জানুয়ারি ৩১, ২০২৩

জাতীয়

শালবাগান দারুসুন্নাত নূরানী একাডেমির ভিত্তি প্রস্তর স্থাপন

বিলেতের আয়না ডেক্স :- ঠাকুরগাঁও প্রতিনিধি শালবাগান দারুসুন্নাত নূরানী একাডেমির ভিত্তি প্রস্তর স্থাপন ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে শালবাবাগান দারুসুন্নাত নুরানী হাফেজিয়া একাডেমি এতিমখানা ও লিল্লাহ বোডিং মাদ্রাসার নতুন পাকা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সোমবার বিকেলে উক্ত মাদ্রাসা ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ খাদেমুল ইসলাম সরকার( চেয়ারম্যান) এবং মাদ্রাসার মুহত্বামিম হাফেজ মাওলানা মহেব্বুলার সঞ্চালনায় নতুন পাকা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন উত্তর জনপদের আলোড়ন সৃষ্টিকারী ইসলামি বক্তা আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হাকীম জিহাদি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মেহেদী আহসান উল্লাহ চৌধুরী এআইপি, মোঃ রশিদুল ইসলাম মিলার, মোঃ কুদরত আলী সহ সাধারণ সম্পাদক রুহিয়া থানা প্রেসক্লাব। ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন,আলহাজ্ব মোঝাহারুল ইসলাম, মোঃ মোজ্জাফর রহমান মুজা, মোঃ রফিকুল ইসলাম, মোঃ বেলাল হোসেন, মোঃ তৈয়বুর রহমান, হামিদুল ইসলাম, ফরিদুল ইসলাম প্রমূখ। প্রধান অতিথি আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হাকীম জিহাদি বলেন, এলাকার বিত্তশালীদের অত্র মাদ্রাসা ও এতিমখানায় তাদের সাধ্যমতে সাহায্য সহযোগিতা করার অনুরোধ জানান ও যারা এই মাদ্রাসা ও এতিমখানা পরিচালনার জন্য অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করছেন, আল্লাহ্ পাক কবুল করলে তারা নেক আমলের অংশিদারী হবেন। আর যে সমস্ত বাচ্চারা এখানে আল্লাহর দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে হাফেজ তৈরি হয়ে দ্বীন প্রতিষ্ঠায় কাজ করবে সেই উছিলায় তারা যে আমল করবে তার একটি অংশ এসব অর্থ সাহায্য কারীদের আমলনামায় যোগ হবে। উল্লেখ্য যে ২০২২ সালে এই মাদ্রাসা ও এতিমখানাটি প্রতিষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত সকল ছাত্রদের সম্পূর্ণ বিনা বেতনে দীনি শিক্ষা দেওয়া হবে। মাদ্রাসার সভাপতি ও ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাদেমুল ইসলাম সরকার বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার খড়ি বাড়ি এলাকার গরীব অসহায় এতিম ছাত্রদের পরিস্কার পরিছন্ন পরিবেশে দ্বীনি শিক্ষাদানের উদ্দেশ্যে উক্ত নতুন পাকা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা নূরানী পদ্ধতিতে কোরআন শিক্ষার পাশাপাশি বাংলা ও ইংরেজি শিক্ষায় পাঠদান করানো হবে।

জাতীয়

সদারঙ্গের জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন ৩ ও ৪ ফেব্রুয়ারি

