জানুয়ারি ২৮, ২০২৩

জাতীয়

চেন্নাইয়ের বেঙ্গল এসোসিয়েশন সংবর্ধনা দিলো অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলকে

বিলেতের আয়না ডেক্স :- চেন্নাইয়ের বেঙ্গল এসোসিয়েশন সংবর্ধনা দিলো অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান ও সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলকে সংবর্ধনা দিয়েছে চেন্নাইয়ে বসবাসরত বাঙ্গালীদের সংগঠন বেঙ্গল এসোসিয়েশন চেন্নাই। আজ (২৮ জানুয়ারী) চেন্নাইয়ে নিজস্ব ভবনে অনুষ্ঠানরত পৌষ মেলায় তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করে ৯৫ বছরে পা রাখা এই সংগঠনটি। মেলাটির আয়োজকও চারাই। উল্লেখ্য বেঙ্গল এসোসিয়েশন চেন্নাই তামিলনাড়ুতে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার প্রধান প্রতিষ্ঠান। বিভিন্ন জ্ঞানী-গুনী ও স্ব স্ব ক্ষেত্রে স্বনামধন্য মানুষের সহযোগীতা, সান্নিধ্য ও পৃষ্ঠপোষকতায় ধন্য এই প্রতিষ্ঠানটি। প্রবাসে নিরন্তর বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা এবং পাশাপাশি পরবর্তী প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা এবং দায়বদ্ধতায় বীজটুকু রোপন করাও এই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য। শুধুমাত্র বাংলা ভাষাই না, পাশাপাশি অন্যান্য ভাষা ও সংস্কৃতির প্রতিও শ্রদ্ধাশীল এই সংগঠনটি। তাই তামিলনাড়ুর বিখ্যাত পোঙ্গল উৎসব আর বাঙ্গালীর পৌষ পার্বন একসাথে উদযাপন করে আসছে সংগঠনটি। নাচ, গান, নাটক আর নানা ধরনের পিঠা-পায়েসের সমাহারে খুবই আকর্ষনীয় হয়ে উঠেছিল বেঙ্গল এসোসিয়েশন চেন্নাইয়ের এবারের আয়োজনটি। উল্লেখ্য অধ্যাপক ডা. স্বপ্নীল ছাড়াও এবারের পৌষ উৎসবে বেঙ্গল এসোসিয়েশন চেন্নাই বিশেষ সন্মাননা প্রদান করেন বিশ্ব কবি মঞ্চের সভাপতি, বাংলাদেশের বিশিষ্ট কবি পুলক কান্তি ধরকেও। সংগঠনের সাধারন সম্পাদক বিপ্লব ভক্ত বলেন এবারের পৌষ মেলায় বাংলাদেশের এই দুই গুনীজনকে সংবর্ধিত করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। অনুস্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শ্রী চান্দী মখার্জী, শংকর নেত্রালয়ের অধ্যাপক ডা. জোতির্ময় বিশ্বাস প্রমুখ।

