জানুয়ারি ২৩, ২০২৩

জাতীয়

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হলেন সীতাকুণ্ড মডেল থানার তোফায়েল আহমেদ

বিলেতের আয়না ডেক্স :- আবদুল মামুন, সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হলেন সীতাকুণ্ড মডেল থানার তোফায়েল আহমেদ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হলেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ। গত শনিবার চট্টগ্রাম জেলা পুলিশ কর্তৃক আয়োজিত অপরাধ বিষয়ক সভায় ডিসেম্বর ২০২২ সালে অস্ত্র, মাদক উদ্ধার জনগণের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখায় স্বীকৃতিস্বরুপ তাকে শ্রেষ্ঠ অফিসার ঘোষণা করা হয়। এসময় তাকে সার্টিফিকেট ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস.এম শফিউল্লা৷ গত তিন মাস পূর্বে ডিবি অফিসার থেকে সীতাকুণ্ড মডেল থানায় ওসি হিসেবে যোগদান করেন। বিগত তিন মাসের সীতাকুণ্ড আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়নের কারণে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীতাকুণ্ডের মত গুরুত্বপূর্ণ স্থানে আমি সততার সাথে পেশাগত দায়িত্ব পালনের চেষ্টা অব্যাহত রেখেছি। কর্তৃপক্ষ আমার কাজের স্বীকৃতি দিয়েছেন। এমন স্বীকৃতিতে আমি কাজ করার জন্য আরো বেশি প্রেরণা পাবো। সীতাকুণ্ডের আইন-শৃঙ্খলা রক্ষায় যা যা করণীয় আমি সবই করব। এ জন্য সর্বস্তরের জনগণের সহযোগীতা কামনা করছি।

জাতীয়

সুনামগঞ্জে শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার।

বিলেতের আয়না ডেক্স :- সুনামগঞ্জে শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার। সুনামগঞ্জ শহরের জামতলার একটি ভাড়া বাসা থেকে মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সমাপ্তি পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ জানুয়ারি) সুনামগঞ্জ পৌর শহরের জামতলায় দ্বিতল একটি বাড়ির নিচতলার একটি কক্ষ ওই শিক্ষিকার লাশ উদ্ধার করা হয়। তার পরিবার সিলেটের টিলাগড় এলাকায় থাকেন। প্রতিবেশীরা জানান, স্কুল শিক্ষিকা একাই বাসায় থাকতেন। আজ সকালে তার মামাতো ভাই এসে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর আশপাশের লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেন। মামাতো ভাই তপু পাল বলেন, ‘সকালে স্কুলে অনুপস্থিতির কারণ জানতে চেয়ে সমাপ্তির স্কুলের প্রধান শিক্ষক আমাকে ফোন দেন। খোঁজ নিতে তার ভাড়া বাসায় এসে দেখি দরজা বন্ধ। খোলার চেষ্টা করার সময় দেখি দরজা টেবিল দিয়ে আটকানো এবং ভেতরে সমাপ্তির দেহ ঝুলছে।’ সমাপ্তির ছোট বোন বলেন, ‘রাত দেড়টার দিকে সমাপ্তি আমাকে বেশ কয়েকবার ফোন দিয়েছে। ঘুমে থাকায় ফোন ধরতে পারিনি। পরে সকালে তার মৃত্যুর খবর পাই।’

সাম্প্রতিক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৯ জন।

বিলেতের আয়না ডেক্স :- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৯ জন। ক্যালিফোর্নিয়ার মন্টেরি পার্কের একটি ব্যবসায়িক প্রাঙ্গণে বন্দুকধারীর গুলিতে ৯ জন নিহত হয়েছেন।স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। হামলার আগে চীনা চন্দ্র নববর্ষ উপলক্ষে হাজার হাজার মানুষ উৎসবের জন্য শহরে জড়ো হয়েছিল। এই উৎসবে এক লাখের বেশি দর্শকদের ভিড় করেছিল বলে জানানো হয়েছে। তবে গুলিবর্ষণে কতজন আহত হয়েছেন বা কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা পুলিশ এখনও জানায়নি। একজন প্রত্যক্ষদর্শী সিউং ওন চই জানান, তিনজন লোক তার রেস্তোরাঁয় দৌড়ে আসে এবং তাকে দরজা বন্ধ করতে বলে। কারণ, ওই এলাকায় একটি মেশিনগানসহ একজন লোক ছিল।

Scroll to Top