জানুয়ারি ২০, ২০২৩

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ভুলের জন্য ক্ষমা চেয়েছেন।

বিলেতের আয়না ডেক্স :- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। চলন্ত গাড়িতে সিটবেল্ট সরানোর জন্য ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেন, সুনাক অল্প সময়ের জন্য তাঁর সিটবেল্ট সরিয়েছিলেন। প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, তিনি ভুল করেছেন। খবর এনডিটিভির।ৎ সুনাক বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) গাড়িতে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের একটি গন্তব্যে যান। চলন্ত গাড়িতে তিনি সময় অল্প সময়ের জন্য তাঁর সিটবেল্ট সরিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য একটি ভিডিও ধারণে তিনি তাঁর সিটবেল্ট সরিয়ে ছিলেন। এ ক্ষেত্রে বিচার বিবেচনায় ত্রুটি হয়েছে স্বীকার করে তিনি ক্ষমা চান। যুক্তরাজ্যে যাত্রীরা গাড়িতে থাকাকালে সিটবেল্ট পরতে ব্যর্থ হলে তাঁদের তাৎক্ষণিক ১০০ পাউন্ড জরিমানা হতে পারে। যদি এ-সংক্রান্ত মামলা আদালতে যায়, তাহলে জরিমানা ৫০০ পাউন্ড হতে পারে। সুনাকের মুখপাত্র বলেন, এটা ছিল বিচার বিবেচনার একটা ছোট ত্রুটি। একটা ছোট ভিডিও ধারণ করার জন্য প্রধানমন্ত্রী তাঁর সিটবেল্ট সরিয়ে ছিলেন। তিনি পুরোপুরি স্বীকার করেন যে এটি একটি ভুল ছিল। এই ভুলের জন্য তিনি ক্ষমাপ্রার্থী। সুনাকের মুখপাত্র আরও বলেন, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, প্রত্যেকেরই সিটবেল্ট পরা উচিত

জাতীয়

দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমায় লাখো মানুষের উপস্থিতিতে জুমার নামাজ আদায়।

বিলেতের আয়না ডেক্স :- দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমায় লাখো মানুষের উপস্থিতিতে জুমার নামাজ আদায়। রাজধানী টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বের আয়োজক দিল্লির মাওলানা সাদের অনুসারীরা। শুক্রবার (২০ জানুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। এদিকে শুক্রবার (২০ জানুয়ারি) লাখো মুসল্লির অংশগ্রহণে ইজতেমার মাঠে অনুষ্ঠিত হয়েছে জুমার জামাত। জুম্মার নামাজ পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী। এতে অংশ নিতে গাজীপুরসহ আশপা‌শের এলাকা থে‌কে মুস‌ল্লিরা দ‌লে দ‌লে হাজির হন ইজতেমা ময়দানে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন ধর্মপ্রাণ মুসলমানরা। ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, মাঠ বুঝে নেওয়ার পরপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ইজতেমা মাঠে আসতে শুরু করেন। তারা ময়দানের নির্দিষ্ট খিত্তায় অবস্থান নিয়েছেন। ইজতেমা ময়দান এরই মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আগামী রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাত প‌রিচালনা কর‌বেন মাওলানা সাদ কান্ধলবীর বড় ছে‌লে মাওলানা ইউছুফ বিন সাদ কান্ধলবী।