আন্তর্জাতিক

মৃত্যুর সময় মা মা বলে চিত্কার করেছিল

বিলেতের আয়না ডেক্স :- মৃত্যুর সময় মা মা বলে চিত্কার করেছিল যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে কৃষাঙ্গ যুবকে হত্যা করেছে। মৃত্যুর সময় মা মা বলে চিত্কার করেছিল ।যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে কৃষ্ণাঙ্গ যুবক টায়ার নিকোলসকে (২৯) মারধরের একটি ভিডিও প্রকাশ করেছে শহর কর্তৃপক্ষ। গত শুক্রবার প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, মেমফিসের অভিযুক্ত পাঁচ পুলিশ কর্মকর্তা তাকে লাথি, ঘুসি মারার পাশাপাশি লাঠিপেটা করছিলেন। কিন্তু তিনি এর কোনো প্রতিবাদ করেননি। ওই সময় শুধু মা মা বলে চিৎকার করে কাঁদছিলেন এক সন্তানের জনক নিকোলস। খবর বিবিসি ও সিএনএনের। ভিডিও প্রকাশের আগেই ওই ঘটনায় সরাসরি জড়িত থাকায় পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে ‘সেকেন্ড ডিগ্রি’ হত্যার অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ভয়াবহ ভিডিওটি দেখে আমি হৃদয়ের গভীরে ব্যথা অনুভব করছি। গত ৭ জানুয়ারি বেপরোয়া গাড়ি চালানোর সন্দেহে নিকোলসকে আটক করে পুলিশ। পুলিশের নির্যাতনে ১০ জানুয়ারি মারা যান নিকোলস। পুলিশের পোশাক ও খুঁটিতে থাকা ক্যামেরায় ধারণ করা নিকোলাসকে নির্যাতনের ১ ঘণ্টার ভিডিও থেকে চারটি ফুটেজ প্রকাশ হয়েছে। শুক্রবার প্রকাশিত ফুটেজে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা নিকোলাসকে গাড়ি থেকে টেনে নামাচ্ছেন। একজন তাকে দ্রুত নির্দেশ মানার জন্য চিৎকার করছিলেন। গাড়ি থেকে নেমে নিকোলাস বলেন, আমি তো কিছু করিনি। এ সময় অপর এক পুলিশ কথা না বলে তাকে মাটিতে শুয়ে পড়তে বলেন। একজন এ সময় তাকে গালি দিচ্ছিলেন। এক পুলিশ কর্মকর্তা চিৎকার করে তাকে গালি দিয়ে বলেন, তোমার হাত ভাঙার আগেই তুমি সেগুলো তোমার পিঠের দিকে নিয়ে যাও। তখন নিকোলাস বলেন, আপনারা বাড়াবাড়ি করছেন। এর কয়েক সেকেন্ডের মধ্যে আরেক কর্মকর্তা তাকে বৈদ্যুতিক শক দেন। এর পরও তিনি উঠে দাঁড়ান এবং দৌড় দিতে সক্ষম হন। ইউটিলিটি পোলে সংযুক্ত সিসিটিভি ক্যামেরার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশ নিকোলাসকে মারধর করছেন। দুজন তাকে মাটিতে চেপে ধরেন। অন্যরা তাকে লাথি-ঘুসি মারতে থাকেন। পরে একজন তার মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে লাঠি দিয়ে আঘাত করেন। বাকি পুলিশ কর্মকর্তারা তাদের না থামিয়ে দর্শকের ভূমিকায় ছিলেন। পরে নিকোলাসকে টেনে নিয়ে তারা একটি স্কোয়াড গাড়ির সামনে বসিয়ে দেন। সে সময় একটি অ্যাম্বুলেন্সও ডাকে পুলিশ। সেটি আসতে ২০ মিনিটের বেশি সময় নেয়।

জাতীয়

জোটের কার্যক্রমের ক্ষেত্রে মুখে এক কথা , কাজের বেলায় কোন মিল খোঁজে পাওয়া যায় না — রাশেদ খান মেনন। ১৪ দল নিয়ে মেনন

