জানুয়ারি ১৬, ২০২৩

জাতীয়

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দাকোপে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিলেতের আয়না ডেক্স :- মনিরুল ইসলাম মনি খুলনা জেলা প্রতিনিধি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দাকোপে বিএনপির বিক্ষোভ সমাবেশ বিএনপি সহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা-মামলা দিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না এ কথা উল্লেখ খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা মোঃ আবু হোসেন বাবু বলছেন, হাসিনা সরকারকে উৎখ্যাত করে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বিএনপি কর্মীরা রাজপথে আন্দোলন আরো জোরদার করবেন। বিরোধী দল ও ভিন্নমত দমনে অত্যাচার-নির্যাতনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সমগ্র দেশ দূনীতিতে ছেয়ে পেলেছে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। সর্ব ক্ষেত্রে দলীয়করণ করা হয়েছে। তাই আমরা ১০ দফা দাবি আদায়ে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আজ দেশের মানুষ জেগে উঠেছে। তারা আর এ সরকারকে রাষ্ট্রিয় ক্ষমতায় দেখতে চায় না। তিনি গতকাল সোমবার বিকালে দাকোপ উপজেলা,ও চালনা পৌরসভা বিএনপি আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ- সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা এ কথা বলেন। উপজেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর অসিত কুমার সাহার সভাপতিত্বে এবং চালনা পৌরসভা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফ্ফার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তৈয়বুর রহমান,চালনা পৌর বিএনপির আহবায়ত শেখ সাকিল আহম্মেদ দিলু,বিএনপি নেতা মোঃ আতাউর রহমান রুনু,আনোয়ার হোসেন আনু,দীপক সরদার, আল-আমীন সানা, শেখ শহিদুল ইসলাম, আব্দুর রউফ সরদার, তপন মন্ডল, পৌর কাউন্সিলর আইয়ুব আলী কাজী,এস এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, শেখ রফিকুল ইসলাম,রাজু আহম্মেদ, খান মনিরুল ইসলাম মনি, কৌশল্যা রায়, মোঃ শফিক মোল্লা, শেখ শামীম হাসান, অমল গোলদার, শেখ দেলোয়ার হোসেন, মসীর সাহা, আমিনুল ইসলাম বুলবুল,আব্দুর রাজ্জাক শেখ, পারুল বেগম,জয়ব্রত বিশ্বাস, হাসমত খলিফা, জাবেদ শেখ, আজিম হাওলাদার,রবিউল ইসলাম মনা, আবু তাহের শেক, সমর হালদার, কাশেম সানা, হাফিজুর রহমান,প্রসেন রায়, জি এম রুমন প্রমুখ।