আন্তর্জাতিক

২৫০কোটি ডলারের প্যাকেজ ঘোষণা যুক্ত রাষ্ট্রের।

বিলেতের আয়না ডেক্স :- ২৫০কোটি ডলারের প্যাকেজ ঘোষণা যুক্ত রাষ্ট্রের। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের নতুন ধাপে প্রস্তুতির মধ্যে যুক্তরাষ্ট্র গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের জন্য ২৫০ কোটি ডলারের অস্ত্র ও গোলাবারুদের একটি বিশাল নতুন প্যাকেজ ঘোষণা করেছে। পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, এই প্যাকেজে কিয়েভের অনুরোধ করা যুদ্ধ ট্যাঙ্কের গুণাগুণ নেই, তবে এতে ৯০টি স্ট্রাইকার সাঁজোয়া কর্মী বাহক, একটি অতিরিক্ত ৫৯টি ব্র্যাডলি পদাতিক ফাইটিং যান, অ্যাভেঞ্জার এয়ার ডিফেন্স সিস্টেম এবং বড় এবং ছোট যুদ্ধাস্ত্র রয়েছে। এতে বলা হয়, ‘পূর্বে ৬ জানুয়ারি প্রতিশ্রুত ৫০টি ব্র্যাডলির সাথে ‘এই প্যাকেজে অন্তর্ভুক্ত ৫৯টি ব্র্যাডলি আইএফভি এবং ৯০টি স্ট্রাইকার এপিসি ও সাঁজোয়া সক্ষমতার দুইটি ব্রিগেড ইউক্রেনকে প্রদান করবে।’ গত সপ্তাহে ঘোষিত ৩ বিলিয়নেরও বেশি প্যাকেজে প্রাথমিক ৫০টি ব্র্যাডলি অন্তর্ভুক্ত ছিল। সর্বশেষ প্যাকেজটি ইউক্রেনে রাশিয়ার ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে আক্রমণের পর থেকে মোট মার্কিন সামরিক সহায়তা ২৬ দশমিক ৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

জাতীয়

সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সারোয়ার হোসেনের সাথে লন্ডনে বসবাস গোলাপগন্জ বাসীর সাথে মতবিনিময়।

বিলেতের আয়না ডেক্স :- সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সারোয়ার হোসেনের সাথে লন্ডনে বসবাস গোলাপগন্জ বাসীর সাথে মতবিনিময়। সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সারোয়ার হোসেনের সাথে লন্ডনে বসবাসরত গোলাপগন্জ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছে। দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে বিস্তর আলাপ আলোচনা হয়েছে। এলাকার উন্নয়ন অগ্রগতি নিয়ে কথা হয়েছে। আমাদের এলাকায় সঠিকভাবে উন্নয়ন হয়নি। আজ পর্যন্ত বিয়ানীবাজার এবং গোলাপ গন্জ উপজেলায় মডেল মসজিদ হওয়ার কোন অগ্রগতি নেই, সুরমা এবং কুশিয়ারা নদীর উপর ব্রীজ তৈরী করার জন্য এলাকার দীর্ঘ দিনের দাবী সত্বেও বর্তমান এমপি দাবীর প্রতি কর্ণপাত করেননি।রাস্তা ঘাটের উন্নয়ন হয়নি। অন্যন্য এলাকায় যে ভাবে উন্নয়ন হয়েছে সেই রকম গোলাপগন্জ উপজেলায় ও বিয়ানীবাজার উপজেলায় সেই রকম উন্নয়ন হয়নি। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।তিনি বিগত দশ বছর ধরে এলাকায় কাজ করে চলছেন।নিজ উদ্যোগে এলাকায় সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন ।বিশেষ করে করোনাকালীন সময়ে ও বন্যার সময় অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করেছেন। কিন্তু দুঃখের বিষয় এমপি মহোদয় এলাকায় মানুষের বিপদের সময় খোঁজে পাওয়া যায়নি। তিনি জনগণ থেকে দূরে ছিলেন।বর্তমান সরকারের ভিশন ২০৪১ সালেের মধ্যে স্মার্ট বাংলাদের গঠনের লক্ষ্যে কাজ করতে হবে। সেই লক্ষ্যেকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি নেতা আব্দুল মুনিম ক্যারল।কমিউনিটি নেতা দিলোয়র হোসেন। হেল্পিংহ্যান্ডসের সাবেক সভাপতি তমিজুর রহমান রঞ্জু।হাওয়া টিভি’র ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুর রহমান শানুর।গোলাপ গন্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট এর সাবেক কোষাধ্যক্ষ জবরুল ইসলাম লনী ।গোলাপগন্জ সোস্যাল এন্ড কালচারাল ট্রাষ্টের কোষাধ্যক্ষ মাসুদ আহমেদ জোয়ার্দার। সোস্যাল ট্রাষ্টের উপদেষ্টা আব্দুল বারী নাসির।সোস্যাল ট্রাষ্টের যুগ্ম সাধারণ সম্পাদক মিসবাহ মাসুম। সহ কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু ।ঢাকা দক্ষিণ সরকারি কলেজের সাবেক ভিপি তাওফিক আহমদ টিটু।সোস্যাল ট্রাষ্টের সংস্কৃতি সম্পাদক কামাল উদ্দিন।হেল্পিং হ্যান্ডেসের সদস্য আব্দুল কাদির।কমিউনিটি এক্টিভিটস হুমায়ূন কবির চৌধুরী একলিম। সৈয়দ ফাইজুল ইসলাম। হাওয়া টিভি’র ফাউন্ডার কিশোয়ার আনাম লিটন । প্রমূখ নেতৃবৃন্দ।

