ফেব্রুয়ারি ১৮, ২০২৩

জাতীয়

রাউজানে একাধারে ৪১দিন জামায়াতে সালাত আদায় করায় শিক্ষার্থীদের সাইকেল উপহার দিল পৌর মেয়র

বিলেতের আয়না ডেক্স :- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি রাউজানে একাধারে ৪১দিন জামায়াতে সালাত আদায় করায় শিক্ষার্থীদের সাইকেল উপহার দিল পৌর মেয়র শিশু কিশোরদের মসজিদে সালাত আদায়ে উৎসাহিত করার লক্ষ্যে একাধারে ৪১ দিন জামায়াতে সালাত আদায় করায় রাউজানের অবিসংবাদিত নেতা এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পির নির্দেশনায়, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ’র পক্ষ থেকে শিশু ও কিশোরদের মাঝে বাই সাইকেল ও নগদ অর্থ উপহার প্রদান করা হয়। ১৭ ফেব্রুয়ারি জুমার নামাজ শেষে রাউজান পৌরসভাস্থ ৯নং ওয়ার্ডের আলিখীল বায়তুল সুলতান জামে মসজিদে ৪১ দিন জামায়াতে সালাত আদায় করা এসকল শিক্ষার্থীদের মাঝে উপহার তুলে দেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, বায়তুল সুলতান জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ নুরুল আলম, মাওলানা জয়নাল আবেদিন জামাল, যুবলীগ নেতা আবু সালেক, সাবের হোসেন, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জাতীয়

কদলপুরে আব্দুল আজিজ আল নক্সবন্দী ও মাওলানা নাদের হোসেনের স্মরণে বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ রবিউল হোসেন রবি রাউজান প্রতিনিধি কদলপুরে আব্দুল আজিজ আল নক্সবন্দী ও মাওলানা নাদের হোসেনের স্মরণে বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন রাউজান উপজেলার কদলপুর গ্রামের অলিকুল সম্রাট মৌলানা আব্দুল আজিজ আল নক্সবন্দী এবং তাহার খলিফা ও নক্সবন্দী দরবারের প্রতিষ্ঠাতা মাওলানা নাদের হোসেন এর স্মরণে পবিত্র বার্ষিক ওরশ শরীফ উদযাপিত হয়েছে। ১৬ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপী নানান কর্মসূচির মাধ‍্যমে হুজুরের বাড়ির প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়। মাওলানা নাদের হোসেনের সুযোগ‍্য সন্তান ও মাজারের খাদেম মাওলানা কাজী মমতাজুল হক এর ব‍্যবস্থাপনায় ওরশ শরীফে আয়োজিত কর্মসূচির মধ‍্যে ছিল বাদে যোহর পবিত্র খতমে কোরআন, বাদে আসর খতমে গাউছিয়া, বাদে মাগরিব আজিমুশান মিলাদ মাহফিল। পরিশেষে আখেরী মোনাজাতের পর আগত আশেক-ভক্তের মাঝে তবরুক বিতরণ করা হয়। আয়োজিত আজিমুশান মিলাদ মাহফিলে তকরির পেশ করেন মাওলানা আবু মুছা সিদ্দিকী, আল্লামা সৈয়দ দোস্ত মোহাম্মদ (র:) ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ মোহাম্মদ জুন্নুরাইন, মুফতি জাফর আহমদ মানিকী, মাওলানা মিসবাহ উদ্দিন বদরী, মাওলানা আবুল কাশেম হাফেজ, মাওলানা শাহ আলম, মাওলানা ইলিয়াছ করিম, মাওলানা মহিউদ্দিন নোমান। এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ হাসান, কাজী মোহাম্মদ গোলাম মোস্তফা সুজা, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ ডালিম, মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ ফয়সাল সহ হুজুরের ভক্তবৃন্দ।

জাতীয়

নোয়াখালীর সেনবাগে মিথ্যা মামলা প্রত্যাহারে দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত।

