ফেব্রুয়ারি ৯, ২০২৩

জাতীয়

লোহাগাড়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন তাজ উদ্দিন সভাপতি, কাইছার হামিদ সম্পাদক।

বিলেতের আয়না ডেক্স :- লোহাগাড়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন তাজ উদ্দিন সভাপতি, কাইছার হামিদ সম্পাদক। চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি তাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল প্রতিনিধি কাইছার হামিদ। বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারী) সকাল১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সংগঠনের কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সভাপতি পদে মোঃ তাজ উদ্দিন ভোট পেয়েছেন ১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী দেলোয়ার হোসেন রশিদী পেয়েছে ৩ ভোট। সাধারন সম্পাদক পদে কাইছার হামিদ পেয়েছেন ৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী আবুল কালাম আজাদ পেয়েছেন ২ ভোট, শাহজাদা মিনহাজ পেয়েছেন ২ ভোট। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম খলিল (দৈনিক ভোরের আকাশ), সহ-সভাপতি দেলোয়ার হোসেন রশিদী (দৈনিক দেশের কন্ঠ), যুগ্ম সম্পাদক শাহাজাদা মিনহাজ (দৈনিক ঢাকা টাইমস), সাংগঠনিক সম্পাদক এরশাদ হোসাইন (দৈনিক ভোরের কাগজ), অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ ( দৈনিক আনন্দ বাজার) , দপ্তর সম্পাদক মোঃ সেলিম উদ্দিন (আনন্দ টিভি), ক্রীড়া সম্পাদক কাইছার হামিদ তুষার (প্রথম আলো), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলা উদ্দিন (বাংলাধারা) কার্যনির্বাহী সদস্যরা হলেন, হোসাইন মেহেদী ( সময়ের আলো), রাসেল মাহমুদ (দৈনিক আলোকিত বাংলাদেশ), মিরদাদ হোসেন (বাংলা ৫২ নিউজ), ফাহিম শাহারিয়ার শাফাত ( সংবাদ সারাবেলা), মোঃ যায়েদ ( দৈনিক কালবেলা), নাজিম উদ্দীন রানা ( দৈনিক যুগান্তর), মুহাম্মদ রিদওয়ানুল হক (আনন্দ টিভি)। প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা করেন লোহাগাড়া মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বেঙ্গল, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান ও বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আলমগীর। নির্বাচিত প্রেস ক্লাবের কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সামজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

জাতীয়

বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার মানুষের পাশে দাঁড়াচ্ছেন ফারাজ করিম চৌধুরী

বিলেতের আয়না ডেক্স :- বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার মানুষের পাশে দাঁড়াচ্ছেন ফারাজ করিম চৌধুরী স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন সারাদেশের আলোচিত তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। তিনি বর্তমানে তুরস্কে অবস্থান করছেন। ইতোমধ্যে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ সামগ্রী পাঠানোর প্রস্তুতি নিয়েছেন তিনি। জানা যায়, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাথে এবিষয়ে ফারাজ করিম চৌধুরীর আলাপচারিতা হয়। আগামীকাল শুক্রবার বাংলাদেশ থেকে একটি বিমান তুরস্কের উদ্দেশ্যে রওয়ানা দিবে এবং তাদের বিভিন্ন ধরনের শীতবস্ত্র সহ আনুষঙ্গিক জিনিসপত্র প্রয়োজন বলে আলাপচারিতায় জানানো হয়। এরই প্রেক্ষিতে আজ সকাল ১১ টায় নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে স্ট্যাটাসের মাধ্যমে তুরস্ক ও সিরিয়ার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন ফারাজ করিম চৌধুরী। আজ চট্টগ্রামের আগ্রাবাদস্থ সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটের বিপরীতে অবস্থিত এস.এফ টাওয়ারের সামনে অস্থায়ী কালেকশন বুথ স্থাপন করেন তিনি। সেখানে ফারাজ করিম চৌধুরীর আহবানে অর্ধশত স্বেচ্ছাসেবী কম্বল, জ্যাকেট, সোয়েটার, স্যানিটারি ন্যাপকিন, মৌজা, বেবি ডায়াপার, আন্ডার গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামগ্রী পাঠানোর জন্য প্যাকেটজাত করে প্রস্তুত করছেন। এসব সামগ্রী বৃহস্পতিবার রাত ৮ টার মধ্যে ট্রাকে ভর্তি করে ঢাকায় অবস্থিত তুরস্ক দূতাবাসের উদ্দেশ্যে রওয়ানা দিবে। আগামীকাল শুক্রবার দুপুর ৩ টায় ঢাকার বারিধারা ডিপলোমেটিক জোন, ৫ নং রোডের ৮ নং বাড়ীতে অবস্থিত তুরস্কের দূতাবাসের সামনে এসব সামগ্রী হস্তান্তর করা হবে। যেখানেই মানবিক বিপর্যয় ঘটে, সেখানেই আশার আলো হয়ে দেখা মিলে মানবিক তরুণ ফারাজ করিম চৌধুরীর। করোনার কঠিন সময়ে, বিএম ডিপোর অগ্নিকান্ডের ঘটনায় ও সিলেট-কুড়িগ্রামের ভয়াবহ বন্যা সহ দেশের মানুষের প্রতিটি ক্রান্তিলগ্নে জীবন বাজি রেখে পাশে দাঁড়ানো ফারাজ করিম চৌধুরী ইতোপূর্বে মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গা শরনার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের পাশে দাঁড়িয়েছিলেন। এরই ধারাবাহিকতায় এবার স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি।

Scroll to Top