মার্চ ৭, ২০২৩

জাতীয়

শবে বরাত গুরুত্ব ও ফজিলত

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি শবে বরাত গুরুত্ব ও ফজিলত শবে বরাত গুরুত্ব,গুরুত্বপূর্ণ আমল ও ফজিলত এ রাতের ইবাদতের সপক্ষে ও মত পার্থক্যও রয়েছে ভিন্ন মতামত। সার সংক্ষেপে এদেশে শবেবরাতের নামে প্রচলিত ইসলামী পর্বের বাস্তব চিত্র। শবে বরাত বা মধ্য-শা’বান লাইলাতুল বরাত হচ্ছে হিজরী শা’বান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত। শব ফারসি শব্দ অর্থ রাত বরাত আরবী শব্দ যার অর্থ বিচ্ছেদ বা মুক্তির।এদেশে শবেবরাত সৌভাগ্য রজনী’ হিসাবেই পালিত হয়। মুসলিমদের গুরুত্বপূর্ণ রাত। উপমহাদেশে এই রাতকে শবে বরাত বলা হয়। অনেকে ফজিলতের রাত হিসেবে সুনির্দিষ্ট আমল ও,নামাজ পড়েন।অনেকের বিশ্বাস ও ধারণা এ রাতে বান্দার গোনাহ মাফ,আয়ু ও রূযী বৃদ্ধি,সারা বছরের ভাগ্য লিপিবদ্ধ হয়। এ রাতে মৃতের রূহ সাক্ষাতের জন্য পৃথিবীতে নেমে আসেন। বান্দার রূযী,বিয়ে-শাদী,জন্ম-মৃত্যু ইত্যাদি লিপিবদ্ধ হয় বলে প্রচারিত আছে।যারা কখনো ছালাতে অভ্যস্ত নয়, তারাও এ রাতে নামাজ পড়ে ও ইবাদত পালন করেন। অনেকে অনেকে এ রাতকে নফল ইবাদতের জন্য গুরুত্ব দিয়ে থাকেন। তবে প্রতিদিনের মতো ব্যক্তিগত ইবাদাত নফল ইবাদাত করেন,এ রাতে নির্দিষ্ট কোনো ইবাদাত নেই বলে মনে করেন। ফেরেশতারা আজ শেষ রাতে নিকটতম আকাশে নেমে আসেন বান্দাদের কল্যানে নিয়োজিত করেন। তোমাদের মধ্যে কেউ কি ক্ষমা প্রার্থনাকারী আছে,আমি তাকে ক্ষমা করবো।কিংবা কেউ কি হেদায়েত হতে চায়, আমি তাকে হেদায়েত করেন। পাঁচ রাতে দো‘আ কবুল হয়।রজব মাসের প্রথম রাতে, মধ্য শা‘বানে,জুম‘আর রাত, ঈদুল ফিতর এবং কুরবানীর রাতের দো‘আ’। শবে বরাত এর ইবাদতের সপক্ষ মত পার্থক্যও রয়েছে সংক্ষেপে এই হ’ল এদেশে শবেবরাতের নামে প্রচলিত ইসলামী পর্বের বাস্তব চিত্র।কুরআন ও ছহীহ হাদীছের আলোকে নিজ নিজ আমল সমূহ পরিশুদ্ধ করে নেওয়ার তাওফীক দান করুন-আমীন! (বিস্তারিত দ্রষ্টব্য-হাফাবা প্রকাশিত ‘শবেবরাত’ বই)।

জাতীয়

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র ঐতিহাসিক ৭মার্চ পালিত

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র ঐতিহাসিক ৭মার্চ পালিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে নানান আয়োজনে আনুষ্ঠানিকতা যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে।সদর দপ্তর ছাড়াও দেশের ৬৪ জেলায় ৬৮টি রেড ক্রিসেন্ট ইউনিটে পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে দিবসটি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় জাতীয় সদর দপ্তরে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। এতে জাতীয় পতাকা উত্তোলন করেন সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমান এবং রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করেন মহাসচিব কাজী শফিকুল আযম। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য রাজিয়া সুলতানা লুনা, উপ-মহাসচিব সুলতান আহমেদ, সোসাইটির বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালকবৃন্দসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং যুব ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলনের পরপরই সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমান সোসাইটির সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে জাতীয় সদর দপ্তর চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জ্ঞাপন শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্যে তিনি বলেন, “বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের মধ্য দিয়েই এদেশের মানুষের মধ্যে দেশপ্রেমের বীজ বপন হয়। তাঁর ভাষণই বাঙালিকে মুক্তির পথ দেখিয়েছে, যা আজ বিশ্ব পরিমন্ডলে ঐতিহাসিক ভাষণ হিসেবে স্বীকৃত”। সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম বলেন, “প্রকৃত অর্থনৈতিক মুক্তির জন্য জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজও লড়াই চলছে। আর সরকারের এই লড়াইয়ে সহযোগি হিসেবে শামিল আছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।” এসময় তিনি সোসাইটির প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দেশের স্বার্থে কাজ করার পরামর্শ দেন। পরে সোসাইটির ইউনিট এ্যাফেয়ার্স বিভাগের পরিচালক নাজমা পারভীনের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সোসাইটির লিগাল এ্যাফেয়ার্স বিভাগের পরিচালক খন্দকার এনায়েতুল্লাহ একরাম পলাশ সহ বিভিন্ন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা, কর্মচারি এবং যুব-স্বেচ্ছাসেবকরা।