বিলেতের আয়না ডেক্স :- জোটের কার্যক্রমের ক্ষেত্রে মুখে এক কথা , কাজের বেলায় কোন মিল খোঁজে পাওয়া যায় না — রাশেদ খান মেনন। ১৪ দল নিয়ে মেনন ওয়ার্কার্স পার্টির ঢাকা বিভাগীয় সমাবেশে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট নিয়ে আক্ষেপ করেছেন শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, জোটের কার্যক্রমের ক্ষেত্রে মুখে একধরনের কথা হয়, কিন্তু কাজে সেটির মিল পাওয়া যায় না। আজ শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ওয়ার্কার্স পার্টির ঢাকা বিভাগীয় সমাবেশে রাশেদ খান মেনন এসব কথা বলেন। তিনি বলেন, ‘সরকারের উদ্দেশে বলতে চাই, আমরা ১৪ দলের শরিক। আমাদের অনুরোধ ও আবেদন, দয়া করে আক্রমণের মুখে পেছাবেন না। আমাদের অর্জনগুলোকে সামনে নিয়ে আসবেন। এর জন্য দরকার অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক শক্তির ঐক্য, দরকার আমাদের মিত্রদের পরস্পরের বাঁধনকে আরও শক্ত করা। কিন্তু আমরা লক্ষ করি যে সেই বাঁধন ক্রমাগত শিথিল থেকে শিথিলতর করার ব্যবস্থা হয়৷ মুখে কথা হয় এক, কাজে সেটা মেলে না।’ সামনে জাতীয় নির্বাচনে শুধু নিজেদের জন্য নয়, ১৪ দল ও অসাম্প্রদায়িক সব গণতান্ত্রিক শক্তির জন্য ভোট চাইতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান রাশেদ খান মেনন। এই ঐক্যের প্রশ্নটি মীমাংসা হওয়া অতি জরুরি বলে মন্তব্য করেন তিনি। বক্তব্যে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন রাশেদ খান মেনন। মার্কিন সাম্রাজ্যবাদ যাদের বন্ধু, তাদের শত্রুর কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি। রাশেদ খান মেনন বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ ও পশ্চিমা বিশ্ব রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে বিস্তৃত করার জন্য ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে। আজ আমাদের দেশকেও ওই যুদ্ধ-চক্রান্তে জড়ানোর জন্য দক্ষিণ এশিয়ায় তারা কোয়াড নামে যে জোট গঠন করার চেষ্টা করছে, সেখানে বাংলাদেশকেও যুক্ত করার চেষ্টা করছে। আমরা আনন্দিত যে এখন পর্যন্ত আমাদের দেশ সেই চক্রান্তে পা দেয়নি। সেই কারণেই তারা আজ আমাদের নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলছে এবং আমাদের দেশের সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের একের পর এক হুমকি দিচ্ছে। মার্কিন সাম্রাজ্যবাদ যেখানে হাত দেয়, সেই দেশ পুড়ে যায়—মন্তব্য করে ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘সেই মার্কিনিদের আমার দেশে নিয়ে আসার তৎপরতা চলছে৷ এর বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। সরকার ও প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান, আমার দেশের নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার দেশের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে কারও হস্তক্ষেপ যেন গ্রহণ করা না হয়, কোনো পিছুটান যেন এখানে না আসে, আমরা যেন আত্মসমর্পণ না করি।’ এ প্রসঙ্গে বিএনপির সমালোচনা করে রাশেদ খান মেনন বলেন, ‘আজ তারা (বিএনপি) বর্তমান সরকারকে ক্ষমতা ছেড়ে তাদের হাতে দিতে বলছে। দেশে নাকি অরাজক পরিস্থিতি ও ভয়ংকর অবস্থা তৈরি হয়েছে! ১০ দফা ও ২৭ দফা দিয়ে তারা বলছে, তারা নাকি রাষ্ট্রের মেরামত ও সংস্কার করবে! আজ মানুষ জীবনসংকট নিয়ে অতিষ্ঠ হয়ে সংগঠিত হচ্ছে, তখন তাদের কাছে এসবের কোনো মূল্য নেই৷ কারণ, তারা আবারও বাংলাদেশকে পাকিস্তানের মতো একটি জঙ্গিরাষ্ট্রে পরিণত করতে চায়।’ সম্প্রতি পাঠ্যবই নিয়ে চলা বিতর্ক নিয়েও কথা বলেন রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘ধর্মীয় মূল্যবোধের নামে আমরা আমাদের শিক্ষানীতিকে ধ্বংস করতে দেব না। নতুন পাঠ্যবই এসেছে। সেই বই নিয়ে চারদিকে রা-রা শুরু হয়ে গেছে৷ কারণ, সেখানে বিজ্ঞান, প্রগতি ও অগ্রগতির কথা আছে। আজ তারা বলছে যে এসব কিছুই রাখা যাবে না এবং আমাদের শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে স্বীকার করেছেন যে ভুল-ভ্রান্তি হয়েছে, তদন্ত কমিটি করে শুধরে নেব। এই যে আত্মসমর্পণ ও পিছু হটা, এটা গ্রহণ করা যায় না। ওই বইয়ের প্রশ্ন নিয়ে শিক্ষাবিদ জাফর ইকবাল ও হাসিনা খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে কী নোংরা আক্রমণ চলছে! বিভিন্ন ধর্মভিত্তিক দল বায়তুল মোকাররমের উত্তর ফটকে দাঁড়িয়ে বিষোদ্‌গার করছে। এগুলো আমরা গ্রহণ করতে পারি না। কারণ, অসাম্প্রদায়িক ও বিজ্ঞানভিত্তিক ওই শিক্ষানীতি আমাদের ঐতিহ্য ও অধিকার।’ সমাবেশে প্রধান বক্তা ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এ সময় অন্যদের মধ্যে ওয়ার্কার্স পার্টির নেতা নূর আহমেদ, কিশোর রায়, হিমাংশু সাহা প্রমুখ বক্তব্য দেন। কর্মসূচিতে দলটির ঢাকাসহ ঢাকা বিভাগের কয়েকটি জেলার কয়েক শ নেতা-কর্মী অংশ নেন।