বিলেতের আয়না ডেক্স :- অরুণ বৈষ্ণব, হাটহাজারী চট্টগ্রাম। সদারঙ্গের জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন ৩ ও ৪ ফেব্রুয়ারি সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের আয়োজনে আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৬তম জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন–২০২৩। দুইদিনব্যাপী সম্মেলনে পাঁচটি অধিবেশনের মধ্যে রয়েছে উদ্বোধনপর্ব, উচ্চাঙ্গ সংগীত পরিবেশন, প্রভাতী অধিবেশনে– শিশু–কিশোর পর্ব ও সেমিনার। এবারের সম্মেলনে দেশ–বিদেশের স্বনামধন্য শিল্পীবৃন্দ উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করবেন। ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় প্রথম অধিবেশনে উদ্বোধনপর্বে প্রধান অতিথি হিসাবে থাকবেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আনোয়ার পাশা। উদ্বোধক হিসাবে থাকবেন একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) ড. বদিউল আলম। সম্মানিত অতিথি হিসাবে থাকবেন ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান। সভাপতিত্ব করবেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী। দ্বিতীয় অধিবেশনে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান। ৪ ফেব্রুয়ারি তৃতীয় ও প্রভাতী অধিবেশনে সকাল ৯টায় শুরু হবে শিশু–কিশোরদের উচ্চাঙ্গ সংগীত পরিবেশনা। ৪র্থ অধিবেশনে সেমিনারে ‘তবলার একক বাদন ও সঙ্গত’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন পণ্ডিত শ্যামল দেব। আলোচক হিসাবে থাকবেন পণ্ডিত সুভাষ কান্তি দাস। পঞ্চম অধিবেশনে সন্ধ্যা ৬টায় শুরু হবে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান। অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

জাতীয়

ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের ৮ নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কক্সবাজারের একটি আদালত।

বিলেতের আয়না ডেক্স :- ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের ৮ নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কক্সবাজারের একটি আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এসটি ৪৫৭-২১ মামলাটির শুনানি শেষে বিচারক নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-মোহাম্মদ দইল্যা, মো. রবি আলম, মোহাম্মদ আলম, মো. শফিকুল, মো. রফিক, মো. নুরে আলম, আলী আহমদ ও নুরুল আমিন। তারা সবাই মিয়ানমারের আকিয়াব ও মংডুর বিভিন্ন থানার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পিপি ফরিদুল আলম জানান, ২০২১ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২ লাখ ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে আটক হয় এই ৮ জন রোহিঙ্গা নাগরিক। তারপর টেকনাফ থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ রায় ঘোষণা করেন। এর আগে গত ২৪ জানুয়ারি ইয়াবা এবং মিয়ানমারের মুদ্রা (কিয়াট) উদ্ধারের মামলায় মিয়ানমারের তিন নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দেন কক্সবাজার আদালত।

জাতীয়

রাউজানে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

বিলেতের আয়না ডেক্স :- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি রাউজানে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাউজানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৮ জানুয়ারি শনিবার দুপুরে রাউজান কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি থেকে বক্তব্য প্রদান করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার রিদুয়ানুল ইসলাম, প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরী, লায়ন এম সরোয়ার্দী সিকদার,ভুপেষ বড়ুয়া, মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, রবীন্দ্র লাল চৌধুরী, ক্রীড়া সংগঠক ওসমান গনি রানা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খেলায় বাগোয়ান ইউনিয়নের দেওয়া ১২৬ রানের টার্গেট অতিক্রম করে ৪ উইকেটে চ্যাম্পিয়নশীপ হওয়ার গৌরব আর্জন করেন নোয়াজিষপুর ইউনিয়ন।

