ফেব্রুয়ারি ২৪, ২০২৩

জাতীয়

পরীক্ষার্থীদের অনুদানে-সালমা আদিল ফাউন্ডেশন

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি। পরীক্ষার্থীদের অনুদানে-সালমা আদিল ফাউন্ডেশন স্বনামধন্য সামাজিক সংস্থা,”সালমা আদিল ফাউন্ডেশনের” উদ্যোগে বিগত বছর গুলোর ন্যায় এ বছরও এস এস সি পরীক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ ২৪ফেব্রুয়ারি (শুক্রবার) চন্দনাইশ ও বাঁশখালীর ৪টি স্কুলের মেধাবী,অসচ্ছল এস.এস.সি পরীক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করা হয়। আর্থিক অনুদান পাওয়া বিদ্যালয় গুলো হলো,চন্দনাইশের জোয়ারা “বিশ্বম্ভর চৌধুরী উচ্চ বিদ্যালয়”জোয়ারা খানখানাবাদ নতুন চন্দ্র সিংহ উচ্চ বিদ্যালয়” “ফতেনগর শরীফুন্নেছা নজির উদ্দিন উচ্চ বিদ্যালয়”এবং বাঁশখালী’র “বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়”অসচ্ছল মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে সালমা আদিল ফাউন্ডেশন”(SAF)এর চেয়ারম্যান লায়ন সালমা আদিল এম জে এফ এর পক্ষ থেকে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক, স্কুল পরিচালনা পরিষদের সভাপতির নেতৃত্বে অনুদানের চেক প্রত্যেক ছাত্র ছাত্রীদের নিকট হস্তান্তর করা হয়। অনুদান প্রাপ্ত ছাত্র ছাত্রী,সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকমণ্ডলী, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ অভিভাবক মহল এবং এলাকাবাসী সালমা আদিল ফাউন্ডেশনের এধরনের মহতী উদ্যোগকে স্বাগত জানানএবং ভুয়সী প্রশংসা করেন। এর ফলে অনগ্রসর,অসচ্ছল মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেদের মেধা আরো প্রমাণ করার সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। “সালমা আদিল ফাউন্ডেশন”ইতিমধ্যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পুনর্নির্মাণ,শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো নির্মাণে আর্থিক অনুদান,নারী শিক্ষার প্রসার সহ সমাজ সচেতনতা মুলক মানবিক কাজে নিয়মিত ভূমিকা রেখে আসছে৷ এ লক্ষ্যে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ ও শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান কর্মসূচি চলমান রয়েছে। “সালমা আদিল ফাউন্ডেশন” (SAF)এর চেয়ারম্যান লায়ন সালমা আদিল এম জে এফ সারা বছর জুড়ে অতীতের ন্যায় সাধারণ ভাগ্যহত মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত হয়েছে।

জাতীয়

ফটিকছড়িতে ছাদেক নগর দরবার শরীফের ৪১তম পবিত্র ওরশ শরীফ সম্পন্ন

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ রবিউল হোসেন রবি উত্তরজেলা প্রতিনিধি ফটিকছড়িতে ছাদেক নগর দরবার শরীফের ৪১তম পবিত্র ওরশ শরীফ সম্পন্ন ফটিকছড়ি থানার অন্তর্গত সমিতির হাট ইউনিয়নস্থ ছাদেক নগর দরবার শরীফের প্রবর্তক হাজত রাওয়া, মুশকিল কোশা আশেকে রাসূল হযরত শাহ ছূফী সৈয়দ আবেদ মনছুর শাহ (র:) প্রকাশ শাহ সাহেব কেবলার নির্দেশক্রমে প্রতি বছরের ন‍্যায় এই বছরও আল্লাহ-রাসুলের স্মরণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:), পাকপাঞ্জাতন ও বিশ্বের সকল আউলিয়া কেরামের ৪১তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ মহান ১০ ফাল্গুন ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ‍্যে দিয়ে গাউছিয়া আবেদ শাহ মন্জিল প্রাঙ্গণে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। হুজুরের আওলাদ শাহজাদা সৈয়দ মোহাম্মদ আরাফাত উদ্দিন শাহ এর ব‍্যবস্থাপনায়, জমঈতুল আশেকানে আবেদীয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা, আশেক-ভক্ত ও এলাকাবাসির সার্বিক সহযোগিতায় ওরশ শরীফ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ‍্য ছিল মাজার গোসল, মাজারে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া, ওয়াজ মাহফিল, ছেমা মাহফিল, মিলাদ-কিয়াম, তবরুক বিতরন।পরিশেষে দেশ ও বিশ্বের সকল মুসলিম উম্মাহর কল‍্যাণ ও শান্তি কামনা করে আখেরী মোনাজাতের মাধ‍্যমে ওরশ শরীফ সমাপ্তি হয়। ওরশে আয়োজিত মিলাদ মাহফিলে তকরির পেশ করেন মাওলানা মোহাম্মদ মাসুম রেজা কাদেরী, মাওলানা আতাউল্লাহ নঈমী, মাওলানা রুহুল আমিন কাদেরী, মাওলানা মোহাম্মদ ইউনুছ আলকাদেরী। এতে বিশেষ মেহমান ছিলেন ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, মোহাম্মদ বখতেয়ার উদ্দিন শাহ, কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু তাহের চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আমিন,অর্থ সম্পাদক নুরুল আব্বাস চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, সদস্য আমিনুল ইসলাম চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ শাহজাহান।