আন্তর্জাতিক

আমাকে হত্যার নতুন চক্রান্তে লিপ্ত জারদারি: ইমরান খান।

বিলেতের আয়না ডেক্স :- আমাকে হত্যার নতুন চক্রান্তে লিপ্ত জারদারি: ইমরান খান। ফের চাঞ্চল্যকর দাবি করলেন পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, আমাকে হত্যার নতুন এক চক্রান্তের পেছনে আছেন সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, পিটিআই চেয়ারম্যান গতকাল শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তৃতায় এই বিস্ফোরক অভিযোগ করেছেন। এ জন্য পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান জারদারি একটি ‘সন্ত্রাসী গোষ্ঠীকে টাকাও দিয়েছেন’ বলে অভিযোগ ইমরান খানের। ইমরান তার বক্তৃতায় বলেন, ‘ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই তাকে হত্যার পরিকল্পনা করা হয়। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, “আগে এক জনসভায় সমর্থকদের বলেছিলাম, চারজন লোক আছে, যারা আমাকে হত্যার পরিকল্পনা করছে; এ কথা বলায় ওই পরিকল্পনা ভণ্ডুল হয়ে গিয়েছিল। তারপর ধর্মের নামে আমাকে ‘শেষ করে দেওয়ার’ নতুন পরিকল্পনা ‘প্ল্যান বি’ হয়। কিন্তু আমি সেটাও জানতে পারি এবং দুটো জনসভায় ওই পরিকল্পনা উন্মোচন করে দিই।’ গত বছরের নভেম্বরে ওয়াজিরাবাদে লংমার্চে ইমরান খানের ওপর হামলার ঘটনা আসে। এই প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব চক্রান্তকারীরা প্রায় সফল হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়েছে। পিটিআই চেয়ারম্যান বলেন, এখন তারা প্লাস সি বানিয়েছে, আর এর পেছনে আছেন জারদারি। ইমরান খান অভিযোগ করেছেন, জারদারির কাছে অফুরন্ত অবৈধ অর্থ আছে, সিন্ধু সরকারের কাছ থেকে লুট করা যে অর্থ তিনি নির্বাচনে কাজে লাগান, বিধায়ক কেনেন; যেখানেই নির্বাচন হোক না কেন, খাইবার পাখতুনখোয়া বা গিলগিত-বালতিস্তান, তিনি সেখানে সমানে টাকা ঢালেন। পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়া ইমরান খান বলেন, জারদারি একটি জঙ্গি গোষ্ঠীকে টাকা দিয়েছেন। তার সহায়তাকারীরা সংস্থার প্রভাবশালী লোকজন। তিন দিক থেকে সিদ্ধান্ত হয়েছে, তারা পরবর্তী অপরাধ কার্যকরের পরিকল্পনা সাজিয়েছে। তবে ইমরান খানের এই অভিযোগ অভিযোগ উড়িয়ে দিয়েছেন পিপিপি নেতারা।