জাতীয়

১১টি প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিলেতের আয়না ডেক্স :- ১১টি প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই উন্নয়ন হচ্ছে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই গত তিন মেয়াদে ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ সরকার দেশের ব্যাপক উন্নয়ন করতে পেরেছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণতান্ত্রিক ধারা না থাকালে দেশের উন্নয়ন হতো না বলে জানান তিনি। সোমবার (৩০ জানুয়ারি) সকালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও রাজউকের ১১টি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর রমনা পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। প্রধানমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্র ছিল বলেই উন্নয়নগুলো সম্ভব হয়েছে। এই ধারা না থাকলে এত উন্নত হতো না। আজ আমরা ডিজিটাল বাংলাদেশ। আমরা পরমাণু শক্তিতে যুক্ত হতে পেরেছি। এই পরমাণু দিয়ে আমরা বোমা বানাবো না, বিদ্যুৎ উৎপাদন করবো। করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে জানিয়ে সরকারপ্রধান বলেন, উন্নত দেশগুলো যখন হিমশিম খাচ্ছে আমরা তারপরও আমাদের অর্থনীতির গতিধারা অব্যাহত রেখেছি। প্রবৃদ্ধি সাত ভাগ অর্জন করতে পেরেছি। প্রধানমন্ত্রী জানান, ২০২৩ সাল হবে মন্দার বছর, এমন ইঙ্গিত দিয়েছেন অর্থনীতিবিদেরা। আমাদের দেশে যেন এর ধাক্কা না লাগে সেজন্য এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে সে ব্যাপারে দেশবাসীর প্রতি আবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া বিদ্যু-গ্যাস ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বানও পুনর্ব্যক্ত করেন তিনি। সরকার শুধু আর্তসামাজিক উন্নয়ন নয়, প্রাকৃতিক পরিবেশেরও উন্নয়ন করছে বলে জানান তিনি। সরকারি চাকরিজীবীদের বেতনভাতা ১২৩ ভাগ বাড়ানোর হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, তাদের বসবাসের জায়গাও আমরা নির্মাণ করে দিচ্ছি। এ সময় প্রধানমন্ত্রী জানান, শুধু ঢাকাকে কেন্দ্র করে সরকার উন্নয়ন পরিকল্পনা করছে না। তৃণমূল পর্যায়েও উন্নয়নের ছোঁয়া লেগেছে বলে জানান তিনি। স্বাধীনতাপরবর্তী সময়ের প্রেক্ষাপট তুলে ধরে শেখ হাসিনা বলেন, একদিকে যেমন জাতির পিতা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সীমিত সম্পদ নিয়ে একটি স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রতিটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। অপরদিকে সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করে গেছেন। বাংলাদেশের ইতিহাসে প্রবৃদ্ধি প্রথম ৯ ভাগের ওপর অর্জিত হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আমলে ১৯৭৫ সালে। কিন্তু পঁচাত্তরের পরে সেই অগ্রগতি সম্পূর্ণ থেমে যায়। জিয়াউর রহমানের সমালোচনা করে তিনি বলেন, কারণ অবৈধভাবে ক্ষমতা দখলকারী; জাতির পিতার হত্যার পর যিনি সেনাপ্রধান হলেন, তিনিই একদিন নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিলেন। ঘোষিত রাষ্ট্রপতি, অনির্বাচিত লোক দিয়ে কখনো দেশের উন্নতি হয় না, এটা প্রমাণিত সত্য। তাই ২১ বছরে উন্নয়নটা হতে পারেনি। ১৯৯৬ সালে সরকারে আসার পর জনগণের সেবক হিসেবে কাজ করেছি। জনগণের উন্নয়ন অন্তত আমরা করতে পেরেছিলাম। বিদ্যুৎ উৎপাদন, স্বাক্ষরতার হার, খাদ্য উৎপাদন বাড়িয়েছিলাম। সূত্র : বাসস

জাতীয়

ভারতে পুলিশের গুলিতে আহত ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যু।

বিলেতের আয়না ডেক্স :- ভারতে পুলিশের গুলিতে আহত ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যু। নিহত ভারতের ওড়িশা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস পুলিশ সদস্যের গুলিতে আহত ভারতের ওড়িশা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস (৫৭) মারা গেছেন। আজ রবিবার চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানায় এনডিটিভি। এর আগে, আজ ঝাড়সুগুদা জেলার ব্রজরাজনগর শহরে একটি জনসভায় যোগ দিতে যাওয়ার সময় কিশোর দাসকে গুলি করেন পুলিশের এক এএসআই। তাকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রজরাজনগরের এসডিপিও গুপ্তেশ্বর ভোই সাংবাদিকদের বলেন, এএসআই গোপাল দাস স্বাস্থ্যমন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান। তার সার্ভিস রিভলভার দিয়ে খুব কাছ থেকে গুলি চালান তিনি। তাকে আটক করা হয়েছে। তবে হামলার কারণ এখনও স্পষ্ট নয়। বুকে গুলিবিদ্ধ কিশোর দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে নেওয়া হয়েছে। ভোই বলেন, ব্রজরাজনগরে গুলির ঘটনায় স্থানীয় থানার একজন পরিদর্শক এবং অপর একজনও আহত হন।

