মার্চ ১০, ২০২৩

জাতীয়

জালালাবাদ লিভার ট্রাস্ট ও রোটারী ক্লাবের যৌথ উদ্যোগে সিলেটের দলদলি চা বাগানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বিলেতের আয়না ডেক্স :- শ‌হিদুল ইসলাম, প্রতি‌নি‌ধিঃ জালালাবাদ লিভার ট্রাস্ট ও রোটারী ক্লাবের যৌথ উদ্যোগে সিলেটের দলদলি চা বাগানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত (১০ মার্চ) জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে সিলেট মহানগরে দলদলি চা বাগানে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পটির সহআয়োজক ছিল রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্স ও সিলেটের রোটারী ই-ক্লাব অব ৩২৮২। ক্যাম্পটিতে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের চিকিৎসকরা প্রায় পাচ শতাধিক চা শ্রমিককে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। এর আগে সকালে চা শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব রাজু গোয়ালার সভাপতিত্বে এক অনারম্বড় অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন জালালাবাদ লিভার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। অধ্যাপক স্বপ্নীল তার বক্তব্যে সামনের দিনগুলোতে সিলেটের চা বাগানগুলোতে চা শ্রমিক ভাই-বোনদের কল্যানে এমনিধরনের আরো ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের আশাবাদ ব্যাক্ত করেন। তিনি জালালাবাদ লিভার ট্রাস্টের এই উদ্যোগে পাশে দাড়ানোর রোটারী ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য গত ফেব্রুয়ারী মাসেও জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট এবং রোটারী ই ক্লাব অব ৩২৮২-এর সহযোগীতায় সিলেট মহানগরের উপকন্ঠে লাক্কাতুরা চা বাগানে অনুরূপ আরেকটি হেলথ ক্যাম্প আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সটের প্রেসিডেন্ট রোটারীয়ান পর্না সাহা পিএইচএফ এবং রোটারী ই ক্লাব অব ৩২৮২-এর পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান বাহারুল ইসলাম। দুজন রোটারী লিডারই জালালাবাদ লিভার ট্রাস্টের এ ধরনের কর্মকান্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাদের ক্লাবগুলোর পক্ষ থেকে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন। অনুস্ঠানে আরো উপস্থিত ছিলেন রোটারিয়ান ফয়জুল বারী ও রোটারিয়ান ডা. আব্দুল মুইদ। উল্লেখ্য প্রতিষ্ঠার পর থেকেই জালালাবাদ লিভার ট্রাস্ট বৃহত্তর সিলেট অঞ্চলে লিভার রোগ বিষয়ক নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নানা ধরনের কল্যাণমূখী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সাম্প্রতিক বন্যার সময় সিলেট সদর, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিন সুরমা এবং সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাস্টের উদ্যোগে ও সহযোগীতায় একাধিক ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন ও বিনামূল্যে ওষুধ বিতরন করা হয়। এছাড়াও সেসময় সিলেট সদরের বিভিন্ন জায়গায় বন্যা পিড়ীত মানুষের মধ্যে ট্রাস্টেও উদ্যোগে উপহার হিসেবে অত্যাবশ্যকীয় সামগ্রী বিতরন করা হয়েছিল। সাম্প্রতিক শৈত্যপ্রবাহের সময়ও সিলেট শহরে ট্রাস্টের পক্ষ থেকে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে কম্বল উপহার দেয়া হয়। পাশাপাশি ট্রাস্ট সিলেট মহানগর কমিউনিটি পুলিশ, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় ইমাম সমিতির সিলেট জেলা ও মহানগর শাখা, ইসকন, সিলেট স্টেশন ক্লাব, সিলেট চেম্বার অব কমার্স ইন্ড্রাট্রিজ, সিলেট জেলা প্রেস ক্লাব, সিলেট প্রেস ক্লাব, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন, নারায়ন হৃদালয় ব্যাঙ্গালুরুসহ বিভিন্ন সংগঠনের সাথে যৌথভাবে নিয়মিতভাবে লিভার রোগ বিষয়ক সচেতনতামূলক ও সেবামূলক অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে।

জাতীয়

কথা নয়,কাজে পরিচয়,চট্টগ্রামের জেলা প্রশাসকের ঘোষণা

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি। কথা নয়,কাজে পরিচয়,চট্টগ্রামের জেলা প্রশাসকের ঘোষণা খেলার মাঠে আর হবে না মেলা। প্রশাসকের নির্দেশে মেলা বন্ধ করে দেয়।ভবিষ্যতে খেলার মাঠে কোন ধরণের মেলাসহ সকল প্রকার মেলা আয়োজন বন্ধের ঘোষণা করেন তিনি। খবর পাওয়া মাত্রই চৌকস সক্রিয় ভূমিকা পালন করে আলোচনায় প্রশাসক। প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান- ২ মার্চ এ ঘোষণা দিয়েছিলেন।শুধু আউটার স্টেডিয়াম নয়,নগরের সকল মাঠগুলো উদ্ধার করা হবে। তৈরি করা হবে নতুন মাঠ।খেলার মাঠে কোন মেলা হবে না। তিনি ঘোষনা দিয়েই দায় সারেন-নি,দেখিয়েছেন বাস্তবে রেখেছেন কথা। বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে আধাঁরে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে ‘লিডিং ই কমার্স সোসাইটি,চট্টগ্রাম নামে একটি প্রতিষ্ঠান মেলার আয়োজন শুরু করে। পরে খবর পেয়ে সেখানে ছুটে যান জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:তৌহিদুল ইসলাম,সদর সার্কেলের সহকারী কমিশনার ভুমি মো: রাজিব হোসেন। জেলা প্রশাসকের নির্দেশে মেলা বন্ধ করে দেন তারা। খুলে ফেলা হয় বাঁশ,ব্যানার ও তাবু।ই কমার্স সোসাইটির এক কর্মকর্তা বলেন,আমরা গত জানুয়ারি মাসে অনুমতি নিয়েছিলাম,সিজেকেএস কে জায়গা ব্যবহারের জন্য অগ্রিম ভাড়াও দিয়েছিলাম। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তৌহিদুল ইসলাম বলেন,জেলা প্রশাসক পদাধিকারবলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি। তার ঘোষণার পর এখানে আর কোন মেলার আয়োজন করা যাবে না। তিনি আরও বলেন,লিডিং ই কমার্স সোসাইটি যে পরিমাণ টাকা ভাড়া হিসেবে জমা দিয়েছিল,তা তাদেরকে ফিরিয়ে দেয়া হবে। ভবিষ্যতে এ ধরণের মেলাসহ সকল প্রকার মেলা আয়োজনের জন্য আমরা শহরের অদূরে একটি জায়গা ঠিক করেছি। সেখানে সব মেলা আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে।