আন্তর্জাতিক, জাতীয়

অক্সফামের প্রতিবেদন ।বিশ্বের দুই তৃতীয়াংশ সম্পদ এক শতাংশ ধনীদের হাতে – অক্সফাম।

বিলেতের আয়না ডেক্স :- অক্সফামের প্রতিবেদন ।বিশ্বের দুই তৃতীয়াংশ সম্পদ এক শতাংশ ধনীদের হাতে – অক্সফাম। বিশ্বে ২০২০ সালের পর নতুন করে তৈরি হওয়া ৪২ ট্রিলিয়ন ডলার সম্পদের প্রায় দুই-তৃতীয়াংশ (৬৭ শতাংশ) গেছে বিশ্বের মাত্র ১ শতাংশ শীর্ষ ধনীদের হাতে। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম ‘সারভাইভাল অব দ্য রিচেস্ট’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সোমবার সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় প্রতিবেদনটি প্রকাশিত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অক্সফামের প্রতিবেদন অনুযায়ী, মাত্র ১ শতাংশ শীর্ষ ধনীর সম্পদের পরিমাণ বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ শতাংশ মানুষের সম্পদের প্রায় দ্বিগুণ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শীর্ষ ধনীদের সম্পদের পরিমাণ প্রতিদিন ২ দশমিক ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে। অন্যদিকে, কমপক্ষে ১ দশমিক ৭ বিলিয়ন কর্মী এমন দেশে বাস করছেন যেখানে তাদের মজুরির তুলনায় মূল্যস্ফীতি বেড়েছে। অথচ বিশ্বের বিলিয়নিয়ারদের অর্ধেক এমন দেশে বাস করছেন যেখানে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের ওপর সরাসরি কোনো কর দিতে হয় না। অক্সফামের প্রতিবেদন বলছে, বিশ্বের মিলিয়নিয়ার ও বিলিয়নিয়ারদের ওপর বছরে ৫ শতাংশ কর আরোপ করলে ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার সংগ্রহ করা সম্ভব। এ পরিমাণ অর্থ বিশ্বের ২০০ কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দিতে যথেষ্ট। অক্সফাম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক গ্যাব্রিয়েলা বুচারের মতে, সাধারণ মানুষ যখন খাদ্যের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য ত্যাগ স্বীকার করছেন, তখন অতিধনীরা তাদের বুনো স্বপ্নকেও ছাড়িয়ে যাচ্ছেন। মাত্র দুই বছর পার হওয়া এই দশকটি বিলিয়নিয়ারদের জন্য সেরা দশক হতে যাচ্ছে। তিনি আরও বলেন, অতিধনী ও বড় বড় করপোরেশনের ওপর কর আরোপ করা হলে বিশ্বের চলমান অর্থনৈতিক সংকট সমাধানের দরজা খুলে যাবে। অতিধনীদের লাভের জন্য কর কাটছাঁট করে তাদের সম্পদের পরিমাণ কোনো না কোনোভাবে বাড়িয়ে তোলা হয়। অন্যদিকে সাধারণ মানুষের সম্পদ কমতে থাকে। ধনীদের এই সুবিধাজনক মিথ ভেঙে ফেলার সময় এসেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে নানা আলোচনা করেন তারা। সম্মেলন আজ সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত চলবে। এবারের সম্মেলনে ৫২ রাষ্ট্রপ্রধান এবং প্রায় ৬০০ জন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অংশ নিচ্ছেন বলে জানিয়েছে আলজাজিরা।

আন্তর্জাতিক

আফগানিস্তানের সাবেক এমপি মুরসালকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

বিলেতের আয়না ডেক্স :- আফগানিস্তানের সাবেক এমপি মুরসালকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আফগানিস্তানের সাবেক এক এমপি এবং তার বডিগার্ডকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির রাজধানী কাবুলে রোববার এই গুলির ঘটনা ঘটে। আফগান পুলিশ জানিয়েছে, নিহত ওই নারী এমপির নাম মুরসাল নাবিজাদা। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর যে অল্প কজন নারী এমপি দেশটিতে রয়ে গিয়েছিলেন তাদের একজন ৩২ বছরের মুরসাল। বিবিসি জানিয়েছে, হামলায় তার ভাই এবং আরেক বডিগার্ড আহত হন। মুরসাল আফগানিস্তানে সাহসী নারী নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছিলেন। তার সহকর্মীরা তাকে ডাকতেন ‘ফিয়ারলেস চ্যাম্পিয়ন অব আফগানিস্তান’ নামে। সুযোগ থাকা সত্যেও তিনি নিজ দেশ ছেড়ে চলে যাননি। তালেবান ক্ষমতা দখল করার পর দেশটির সকল সরকারি পদ থেকে নারীদের সরিয়ে দিয়েছে। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। সাবেক আরেক নারী এমপি মরিয়ম সোলাইমানখিল টুইটারে লিখেন, মুরসাল ছিলেন একজন সত্যিকারের সংস্কারক। তিনি যা বিশ্বাস করতেন, শত বিপদের মধ্যেও তার পক্ষে দাঁড়িয়েছেন তিনি।