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত।

বিলেতের আয়না ডেক্স :- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় দিবাগত রাতে লস অ্যাঞ্জেলেসের বেভারলি ক্রেস্টে এ ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের সার্জেন্ট ফ্রাঙ্ক প্রিসিয়াডোর বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, গুলিবিদ্ধ সাতজনের মধ্যে নিহত তিনজন গাড়িতে ছিলেন। বাকি চারজন বাইরে দাঁড়িয়ে ছিলেন। তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। সার্জেন্ট প্রিসিয়াডো বলেন, কী কারণে গুলি চালানো হয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য তার কাছে নেই। চলতি মাসে ক্যালিফোর্নিয়ায় এটি চতুর্থ গুলির ঘটনা। এর আগে ২১ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের মন্টেয়ারি পার্কের একটি নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে ১১ জন নিহত হন।

সাম্প্রতিক

আগামীদিনের তরুণরাই স্মার্ট বাংলা দেশের নেতৃত্ব দিবে – স্পীকার শিরিন শারমিন চৌধুরী।

বিলেতের আয়না ডেক্স :- আগামীদিনের তরুণরাই স্মার্ট বাংলা দেশের নেতৃত্ব দিবে – স্পীকার শিরিন শারমিন চৌধুরী। তরুণরা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবে উল্লেখ করে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার অর্থনৈতিক, সামাজিক ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসময় তিনি জলবায়ু পরিবর্তন, সাইবার সিকিউরিটি, মাইগ্রেশনসহ সব চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। স্পীকার শনিবার নটর ডেম কলেজ প্রাঙ্গনে নটর ডেম কলেজ অ্যালামনাই এসোসিয়েশন আয়োজিত ‘প্রতিষ্ঠার ৭৪’ বছর পুনর্মিলন উৎসব’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক এমপি এবং নটর ডেম কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ। শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, নটর ডেম কলেজ বাংলাদেশে শিক্ষা বিস্তারে মাইলফলক। কলেজটি সুদীর্ঘ ৭৪ বছর ধরে বাংলাদেশে মানসম্মত শিক্ষায় নেতৃত্ব দিচ্ছে। কলেজের শিক্ষার্থীরা দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আলোকিত করে যাচ্ছেন। স্পীকার বলেন, শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞান আহরণ ও জ্ঞানচর্চার কেন্দ্র। কলেজের শিক্ষকরা নিরলসভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের করে তৈরী করেন। এসময় তিনি নটর ডেম কলেজ অ্যালামনাই এর সহযোগিতায় কলেজটির ঐতিহ্য ও গৌরব অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ড. শিরীন শারমিন চৌধুরী এমপি দেশের অনগ্রসর, অস্বচ্ছল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য বৃত্তির ব্যবস্থা নেওয়ার জন্য নটর ডেম কলেজ অ্যালামনাইয়ের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে সব শহিদ এবং প্রয়াত নটরডেমিয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নটর ডেম কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠান কমিটির আহবায়ক বিপ্লব কুমার দেব।

