দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শেষ। লাখো মানুষের উপস্থিতিতে দোয়া।
বিলেতের আয়না ডেক্স :- দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শেষ। লাখো মানুষের উপস্থিতিতে দোয়া। দুনিয়া ও আখেরাতের কল্যাণ, মুক্তি কামনা এবং বিশ্ব শান্তির জন্য মহান আল্লাহ তায়ালার কাছে সাহায্য চেয়ে শেষ হলো মুসলমানদের অন্যতম বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা। দ্বিতীয় পর্বটি ছিল সাদ অনুসারীদের, এ পর্বে আখেরি মোনাজাতও পরিচালনা করেন দিল্লির নিজামুদ্দিন মারকাযের প্রধান মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী। টঙ্গীর তুরাগ তীরের লাখ লাখ মুসল্লি উপস্থিত হয়ে আখেরি মোনাজাতে অংশ নেন। মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করতে আল্লাহর দরবারে রহমত প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় কান্ধলভী নিজে কাঁদলেন এবং মোনাজাতে অংশ গ্রহণকারী সবাইকে কাঁদালেন। তাদের অশ্রুভেজা কান্না আর আমিন, আমিন শব্দে তুরাগ তীরে বিরাজ করে অন্যরকম ধর্মীয় আমেজ। মোনাজাতে মাওলানা ইউসুফ সাদ কান্ধলভী আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দ্বীনের ওপর সবাই যেন চলতে পারে সে দোয়া করেন। এ ছাড়া দুনিয়ার সব বালা-মুসিবত থেকে মানুষকে হেফাজত করতে আল্লাহর কাছে সাহায্য চান। তার সঙ্গে দু’হাত তুলে আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনি তুলে কান্নায় ভেঙে পড়েন উপস্থিত মুসল্লিরা। এর আগে ভোর থেকে শুরু হয় দিকনির্দেশনামূলক বয়ান। শীর্ষস্থানীয় অনেক আলেম ইসলামের পথে সঠিকভাবে চলতে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন। সকাল সাড়ে আটটার দিকে হেদায়েতি বয়ান শুরু করেন দিল্লির মাওলানা মোরসালিন।