জানুয়ারি ৩০, ২০২৩

জাতীয়

চেন্নাইয়ের মাষ্টার ক্লাস ইন লিভার ডিজিজে আমন্ত্রিত ফ্যাকাল্টি অধ্যাপক স্বপ্নীল।

বিলেতের আয়না ডেক্স :- চেন্নাইয়ের মাষ্টার ক্লাস ইন লিভার ডিজিজে আমন্ত্রিত ফ্যাকাল্টি অধ্যাপক স্বপ্নীল। চেন্নাইয়ের ইন্টারন্যশনাল লিভার ট্রান্সপ্লান্ট সোসাইটি, সোসাইটি ফর লিভার ট্রান্সপ্লান্টেশন ইন ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল লিভিং ডোনার লিভার ট্রান্সপ্লান্ট গ্রুপ ও ডা. রেলা হসপিটাল আয়োজিত ১৩তম মাস্টার ক্লাস ইন লিভার ডিজিজেজ ২০২৩ সম্মেলনে আমন্ত্রিত ফ্যাকাল্টি হিসেবে যোগ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। এই সম্মেলনটি বর্তমানে এশিয়ার অন্যতম প্রধান লিভার সম্মেলন হিসেবে পরিগনিত হয়। সারা পৃথিবী থেকে বহু শত লিভার বিশেষজ্ঞ ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জন প্রতি বছর এই সম্মেলনটিতে যোগ দিয়ে থাকেন। আমাদের এ অঞ্চলের লিভার রোগের চিকিৎসার আধুনিকায়নে সম্মেলনটির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কারন এই সম্মেলনে এই অঞ্চলের লিভার বিশেষজ্ঞরা পাশ্চাত্য ও প্রাচ্যের বিশেষজ্ঞদের সাথে মতবিনিময়ের মাধ্যমে তাদের ডে টু ডে প্র্যাক্টিসকে আরো যুগোপযোগী করার সুযোগ পেয়ে থাকেন। অধ্যাপক ডা. স্বপ্নীল সম্মেলনটিতে লিভার সিরোসিসের রোগীদের পেটে পানি বা এ্যাসাইটিসের আধুনিক ব্যবস্থাপনা সংক্রান্ত একটি প্যানেল ডিসকাশনে প্যানেলিষ্ট হিসেবে যোগ দেন। উল্লেখ্য অধ্যাপক ডা. স্বপ্নীল বাংলাদেশে লিভার বিশেষজ্ঞদের এবং লিভার বিষয়ক একাধিক সংগঠনে নেতৃত্ব দিয়ে আসছেন। পাশাপাশি তিনি ইউরোএশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজিকাল এসোসিয়েশনের সহসভাপতি, সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের সাধারন সম্পাদক এবং এশিয়া প্যাসিফিক এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল এসেসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারেরও একজন ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটর।