জাতীয়

এক তরুণীর দেহদানে দুই নারীর দুজন পেলেন চোখের আলো।

বিলেতের আয়না ডেক্স :- এক তরুণীর দেহদানে দুই নারীর দুজন পেলেন চোখের আলো। সারা ইসলাম ১০ মাস বয়স থেকেই মস্তিষ্কে টিউমারসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। সেখানে বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় তাকে ‘ব্রেন ডেথ’ ঘোষণা করা হয়। তার বয়স হয়েছিল ২০ বছর। সারা ইসলামের মরণোত্তর দান করা কিডনি অন্য দুই নারীর দেহে প্রতিস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দেশে প্রথম দুজনের দেহে মরণোত্তর দানের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। এর মধ্যে বুধবার রাত সাড়ে ১০টা থেকে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোর ৪টা পর্যন্ত দুটি কিডনির একটি বিএসএমএমইউতে শামীমা আক্তার নামে এক নারীর দেহে প্রতিস্থাপন করা হয়। অন্যটি ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনে আরেক নারীর দেহে প্রতিস্থাপন করা হয়। একই সঙ্গে সারা ইসলামের দান করা দুটি কর্নিয়া সুজন (৩০) ও ফেরদৌস রহমান (৫৬) নামে দুজনের চোখে প্রতিস্থাপন করা হয়। তারা নারায়ণগঞ্জের বাসিন্দা। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিএসএমএমইউতে শহীদ ডা. মিল্টন হলে ‘ব্রেন ডেথ’ রোগীর অঙ্গদান ও বাংলাদেশে প্রথম সফল ক্যাডাভেরিক প্রতিস্থাপন বিষয়ক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বিএসএমএমইউ জানায়, দেশে প্রথমবারের মতো ‘ব্রেন ডেথ’ রোগীর শরীর থেকে নেওয়া দুটি কিডনি দুজনের শরীরে সফলভাবে প্রতিস্থাপন (ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট) করা হয়েছে। বিএসএমএমইউয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলালের নেতৃত্বে এ কিডনি প্রতিস্থাপন করা হয়। ফলে একজন মরদেহ ব্যক্তির অঙ্গদানে আলো ফুটেছে দুই প্রাণে। দেশে প্রথমবার ব্রেইন ডেথ মানুষ থেকে কিডনি প্রতিস্থাপন ক্যাডাভেরিক সার্জারিতে দীর্ঘ প্রচেষ্টার কথা জানিয়ে শারফুদ্দিন আহমেদ বলেন, ‘আমি এ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে ‘ব্রেন ডেথ’ কমিটিকে সক্রিয় করে তুলি। আমরা সবাই বিশ্বাস করি ক্যাডাভেরিক রোগী অঙ্গদানের মাধ্যমে অসংখ্য অসুস্থ রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। এ লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন-১৯৯৯ প্রণয়ন করা হয়। সেই আইনের আলোকে এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আমি পদাধিকার বলে জাতীয় ক্যাডাভেরিক কমিটির সভাপতিও বটে। আমি দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের ব্রেন ডেথ কমিটি ও কিডনি প্রতিস্থাপন সেলের সহযোগিতায় ক্যাডাভেরিক রোগীর দেহ থেকে অঙ্গদানের প্রক্রিয়া সফল করার চেষ্টা করে যাচ্ছি।’ এর আগে এ ধরনের দু-একটি রোগীর ক্ষেত্রে সফল হতে গিয়েও অঙ্গদানে রাজি করাতে পারিনি জানিয়ে তিনি বলেন, আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে গিয়েছি। তারই ধারাবাহিকতায় আজ সফল হয়েছি। বাংলাদেশের চিকিৎসা শাস্ত্রের জগতে ইতিহাস সৃষ্টি করতে পেরেছি’, যোগ করেন উপাচার্য। এ সফলতার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের কিডনি প্রতিস্থাপন সেলের প্রধান ও ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল ও তার সব সহযোগীকে ধন্যবাদ জানান। আরও পড়ুন>> কিডনি রোগের যে লক্ষণ ফুটে ওঠে ত্বকে সার্জারির নেতৃত্ব দেওয়া চিকিৎসক অধ্যাপক ডা. হাবিবুর রহমান বলেন, মৃত ব্যক্তির থেকে অঙ্গ নিয়ে প্রতিস্থাপন এত সহজ ছিল না। পরিবার থেকেই নানা প্রতিবন্ধকতা থাকে। এক্ষেত্রেও তাই হয়েছে। ইসলামে প্রাণ বাঁচানোয় গুরুত্ব দেওয়া হলেও অনেকে ভুল বোঝেন, দান করতে চান না। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষদের এগিয়ে আসতে হবে। কিডনি ও কর্নিয়া দানকারী সারা ইসলামকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় অঙ্গদানের কাজে উদ্বুদ্ধ করেন বিএসএমএমইউয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আশরাফুজ্জামান সজীব। অন্যদিকে বৃহস্পতিবার সকাল ৮টায় বিএসএমএমইউয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রয়াত সারা ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। উপাচার্য বলেন, ক্যাডাভেরিক প্রতিস্থাপনের প্রথম অঙ্গদাতা সারা ইসলামের নাম বাংলাদেশের চিকিৎসাক্ষেত্রে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার এ মহৎ আত্মত্যাগের মহিমা চিকিৎসা বিজ্ঞানে স্মরণীয় হয়ে থাকবে।

