জানুয়ারি ২৮, ২০২৩

জাতীয়

বিলেতের আয়না ডেক্স :- আগামী ২রা ফেব্রুয়ারী বাংলাদেশ পাতাল রেলের যুগে প্রবেশ করবে।

বিলেতের আয়না ডেক্স :- আগামী ২রা ফেব্রুয়ারী বাংলাদেশ পাতাল রেলের যুগে প্রবেশ করবে। ২ ফেব্রুয়ারি নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী  🔴 ৩১ দশমিক ২৪ কিলোমিটার লাইনের দুটি অংশ থাকবে 🔴 ৮ লাখ যাত্রী চলাচল করতে পারবে প্রতিদিন 🔴 ব্যয় ৫২ হাজার ৫৬১ কোটি ৪৩ লাখ টাকা 🔴 এর মধ্যে ৪০ হাজার কোটি টাকা দেবে জাইকা 🔴 ১২ হাজার ৫৬১ কোটি টাকা খরচ করবে বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে মহাকাশ জয়, বিশাল সমুদ্রসীমা জয়, যানজটের শহর রাজধানীতে স্বপ্নের মেট্রোরেলের পর এবার পাতালরেলের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। ঢাকা শহরের যানজট নিরসনে এটি মাইলফলক হিসেবে কাজ করবে। স্বাধীনতার ৫১ বছরে বাংলাদেশের যোগাযোগব্যবস্থা এখন এক নতুন বিপ্লবের উদাহরণ। ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম পাতালরেল নির্মাণকাজের উদ্বোধন করবেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের চিতলগঞ্জে ডিপোর নির্মাণকাজের ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পের শুভসূচনা করবেন সরকারপ্রধান। সকাল ১০টায় পূর্বাচলে জনতা উচ্চবিদ্যালয়সংলগ্ন মাঠে সুধী সমাবেশ ও জনসমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ওই সমাবেশ থেকে তিনি এ প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষাধিক লোকের সমাগমের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পসূত্রে জানা গেছে, ৩১ দশমিক ২৪ কিলোমিটার লাইনের দুটি অংশ থাকবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর (বিমানবন্দররুট) পর্যন্ত ১৯ দশমিক ৮৭ কিলোমিটার অংশ ভূগর্ভস্থহবে এবং নতুনবাজার থেকে পূর্বাচল (পূর্বাচল রুট)পর্যন্ত ১১ দশমিক ৩৬ কিলোমিটার হবে উড়াল। কমলাপুর থেকে বিমানবন্দর যেতে লাগবে ২৪ মিনিট। বিমানবন্দর রুটে ১২ ও পূর্বাচল রুটে ৯টি স্টেশন থাকবে। পূর্বাচল রুটের নর্দ্দা ও নতুনবাজার স্টেশন থাকবে ভূগর্ভে এবং এ দুটি স্টেশন যাত্রীদের রুট পরিবর্তনের জন্য ইন্টারচেঞ্জ হিসেবে ব্যবহার করা হবে। এ প্রকল্পে ব্যয় হবে ৫২ হাজার ৫৬১ কোটি ৪৩ লাখ টাকা। এর মধ্যে ৪০ হাজার কোটি টাকা দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। বাকি ১২ হাজার ৫৬১ কোটি টাকা খরচ করবে বাংলাদেশ সরকার। ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২০২৬ সালের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।সরকারের এ প্রকল্পটি ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-১ বা এমআরটি লাইন-১ নামে পরিচিত। এমআরটি লাইন-১ চালু হলে এ রুটে প্রতিদিন ৮ লাখ যাত্রী চলাচল করতে পারবে। বিমানবন্দর থেকে কমলাপুর যেতে লাগবে ২৪ দশমিক ৩০ মিনিট। নতুন বাজার থেকে পূর্বাচল যেতে লাগবে ২০ দশমিক ৩৫ মিনিট। সাশ্রয় হবে রাজধানীবাসীর কর্মঘণ্টা। এমআরটি লাইন-১-এর প্রতিটি পাতাল স্টেশন হবে তিন তলা। টিকিট কাউন্টার ও অন্যান্য সুবিধা থাকবে প্রথম বেসমেন্টে। এ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ঢাকা মহানগরীর যানজট নিরসনে