জাতীয়

প্রায় ৫কোটি টাকার মাদক অস্র কার্তুজসহ আটক।

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি। প্রায় ৫কোটি টাকার মাদক অস্র কার্তুজসহ আটক। পাচারকালে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১,৬০,০০০ (এক লক্ষ ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, একটি রিভলবার ও ৪০ রাউন্ড কার্তুজসহ কার্গো ট্রাকের চালক ও হেলপার গ্রেফতার।মাদকের অনুমান মূল্য- ৪,৮০,০০,০০০/- (চার কোটি আশি লক্ষ) টাকা। ২৩ফেব্রুয়ারি রাত ১০টায় অফিসার ইনচার্জ তার সঙ্গীয় অফিসার ফোর্সসহ কার্গো গাড়ী ও গাড়ীর চালক ফরিদ মিয়া ও গাড়ীর হেলপার নুর হোসেন সবুজের দেহ তল্লাশী করেন। ঢাকাগামী (আর বি কার্গো, রেজি: নং-ঢাকা-মেট্রো-ট-১৩- ০২৯৪) খালি কার্গো গাড়ীতে তল্লাশী অভিযানে ড্রাইভারের সিটের পেছনে মূল বডির প্রান্তভাগে চিকন খালি অংশে বিশেষ কায়দায় কাভার ভ্যানের মূল বডির সাথে সংযুক্ত কাঠ দিয়ে তৈরী লম্বা বক্সে ইট আকৃতির ১৬টি পোটলার প্রত্যেকটিতে ইয়াবা ভর্তি ৫০নীল রংয়ের এয়ারটাইট পলি প্যাকেট পাওয়া যায়, যার প্রত্যেকটিতে ২০০ পিস করে সর্বমোট (১৬ × ৫০ x ২০০)=১,৬০,০০০ (এক লক্ষ ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট,ওজন ১৫,২০০ (পনের হাজার দুইশত) গ্রাম রক্ষিত ছিল। জব্দকৃত ইয়াবার অনুমান মূল্য- ৪,৮০,০০,০০০/-(চার কোটি আশি লক্ষ) টাকা। পরিপ্রেক্ষিত পরিকল্পনা,বদ্বীপ পরিকল্পনাসহ রাষ্ট্রের অব্যাহত অগ্রযাত্রার অভিষ্ঠ লক্ষ্য অর্জনে টেকসহ নিরাপত্তা ও শান্তির জন্য অহর্নিশভাবে দিবারাত্র কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। রাষ্ট্রের সম্মানিত নাগরিকদের জানমাল,আইনী প্রতিকার,অপরাধ দমন ও নিবারনসহ বহুমাত্রিক কাজে নানাবিধ উপায়ে আইনের আলোকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এসএম শফিউল্লাহ বিপিএম মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্ব ও সুনিপুন নির্দেশনায় অস্ত্র ও মাদক উদ্ধারে নিরলস কাজ করে যাচ্ছে লোহাগাড়া থানা পুলিশ। গত এক সপ্তাহ ধরে একটি সংঘবদ্ধ মাদক ও অস্ত্র পাচারকারী চক্র কক্সবাজার হতে একটি বড় ইয়াবা/অস্ত্র চালান চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে কার্গোযোগে ঢাকা প্রেরণ করবে মর্মে গোপন সংবাদ পাওয়া যায়। বিষয়টি পুলিশ সুপার, চট্টগ্রাম মহোদয়কে অবহিত করলে তিনি সফল ও কার্যকর অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনার প্রদান করেন। পুলিশ সুপার মহোদয়ের প্রদত্ত নির্দেশনা মোতাবেক প্রাপ্ত তথ্যের আলোকে গত এক সপ্তাহ ধরে লোহাগাড়া থানা পুলিশের পক্ষ হতে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে বিশেষ নজরদারী জোরদার করা হয়। কিন্তু কাঙ্খিত গাড়ীটি একাধিকবার ইয়াবা ও অস্ত্রসহ কক্সবাজার হতে রওয়ানা করেছে মর্মে সংবাদ পাওয়া গেলেও বাস্তবে এর প্রতিফলন ঘটাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। অবশেষে গোপন সংবাদ পাওয়া যায় যে কক্সবাজার শহরের লিংক রোড এলাকা হতে ইয়াবা/অস্ত্র ভর্তি কার্গোটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ লোহাগাড়া থানা মুহাম্মদ আতিকুর রহমান সঙ্গীয় এসআই মাহফুজুর রহমান ও ফোর্সসহ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সম্মুখে চেক পোস্ট স্থাপন করত: কাঙ্খিত কার্গোটির জন্য অপেক্ষা করতে থাকে। তথ্যের ধারাবাহিকতায় ঘটনাক্রমে অস্ত্র মাদক গুলিসহ আসামিদের আটক করা হয়। ধৃত কার্গোর চালক ফরিদ মিয়ার দেহ তল্লাশী করে পরিহিত প্যান্টের নিচে ডান কোমরে গোজানো অবস্থায় একটি দেশীয় তৈরী কাঠের বাটযুক্ত রিভলবার এবং ধৃত হেলপার নুর হোসেন সবুজের দেহ তল্লাশী করে তার পরিহিত টাউজারের বাম পকেটে ৪০ রাউন্ড গুলি ভর্তি একটি প্লাষ্টিকের ছোট কালো বক্স পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় তাদের ১। মোঃ ফরিদ মিয়া(২৫), পিতা-মোঃ নুরু উদ্দিন, মাতা-ফরিদা খাতুন, সাং-গালাগাও, গাবরগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে, ডাকঘর- চরপাড়া-২২৫২, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ, ২। মোঃ নুর হোসেন সবুজ(২৭), পিতা-মৃত মোঃ সামশুল হক, মাতা-বিবি ফাতেমা, সাং-রবিউল হোসেন মিস্ত্রি বাড়ী, সোনাপাহাড়, ডাকঘর-জোয়ারগঞ্জ, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম নাম-ঠিকানা প্রকাশ করে। ধৃত আসামীদ্বয় সংঘবদ্ধ মাদক ও অস্ত্র চোরাকারবারী চক্রের সক্রিয় সদস্য। বিশুদ্ধ পানি সরবরাহ করার ব্যানার টানিয়ে পর্দার আড়ালে তারা এ ধরণের যানবাহনযোগে অতীতেও দেশের বিভিন্নস্থানে ইয়াবা ও অস্ত্র সরবরাহ করেছে মর্মে একাধিক উৎস হতে তথ্য পাওয়া যায়। এমনি করে প্রশাসনের চোঁখে ফাঁকি দিয়ে বিশুদ্ধ পানি সরবরাহ করার নাম দিয়ে বর্ণিত চক্রটি ইয়াবা ও অস্ত্র বহনকালে লোহাগাড়া থানা পুলিশের হাতেনাতে ধরা পড়েছে। তারা কক্সবাজার লিংক রোড এলাকা হতে তাদের জব্দকৃত অস্ত্রগুলি তারা তাদের মাদক ও অস্ত্র চক্রের কক্সবাজারের সহযোগীদের কাছ থেকে গ্রহণ করত: ঢাকা মহানগরে তাদের অপর সহযোগী চক্রের নিকট পৌছে দেয়ার জন্য বর্ণিত কার্গোযোগে নিয়ে যাচ্ছিল মর্মে জিজ্ঞাসাবাদে জানায়। এ সংক্রান্তে লোহাগাড়া থানায় মাদক ও অস্ত্র আইনে ২টি পৃথক মামলারুজু করা হয়েছে।

