জানুয়ারি ১৭, ২০২৩

জাতীয়

বড়উঠানে বাড়ির পাশে গাছে ঝুলছিল যুবকের মরদেহ

বিলেতের আয়না ডেক্স :-নিজস্ব প্রতিনিধি বড়উঠানে বাড়ির পাশে গাছে ঝুলছিল যুবকের মরদেহ চট্টগ্রামের কর্ণফুলীতে মো. মনির হোসেন মাহিম (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে বাড়ির পাশে একটি গাছ থেকে তার মর*দেহ উদ্ধার করা হয়। মাহিম উপজেলার বড়উঠান ইউনিয়নের ৬নং ওয়ার্ড হাছান চৌধুরী বাড়ির মৃত মো. হোসেনের ছেলে। পরিবারের সূত্রে জানা গেছে, মাহিম ভারসাম্যহীন বিভিন্ন সময় মসজিদ মাজারে ঘুরে বেড়াত গত সোমবার রাতে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি মাহিম। ভোরের দিকে বাড়ির লোকজন পাশের একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহ-ত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

জাতীয়

সীতাকুণ্ডে প্রথমবারের মত রঙিন ফুলকপি চাষ করে সফল হয়েছেন কৃষক জাহাঙ্গীর

বিলেতের আয়না ডেক্স :- আবদুল মামুন, সীতাকুণ্ড প্রতিনিধি সীতাকুণ্ডে প্রথমবারের মত রঙিন ফুলকপি চাষ করে সফল হয়েছেন কৃষক জাহাঙ্গীর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাস্থ ফৌজদারহাট এলাকার ১০নং সলিমপুর ইউনিয়নের উত্তর সলিমপুরে প্রথমবারের মতো রঙিন ফুলকপি চাষে সাফল্য পেয়েছেন কৃষক মোঃ জাহাঙ্গীর আলম। সবুজ পাতার ভেতরে হলুদ রঙের এই ফুলকপি দেখতে সেখানে নানান শ্রেণী পেশার মানুষ ভীড় জমান। এছাড়া সফল এই কৃষকের সাফল্য দেখে অন্যান্য কৃষক রঙিন জাতের এই ফুলকপি উৎপাদনে উদ্বুদ্ধ হচ্ছেন। তিনি সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তার সার্বিক সহযোগীতায় ২০ শতক জায়গায় ফুলকপি চাষে চট্টগ্রামে ব্যাপক সাড়া ফেলেছেন। এতে তিনি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নতুন পদ্ধতিতে আরো ব্যাপকভাবে ফুলকপি চাষে আগ্রহ প্রকাশ করেছেন। সফল কৃষক জাহাঙ্গীর আলম বলেন, রঙিন ফুলকপি বাজারে চাহিদা বেশি। এছাড়া সাদা রঙের ফুলকপি চেয়ে হলুদ রঙের ফুলকপির দাম ও তুলনামূলকভাবে বেশি। কম জায়গায় এই জাতের ফুলকপি চাষ করা যায়। প্রথমে আমি ২ শতকে ২৫০ বীজ দিয়ে ফুলকপি চাষাবাদ শুরু করেছি।এতে লাভের মুখ দেখাতে আস্তে আস্তে বড় পরিসরে করার চেষ্টা করছি। সফল এই কৃষক এছাড়া গরু লালন পালন করেন। সীতাকুণ্ড উপজেলা কৃষি অফিসার হাবিব উল্লাহ বলেন, রঙিন ফুলকপি ও সাদা ফুলকপি উৎপাদন পদ্ধতি একই। এতে আলাদাভাবে কোন নিয়ম পালন করতে হয়না। তবে সাদা রঙের ফুলকপির চেয়ে রঙিন ফুলকপির ভিটামিন এ পরিমাণে দ্বিগুণ। আমাদের শরীরের পুষ্টির চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নতুন জাতের এই ফুলকপি। তাছাড়া চট্টগ্রামে এই জাতের ফুলকপি নতুন উৎপাদন হওয়ার কারণে সবজি ক্রেতাদের চাহিদা বেড়েছে। এই জাতের ফুলকপির বীজ জামালপুর থেকে আনা হয়। প্রকৃতপক্ষে ইউরোপীয় দেশগুলোতে এই বীজ সচরাচর পাওয়া যায়। সারা দেশে এর চাহিদা অনুযায়ী উৎপাদন ব্যাপকভাবে করতে হলে ভারত থেকে এই বীজ আমদানী করা যেতে পারে। সিনজেনটা কোম্পানির মাধ্যমে এই বীজ সংগ্রহ করা যেতে পারে। সীতাকুণ্ড উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার সুপর্ণা বড়ুয়া বলেন, আমাদের সীতাকুণ্ডে কৃষকরা সাদা ফুলকপি চাষ করে আসছেন। কিন্তু এই প্রথমবারের মতো রঙিন ফুলকপি চাষাবাদ শুরু করেছেন। সাদা ফুলকপির চেয়ে দাম বেশি হওয়ার কারণে কৃষকদের কাছে হলুদ রঙের ফুলকপির চাহিদা বেশি। কৃষক জাহাঙ্গীরের সফলতায় অভিভূত হয়ে অনেকেই রঙিন ফুলকপি চাষে আগ্রহ দেখাচ্ছে। এছাড়া ক্যান্সার প্রতিরোধে এই জাতের ফুলকপির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফুলকপি কিনতে আসা এক পাইকারী ব্যবসায়ী বলেন, এটি দেখতে ফুলের মত তরতাজা ও সুন্দর।বিষাক্ত রাসায়নিক ছাড়া এই হলুদ রঙের ফুলকপির বাজার দর দ্বিগুণ। ক্রেতাদের চাহিদা থাকায় আমরা কৃষক জাহাঙ্গীরের নিকট আসি।

