানভীর চৌধুরী, আরফানুল ইসলাম আবীর, নকীব সিদ্দিকী, মিজানুর রহমান প্রমুখ। সভায় প্রকল্প উপস্থাপনা ও স্টেকহোল্ডার প্রশ্নোত্তরসহ মডেল পৌরসভা গঠনের নানান বিষয় নিয়ে আলোকপাত করা হয়। পরে প্রতিনিধি দলটি পৌরসভার বিভিন্ন প্রকল্প পরিদশন করেন।

জাতীয়

সুফিজমের মূল লক্ষ্য মানুষের অন্তর্জ্ঞান জাগিয়ে স্রষ্টার সান্নিধ্য অর্জন’- সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী

বিলেতের আয়না ডেক্স :- ‘সুফিজমের মূল লক্ষ্য মানুষের অন্তর্জ্ঞান জাগিয়ে স্রষ্টার সান্নিধ্য অর্জন’- সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেছেন, সুফিজমের মূল লক্ষ্যই হলো মানুষের অন্তর্জ্ঞান জাগিয়ে স্রষ্টার সান্নিধ্য অর্জন করা। সুফিজমের চর্চা মানবসত্ত্বাকে বিশুদ্ধ ও পবিত্র করে। সুফিজমের চর্চা মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে এবং ধর্মের গভীরতা বুঝতে সহায়তা করে যার কারণে সুফিজম চর্চাকারীরা ধর্মান্ধ হয় না। ১২ মার্চ রবিবার দিবাগত রাতে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ অ্যাসোসিয়েশন শারজাহ (বঙ্গবন্ধু হল)-এ আয়োজিত দারুল ইরফান তাসাউফ সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)’র উদ্যোগে ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) ইউএই কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় আয়োজন করা হয় এই দারুল ইরফান তাসাউফ সংলাপ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মিশর আল আযহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক দাওয়াহ ফ্যাকাল্টির সাবেক ডিন প্রফেসর ড. জামাল ফারুক জিব্রিল মাহমুদ আলদাকাক,, বিশেষ অতিথি ছিলেন আবুধাবী রেপ্টন স্কুলের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান উস্তাদ সিমসারুল হক হুদাউয়ি। সুফিজম নিয়ে গবেষণার লক্ষ্যে মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) ২০১৯ সালে দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই) প্রতিষ্ঠা করেন। ডিআইআরআই ইতোমধ্যে তিনটি আন্তর্জাতিক কনফারেন্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গাউছুল আজম মাইজভাণ্ডারী সৈয়দ আহমদ উল্লাহ (ক.) স্মারক বক্তৃতা, আলোকচিত্রের মাধ্যমে সুফিজমকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতা এবং চট্টগ্রাম, খুলনা ও সিলেটে প্রদর্শনীর আয়োজন করেছে।

Scroll to Top