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডার পদত্যাগ।

বিলেতের আয়না ডেক্স :- নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডার পদত্যাগ। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন পদ ত্যাগ করেছেন। আগামী মাস তথা ফেব্রুয়ারির ৭ তারিখের মধ্যেই তিনি পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার জাসিন্ডা নিজেই এ ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে জাসিন্ডার শেষ কর্মদিবস হবে আগামী ৭ ফেব্রুয়ারি। এরপর নিউজিল্যান্ড লেবার পার্টিতে তার উত্তরসূরি নির্বাচনে ভোট হবে। আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে দেশটির পরবর্তী জাতীয় নির্বাচন। এর আগে ২০২০ সালের নির্বাচনে লেবার পার্টির নেতা জাসিন্ডা আরডার্ন পরাজিত করেন ন্যাশনাল পার্টির প্রধান কলিন্সকে। সেটি ছিল নিউজিল্যান্ডের ৫৩তম পার্লামেন্ট নির্বাচন। করোনাভাইরাস মহামারীর সফল ব্যবস্থাপনার কারণে জাসিন্ডা দ্বিতীয় মেয়াদে জয় পান। উল্লেখ্য, ১৯৯৬ সালে মিক্সড মেম্বার প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (এমএমপি) নামে পরিচিত একটি সংসদীয় ব্যবস্থা চালু হয় নিউজিল্যান্ডে। এরপর থেকে দেশটির জাতীয় নির্বাচনে আর কোনও দলই সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। সূত্র: বিবিসি

