ফেব্রুয়ারি ১২, ২০২৩

জাতীয়

নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ সোসাইটির কমিটি গঠিত

বিলেতের আয়না ডেক্স :- মোঃ আব্দুর রহিম বাবলু নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ সোসাইটির কমিটি গঠিত নাঙ্গলকোটে সামাজিক  ও মানবিক সংগঠন পেরিয়া ইউনিয়ন প্রবাসী কল্যান সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১ফেব্রুয়ারি সংগঠনের আহ্বায়ক শহিদুল্লাহ ও সদস্য সচিব শাহ পরান মজুমদারের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির মাধ্যমে ১ বছরের জন্য ১৪১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এতে বাহরাইন প্রবাসী বশির আহমেদ মজুমদারকে সভাপতি, হাফিজুল ইসলামকে সাধারণ সম্পাদক ও দুবাই প্রবাসী ইউছুপ নবীকে সাংগঠনিক সম্পাদক,দুবাই প্রবাসী আব্দুল মান্নানকে প্রচার সম্পাদক, আব্দুস সামাদকে অর্থ সম্পাদক, বাহরাইন প্রবাসী মাঈন উদ্দিন আল মামুনকে দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত করে ১১ সদস্যের প্রবাসী উপদেষ্টা, ২০ সদস্যের প্রতিনিধি সহ ১৪১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়। উল্লেখ্য উক্ত সোসাইটি পেরিয়া ইউনিয়নের পিছিয়ে পড়া অসহায় দুস্থ পরিবারের পাশে সহায়তা নিয়ে থাকার লক্ষ্যে ২৪ জুলাই ২০২০ সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সে ধারাবাহিকতায় বিগত বছর গুলোতে ৫০টি পরিবারকে আর্থিক অনুদান সহ বিভিন্ন সেবা দিয়ে আসছে। আগামীতে সেবার মান বৃদ্ধি করতে এবং সোসাইটির পথ চলা ও উত্তর উত্তর সফলতার জন্যে সার্বিক সহযোগিতা কামনা করেন নতুন কমিটির নেতৃত্ব।

জাতীয়

নাঙ্গলকোটে আজিজ ব্রিক ফিল্ডে শ্রমিকের টাকা আত্মসাৎ ও মারধরের অভিযোগ

বিলেতের আয়না ডেক্স :- আব্দুর রহিম বাবলু: নাঙ্গলকোটে আজিজ ব্রিক ফিল্ডে শ্রমিকের টাকা আত্মসাৎ ও মারধরের অভিযোগ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আজিজ ব্রিক ফিল্ডের স্বত্বাধিকারী কামাল মাস্টার ও ফরহাদ এবং ম্যানেজার ফরিদের বিরুদ্ধে শ্রমিকের টাকা আত্মসাৎ ও মারধরের অভিযোগ উঠেছে। জানাযায়, কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা মৌকারা ইউনিয়নের আজিজ ব্রিক ফিল্ডে শ্রমিক ও মালামাল দিয়ে কাজ করাতেন নাঙ্গলকোট উপজেলা পেরিয়া ইউনিয়নে ইউনূছ মিয়া। মাঝি ইউনূছ মিয়া আজিজ ব্রিক ফিল্ডের স্বত্বাধিকারী কামাল মাস্টার ও ফরহাদের কাছে শ্রমিকের কাজের ৩ লক্ষ ৮১ হাজার টাকা পাওনা হন,গত ৮ ফেব্রুয়ারী শ্রমিকদের কাজের পাওনা টাকা দিবে বলে ব্রিক ফিল্ডে ডেকে নিয়ে মাঝি ইউনূছকে ফিল্ডের স্বত্বাধিকারী কামাল মাস্টার , ফরহাদ হোসেন ও ম্যানেজার ফরিদ এলোপাতাড়ি ভাবে মারধর করে আটকে রাখে। খবর পেয়ে ইউনুসের ছেলে প্রাণ কোম্পানির (অল-টাইম) জেলা সুপারভাইজার ইয়াসিন আরাফাত সেখানে গেলে তার পিতা ইউনুসের দ্বারা তাদের ব্যবসায় ক্ষতি হয়েছে বলে তার কাছ থেকে ৫০ হাজার টাকা কেড়ে নেয়। সেখান থেকে এসে মাঝি ইউনুস নাঙ্গলকোট থানায় একটি অভিযোগ দাখিল করেন। এবিষয়ে ভুক্তভোগী ইউনূছ মাঝি বলেন; আমি দীর্ঘদিন যাবৎ মৌকরা আজিজ ব্রিক ফিল্ডের সাথে সম্পৃক্ত থেকে শ্রমিক দিয়ে কাজ করাতাম, শ্রমিকদের কাজের টাকা বাবদ আমি আজিজ ব্রিক ফিল্ডের স্বত্বাধিকারী কামাল মাস্টার ও ফরহাদের কাছে ৩ লক্ষ ৮১ হাজার টাকা পাওনা হই। আমি টাকা গুলো চাইলে আমাকে আজ দিবে কাল  দিবে বলে এভাবে হয়রানী করেন তার। এর মধ্যে গত বুধবার সন্ধ্যায় টাকা দিবে বলে মুঠোফোনে কল করে ব্রিক ফিল্ডের অফিসে নিয়ে যায়। আমি সেখানে যাওয়ার সময় আমার সাথে মাঝি সোহেলকে নিয়ে যা-ই, সেখানে আমার সাথে কথা বার্তা বলার পূর্বে এক পর্যায়ে উত্তেজিত ও ক্ষিপ্ত হয়ে আমাকে আজিজ ব্রিক ফিল্ডের স্বত্বাধিকারী কামাল মাস্টার( ৪০), ফরহাদ (৩৫), ম্যানেজার ফরিদ এলোপাতাড়ি ভাবে আমার বুকে পিটে নাক মুখে কিল ঘুসি ও তলপেটে লাথি মারে আমাকে খুন করার উদ্দেশ্যে। খবর পেয়ে আমার ছেলে ইয়াসিন আরাফাত সেখানে গেলে তাকে বলে আমার ধারা তাদের ব্যবসায় ক্ষতি হয়েছে। টাকা দে বলে আমার ছেলের কাছ থেকে ৫০ হাজার টাকা কেড়ে নিয় আমাকে ছেড়ে দেয়। আজিজ ব্রিক ফিল্ডের স্বত্বাধিকারী ফরহাদ বলেন; ইউনূছ মাঝি আমাকে শ্রমিক দিবে বলে অগ্রিম টাকা নিয়ে যায়, সে কোন শ্রমিক না দিয়ে টাকা নিয়ে চলে গেলে শ্রমিকের সংকটে পড়ি,এলোমেলো মিক্সচারের কারণে মাল নষ্ট হয়ে যায়। এবং সেই ব্রিক ফিল্ডে অনৈতিক কর্মকান্ড করে বেড়ায় সেজন্য আমরা তাকে নিষেধ করেছি না আসতে। আমরা হিসেব নিকেস করে তার কাছে ১ লক্ষ ১৩ হাজার টাকা পাওনা হই। সে আমাদের কে ৫০ হাজার টাকা দিয়ে যায় এবং বাকি ৬৩ হাজার টাকা দিবে বলে জিম্মাদার দিয়ে যায়। এখানে কোন ধরনের মারধর হয়নি। আজিজ ব্রিক ফিল্ডের ম্যানাজার ফরিদ বলেন; আমি ইউনূছ মাঝি কে মুঠোফোনে কল করে অফিসে আসতে বলি, এসে হিসেবে করলে ১ লক্ষ ১৩ হাজার টাকা ব্রিক ফিল্ডের বাবত তার কাছে পাওনা হই, সে টাকা থেকে তার ছেলে এসে ৫০ হাজার টাকা দিয়ে যায়। বাকী ৬৩ হাজার টাকার জিম্মাদার দিয়ে যায়। মারধরের বিষয়ে জানতে চাইলে ম্যানাজার বলেন এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। এবিষয়ে নাঙ্গলকোট থানা উপ-পরিদর্শক পলাশ বড়ুয়া বলেন; এবিষয়ে বিবাদীর সাথে কথা বলে জানতে পারি বাদী তার শ্রমিক নিয়ে যায়। এখন পর্যন্ত বাদীর সাথে কোন কথা হয়নি, বাদীপক্ষের সাথে কথা বলে ব্যবস্তা নিব।

