জানুয়ারি ১৯, ২০২৩

জাতীয়

শিক্ষকদের আরো দায়িত্বশীল ও মনোযোগী হওয়ার হওয়ার আহবান জানিয়েছেন — প্রধান মন্ত্রী শেখ হাসিনার।

বিলেতের আয়না ডেক্স :- শিক্ষকদের আরো দায়িত্বশীল ও মনোযোগী হওয়ার হওয়ার আহবান জানিয়েছেন — প্রধান মন্ত্রী শেখ হাসিনার। শিক্ষার্থীদের দেশের উপযোগী করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আরো মনোযোগী ও দায়িত্বশীল হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়ন ও কল্যাণমূলক কাজ পরিচালনায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে নিজস্ব তহবিল গড়ে তোলার পরামর্শও দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) গণভবনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরদের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ’ এর স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন। শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের উন্নয়নে কাজের উপযোগী করে গড়ে তুলতে হবে। বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী, তাদের একটু সুযোগ করে দিলে বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ করে বিদেশ থেকেও তারা উচ্চতর ডিগ্রি নিয়ে আসতে পারে। শেখ হাসিনা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে থাকে সে লক্ষ্যে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও সৃজনশীল কাজের মধ্যে তাদের যুক্ত রাখতে হবে। এ লক্ষ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা আবার চালুর উদ্যোগ নেওয়ার কথা জানান সরকারপ্রধান। আওয়ামী লীগ সভাপতি বলেন, এক সময় বিশ্ববিদ্যালয়গুলোতে অস্ত্রের ঝনঝনানি ছিল, তবে আওয়ামী লীগ সরকারে আসার পর অস্ত্রের ঝনঝনানি নেই এবং দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদকে কঠোর হস্তে দমন করা হয়েছে। তরুণদের দক্ষতা উন্নয়নে সরকার গুরুত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, লেখাপড়া করে চাকরির পেছনে না ছুটে তরুণরা যাতে উদ্যোক্তা হতে পারে এবং অন্যদের চাকরি দিতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশে শিক্ষার হার ও মান বৃদ্ধি পায় জানিয়ে তিনি বলেন, তার সরকার শিক্ষা, গবেষণা, উৎপাদন ও উৎকর্ষের পাশাপাশি দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করে সরকার দেশকে ধীরে ধীরে শিল্পায়নের দিকে নিয়ে যাচ্ছে। তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছে বলে জানান সরকারপ্রধান। অনুষ্ঠানে সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে সেগুলো শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন

জাতীয়

মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

বিলেতের আয়না ডেক্স :- শ‌হিদুল ইসলাম, প্রতি‌নি‌ধি মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ (১৬ জানুয়ারি) সোমবার মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়নে মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের পক্ষ থে‌কে শীতবস্ত্র বিতরণ করা হয়। চারটি স্থানে সর্বমোট ১৫০০ অসহায় হতদরিদ্র শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগলাবাজার ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট ব‌্যবসায়ী, শিল্পপতি, দানশীল ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সৌ‌দিআরব প্রবা‌সি আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। ট্রাস্টের সম্মানিত উপদেষ্টা দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও ট্রাস্টের যুগ্ম সম্পাদক আব্দুল মো‌মিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাব উদ্দিন শিহাব এর যৌথ পরিচালনায়। উপস্থিত ছিলেন অত্র এলাকার মুর‌ব্বি পংকি মিয়া মেম্বার, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মু‌সিক, হারুনুর রশিদ হিরন, আফতাব উদ্দিন, আব্দুল জব্বার, মাওলানা রফিকুল ইসলাম, নিজাম উ‌দ্দিন, জাহাঙ্গীর আলম লকুছ, শামীম আহমদ, রায়হান উ‌দ্দিন আহমদ, রুহুল ইসলাম মেম্বার, না‌হিয়ান বিন কাপ্তান, ফা‌হিম আহমদ, শাকিল মাহমুদ মইন, মিছবাহ আহমদ প্রমুখ। বিতর‌ণের সময় সূচি (১) কিংডম পার্টি সেন্টারে-মোগলাবাজার ইউনিয়নের ৭ নং ৯ নং ওয়ার্ড, সকাল ১০ টায়। (২) রেবতী রমণ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে মোগলাবাজার ইউনিয়নের ১ নং, ৪ নং, ৫ নং, ও ৬ নং ওয়ার্ড সকাল ১১ টায়। (৩) হাজী রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে মোগলাবাজার ইউনিয়নের ২নং ও দাউদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড দুপুর ১২ টায়। (৪) বারইগ্রাম ফুরক্বানিয়া ইসলামিয়া মাদ্রাসা- মোগলাবাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বেলা ১ টায় বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সিলেট সহ দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় অসহায় হতদরিদ্র শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হ‌বে।

জাতীয়

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

বিলেতের আয়না ডেক্স :- সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে এবং অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল (জালালাবাদ লিভার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান)-এর সহযোগিতায় বৃহস্প‌তিবার (১৯ জানুয়ারী) সিলেট, দ‌ক্ষিণ সুরমা উপ‌জেলার মোগলাবাজার ইউ‌নিয়‌নের শীতার্ত, দরিদ্র মানুষের মধ্যে উপহার হিসেবে কম্বল বিতরন করা হয়। রাঘবপুর গ্রামবাসীর আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে শতাধিক দরিদ্র অসহায়‌ মানুষ উপহার গ্রহন করেন। এসময় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ৮নং মোগলাবাজার ইউ‌নিয়ন প‌রিষদ এর সম্মা‌নিত চেয়ার‌ম‌্যান জনাব ফখরুল ইসলাম সাইস্তা। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এই কার্যক্রমটি বাস্তবায়নে সর্বাত্বক সহযোগীতা প্রদান করেন। এ সময় ফাউন্ডেশনের পক্ষে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি, বাংলা‌দেশ এর প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাংবাদিক উৎফল বড়ুয়া, যুগ্ম আহবায়ক দিলু বড়ুয়া, সালমা বেগম সুমি, শেলু বড়ুয়া, আবদুল মালেক, সেবু বড়ুয়া, রু‌কিয়া সুলতানা, আয়শা বেগম, সু‌দ্রিপ বাবু সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রতিষ্ঠার পর থেকেই জালালাবাদ লিভার ট্রাস্ট সিলেট অঞ্চলে লিভার রোগ বিষয়ক নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নানা ধরনের কল্যাণমূখী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সাম্প্রতিক বন্যার সময় সিলেট সদর, ফেঞ্চুগঞ্জ, দক্ষিন সুরমা এবং সুনামগঞ্জের জগন্নাথপুরের ট্রাস্টের উদ্যোগে ও সহযোগীতায় একাধিক হেলথ ক্যাম্প আয়োজন ও বিনামূল্যে ওষুধ বিতরন করা হয়। এছাড়াও সে সময় সিলেট সদরের বিভিন্ন জায়গায় বন্যাপিড়ীত মানুষের মধ্যে উপহার হিসেবে অত্যাবশ্যকীয় সামগ্রীও বিতরন করা হয়েছিল। পাশাপাশি ট্রাস্টের উদ্যোগে জাতীয় ইমাম সমিতির সিলেট মহানগর শাখা, সিলেট স্টেশন ক্লাব, সিলেট চেম্বার অব কমার্স ইন্ড্রাট্রিজ, সিলেট জেলা প্রেস ক্লাব, সিলেট প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের সাথে যৌথভাবে নিয়মিতভাবে লিভার রোগ বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।

Scroll to Top