জাতীয়

চট্টগ্রামে প্রেমেরতরী সুফি সংগীতালয় এর বার্ষিক পূর্ণমিলনী অনুষ্ঠিত

বিলেতের আয়না ডেক্স :- চট্টগ্রামে প্রেমেরতরী সুফি সংগীতালয় এর বার্ষিক পূর্ণমিলনী অনুষ্ঠিত ১০ মাঘ মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এঁর ১১৭তম বার্ষিক ওরশ উপলক্ষে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র পৃষ্ঠপোষকতায় প্রেমেরতরী সুফি সংগীতালয় এর বার্ষিক পূর্ণমিলনী ১৭নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)’র সভাপতিত্বে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী এর সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন ভারতের খানকায়ে মোনয়েমীর সাজ্জাদানশীন ও পাটনার পাটলিপুত্রা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অরিয়েন্টাল কলেজের আরবী বিভাগের প্রধান হযরতুলহাজ্ব আল্লামা ড. শাহ সৈয়দ শামিমুদ্দীন মোনয়েমী (ম.), আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহকারী অধ্যাপক মোরশেদুল আলম, সোবহানিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ মুফতি মো. হারুনুর রশীদ, চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসার ফকিহ্ মুফতি এবিএম আমিনুর রশীদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, আল বয়ান গ্রন্থের অনুবাদক আল্লামা হোসাইন আযহারী। এছাড়াও এসময় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্র, জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট ও মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, মাওলানা মোহাম্মদ হারুন, মোহাম্মদ আলী আকবর মাষ্টার, মোহাম্মদ দেলোয়ার হোসেন ও মোহাম্মদ রফিকুল আলম কে মাইজভান্ডারী সুফী সংগীতালয়ে অবদানের স্বীকৃতি স্বরুপ বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জাতীয়

সীতাকুণ্ডে এক কোটি ৭০ লক্ষ টাকা মূল্যের ২০টি সোনার বারসহ আটক ২

বিলেতের আয়না ডেক্স :- সীতাকুণ্ড প্রতিনিধি সীতাকুণ্ডে এক কোটি ৭০ লক্ষ টাকা মূল্যের ২০টি সোনার বারসহ আটক ২ চট্টগ্রামের সীতাকুণ্ডে আনুমানিক এক কোটি ৭০ লক্ষ টাকা মূল্যের ২০ টি সোনার বারসহ ২জন স্বর্ণ চোরাচালান কারবারীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮জানুয়ারী) সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসদরের বাসস্ট্যান্ড সংলগ্ন থেকে তাদেরকে আটক করা হয়। দুইজনের জুতার সোলের ভেতরে বিশেষ ভাবে সোনার বারগুলো রক্ষিত করে রাখা ছিল। আটককৃতরা হলেনঃ- চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার চাতরী ইউনিয়নের কৈনপুরা গ্রামের সুনিল পালের বাড়ীর সুনিল পালের পুত্র বাসু পাল (৩৫) অপরজন বাঁশখালী থানার কালীপুর ইউনিয়নের পালে গ্রামের মৃত শশাংক পালের পুত্র রতন পাল (৬০)। তারা দুজনই বর্তমানে চট্টগ্রাম শহরের কতোয়ালী থানাধীন নজুমিয়া লেইন পাথরঘাটা এলাকায় বসবাস করেন। থানা সূত্রে জানা যায়, সীতাকুণ্ড মডেল থানার এসআই পাপেল রায় তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসদরে বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে নিয়মিত ডিউটি করছিলেন। সকাল সাড়ে ৮ টার দিকে দুইজন অপরিচিত ব্যক্তি একটি গাড়ী থেকে নেমে ঐ এলাকায় হাঁটাহাঁটি করছিলেন। এসময় তাদের গতিবিধি সন্দেহজনক হলে তাদেরকে তল্লাশী করা হয়। তল্লাশীর এক পর্যায়ে তাদের দুইজনের বুটের জুতার সোলের নিচে বিশেষ ভাবে রক্ষিত করে রাখা ২০ টি সোনার বার জব্দ করা হয়। এবিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা সদুত্তর দিতে ব্যর্থ হয়। পরে তাদেরকে থানায় নিয়ে এসে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নং ২৬। এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনার বার পাচারের কথা স্বীকার করে। তাদেরকে আজ আদালতে প্রেরণ করা হবে। উদ্ধার হওয়ার সোনার বারগুলোর বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি ৭০ লাখ টাকা। এগুলোর ওজন দুই কেজি ৩৩২ গ্রাম।

Scroll to Top