আন্তর্জাতিক

যুক্তরাজ্য বিক্ষোভ দমনে নতুন আইন করার প্রস্তাব করছে।

বিলেতের আয়না ডেক্স :- যুক্তরাজ্য বিক্ষোভ দমনে নতুন আইন করার প্রস্তাব করছে। প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকার ব্রিটেনে বিক্ষোভ দমন করতে নতুন প্রস্তাব ঘোষণা করতে চলেছে। এই প্রস্তাব গুরুতর পরিস্থিতি রোধে পুলিশি পদক্ষেপের পরিধি আরও প্রশস্ত করবে। কাতারভিতিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রোববার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে সুনাক বলেন, ‘প্রতিবাদ করার অধিকার আমাদের গণতন্ত্রের একটি মৌলিক নীতি, কিন্তু তা নিরঙ্কুশ নয়। একটি ক্ষুদ্র সংখ্যালঘুর নেতৃত্বে সাধারণ মানুষের জীবনকে ব্যাহত করে এমন প্রতিবাদ আমরা মেনে নিতে পারি না। এটি গ্রহণযোগ্য নয় এবং আমরা এটি শেষ করতে যাচ্ছি।’ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকার ব্রিটেনে বিক্ষোভ দমন করতে নতুন প্রস্তাব ঘোষণা করতে চলেছে। যুক্তরাজ্যের সরকার জানিয়েছে, নতুন আইন পাশ হলে, এর অর্থ হবে পুলিশ তাড়াতাড়ি বিক্ষোভ বন্ধ করতে পারবে। সাম্প্রতিক সময়ে, সাধারণত পরিবেশগত ইস্যুতে বিক্ষোভ, সেন্ট্রাল লন্ডনের বড় অংশ বন্ধ করে দিয়েছে এবং মূল মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশকে আরও ক্ষমতা দিতে বলা হয়েছে। ব্রিটিশ সরকার এটি মোকাবেলায় ২০২২ সালে একটি আইন পাস করে। তবে তারা পাবলিক অর্ডার বিল নামে পরিচিত একটি নতুন আইন নিয়ে আরও এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। যুক্তরাজ্যের সরকার জানিয়েছে, নতুন আইন পাশ হলে, এর অর্থ হবে পুলিশ তাড়াতাড়ি বিক্ষোভ বন্ধ করতে পারবে। বিলটি গত বছর প্রকাশিত হয়েছিল এবং বর্তমানে সংসদে বিতর্কের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি নাগরিক অধিকার গোষ্ঠীগুলির কাছ থেকে ব্যাপক সমালোচনা পেয়েছে। যারা দাবি করে, এটি গণতান্ত্রিক বিরোধী এবং পুলিশকে অত্যধিক ক্ষমতা দেয়। ‘গুরুতর ব্যাঘাত’ এর আইনি সংজ্ঞা প্রসারিত করতে, পুলিশকে আরও নমনীয়তা দিতে এবং নতুন ক্ষমতা কখন ব্যবহার করা যেতে পারে সে সম্পর্কে আইনি স্পষ্টতা দিতে আইন হওয়ার আগে সরকার পাবলিক অর্ডার বিল সংশোধন করতে চায়। বিলটি গত বছর প্রকাশিত হয়েছিল এবং বর্তমানে সংসদে বিতর্কের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যদি বিলটি পাস হয়, তাহলে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করার অনুমতি দেওয়া হবে যারা একটি বিল্ডিং বা বস্তুতে নিজেদের আটকে রাখার চেষ্টা করে। এছাড়াও আদালতগুলোকে কিছু প্রতিবাদকারীদের স্বাধীনতা সীমিত করার অনুমতি দেওয়া হবে যাতে তারা গুরুতর ব্যাঘাত সৃষ্টি না করে।

আন্তর্জাতিক

বাংলাদেশকে ২০৪১সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ উচ্চ আয়ের উত্তরণে সহায়তা করবে –আই এমএফ।

বিলেতের আয়না ডেক্স :- বাংলাদেশকে ২০৪১সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ উচ্চ আয়ের উত্তরণে সহায়তা করবে –আই এমএফ। ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উত্তরণে সহায়তা অব্যাহত রাখবে আইএম এফ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও উচ্চ আয়ের দেশে উত্তরণে তাদের সহায়তা অব্যহত রাখবে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎকালে আইএমএফ-এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অন্তোনিয়েতে মোনসিও সাইয়েহ এ আশ্বাস দেন। তিনি বলেন, ‘২০৪১ সাল নাগাদ বাংলাদেশের একটি উন্নত, সমৃদ্ধ ও উচ্চ আয়ের দেশে উত্তরণের আকাঙ্ক্ষা রয়েছে এবং এটা বাস্তবায়নে আইএমএফ বাংলাদেশকে তার সহায়তা অব্যহত রাখবে। ’ মোনসিও আরও বলেন, আইএমএফ দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী এবং তিনি এই সম্পর্ককে আরো জোরদার করতে এসেছেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বেল-আউটের জন্য কোন ধরনের সহযোগিতা চায় না, বরং পূর্বপ্রস্তুতি হিসেবে বাংলাদেশ সহযোগিতা চেয়েছে। ’   প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা কোন ধরনের বেল-আউট চাই না। আমাদের এই কর্মসূচিটি বেইল-আউট নয়। ’ বৈঠকের পর প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। সূত্র ঃবাসস