জাতীয়

চট্টগ্রামে র‍্যাবের হাতে মাদকসহ ২কারবারি আটক

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি চট্টগ্রামে র‍্যাবের হাতে মাদকসহ ২কারবারি আটক অভিনব কায়দায় অ্যাম্বুলেন্সে করে মাদক পরিবহনকালে চট্টগ্রামের জোরারগঞ্জ হতে ৭৫কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-০৭ ফেনী ক্যাম্প। মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্স জব্দ করা হয়। ২৩ফেব্রুয়ারি রাত ১১টায় আভিযানিক দল চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট-খাগড়াছড়ি মহাসড়কের পাকা রাস্তার উপর চেকপোষ্টে গাড়ী তল্লাশী শুরু করে আসামী নাঈম ও হোসেন আলী কে আটক করে। এ্যাম্বুলেন্সের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা এ্যাম্বুলেন্সটিকে থামানোর সংকেত দিলে এ্যাম্বুলেন্সটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা গাড়ীসহ আসামী আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি এ্যাম্বুলেন্সযোগে মাদকদ্রব্য গাঁজা বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী জেলার ছাগলনাইয়া হতে চট্টগ্রামের দিকে নিয়া যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তাদের দেখানো ও সনাক্তমতে উক্ত এ্যাম্বুলেন্সের ভিতরে রোগী বহন করার জায়গা হতে ০৩টি চটের বস্তায় মোট ৭৫কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত এ্যাম্বুলেন্সটিকে জব্দ করা হয়। আটককৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাঁরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে মাদকদ্রব্য গাঁজা ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে ক্রয় করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১১লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Scroll to Top