মার্চ ১৩, ২০২৩

জাতীয়

পবিত্র মাহে রমজানে সিএমপি’র-নিরাপত্তা সমম্বয় সভা

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি পবিত্র মাহে রমজানে সিএমপি’র-নিরাপত্তা সমম্বয় সভা আসন্ন পবিত্র মাহে রমজান ২০২৩ উপলক্ষে বিভিন্ন সংস্থার সাথে সিএমপি এর ‘নিরাপত্তা সমম্বয় সভা’। মাহে রমজান শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অদ্য ১৩ মার্চ সোমবার সকাল ১১ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইনস্থ মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মান্যবর সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। এসময় তিনি পবিত্র মাহে রমজান উদযাপন শান্তিপূর্ণ ও নিরাপদ করতে সুনির্দিষ্ট বিষয়গুলোর উপর আলোকপাত করেন। নিরাপত্তা সমন্বয় সভাটিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের প্রতিনিধিগণ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ ছাড়াও সিএমপি’র পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সাল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা এবং উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জাতীয়

মৌলভীবাজার্ ফ্রি লিভার ক্যাম্প অনুষ্ঠিত

বিলেতের আয়না ডেক্স :- মৌলভীবাজার্ ফ্রি লিভার ক্যাম্প অনুষ্ঠিত গতকাল (১১ মার্চ) মৌলভিবাজার পলি ক্লিনিকে একটি ফ্রি লিভার ক্যাম্পের আয়োজন করা হয়। এতে লিভারের নানা জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ প্রদান করেন জালালাবাদ লিভার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। এতে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, মৌলভীবাজার শাখার সভাপতি ডা. মোঃ সাব্বির হোসেন খান। উল্লেখ্য জালালাবাদ লিভার ট্রাস্ট সিলেট অঞ্চলে সাম্প্রতিক বন্যার সময় সিলেট সদর, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিন সুরমা এবং সুনামগঞ্জের জগন্নাথপুরে একাধিক ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন ও বিনামূল্যে ওষুধ বিতরন করা হয়। এছাড়াও ট্রাস্ট বিভিন্ন সংগঠনের সাথে যৌথভাবে বৃহত্তর সিলেটে নিয়মিতভাবে লিভার রোগ বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে।

জাতীয়

চট্টগ্রামে সীমা অক্সিজেন কারখানা দূর্ঘটনায় আহতদের মাঝে ফল সামগ্রী বিতরণ করল সিলেট – চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন।

বিলেতের আয়না ডেক্স :- চট্টগ্রামে সীমা অক্সিজেন কারখানা দূর্ঘটনায় আহতদের মাঝে ফল সামগ্রী বিতরণ করল সিলেট – চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন। ………… চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন কারখানা দূর্ঘটনায় আহতদের মাঝে বিভিন্ন ফল সামগ্রী বিতরণ করলেন সিলেট – চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ । আজ বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কয়েকটি ওয়ার্ডে চিকিৎসাধীন আহতদের ছাড়াও অন্যান্য রোগীদের মাঝে এইসব ফল সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, করোনাকালীন ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা: বিদ্যুৎ বড়ুয়া। তিনি আহত রোগীদের সাথে কুশল বিনিময়কালে তাদের চিকিৎসা কার্যক্রমের খোঁজ খবর নেন। এসময় উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সিলেট – চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। গত বছর সিলেটের ভয়াবহ বন্যা দুর্গত মানুষের মাঝে সিলেট – চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মাধ্যমে সীমা স্টিলের কয়েক ট্রাক ত্রাণ সহায়তার কথা স্মরণ করে তাঁরা বলেন, বন্যা, অগ্নিকাণ্ড সহ যে কোন প্রাকৃতিক দূর্যোগে অসহায় মানুষের পাশে থাকে সেবা সংগঠনটি। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক মো: শহীদুল ইসলাম, সদস্য সচিব উৎফল বড়ুয়া, সংগঠনের উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম মো: আকরাম হোসেন, সাংবাদিক সরোয়ার আমিন বাবু, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সাবেক সদস্য মামুন চৌধুরী, রানা বড়ুয়া, ডা: বিজয় বড়ুয়া, জামাল উদ্দিন। উল্লেখ্য, সিলেট ও চট্টগ্রাম দুই জেলার মানুষের মাঝে সম্প্রীতি ও বন্ধুত্ব বৃদ্ধি এবং পর্যটন, ইতিহাস ঐতিহ্য, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি বিশ্ববাসীর কাছে তুলে ধরার পাশাপাশি ২০১৭ সাল থেকে মানবিক সব কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিলেট – চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন।

Scroll to Top