আন্তর্জাতিক, জাতীয়

দুই দিনব্যাপী অনুষ্ঠিত দিল্লিতে সার্ক জার্নালিস্ট শীর্ষ সামিটে দিল্লি ঘোষণা-২০২৩

বিলেতের আয়না ডেক্স :- আন্তর্জাতিক নিউজ দুই দিনব্যাপী অনুষ্ঠিত দিল্লিতে সার্ক জার্নালিস্ট শীর্ষ সামিটে দিল্লি ঘোষণা-২০২৩ দিল্লিতে অনুষ্ঠিত সার্ক জার্নালিস্ট ফোরামের আন্তর্জাতিক জার্নালিস্ট কনফারেন্স সবাই ঐক্যবদ্ধ হয়ে সার্ক জার্নালিস্ট শীর্ষ সামিটে দিল্লি ঘোষণা-২০২৩ করা হয়। সাংবাদিকতা ও গণমাধ্যমের সার্বজনীন মূল্যবোধ, নীতি ও নীতির প্রতি সম্মান প্রদর্শন করে, গণমাধ্যমের সকল বার্তাকে কণ্ঠহীনদের কণ্ঠস্বর হিসেবে প্রচার করার জন্য আরেকটি আন্তরিক অঙ্গীকার করা এবং সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য অবিরাম অঙ্গীকার পুনরুদ্ধার করা হয়। সম্মেলনে পাসকৃত ঘোষণাপত্রের সাত দফা নিম্নরূপ। ১) সম্মেলনে সার্ক অঞ্চলের সকল সরকারকে সব দিক থেকে সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানায়। ২) সম্মেলনটি সাংবাদিকদের পেশাগত সন্তুষ্টি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সার্ক সরকারের প্রতি আহ্বান জানায়। ৩) কনভেনশনটি সকলকে সাংবাদিকদের তথ্য সংগ্রহ এবং যোগাযোগের অধিকারকে সম্মান করার জন্য আবেদন করে যা তারা প্রকাশ করতে বেছে নেয়। ৪) সম্মেলনে সার্ক অঞ্চলের সকল দেশে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে উদীয়মান গণমাধ্যম এবং সাংবাদিকতা শিল্প প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। ৫) সম্মেলনটি সার্কভুক্ত দেশগুলোর সকল কর্পোরেট সংস্থাকে মূল্যবোধ, নীতি ও নৈতিকতা নিয়ে কাজ করার আহ্বান জানায়। ৬) এই সম্মেলন সামাজিক পরিবর্তনের জন্য জনমত এবং স্বাধীনতার সাথে জাতি গঠনের চিন্তাভাবনা বিকাশের জন্য সকলের কাছে জোরালোভাবে আবেদন করে। ৭) সম্মেলন সার্কভুক্ত দেশগুলোর সকল সরকারকে এই অঞ্চলে উন্নয়ন, অগ্রগতি ও স্থিতিশীলতার জন্য স্থায়ী শান্তি বজায় রাখার আহ্বান জানায়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত কেন্দ্রীয় সরকারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী মহেন্দ্র নাথ পান্ডে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,গৌতম বুদ্ধ ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর প্রফেসর আর কে সিনহা। সম্মেলনে দক্ষিণ এশিয়ার সার্ক ভুক্ত দেশ থেকে প্রায় ২০০ এর উপরে সাংবাদিক যোগদান করেন।