বিলেতের আয়না ডেক্স :- মোঃ হাবিবুর রহমান হারুন সেনবাগ উপজেলা প্রতিনিধি। নোয়াখালীর সেনবাগে মিথ্যা মামলা প্রত্যাহারে দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত। বৃহস্পতিবার ( ১৬ ফেব্রুয়ারী ) দুপুর ১২ টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার পৌর শহর সেনবাগ বাজারের জিরো পয়েন্টে ৪ পৌর কাউন্সিলরের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পৌরসভার ৫ নং ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন সড়ক নির্মানে জনৈক কবির হোসেন আর্মি কর্তৃক বাঁধা প্রদান ও স্হানীয় ৪ কাউন্সিলর সহ ২৫ জনের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় পৌর কাউন্সিলর মোঃ মহিন উদ্দিন বলেন, ৫নং ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন সড়ক নির্মানে জনৈক কবির হোসেন আর্মি কর্তৃক জনস্বার্থে জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা, সড়ক নির্মাণ ও পৌরসভার উন্নয়নে বাঁধা প্রদান সহ নিরিহ জনসাধারণ ও ৪ পৌর কাউন্সিলর সহ ২৫ জনের নামে ভূয়া ও মিথ্যা মামলা দিয়ে কার্য সিদ্ধির উদ্দেশ্যে হয়রানি করছে। তিনি বলেন, ভূয়া উদ্দেশ্য প্রনোদিত ও মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারে দাবী জানান। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, কাউন্সিলর মোঃ আইয়ুব মিয়াজী, মোঃ আবু তাহের, ডাঃ মাঈন উদ্দিন, মোঃ আবদুল কাদের, মোঃ আবদুল মোতালেব খোকন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জাতীয়

ফজলে করিম এমপির সাথে মোকামী পাড়া স্কুলের শতবর্ষপূর্তি উৎসব উদযাপন পরিষদের মতবিনিময়

বিলেতের আয়না ডেক্স :- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি ফজলে করিম এমপির সাথে মোকামী পাড়া স্কুলের শতবর্ষপূর্তি উৎসব উদযাপন পরিষদের মতবিনিময় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় শতবর্ষপূর্তি উৎসব উদযাপন পরিষদ। ১৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর পাথরঘাটস্থ সংসদ সদস্যের বাসভবনে উদযাপন পরিষদ নেতৃবৃন্দ এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী সর্বোচ্চ সহযোগীতা পরামর্শ দিয়ে শতবর্ষপূর্তি উৎসব সফল করতে পাশে থাকবেন এবং তিনি নিজে উৎসবে যোগ দিবেন বলে আশ্বস্ত করেন। তিনি বলেন, একটা বিদ্যালয়ের শতবর্ষ অনেক গুরুত্বপূর্ণ, কারণ এ থেকে ওই এলাকার মানুষের শিক্ষা সচেতনা এবং ভুমিকার স্বীকৃতি বেরিয়ে আসে৷ তাই এই উৎসব আয়োজনে থাকতে হবে অনেক কর্ম পরিকল্পনা। এসময় উপস্থিত ছিলেন শতবর্ষপূর্তি উৎসব উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক এস এম জাহাঙ্গীর আলম, মোকামী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম হাফিজুর রহমান, সাবেক সভাপতি এস এম ইউসুফ মিয়া, সাবেক সভাপতি এস এম সোলেমান বাদশা, শতবর্ষ উৎসব উদযাপন পরিষদের আহবায়ক সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন, যুগ্ম আহবায়ক এস এম ইদ্রিস মিয়া, সদস্য সচিব সাহেদ মজুমদার, যুগ্ম সচিব ওমর ফারুক, অর্থ সচিব এস এম কায়সার হামিদ, যুগ্ম অর্থ সচিব কাজী ওয়াহিদুল আলম মিনহাজ, কাজী সাজ্জাদ উদ্দিন, এস এম দিদারুল আলম প্রমুখ।

