ফেব্রুয়ারি ২০, ২০২৩

জাতীয়

সাবেক মন্ত্রী নাজমুল হুদা আর নেই ।

বিলেতের আয়না ডেক্স :- সাবেক মন্ত্রী নাজমুল হুদা আর নেই । সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার রাত ১০ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। ব্যারিস্টার নাজমুল হুদা ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালে পরপর ৩ বার ঢাকা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠিত হলে এর প্রতিষ্ঠাতা সদস্য হন ব্যারিস্টার নাজমুল হুদা। তিনি ছিলেন দলের সর্বকনিষ্ঠ স্থায়ী কমিটির সদস্য। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি তথ্য মন্ত্রীর দায়িত্ব পান। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বিএনপি’র নেতৃত্বাধীন সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন। ২০১২ সালে ৬ই জুন নাজমুল হুদা বিএনপি থেকে পদত্যাগ করেন। ওই বছর আবুল কালাম আজাদকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। ২০১৪ সালের ৭ই মে তিনি বাংলাদেশ জাতীয় জোট নামে একটি জোট গঠন করেন এবং ২১শে নভেম্বর তিনি বাংলাদেশ মানবাধিকার পার্টি নামে একটি দল গঠন করেন। ২০১৫ সালে তৃণমূল বিএনপি নামে নতুন একটি দল গঠন করেন। এই দলটিকে চলতি মাসে নির্বাচন কমিশন নিবন্ধন করে।

জাতীয়

৩য় ধাপে তুরস্ক দূতাবাসে ৩ কোটি টাকার সামগ্রী পাঠাচ্ছেন ফারাজ করিম চৌধুরী

বিলেতের আয়না ডেক্স :- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি ৩য় ধাপে তুরস্ক দূতাবাসে ৩ কোটি টাকার সামগ্রী পাঠাচ্ছেন ফারাজ করিম চৌধুরী তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন তরুণ রাজনীতিবিদ চট্টগ্রাম রাউজানের কৃতি সন্তান ফারাজ করিম চৌধুরী৷ গত ৯ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া এই মানবিক কার্যক্রমে দেশের বিভিন্ন স্থানের অসংখ্য মানুষ সাড়া দিয়েছেন। ইতোপূর্বে ১ম ও ২য় ধাপে বিভিন্ন ধরনের শীতবস্ত্র, কাফনের কাপড় সহ নানা ধরনের পণ্য পাঠানোর পর ১৮ ফেব্রুয়ারি শনিবার ৩য় ধাপে বিপুল পরিমাণ সামগ্রী পাঠাচ্ছেন ফারাজ করিম চৌধুরী৷ ঢাকার বারিধারাস্থ তুরস্ক দূতাবাসে কাল এসব সামগ্রী হস্তান্তর করার কথা রয়েছে৷ ফারাজ করিম চৌধুরীর পাঠানো এসব সামগ্রীর মধ্যে রয়েছে কম্বল, ডায়াপার, স্যানিটারি ন্যাপকিন, বিস্কুট, জ্যাকেট, জিন্স প্যান্ট, বাচ্চাদের কাপড়, টাওজার, কাফনের কাপড়, হাত-পা মৌজা, শার্ট, দুধ, খেজুর, চিড়া, রুম হিটার, স্লিপিং ব্যাগ, ফিলিপ্স জ্যাকেট, তাবু, বিছানার চাদর, বক্স বাদাম, পাওয়ার ব্যাংক, জায়নামাজ, হিজাব, ইলেক্ট্রনিক কেটলি ও তেরপাল। যার মূল্য প্রায় ৩ কোটি টাকা৷ ১৮ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম শহরের আগ্রাবাদস্থ এস এফ টাওয়ারের সামনে থেকে রাজধানী ঢাকার বারিধারাস্থ তুরস্ক দূতাবাসের উদ্দেশ্যে এসব পণ্যবাহী ট্রাক নিয়ে রওয়ানা দিয়েছে ফারাজ করিম চৌধুরীর স্বেচ্ছাসেবী টিম।

জাতীয়

রাউজানে সাবেক ছাত্রনেতা ইমরান হোসেন ইমুর জন্মবার্ষিকী উৎসব উদযাপন

বিলেতের আয়না ডেক্স :- রাউজান প্রতিনিধি রাউজানে সাবেক ছাত্রনেতা ইমরান হোসেন ইমুর জন্মবার্ষিকী উৎসব উদযাপন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমরান হোসেন ইমুর জন্মবার্ষিকী উৎসব যথাক্রমে রাউজান পৌরসভা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, পৌরসভা যুবলীগ, পৌর ছাত্রলীগ, রাউজান কলেজ ছাত্রলীগ, সেন্ট্রাল বয়েজ অব রাউজান,বাংলার মুখ শিল্পকলা একাডেমি রাউজান কলেজ শাখার উদ‍্যোগে ১৭ ফেব্রুয়ারি সারাদিন উপজেলার বিভিন্ন স্থানে উদযাপন করা হয়েছে। জন্মবার্ষিকী উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, কাউন্সিলর জানে আলম জনি, পৌরসভা যুবলীগের সভাপতি হাসান মোহাম্মদ রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শওকত হোসাইন, যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন, যুবলীগ নেতা তপন দে, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আরিফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী,কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামান নকিব, সিনিয়র সহ সভাপতি মইনুদ্দিন জামাল চিশতী, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন জীবন, মোহাম্মদ তারেক, মোহাম্মদ জাহাঙ্গীর,মোহাম্মদ নাছির উদ্দিন,শরিফুল হক মুন্না, মোহাম্মদ ইমন, মোহাম্মদ জুয়েল, রাফি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকালে মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদানের মাধ‍্যমে জন্মোৎসব শুরু হয় সাবেক ছাত্রনেতা ইমরান হোসেন ইমুর, পরে কেক কাটা সহ অন‍্যন‍্যা আয়োজনে জন্মবার্ষিকী উৎসব সমপন্ন হয়। তার প্রতি সকলের এই ভালবাসা দেখে তিনি মহান রাব্বুল আলামিনের দরবারে শোকরিয়া জানান এবং সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

Scroll to Top