জাতীয়

রাউজান গহিরায় সোলায়মান সওদাগর সড়ক উন্নয়ন কাজের ভিত্তি স্থাপন

বিলেতের আয়না ডেক্স :- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি রাউজান গহিরায় সোলায়মান সওদাগর সড়ক উন্নয়ন কাজের ভিত্তি স্থাপন উপজেলার গহিরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ আলহাজ্ব সোলায়মান সওদাগর সড়ক উন্নয়ন কাজের ভিত্তি স্থাপন রাউজান সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় ৯মার্চ বৃহস্পতিবার দুপুরে অবসরপ্রাপ্ত ব‍্যাংক কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি থেকে ভিত্তি স্থাপন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রিটন প্রসাদ চৌধুরী,পরিবেশ বিষয়ক সম্পাদক এন এন আবছার, গহিরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবর উদ্দিন, তথ‍্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামরুল আজাদ রুবেল, কন্ট্রাক্টর মোহাম্মদ বখতিয়ার চৌধুরী, ছাত্রনেতা তছলিম উদ্দিন চৌধুরী রিঙ্কু, মোহাম্মদ আসিফ, যুবলীগ নেতা মোহাম্মদ রিয়াজ। এছাড়াও এসময় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জাতীয়

রাউজানে পরিবেশ রক্ষাই পাটের তৈরী “বিশেষ ঝুড়ি” প্রদান করল রাউজান পৌরসভা

বিলেতের আয়না ডেক্স :- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি রাউজানে পরিবেশ রক্ষাই পাটের তৈরী “বিশেষ ঝুড়ি” প্রদান করল রাউজান পৌরসভা রাউজান পৌরসভার গহিরার প্রতিটি দোকানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পরিবেশ বান্ধব “বিশেষ ঝুড়ি” বিতরণ করা হয়। রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি’র নির্দেশনায়, রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় গহিরা ব্যবসায়ীদের মাঝে পরিবেশ বান্ধব “বিশেষ ঝুড়ি”প্রতিটি দোকানে দোকানে গিয়ে বিতরণ করেন মেয়র জমির উদ্দীন পারভেজ । বিগত কয়েকদিন পূর্বে প্রথম ধাপে ২ হাজার পিস বিতরণ করা হয়। ধারাবাহিকভাবে ৫০,০০০ হাজার পিস এই ”বিশেষ ঝুড়ি” বিতরণ করা হবে। তারই অংশ হিসেবে ৮ই মার্চ বুধবার সন্ধ্যায় গহিরা চৌমুহনীতে ৪র্থ ধাপে প্রায় ৫শতাধিক পাটের তৈরী এই বিশেষ ঝুড়ি বিতরণ করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। এসম উপস্থিত ছিলেন গহিরা ব‍্যবসায়ী কল‍্যাণ সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মতিন, সাধারণ সম্পাদক এম মোজাম্মেল হক খোকন, উপদেষ্টা খোরশেদুল আলম সওদাগর, মাহবুব আলম কাজী মোহাম্মদ রাশেদ আওয়ামীলীগ নেতা মুসা আলম খান,আইয়ুব খান, জাহাঙ্গীর আলম বেদার মিয়া সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু? যুবলীগ নেতা ছাবের হোসেন, আজাদ খান, এন আবছার মিয়া, সাইদুর রহমান, মোহাম্মদ রুবেল, ঝিকু দত্ত , রিমন চৌধুরী, মোহাম্মদ ফারুক,মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ তৌহিদ সহ ব‍্যবসায়ী সমিতির অন‍্যান‍্য নেতৃবৃন্দ। এসময় পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ ব‍্যবসায়ীদের উদ্দেশ্য বলেন যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করবেন না, নিদিষ্ট ঝুড়ি অথবা ডাস্টবিন ব্যবহার করবেন । ঝুড়ি থেকে ময়লা পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা এসে নিয়ে যাবে। তাই রাউজান পৌর এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতকামনা করছি।।সকলের সহযোগিতা পেলে পৌরসভাকে একটি উন্নত ও সমৃদ্ধ পৌরসভায় পরিনত করা হবে। উল্লেখ্য, পর্যায়ক্রমে পরিবেশ বান্ধব বিশেষ এই ঝুড়ি জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়া হবে।

Scroll to Top