জাতীয়

আদালতের সম্মান রক্ষা করার দায়িত্ব আইনজীবি ও বিচারকদের।

বিলেতের আয়না ডেক্স :- আদালতের সম্মান রক্ষা করার দায়িত্ব আইনজীবি ও বিচারকদের। দুর্নীতিগ্রস্ত বিচারক ‘ক্যানসারের’ মতো বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, ‘কেউ বিচার বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করব না।’ আজ শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির শতবর্ষ পূর্তি উদযাপন । প্রধান বিচারপতি বলেন, আদালতের সম্মান রক্ষার প্রাথমিক দায়িত্ব আইনজীবীদের। এরপর বিচারক ও সব মানুষের। আদালতের সম্মান রাখতে হবে নিজেদের স্বার্থে এবং বিচারপ্রার্থীদের স্বার্থেই। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আইনজীবীরা আদালত বর্জনসহ বিচারককে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন। ধারাবাহিকভাবে এটা ঘটলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাহীনতা বেড়েছে। স্বাধীন প্রসিকিউশন সার্ভিস চালুর পরিকল্পনা সরকার। আইনজীবীরা আছে বলেই পৃথিবীতে এখনো শৃঙ্খলা ও ন্যায্যতা আছে- এমন মন্তব্য করেন প্রধান বিচারপতি। সমিতির সভাপতি জবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, আইন কমিশনের সদস্য বিচারপতি এটিএম ফজলে কবীর। আরও উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদীব আলী, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, পুলিশ সুপার আবদুর রকিব।

জাতীয়

পদত্যাগ করুন, অন্যথায় পালানোর পথ পাবেন না – মীর্জা ফখরুল ইসলাম।

বিলেতের আয়না ডেক্স :- ‘পদত্যাগ করুন, অন্যথায় পালানোর পথ পাবেন না – মীর্জা ফখরুল ইসলাম। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অবিলম্বে পদত্যাগ করুন, অন্যথায় ভারাক্রান্তভাবে চলে যেতে হবে। পালানোর পথ খুঁজে পাবেন না।’ শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাড্ডায় পদযাত্রা শুরুর আগে এ কথা বলেন তিনি । বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারসহ ১০ দফা দাবি আদায়ে পদযাত্রার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। আওয়ামী লীগের উদ্দেশে ফখরুল বলেন, ‘পদযাত্রার মধ্য দিয়ে সরকারকে জানিয়ে দিতে চাই, আর কাল বিলম্ব নয়। অবিলম্বের পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন এবং নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে জনগণকে তার ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতা দিন। অন্যথায় আপনাদের অত্যন্ত ভারাক্রান্তভাবে চলে যেতে হবে, পালানোর পথ খুঁজে পাবেন না।’ তিনি আরও বলেন, ‘আজকে কোনো বক্তব্য নেই। আজকে আমরা এক নতুন আন্দোলন শুরু করলাম। ঢাকা শহরে নিরব প্রতিবাদের মধ্য দিয়ে, নিরব যাত্রার মধ্য দিয়ে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই ভয়াবহ, দানবীয় সরকারকে সরে যেতে বাধ্য করবো।’ ‘আমাদের চালের দাম, ডিমের দাম, তেল-লবণের দাম বেড়ে গেছে। আমার শ্রমিক ভাইরা জীবন-যাপন করতে পারছে না। চাল-ডাল-তেল কিনতে পারছে না। কথা বলতে গেলেই গ্রেপ্তার, প্রতিবাদ করতে গেলেই মামলা। মিথ্যা মামলা, গায়েবি মামলা দিয়ে বিরোধী সব দলকে আটক করে রাখা হচ্ছে। সারা বাংলাদেশকে এরা কারাগারে পরিণত করেছে,’ বলেন তিনি। বর্তমান সরকার থাকলে কোনো দিন সুষ্ঠু নির্বাচন হবে না উল্লেখ করে ফখরুল বলেন, ‘এই সরকার থাকলে কোনো দিন সুষ্ঠু নির্বাচন হবে না। সেই কারণে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে, এই সংসদ বিলুপ্ত করতে হবে, তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে, একটা নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’

আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৩৩ দেশ থেকে ৮৩ হাজার কর্মী নেবে ইতালি।