জাতীয়

কারা দেশ ছেড়ে পালিয়েছে তা সবাই জানে: ফখরুল

বিলেতের আয়না ডেক্স :- ইয়ামিন হুসাইন, ঢাকা কারা দেশ ছেড়ে পালিয়েছে তা সবাই জানে: ফখরুল গণতন্ত্র পুনঃরুদ্ধার ও দশ দফা দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিতীয় পদযাত্রা কর্মসূচি। আজ সোমবার ৩০ জানুয়ারি বিএনপি’র ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এই পদযাত্রা কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে ব্যনার, ফেস্টুন নিয়ে রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে ধীরে ধীরে সকাল থেকে যোগ দিয়েছেন বিএনপি ও তার সহযোগী সংগঠন গুলোর নেতাকর্মীরা। যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে থেকে প্রায় তিন কিলোমিটার পায়ে হেঁটে এই কর্মসূচি থামে জুরাইন রেইলগেটে। পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির কর্মীরা বলছেন, গণতন্ত্র হত্যা করেছে বর্তমান সরকার। পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত চলবে বিভিন্ন কর্মসূচি। আওয়ামী লীগ নাকি পালায় না- রাজশাহীর জনসভায় দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১/১১ তে গ্রেপ্তার হওয়ার পর কারা, কারা পালিয়েছিল তা সবাই জানে। মির্জা ফখরুল বলেন, গতকাল রাজশাহীতে প্রধানমন্ত্রী বলেছেন আওয়ামী লীগ নাকি পালায় না। ১/১১ সরকারের সময় গ্রেপ্তার হওয়ার পর কারা কারা দেশ ছেড়ে পালিয়েছে তা সবাই জানে। তখন দেশে ছিলেন একজন, তিনি হলেন দেশনেত্রী খালেদা জিয়া। তিনি পরিষ্কার করে বলেছিলেন- বিদেশে আমার কোনো জায়গা নেই। এই দেশ আমার, এই মাটি আমার। আমার জন্ম এখানে, মরলেও এখানে মরব। এজন্য আমরা এই কথাটা বলছি, এখনও সময় আছে, আপনারা যে ১৪-১৫ বছর ধরে দেশের মানুষের ওপর অত্যাচার করেছেন, সেই অত্যাচারে এখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আপনারা পালানোর রাস্তা খুঁজে পাবেন না। আজকে আমাদের পদযাত্রা, গণতন্ত্রের জয়যাত্রা মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, আমাদের এই পদযাত্রা মানুষের অধিকার আদায়ের পদযাত্রা। খালেদা জিয়াকে মুক্ত করার জয়যাত্রা। পদযাত্রার সামনের সারিতে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রকিফুল আলম মঞ্জু প্রমুখ। এছাড়াও রয়েছে দলটির আরো দুইটি পদযাত্রা কর্মসূচি। মঙ্গলবার গাবতলী থেকে মিরপুর-১০ আর বুধবার মুগদা থেকে মালিবাগ পর্যন্ত হবে শেষ পদযাত্রা কর্মসূচি।

আন্তর্জাতিক

কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান নাদিম জাহাবীকে বরখাস্ত করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

বিলেতের আয়না ডেক্স :- কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান নাদিম জাহাবীকে বরখাস্ত করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কর সংক্রান্ত গুরুতর আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান নাদিম জাহাবিকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। গত বছর ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতা চলাকালে অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। খবর বিবিসির। আয়কর না দেওয়ায় চ্যান্সেলর থাকা অবস্থায় ব্রিটিশ কাস্টমস কর্তৃপক্ষকে (এইচএমআরসি) জরিমানা দিয়েছিলেন জাহাবি। কর সংক্রান্ত বিষয়টি কিভাবে সমাধান করেছিলেন, তা ব্যাখ্যা দিতে কঠোর চাপে ছিলেন। এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। স্বাধীন তদন্ত শেষ হওয়ার পর বরখাস্ত কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান জাহাবিকে এক চিঠিতে সুনাক লিখেছেন- তিনি স্পষ্টভাবে মন্ত্রিত্বের কোড গুরুতরভাবে লঙ্ঘন করেছেন। তাই তাকে সরকার থেকে সরিয়ে দেওয়া হলো। স্যার লরি ম্যাগনাসের নেতৃত্বে তদন্ত বলছে, জাহাবি লিজ ট্রাসের পর ঋষি সুনাকের মন্ত্রিসভায় নিযুক্ত হন। এ সময় এইচএমআরসিকে জরিমানা দিয়েছিলেন। তবে বিষয়টি তিনি তখন প্রকাশ করেননি, এটি মন্ত্রিত্ব কোডের লঙ্ঘন। প্রসঙ্গত, মন্ত্রিত্ব হারালেও এখনো ব্রিটিশ এমপি হয়ে থাকবেন জাহাবি। মন্ত্রিত্ব খোয়ানোর কারণে প্রতি মাসে ৭০ হাজার পাউন্ডের বেতন আর পাবেন না তিনি।

Scroll to Top