জাতীয়

রাউজানে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপনে র‍্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বিলেতের আয়না ডেক্স :- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি রাউজানে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপনে র‍্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন ঐতিহাসিক ৭ই মার্চ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসনের ব‍্যবস্থাপনায় র‍্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৭ই মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে ভার্চুয়ালে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি। উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ সিকদারের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নেওয়াজ মোর্শেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিক্সন চৌধুরী, কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুস, মুক্তিযোদ্ধা হাসেম চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদের হোসেন, সমাজসেবা কর্মকর্তা মনির হোসাইন, উপজেলা মহিলা কর্মকর্তা আকলিমা আকতার, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ চৌধুরী সহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

জাতীয়

প্রধানমন্ত্রী র আগমন উপলক্ষে ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগ এর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বিলেতের আয়না ডেক্স :- খায়রুল বাশার ময়মনসিংহ প্রতিনিধি প্রধানমন্ত্রী র আগমন উপলক্ষে ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগ এর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভাটি জন সভায় রুপ নেওয়ার অভ্যাস টা ১১নং ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের পুরাতন চিত্র।প্রাণের নেত্রীর আগমন উপলক্ষ্যে অনুষ্ঠান টি তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জননেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন (বাবুল)।বিপ্লবী সাধারণ সম্পাদক,,বাংলাদেশ আওয়ামীলীগ, ময়মনসিংহ জেলা শাখা। উক্ত অনুষ্ঠান টি তে আলোচনা সভার সভাপতিত্ব করেন ঘাগড়া ইউনিয়নের পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক আলহাজ্ব মোঃ শাহজাহান সরকার (সাজু), সাবেক দুই দুই বারের চেয়ারম্যান ও ১১ নং ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কদ্দুস। জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আবু সাইদ দীন ইসলাম (ফখরুল)। ময়মনসিংহ জেলা পরিষদের মহিলা সদস্য আরজুনা কবির। সদর উপজেলা অাওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ সালাম সহ, বিভিন্ন স্থান থেকে আগত আওয়ামী নেতৃবৃন্দ, সাধারণত মেহনতী মানুষ ও ঘাগড়া ইউনিয়ন এর সর্ব স্তরের জনগণ, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয়

রাঙ্গুনিয়ায় গ্রাহকের ছেলের ছুরিকাঘাতে এনজিও কর্মী খুন

বিলেতের আয়না ডেক্স :- কামরুল ইসলাম (রাঙ্গুনিয়া প্রতিনিধি) রাঙ্গুনিয়ায় গ্রাহকের ছেলের ছুরিকাঘাতে এনজিও কর্মী খুন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চম্পা রানী চাকমা (২৯) নামের এক এনজিওকর্মী ঋণগ্রহীতার ছেলের হাতে খুন হওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৫ মার্চ) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ধামাইরহাটে অবস্থিত পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের (হোছনাবাদ শাখা) অফিসের নিচে এ ঘটনা ঘটে। নিহত চম্পা রানী চাকমা ওই এনজিও শাখার সহকারী ব্রাঞ্চ ম্যানেজার  হিসেবে কর্মরত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে চম্পার সহকর্মী জানান—অফিস শেষ হওয়ার পর চম্পা চাকমা বাসায় যাওয়ার জন্য অফিস থেকে নামছিলেন। এ সময় অফিসের সিঁড়ির নিচে তাকে গলার পাশে ছুরিকাঘাত করে এনাম নামের এক যুবক। পরে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে কেন ছুরিকাঘাত করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সে তার বোনের মাধ্যমে ঋণ নিয়েছিল। কিন্তু সে ঠিকমতো কিস্তি পরিশোধ করতো না। এ নিয়ে হয়তো আমাদের এনজিওকর্মীর সাথে তার বাড়াবাড়ি হয়েছে। তাই তাকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করেছে সে। অভিযুক্ত মো. এনামুল হক (৩০) উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়ার পশ্চিম পাড়া এলাকার নুরুজ্জামানের ছেলে। ঘটনাস্থল থেকে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কী জানান—এনামুল হক তার বোনের নামে এক লাখ টাকা লোন নিয়েছেন এই এনজিও থেকে। লোন পরিশোধকে কেন্দ্র করে এনাম এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর সে পালিয়ে গেছে। তাকে ধরতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।তিনি জানান লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Scroll to Top