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে আজ সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন

বিলেতের আয়না ডেক্স :- প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে আজ সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন। আজ সোমবার (১৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে মডেল মসজিদগুলো উদ্বোধন করেন। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আলেমরা উপস্থিত ছিলেন। মসজিদগুলোর বিষয়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান এনডিসি জানান, মডেল মসজিদগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ ওজু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে। এ ছাড়া থাকবে হজে গমনেচ্ছুদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের আগের আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামী সাংস্কৃতিক সম্মেলন কক্ষ। ইসলামী দাওয়াত, ইসলামিক বই বিক্রয়কেন্দ্র, মসজিদের সঙ্গে দেশি-বিদেশি অতিথিদের জন্য একটি বোর্ডিং সুবিধাও থাকবে। সচিব জানান, এর আগে ২০২১ সালের ১০ জুন সারা দেশে একযোগে মোট ৫৬৪টির মধ্যে ৫০টি মডেল মসজিদের প্রথম ধাপের উদ্বোধন ও করেন প্রধানমন্ত্রী শেখ

জাতীয়

ফটিকছড়িস্থ গাউছুল আজম মাইজভাণ্ডারী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বৃত্তি দিবে বিএসআরএম

বিলেতের আয়না ডেক্স :- উত্তরজেলা (চট্টগ্রাম) প্রতিনিধি ফটিকছড়িস্থ গাউছুল আজম মাইজভাণ্ডারী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বৃত্তি দিবে বিএসআরএম গাউছুল আজম মাইজভাণ্ডারী পলিটেকনিক ইনস্টিটিউটের (জিএএমপিআই) শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবে দেশের স্বনামধন্য স্টিল উপৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম। এ উপলক্ষে ১৫ জানুয়ারি রবিবার বিকেলে ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে গাউছুল আজম মাইজভাণ্ডারী পলিটেকনিক ইনস্টিটিউট এবং বিএসআরএম স্টিল মিলস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। গাউছুল আজম মাইজভাণ্ডারী পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির চেয়ারম্যান সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী এবং বিএসআরএম’র পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির পরিচালক সাবীন আমীর। এই চুক্তির আওতায় গাউছুল আজম মাইজভাণ্ডারী পলিটেকনিক ইনস্টিটিউটের আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা বৃত্তি পাবে। পাশাপাশি শিক্ষার্থীরা ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য বিএসআরএম’র বিভিন্ন প্রকল্প পরিদর্শনের সুযোগ পাবে। এসময় ভারতের খানকায়ে মোনয়েমীর সাজ্জাদানশীন ও পাটনার পাটলিপুত্রা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অরিয়েন্টাল কলেজের আরবী বিভাগের প্রধান হযরতলহাজ্ব আল্লামা ড. শাহ সৈয়দ শামিমুদ্দীন মোনয়েমী (ম.), বিএসআরএম’র কর্পোরেট সোশাল রেসপন্সিবিলিটির প্রধান তারিকুল কবির, মাইজভাণ্ডারী এডুকেশন ট্রাস্টের প্রশাসক শেখ মোহাম্মদ আলমগীর, গাউছুল আজম মাইজভাণ্ডারী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. আবদুল বাতেন সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে আগামী ১০ মাঘ (২৪ জানুয়ারি) মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এঁর ১১৭তম বার্ষিক ওরশ উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১০০০ শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে দারুল ইরফান শিক্ষা পরিবার সমাবেশ অনুষ্ঠিত হয়। মাইজভাণ্ডারী এডুকেশন ট্রাস্টের আয়োজনে এবং গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র পৃষ্ঠপোষকতায় ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই সমাবেশ। গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভারতের খানকায়ে মোনয়েমীর সাজ্জাদানশীন ও পাটনার পাটলিপুত্রা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অরিয়েন্টাল কলেজের আরবী বিভাগের প্রধান হযরতলহাজ্ব আল্লামা ড. শাহ সৈয়দ শামিমুদ্দীন মোনয়েমী (ম.)। সমাবেশে মাইজভাণ্ডার আহমদিয়া এমদাদীয়া মাদ্রাসা (দাখিল), ফোরকানিয়া মাদ্রাসা, গাউছুল আজম মাইজভাণ্ডারী হেফজখানা এবং গাউছুল আজম মাইজভাণ্ডারী পলিটেকনিক ইনস্টিটিউটের ১০০০ শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন। সমাবেশে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী এডুকেশন ট্রাস্টের প্রশাসক শেখ মোহাম্মদ আলমগীর, নানুপুর লায়লা কবির ডিগ্রী কলেজের প্রভাষক মেজবাউল আলম শৈবাল, গাউছুল আজম মাইজভাণ্ডারী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. আবদুল বাতেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। এছাড়া সন্ধ্যায় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের আয়োজনে প্রবাসী সদস্যদের পুনর্মিলনী ও তাসাউফ সংলাপ অনুষ্ঠিত হয়।