জাতীয়

ভারতের নর্থ ইস্ট গ্যাস্ট্রো সম্মেলনে বিশেষ আমন্ত্রিত বক্তা অধ্যাপক ডা. স্বপ্নীল

বিলেতের আয়না ডেক্স :- শ‌হিদুল ইসলাম, প্রতি‌নি‌ধি ভারতের নর্থ ইস্ট গ্যাস্ট্রো সম্মেলনে বিশেষ আমন্ত্রিত বক্তা অধ্যাপক ডা. স্বপ্নীল ভারতের গৌহাটির ভিভানতা বাই তাজ হোটেলে অন্ষ্ঠুানরত ২১তম নর্থ ইস্ট গ্যাস্ট্রো সম্মেলনে বিশেষ আমন্ত্রিত স্পীকার হিসেবে আজ (১৭ নভেম্বর) কিনোট বক্তব্য উপস্থাপন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডির্ভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। সম্মেলনে তিনি ন্যাসভ্যাক সম্বন্ধে বিস্তারিত তথ্য ও উপাত্ত উপস্থাপন করেন। উত্তর পুর্ব ভারতের বৃহত্তম এই হেপাটোলজি ও গ্যাস্ট্রোএন্টারলজি সম্মেলনটির যৌথ আয়োজক নর্থ ইস্ট গ্যাস্ট্রো ফাউন্ডেশন, গৌহাটি মেডিকেল কলেজের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ এবং ইন্ডিয়ান সোসাইটি অব গ্যাস্ট্রোএন্টারোলজির নর্থ ইস্ট চ্যাপ্টার। উল্লেখ্য ন্যাসভ্যাক হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসায় সর্বশেষ সংযোজন। এটি একটি থেরাপিউটিক ভ্যাকসিন যা হেপাটাইটিস বি’র চিকিৎসায় নতুন সম্ভবনার দুয়ার উন্মোচন করছে। সম্প্রতি ফন্টিয়ারর্স ইন মেডিসিন নামক পৃথিবীর একটি অন্যতম শীর্ষস্থানীয় মেডিকেল জার্নালে ন্যাসভ্যাক দিয়ে চিকিৎসা পাওয়া রোগীদেও চিকিৎসা শেষ হওয়ার পাচ বছর পরের ফলোআপ প্রকাশিত হয়েছে। এতে দেখা যাচ্ছে এসব রোগীরা ন্যাসভ্যাক দিয়ে চিকিৎসা গ্রহন করার পাচ বছর পরও হেপাটাইটিস বি’র অন্যকোন ওষুধ গ্রহন না করেও সম্পুর্ন সুস্থ আছেন। ইতিপূর্বে ন্যাসভ্যাক দিয়ে চিকিৎসা নেওয়া রোগীদের দুই এবং বছরের ফলোআপ ডাটাও পৃথিবীর দুটি শীর্ষ জার্নাল প্যাথোজেন্স এবং ভ্যাকসিন্স-এ প্রকাশিত হয় এবং সেখানেও একই ধরনের ফলাফল পাওয়া গিয়েছিল। উল্লেখ্য বর্তমানে হেপাটাইটিস বি’র চিকিৎসায় যে সমস্ত নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইড এনালগ ওষুধগুলো মুখে প্রয়োগ করা হচ্ছে, সেগুলো বহু বছর ধরে টানা ব্যবহার করতে হয়, আর কোন কোন ক্ষেত্রে আজীবন। এরপরও কোন কোন রোগীর লিভার রোগ নিয়ন্ত্রনে আসে না আর যারা অনিয়মিত ওষুধ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই ঝুকি যে শুধু অনেক বেশি তাই-ই নয়, বরং তাদের কারো কারো লিভার ফেইলিওরও ডেভলপ করতে পারে। অন্যদিকে ন্যাস্যভ্যাকের মাত্র দশটি ডোজ ছয় মাস ধরে ব্যবহার করে তাতেই এ ধরনের ফলাফল পাওয়া যাচ্ছে। সম্প্রতি জাপানী বিশেষজ্ঞরাও সেদেশে ন্যাসভ্যাকের ফেইজ ২ ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল হেপাটোলজি রিসার্চ নামের একটি শীর্ষস্থানীয় লিভার জার্নালে প্রকাশ করেছেন। দেখা যাচ্ছে ন্যাসভ্যাক নেয়া জাপানী রোগীদের প্রায় চল্লিশ শতাংশের এই চিকিৎসায় এইচ.বি.এস.এ.জি নেগেটিভ হয়ে গেছে এবং প্রায় সমসংখ্যক রোগীর প্রটেকটিভ এন্টিবডি ডেভলপ করেছে। হেপাটাইটিস বি’র প্রচলিত ওষুধগুলো ব্যবহারে এ ধরনের ফলাফল প্রায় অচিন্তনীয়। ন্যাসভ্যাকের এই সাম্প্রতিক প্রকাশনাগুলো বিশ্বজুড়ে চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে ন্যাসভ্যাক সম্বন্ধে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। আশা করা হচ্ছে বছর খানেকের মধ্যে ওষুধটি জাপানে অনুমোদন পেতে পারে এবং সেক্ষেত্রে এই ওষুধটির হেপাটাইটিস বি’র চিকিৎসায় গেইম চেঞ্জার হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারন নির্দিষ্ট মেয়াদে ওষুধ ব্যবহার করে যদি বেশিরভাগ হেপাটাইটিস বি’র রোগী আশ্বস্ত থাকতে পারেন যে তাদের লিভারটি ভালো থাকবে, পৃথিবীর কোটি কোটি হেপাটাইটিস বি আক্রান্ত রোগীর জন্য এর চেয়ে ভালো খবর সম্ভবত আর কিছুই হতে পারে না। উল্লেখ্য বাংলাদেশে ন্যাসভ্যাকের ফেইজ ১,২ ও ৩ ক্লিনিক্যাল ট্রায়ালগুলো অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের নেতৃত্বে সম্পাদিত হয়। ন্যাসভ্যাক উদ্ভাবনের জন্য অধ্যাপক স্বপ্নীল এবং জাপান প্রবাসী বাংলাদেশী চিকিৎসা বিজ্ঞানী ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর কয়েকজন জাপানী এবং কিউবান চিকিৎসাবিজ্ঞানী কিউবান একাডেমি অব সাইন্সেস থেকে ২০১৯ সালে প্রিমিও ন্যাশনাল পদক অর্জন করেন আর গত বছর বাংলাদেশ একাডেমি অব সাইন্সেস অধ্যাপক ডা. স্বপ্নীলকে প্রদান করে ‘বাস গোল্ড মেডেল এ্যাওয়ার্ড’।অধ্যাপক ডা. স্বপ্নীল বলেন, ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের বৃহত্তম সংগঠন এসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব ইন্ডিয়ার এবারের সম্মেলনে ন্যাসভ্যাকের উপর বিশেষ লেকচারটি নিঃসন্দেহে চিকিৎসাবিজ্ঞানে বাংলাদেশের এই সাম্প্রতিক অর্জনটির একটি বড় স্বীকৃতি।