জাতীয়

বাংলাদেশী জাপানী বংশোদ্ভূত দুই শিশু মায়ের জিম্মায় থাকবে, জাপান যেতে বাধা নেই।

বিলেতের আয়না ডেক্স :– বাংলাদেশী জাপানী বংশোদ্ভূত দুই শিশু মায়ের জিম্মায় থাকবে, জাপান যেতে বাধা নেই। মায়ের জিম্মায় থাকবে জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা। একই সঙ্গে মেয়েদের নিয়ে জাপান যেতে পারবেন তাদের মা নাকানো এরিকো। এছাড়া এই দুই শিশুর বাবা ইমরান শরীফ যে মামলা করেছিলেন তা খারিজ করে দেন আদালত। নাবালিকা দুই শিশু কোথায় থাকলে কল্যাণ হবে সে দিক বিবেচনায় রেখে এ রায় দেওয়া হয়। রোববার (২৯ জানুয়ারি) দুপুরে রায় ঘোষণা করেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান। এর আগে ২২ জানুয়ারি দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেছিলেন একই আদালত। এরই ধারাবাহিকতায় আজ রায় দেওয়া হলো। তারও আগে ১৫ জানুয়ারি তাদের বক্তব্য শুনে তা রেকর্ড করেন আদালত। ২০০৮ সালে জাপানি চিকিৎসক নাকানো এরিকোর সঙ্গে বাংলাদেশি প্রকৌশলী ইমরান শরীফের বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে ২০২০ সালের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন এরিকো। এরপর ইমরান স্কুলপড়ুয়া বড় দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। আর ছোট মেয়ে থেকে যান জাপানে মা এরিকোর সঙ্গে। তবে ওই দুই মেয়েকে জিম্মায় পেতে মহামারির মধ্যে গত বছরের জুলাইয়ে বাংলাদেশে আসেন এ জাপানি নারী। তিনি হাইকোর্টে রিট করলে তাদের সমঝোতায় আসতে বলেন বিচারক। তবে ওই দম্পতি সমঝোতায় না আসায় কয়েক মাস ধরে শুনানির পর হাইকোর্ট দুই সন্তানকে বাবার হেফাজতে রাখার সিদ্ধান্ত দেন। পাশাপাশি মা যাতে সন্তানদের সঙ্গে দেখা করতে পারেন, তা নিশ্চিত করতে বাবাকে খরচ দিতে বলা হয়। এরপর হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নাকানো এরিকো। পরে আপিল বিভাগ এক আদেশে শিশু দুটিকে মায়ের জিম্মায় রাখার নির্দেশ দিলেও বাবা তা না মানায় বিচারকরা উষ্মা প্রকাশ করেন। পরে আদালত শিশু দুটিকে বাবার হেফাজত থেকে এনে তাদের সঙ্গে কথা বলেন এবং পরে মায়ের হেফাজতে দেওয়ার আদেশ দেন। এরপর এই দুই মেয়ে কার জিম্মায় থাকবে তার নিষ্পত্তি পারিবারিক আদালতে হবে এবং তার আগ পর্যন্ত দুই শিশু তাদের মায়ের কাছেই থাকবে বলে সিদ্ধান্ত দেন আপিল বিভাগ। গত বছরের ১৩ ফেব্রুয়ারি এই আদেশ দেওয়া হয়। এরপর আপিল বিভাগ থেকে মামলাটি পারিবারিক আদালতে যায়। এসব ঘটনার মধ্যে গত বছরের ২৩ ডিসেম্বর রাতে দুই সন্তান নিয়ে জাপানে যাওয়ার জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান এরিকো নাকানো। আদালতের নির্দেশনা অমান্য করে সন্তানদের নিয়ে যাওয়ার চেষ্টা করায় তাকে বিমানবন্দর থেকে পুলিশ ফিরিয়ে দেয়। এ ঘটনায় ২৯ ডিসেম্বর দুই সন্তানের বাবা ইমরান শরিফ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

Scroll to Top