জাতীয়

হযরত খায়রুল্লাহ শাহ(মাস্টার বাবা)(কঃ)’র মোন্তাজেম নজরুল ইসলাম চৌধুরী’র ওফাত।

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি। হযরত খায়রুল্লাহ শাহ(মাস্টার বাবা)(কঃ)’র মোন্তাজেম নজরুল ইসলাম চৌধুরী’র ওফাত। হযরত খাইরুল্লাহ শাহ (মাস্টার বাবা) মহান আধ্যাত্বিক সম্রাট,শাহসুফী,মাইজভান্ডারের খলিফা,হযরত খাইরুল্লাহ শাহ,প্রকাশ মাস্টার বাবা (কঃ)’র দরবার শরীফ’র মোন্তাজেম শাহাজাদা নজরুল ইসলাম চৌধুরী’র ওফাত হয়। দীর্ঘ ২যুগ ধরে তিঁনি দরবার শরীফ’র মোন্তাজেম এর দায়িত্বে ছিলেন। আজ ববিবার ১৫জানুয়ারী সকাল সারে ৫টায় স্ট্রোকে ইন্তেকাল করেন।(ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলায়হি রাজিয়ূন।) বায়েজীদ বায়েজিদ বোস্তামী (রঃ) এর দরবারের পশ্চিমের পাহাড়, বায়েজিদ বোস্তামী,চট্টগ্রাম। শিক্ষাগত যোগ্যতা চৌকস মেধা থাকা সত্ত্বেও দুনিয়া বিমুখ হয়ে সাধারন মানুষের মতো জীবন যাপন করতেন তিনি।মৃত্যুর আগ পর্যন্ত দরবার নিয়েই সর্বদাই ছিল তার ধ্যান-জ্ঞান,চিন্তা চেতনা।কিন্তু পারিপার্শ্বিক অবস্থায় নানা কারণে ছিলেন নানাভাবে চিন্তিত জর্জরিত। দরবার প্রাঙ্গনে স্বাভাবিক অবস্থানকালে চলাচলে সুস্থ অবস্থায়। প্রাকৃতিক প্রয়োজনের টানে ঘটনাক্রমে হঠাৎ অসুস্থ হয়ে হার্টস্ট্রোক হয়।অবস্থার অবনতি হলে তৎক্ষনাৎ চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই মৃত্যু হয়। তিঁনি ছিলেন একমাত্র প্রয়াত দরবার শরীফ’র মোন্তাজেম, সজ্জাদানশীন মুনীর চৌধুরীর বড় পুত্র।ছোট পুত্র কায়সার আহমেদ চৌধুরী। তাঁর পিতার ওফাতের পর থেকে পিতার স্থলে দরবারে মোন্তাজেম পদে আসীন হয়ে সমস্ত দায় দায়িত্ব পালন করতেন।তিঁনি দীর্ঘ ২০০০সালের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত মনতাজমের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুকালে তাঁর ৬১ বছর বয়সে স্ত্রী,২ছেলে ও এক মেয়ে ও একাধিক বোন রেখে যান। উক্ত দরবারের আজ বাদআসর মরহুমের যানাজার নামাজ দরবার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এবং দরবারের পাশেই দাফন করা হবে। বহুদিন ধরে দরবারের খেদমতে শাহাজাদা নজরুল ইসলাম চৌধুরী মোন্তাজেম দায়িত্বে আসীন ছিলেন। দরবারে শাহাজাদার আকষ্মিক মৃত্যুতে দরবার প্রাঙ্গনসহ দরবারের ভক্ত অনুসরারী আশেকদের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া।যা আশেপাশের মানুষ এলাকাসহ কাছে -দুরের দেশ বিদেশের ভক্ত অনুসরী পরিচিতজনের মাঝে ছড়িয়ে পরে। আকস্মিক এই মৃত্যুর সংবাদে অবাক বিষ্মিত অনাকাঙ্ক্ষিত প্রতিফলনে স্মরণীয় ও গভীর শোক প্রকাশ করেন সবাই। হঠাৎ মৃত্যুতে নিকট আত্মীয় পরিবার আত্মীয় স্বজনরা সকলেই যেন হতভম্ব।