জাতীয়

সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন থে‌কে হাওয়া টি‌ভি ইউ‌কের সিইও রুমানা আনাম-কে ফু‌লেল শু‌ভেচ্ছা

বিলেতের আয়না ডেক্স :- সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন থে‌কে হাওয়া টি‌ভি ইউ‌কের সিইও রুমানা আনাম-কে ফু‌লেল শু‌ভেচ্ছা যুক্তরা‌জ্যে প্রবা‌সি, সি‌লে‌টের সন্তান ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন-উইমেন্স ইউকে এর সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সে‌বিকা, ‌মি‌ডিয়া ব‌্যক্তিত্ব হাওয়া টি‌ভি ইউ‌কের সিইও রুমানা আনাম ও সমাজ সে‌বিকা, ক‌মিউ‌নি‌টি নেত্রী রোকসানা পার‌ভীন জোৎস্না স্ব‌দেশ আগম‌নে সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন, কেন্দ্রীয় ক‌মি‌টি, বাংলা‌দেশ এর পক্ষ থে‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা জানান প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ শ‌হিদুল ইসলাম, সদস‌্য আব্দুল মা‌লেক। এসময় রুমানা আনাম-‌কে সংগঠ‌নের কর্ণদ্বার শ‌হিদুল ইসলাম ব‌লেন সংগঠ‌নের লক্ষ‌্য ও উ‌দ্দেশ‌্য সিলেট-চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরাসহ মা‌নবিক কাজের বিষ‌য়ে অব‌হিত ক‌রেন এবং সেই সা‌থে রুমানা আনামও সংগঠ‌নের সা‌থে থাকা, সহ‌যো‌গিতার করার প্রত্যয় ব্যক্ত করেন এবং কার্যক্রমের ভূয়সী প্রশংসা ক‌রেন।

Scroll to Top