জাতীয়

দেশের দুর্দিনে ছাত্রলীগের কর্মীরা সবসময় এগিয়ে এসেছে— ফজলে করিম এম.পি

বিলেতের আয়না ডেক্স :- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি দেশের দুর্দিনে ছাত্রলীগের কর্মীরা সবসময় এগিয়ে এসেছে— ফজলে করিম এম.পি বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পৌরসভা ছাত্রলীগের উদ‍্যোগে আলোচনা সভা, সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি শনিবার একেএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি। পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মনির হোসেন তালুকদার, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ। উত্তর জেলা ছাত্রলীগের নব নির্বাচিত কমিটির মোহাম্মদ সাফায়েত খান, জিয়াউদ্দীন জিয়া, মোহাম্মদ মোরশেদ, শরিফুল হক মুন্না, বেলাল হোসেন সিফাত কে সংবর্ধনা দেওয়া হয়। অতিথি ছিলেন পৌরসভার ২য় প‍্যানেল মেয়র এড. সমীর দাশগুপ্ত, কাউন্সিলর আলমগীর আলী, কাজী শওকত হাসান, জসীম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আজাদ হোসেন, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন আহমেদ, বিএম জসিম উদ্দিন হিরু, নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, রবীন্দ্রলাল চৌধুরী, তছলিম উদ্দিন চৌধুরী, হাসান মোহাম্মদ রাসেল, সারজু মোহাম্মদ নাছের, সুমন দে, জিয়াউল হক রোকন, দিপলু দে দিপু, ইমরান হোসেন ইমু, আবু ছালেক, মঈনুদ্দীন মোস্তফা, মিজানুর রহমান, ইমরান হোসেন জীবন, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ ইমন।

জাতীয়

রাউজান হলদিয়ায় গোলামুর রহমান মাইজভান্ডারী ও বার আউলিয়ার স্মরণে ওরশ শরীফ অনুষ্ঠিত

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ রবিউল হোসেন রবি রাউজান প্রতিনিধি রাউজান হলদিয়ায় গোলামুর রহমান মাইজভান্ডারী ও বার আউলিয়ার স্মরণে ওরশ শরীফ অনুষ্ঠিত খলিফায়ে গাউছুল আজম মাইজভান্ডারী হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী (বাবা ভান্ডারী) ও বার আউলিয়ার স্মরণে হলদিয়া ইউনিয়নস্থ পবিত্র অলির টিলায় ১৮তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। ৩ মাঘ ১৬ জানুয়ারি সোমবার দিনব্যাপী নানান কর্মসূচির মধ‍্যে দিয়ে বাবা ভান্ডারী ও বার আউলিয়ার আস্তানা পবিত্র অলির টিলায় মহাসমারোহে ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। ওরশ শরীফ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ কালু সওদাগর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহর সার্বিক তত্ত্বাবধানে এবং ওরশ শরীফ পরিচালনা কমিটির ব‍্যবস্থাপনায় আয়োজিত কর্মসূচির মধ‍্যে ছিল পবিত্র খতমে কোরআন,খতমে গাউছিয়া, খতমে খাজেগান, মিলাদ মাহফিল, ছেমা মাহফিল ও তবরুক বিতরণ। পরে দেশ ও জাতির কল‍্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মাধ‍্যমে ওরশ শরীফ সম্পন্ন হয়। ওরশ শরীফে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে মাইজভান্ডারী শাহজাদা সৈয়দ মোহাম্মদ রাজিবুল হাসান আল মাইজভান্ডারী, মোহাম্মদ আবুল কাশেম কালু ফকির, সাংবাদিক মাওলানা দিদারুল আলম, মাওলানা নুরুল হুদা। ওরশ শরীফ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন ওরশ শরীফ পরিচালনা কমিটির মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ জসিম, মোহাম্মদ নাছির, মোহাম্মদ জামাল, মোহাম্মদ রফিক, মোহাম্মদ লোকমান, আবু বাবুর্চি, মোহাম্মদ ইউছুপ কন্টাক্টর, ইউনুচ কোম্পানি, মোহাম্মদ আহমদ ছাফা, মোহাম্মদ মানিক, রাশেদুল আলম, হাসান মানিক, কামাল উদ্দিন, সাইদুল ইসলাম, মোহাম্মদ করিম, মোহাম্মদ নাজিম, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ আজম, মাওলানা মোহাম্মদ দিদার সহ কমিটির অন‍্যন‍্যা সদস্য ও এলাকাবাসী।

জাতীয়

মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দেয়ার জন্য কাজী ইব্রাহিমের ১ বছর ৩ মাসের জেল দন্ড।

বিলেতের আয়না ডেক্স :- মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দেয়ার জন্য কাজী ইব্রাহিমের ১ বছর ৩ মাসের জেল দন্ড। মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমকে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৬ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক একেএম জুলফিকারের আদালতে তিনি দোষ স্বীকার করেন। গ্রেফতারের পর থেকে এ পর্যন্ত কাজী মোহাম্মদ ইব্রাহিমের কারাভোগকে সাজা হিসেবে প্রদান করেছেন আদালত। সে হিসাবে তার এক বছর তিন মাস ১৯ দিনের কারাভোগের সাজা হয়। কাজী মোহাম্মদ ইব্রাহিমের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছিল। ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

Scroll to Top