কোনমতেই মেনে নিতে পারছে না আকস্মিক এই মৃত্যু।হঠাৎ’ই এমন মৃত্যু অবাক আশ্চর্য অবিশ্বাস্য। যা কোনমতেই ভাবতে পারছে না কেউই। মেনে নিতে পারছে না প্রিয়জন ও স্বজনরা। প্রিয়জনের মৃত্যুতে মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়েছে আকাশ বাতাস ভারী করে তুলছে শোকের আর্তনাদে।মহান আল্লাহতালা যেন মরহুমের পরিবারকে সবর ধৈর্য ধরার তৌফিক দান করুন। মরহুমের ইহকালের ও পরকালের শেফা মাগফেরাত সকলের কামনা দোয়া আশায় আকুল আবেদনে আর্জি।জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলেই মরহুমের রুহের মাগফেরাত কামনা করি। সকলের আশা আকাংঙ্কা নেক-বাসনা ও পূর্ণবান,সাধকদের মোন্তাজেমের শেষ বিদায়ে আয়োজনের সমাবেশে দরবার প্রাঙ্গন গভীর শ্রদ্ধা শোকে উচ্ছাসিত সরগরমে পালিত হয়। মরহুমের আউয়াল ও আখেরের কামিয়াবী হাসিলে ধর্ম,বর্ণ,নির্বিশেষে দলে দলে দেশ-বিদেশের সকলের প্রতি দোয়া ও দাওয়াত রইল। শোক প্রকাশ ও কৃতজ্ঞতায়- খায়রুল্লাহ শাহ মাস্টার বাবা(কঃ) দরবার শরীফ,দরবারে আউলাদবৃন্দ ও দরবারের ভক্ত আশেকবৃন্দ।দরবার প্রাঙ্গন হতে মোহাম্মদ মাসুদ। উল্লেখ্যঃ ইউসুফে সানি জামালে মোস্তফা,হাযত রওয়া, মুশকিল কোশা,ছেরাজুস ছালেকিন,রুহুল আশেকিন, সুলতানুল মোকাররেবিন,ফানাফিল্লাহ্,বাকাবিল্লাহ্,নুরুল আলম,গাউসুল আজম হযরত শাহ্সূফি সৈয়দ গোলামুর রহমান আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারী (কঃ)’র করুণাধন্য বিশিষ্ট খলিফা ফানায়ে রহমান,সাহেবে কাশফ কারামাত,সংসার ত্যাগী আধ্যাত্ম মহাপুরুষ হযরত শাহ্সূফি সৈয়দ খায়রুল্লাহ্(প্রকাশঃ-মাস্টার বাবা) মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র বার্ষিক ইয়াউমে বেছাল ওরশ শরীফ বাগেঅলি আল্লাহ দরবার শরীফে অনুষ্ঠিত হয়। প্রধান দিবস-রোজ-শুক্রবার,২৭ মহররম, ১৪৪৫হিজরি, ১৪আগষ্ট,২০২৩ইং,৩০ভাদ্র,১৪৩০বাংলা।প্রতি ২৭শে মহরম মহান পবিত্র বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত দরবার প্রাঙ্গনে।গত-২৭ মহররম,৬১তম বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হয়। এতে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতিতে দেশ বিদেশ থেকে দরবারের শত ভক্ত আশেকের উপস্থিতিতে মহাসমার হয়ে অনুষ্ঠিত হয়। খাইরুল্লাহ শাহ (মাস্টার বাবা) বাজান কেবলা এর মোন্তাজেমের ওফাতে ভক্ত আশেকবৃন্দের উপস্থিতি ও রুহানি প্রাণের মিলন মেলায় পরিনত হয়।