জাতীয়

রাউজান কদলপুরের সকল আউলিয়া কেরামের স্মরণে ৪র্থ আজিমুশান বার্ষিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ রবিউল হোসেন রবি রাউজান প্রতিনিধি রাউজান কদলপুরের সকল আউলিয়া কেরামের স্মরণে ৪র্থ আজিমুশান বার্ষিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত কদলপুর মোহাম্মদীয়া সমাজ পরিষদের ব‍্যবস্থাপনায় ও কাতার আল মাহান্নাধী গ্রুপের সার্বিক সহযোগিতায় কদলপুরের সকল আউলিয়া কেরাম, উপমহাদেশ আধ‍্যাত্নিক সাধক হযরত সৈয়দ চাদ শাহ (র:) ও মোহাম্মদীয়া সমাজের সকল মরহুম মুরুব্বিদের স্মরণে ৪র্থ তম বার্ষিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি শুক্রবার মোহাম্মদিয়া সমাজ পরিষদের অন‍্যতম প্রতিনিধি ও কাতার আল মাহান্নাধী গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক চৌধুরী সিআইপির সার্বিক তত্ত্বাবধানে এই ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়। ফাতেহা শরীফ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। আয়োজিত কর্মসূচির মধ‍্যে ছিল পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, নাতে মোস্তফা (স:) মাহফিল। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মহা-হিসাবরক্ষন কর্মকর্তা মুসলিম উদ্দিন চৌধুরী,রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী,, সাবেক চেয়ারম্যান তছলিম উদ্দিন চৌধুরী,, পাহাড়তলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন,জাফতনগর ইউপি চেয়ারম্যান জিয়াউদ্দীন জিয়া, সমাজসেবক ফরহাদ চৌধুরী,আব্দুস সালাম, কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এনেল, বেওয়ারিশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শওকত হোসেন, ইউপি সদস্য শওকত চৌধুরী, জয়নাল আবেদিন, আলমগীর হোসেন, মোহাম্মদ ইলিয়াস মিয়া, সাংবাদিক, প্রকৌশলী, রাজনৈতিক, সামাজিক ব‍্যক্তিবর্গ সহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ। এতে মোহাম্মদীয়া সমাজ কল‍্যাণ পরিষদের ৫শতাধিক স্বেচ্ছাসেবকের মাধ‍্যমে প্রায় ৩০হাজারের বেশি মানুষের মাঝে তবরুক পরিবেশন করা হয়। উল্লেখ‍্য যে, কাতারে অবস্থানরত চট্টগ্রামের রাউজান উপজেলার কোন প্রবাসী মৃত্যুবরণ করলে দেশে পাঠানোর সকল ধরনের দায়িত্ব নিয়েছেন কাতার আল মাহান্নাধী গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক চৌধুরী সিআইপি

Scroll to Top