বিলেতের আয়না ডেক্স :- বাংলাদেশসহ ৩৩ দেশ থেকে ৮৩ হাজার কর্মী নেবে ইতালি। ইতালির সরকার ২০২৩ সালে ৮২ হাজার ৭০৫ জন কর্মী নিতে একটি গেজেট প্রকাশ করেছে। বাংলাদেশসহ ৩৩টি দেশ থেকে সিজনাল ও নন-সিজনাল এই দুই ধরনেরই লোক নেবে ইতালি। আগামী ২৭ মার্চ স্থানীয় সময় সকাল ৯টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে শেষ হবে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর। খবর দ্য লোকাল। যে সকল দেশ থেকে আবেদন করা যাবে- আলবেনিয়া, আলজেরিয়া, বাংলাদেশ, বসনিয়া-হার্জেগোভিনা, দক্ষিণ কোরিয়া, আইভরি কোস্ট, মিশর, এল সালভেদর, ইথিওপিয়া, ফিলিপাইন, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, জাপান, গুয়েতেমালা, ভারত, কসোভো, মালি, মরক্কো, মরিশাস, মলদোভা, মন্টেনিগ্রো, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু, রিপাবলিক অব নর্থ মেসেডোনিয়া, সেনেগাল, সার্বিয়া, শ্রীলঙ্কা, সুদান, তিউনিশিয়া ও ইউক্রেন। সরকারি গেজেট অনুযায়ী, এইসব দেশের নাগরিকরা ইতালিতে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন। সরকারি ওই ডিক্রি অনুযায়ী, কৃষি, সড়কের যান তৈরি, নির্মাণ, টুরিজম-হোটেল, মেকানিকস, টেলিকমিউনিকেশন্স, ফুড, শিপবিল্ডিং সেক্টরে লোক নেবে ইতালি। এছাড়া উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, আর্টিস্ট, ব্যবসা শুরু করতে চাওয়া ব্যক্তিরা ইতালির ভিসা নিতে পারবে। এর আগে ২০০১ সালে ৩০ হাজার লোককে ওয়ার্ক পারমিট দেয় ইতালি। ২০২২ সালে এই সংখ্যাটা ছিল ৬৯ হাজার ৭০০ এবং ২০২৩ সালে তা বেড়ে হয়েছে ৮২ হাজার ৭০৫ জন।

আন্তর্জাতিক

একদিনে ভারতে ৩ টি যুদ্ধবিমান বিধ্বস্ত।

বিলেতের আয়না ডেক্স :- একদিনে ভারতে ৩ টি যুদ্ধবিমান বিধ্বস্ত। একদিনে ভারতের পৃথক রাজ্যে তিনটি বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) সকালে রাজস্থানে একটি চার্টার্ড বিমান এবং মধ্য প্রদেশে সুখোই-৩০, মিরাজ ২০০০ নামের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। খবর এনডিটিভির। সুখোই সু-৩০ ও মিরাজ ২০০০ হাজার মডেলের যুদ্ধবিমান দুইটি প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় হতাহতের পরিমাণ এখনো জানা যায়নি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছে। এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভারতের মধ্য প্রদেশে বিগত দুই দিন ধরে আকাশপথে মহড়া চলছিল। শনিবার সকালে গোয়ালিয়র এয়ারবেস থেকে সুখোই-৩০ ও মিরাজ ২০০০ নামের এই দুটি যুদ্ধবিমান উড়ান শুরু করে। আকাশে ওড়ার কিছুক্ষণ পরই মোরেনার কাছে দুটি বিমান ভেঙে পড়ে। বিমানের পাইলটদের এখনও খোঁজ মেলেনি। তারা বেঁচে আছেন কি না, তাও এখনও জানা যায়নি। ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিধ্বস্ত বিমান দুটির ব্ল্যাকবক্সের সন্ধান চলছে। এই দুই যুদ্ধবিমান ছাড়াও রাজস্থানের ভরতপুরেও একটি চার্টার্ড বিমান ভেঙে পড়ে। ওই বিমানে কতজন যাত্রী ছিলেন, তা এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দারাই প্রথম বিমানটিকে বিধ্বস্ত হতে দেখেন।

Scroll to Top