সাবওয়ে (পাতালরেল) নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ২ ফেব্রুয়ারি এ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ’ তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মহাকাশ জয় করেছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ পাঠানো হয়েছে। তাঁর নেতৃত্বে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের সঙ্গে কোনো ধরনের বিরোধে না গিয়ে বিশাল সমুদ্রসীমা জয় করেছি। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে যানজটের নগরীতে স্বপ্নের মেট্রো চালু হয়েছে। তাঁর নেতৃত্বে এখন আমরা পাতালও জয় করব। ’ যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, ৫৬ হাজার বর্গমাইলের দেশে প্রায় ২০ কোটি মানুষের বাস। সীমিত সম্পদ কাজে লাগিয়ে এ জনগোষ্ঠী আজ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পরিণত হয়েছে উন্নয়নশীল রাষ্ট্রে। এতে অন্যতম ভূমিকা রেখেছে বিস্তৃৃত যোগাযোগব্যবস্থা। সড়কপথ তো বটেই উড়ালসড়ক হয়ে এখন পাতালসড়কও নির্মিত হচ্ছে বাংলাদেশে। আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল বঙ্গবন্ধুর বাংলাদেশ। ২০০৮ সালে আওয়ামী লীগ নির্বাচিত হওয়ার পর টানা ১৪ বছর রাষ্ট্রীয় ক্ষমতায়। এ সময়ের মধ্যে মেগা প্রকল্পের পাশাপাশি ভৌত অবকাঠামো উন্নয়নে অভূতপূর্ব উন্নতি ঘটেছে বাংলাদেশে। অর্থনীতিতে গতি আনতে দেশের যোগাযোগ ও পরিবহন খাতের উন্নয়নে সরকারের নেওয়া বড় তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ শেষ হতে যাচ্ছে। জানা গেছে, একটি রুট বিমানবন্দর থেকে শুরু হয়ে বিমানবন্দর টার্মিনাল ৩-খিলক্ষেত-নর্দ্দা-নতুনবাজার-উত্তর বাড্ডা-বাড্ডা-আফতাবনগর-রামপুরা-মালিবাগ-রাজারবাগ হয়ে কমলাপুর পর্যন্ত যাবে। এটিই মূলত পাতালপথের রুট। উড়ালপথের রুট নতুনবাজার থেকে শুরু হয়ে নর্দ্দা-জোয়ারসাহারা-বোয়ালিয়া-মস্তুল-শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম-পূর্বাচল সেন্টার-পূর্বাচল পূর্ব-পূর্বাচল টার্মিনাল হয়ে পিতলগঞ্জ ডিপোয় গিয়ে শেষ হবে। এমআরটি লাইন-১-এর পুরো পথে থাকবে ২১টি স্টেশন। দেশের প্রথম মেট্রোরেল বা এমআরটি লাইন-৬-এর একাংশ ২৮ ডিসেম্বর চালু হয়েছে। উত্তরা দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত অংশ সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলাচল করছে। সংশ্লিষ্টরা বলছেন, পাতালরেল আমাদের দেশের জনসংখ্যাকে প্রযুক্তিগত অগ্রগতির একটি নতুন যুগে আবদ্ধ করবে। মানুষ কম খরচে শহরের বাইরে থাকতে পারবে এবং অফিস ও অন্যান্য কাজে সহজে ঢাকায় আসতে পারবে। এতে অনেক বাণিজ্যিক উন্নয়ন ঘটবে এবং রুটের চারপাশে সুবিধাগুলোর ভাড়া এবং মূল্য বাড়বে। আবাসিক ভবন বাণিজ্যিক সুবিধার জন্য পুনর্নির্মাণ করা হবে। এতে ওইসব এলাকায় বসবাসকারী লোকজন কম ভাড়ার জায়গায় চলে যেতে বাধ্য হবে এবং শেষ পর্যন্ত মানুষ কেন্দ্রীয় শহর থেকে বিকেন্দ্রীভূত হবে। টেকসই সড়ক অবকাঠামো নির্মাণে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বাস্তবায়িত প্রকল্পগুলোর পাশাপাশি বাস্তবায়নাধীন ও পরিকল্পনাধীন কার্যক্রম শেষ হলে দৃশ্যমান হবে যোগাযোগ খাতের বৈপ্লবিক পরিবর্তন।

জাতীয়

শিক্ষকরাই আলোকিত মানুষ গড়ার কারিগর – স্থানীয় সরকারমন্ত্রী

বিলেতের আয়না ডেক্স :- শিক্ষকরাই আলোকিত মানুষ গড়ার কারিগর – স্থানীয় সরকারমন্ত্রী কুমিল্লার লাকসামে শুক্রবার শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। শিক্ষকদের উদ্দেশে স্থানীয় সরকার, এমপি বলেছেন, ‘আলোকিত মানুষ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য। শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে। শিক্ষার্থীরা পড়ালেখার মাধ্যমে সুশিক্ষা অর্জন করে দেশের বিভিন্ন পর্যায়ে অবদান রাখবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের বড় ভূমিকা রয়েছে। শিক্ষকরা সমাজ পরিবর্তনের অন্যতম কারিগর। সমাজের মঙ্গলে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। তরুণ প্রজন্মের জন্য শিক্ষকরা অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারেন। ছাত্রদের মাঝে তারা জ্ঞান বিতরণ করেন, তারা স্বপ্ন দেখাতে পারেন। পাঠ্যক্রমের বাইরেও সত্য, ন্যায়, অন্যায় ও সুশাসনের বিষয়ে শিক্ষার জন্য শিক্ষকদের দায়িত্ব রয়েছে।’ শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে কুমিল্লার লাকসাম বঙ্গবন্ধু পৌর অডিটোরিয়ামে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে সোনার বাংলা তথা উন্নত বাংলাদেশ গড়ার। বাঙালি জাতিকে সম্মানজনক জীবনযাপনের ব্যবস্থা করার জন্য, মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি সারাজীবন নির্যাতন সহ্য করেছেন। দেশের ক্রমবর্ধমান উন্নয়ন-অগ্রযাত্রা বঙ্গবন্ধুর স্বপ্নের প্রতিফলন। এ স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে। প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১ বাস্তবায়ন করতে শিক্ষার্থীদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব। শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে। মেধাবী হয়ে কেউ জন্মায় না। জ্ঞানার্জনের মাধ্যমেই মেধাবী হয়ে উঠতে হয়। আর মেধার বিকাশ কর্মের মাধ্যমেই প্রকাশ করতে হয়। মানহীন ডিগ্রিধারী শিক্ষার্থীরা জাতির উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রতিবন্ধক। তাই আমাদের জাতির ভবিষ্যৎ বিনির্মাণে গুণগত ও মানসম্মত শিক্ষিত সমাজ গড়ে তুলতে হবে।’ এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য স্থির করে শিক্ষার বিস্তার ঘটাতে হবে। মানহীন শিক্ষা, সমাজ ও রাষ্ট্রের জন্য অভিশাপ। মানসম্পন্ন ও গুণগত শিক্ষা কখনো জাতির উন্নয়ন ও অগ্রগতির জন্য পিছুটান হতে পারে না।’

জাতীয়

টমি মিয়া’স ইন্সটিটিউটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বিলেতের আয়না ডেক্স :- টমি মিয়া’স ইন্সটিটিউটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রিকাবীবাজারস্থ এলাকায় প্রায় শহতাধিক অসহায়দের মাঝে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ক‌রেন টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের সত্ত্বাধিকারী চেয়ারম‌্যান ও বিশ্ব‌সেরা আন্তর্জা‌তিক সেফ, ব্রিটিশ রাণীর প্রধান বাবু‌র্চি আজমল মিয়া (টমি মিয়া) অনুষ্ঠানটি পরিচালনা ক‌রেন টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের এডমিন ম্যানেজার আবদুল্লাহ আল মাসুম। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের প্রধান ও রাষ্ট্রদূত এইচ ই চালর্স ওয়াইটলি। ‌বি‌শেষ অতিথির বক্তব্য রাখেন ‌বি‌শিষ্ট ব‌্যবসায়ী, সমাজ‌সেবক, হোটেল নূরজাহান গ্র্যান্ড ও নূরজাহান হস‌পিটাল প্রাই‌ভেট লিঃ এর চেয়ারম্যান ডা. নাসিম আহমেদ, ‌বি‌শিষ্ট ব‌্যবসায়ী, সমাজ‌সেবক, ‌লন্ডন প্রবা‌সি বি‌শিষ্ট ব‌্যবসায়ী, সমাজ‌সেবক, ইউরোপীয় বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজের প্রেসিডেন্ট সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল এর চেয়ারম্যান ডক্টর ওয়ালী তছর উদ্দিন এমবিই, লন্ডন প্রবা‌সি বি‌শিষ্ট ব‌্যবসায়ী, এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামিল ইকবাল, লন্ডন প্রবা‌সি বি‌শিষ্ট ব‌্যবসায়ী, ভোজনবাড়ি রেস্টুরেন্ট ও সিলটেক এর প‌রিচালক শাহ কায়েস চৌধুরী, ব্রিটিশ কাউন্সিলর ফয়জুর রহমান, ব্রিটিশ কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ, ইউরোপিও ইউনিয়ন পলিটিশিয়ান আবু সাইদ বেলাল, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন বাংলা‌দেশ এর প্রতিষ্ঠাতা আহবায়ক মো. শহিদুল ইসলাম, হোটেল নুরজাহান গ্র্যান্ডের ডিরেক্টর শাফি মোহাম্মদ নাহিয়ান, নেসকরপ শিপিং লাইনের শাহরিয়ার আজিজ, মীর শাখাওয়াত হোসেন, মামুনুর রশীদ, সুবিদবাজার প্রাইম ব্যাংকের ম্যানেজার হারুনুর রশীদ চৌধুরী, টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের এমডি মো. তাজুল ইসলাম, বিজনেস ডেভলপম্যান্ট ম্যানেজার ফয়েজ আহমেদ, শেফ টিচার জাফর জাহান, কাস্টমার রিলেশন অফিসার সুলতানা আক্তার, অফিস অ্যাসিস্ট্যান্টধ শফিকুল ইসলাম রুবেল, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট জামিল আহমদ আ‌রো উপ‌স্থিত ছি‌লেন দেশ বি‌দে‌শের প্রতি‌নি‌ধি সহ বি‌শিষ্ট ব‌্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি

Scroll to Top