জাতীয়

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক সুদ বাড়ালো।

বিলেতের আয়না ডেক্স :- বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক সুদ বাড়ালো। চাহিদাজনিত মূল্যস্ফীতির চাপ প্রশমনে আবারও নীতি সুদহার বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক।‌ এবার রেপোর সুদহার পাঁচ দশমিক ৭৫ শতাংশ থেকে ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ছয় শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (১৫ জানুয়ারি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। এর আগে  কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে মুদ্রানীতি ঘোষণাকালে গভর্নর আব্দুর রউফ তালুকদার এ বিষয়ে আলোকপাত করেন। বাংলাদেশ ব্যাংক বলছে, ‘করোনার প্রভাব কাটিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম শক্তিশালী হলেও চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সাপ্লাই চেইনে সৃষ্ট সমস্যা আরও বৃদ্ধি পাওয়ায় বিশ্ব চাহিদা ও সরবরাহের মধ্যে অসামঞ্জস্যতা এখনও বিদ্যমান রয়েছে। ফলে, ২০২১ সালের শুরু থেকে বিশ্ববাজারে অধিকাংশ পণ্যমূল্য বৃদ্ধি পেয়েছে, যা এখনও পূর্বাবস্থায় ফিরে আসেনি। বিশ্ববাজারে সৃষ্ট মূল্যস্ফীতি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হওয়ার প্রেক্ষাপটে প্রত্যাশিত মূল্যস্ফীতিও বৃদ্ধি পাচ্ছে, বিধায় তা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে গত ১১ জানুয়ারি  অনুষ্ঠিত মনিটারি পলিসি কমিটি’র ৫৭তম সভার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ব্যাংকের ওভারনাইট রেপো সুদহার বিদ্যমান বার্ষিক শতকরা ৫.৭৫ ভাগ থেকে ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে শতকরা ৬ ভাগে এবং নীতি সুদহার করিডর যৌক্তিকীকরণের উদ্দেশ্যে রিভার্স রেপো সুদহার বিদ্যমান বার্ষিক শতকরা ৪ ভাগ থেকে ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে শতকরা ৪.২৫ ভাগে পুনঃনির্ধারণ করার সিদ্ধান্ত  হয়েছে। যা ১৬ জানুয়ারি থেকে কার্যকর হবে।’ এদিকে নতুন মুদ্রানীতি আসার আগেই অন্তত তিন বার নীতি সুদহার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সর্বশেষ গত সেপ্টেম্বরে রেপো সুদহার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। গত বছরের জুন মাসে ঘোষিত মুদ্রানীতি ঘোষণার সময়েও রেপো সুদহার বাড়িয়েছিল বাংলাদেশ ব্যাংক। আর  রিভার্স রেপো হার আগের চার শতাংশ থেকে চার দশমিক ২৫ শতাংশ  বাড়ানো হয়েছে। ব্যাংক রেট  চার শতাংশ ও বিশেষ রেপো হার আট দশমিক ৭৫ শতাংশ আগের জায়গাতেই রাখা হয়েছে।

জাতীয়

বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি আর ভোটার ১২ কোটি– নির্বাচন কমিশন

বিলেতের আয়না ডেক্স :- বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি আর ভোটার ১২ কোটি– নির্বাচন কমিশন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ২০২২ সালের প্রাথমিক প্রতিবেদনে দেয়া তথ্য অনুযায়ী দেশে জনসংখ্যা  ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬। এদিকে দেশে সর্বশেষ হালনাগাদ শেষে দেশে মোট ভোটার ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জনে দাঁড়িয়েছে। হালনাগাদের পূর্বে দেশে ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। হালনাগাদ কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছেন ৭৯ লাখ ৮৩ হাজার ২৭৭ জন। রোববার (১৫ জানুয়ারি) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান। ইসি সচিব বলেন, হালনাগাদে মৃত ভোটার কর্তন হয়েছে ২২ লাখ ৯ হাজার ১২৯ জন। মৃত ভোটার কর্তনের পর দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮। এদের মধ্যে পুরুষ ৬ কোটি ৩ লাখ ৮৩ হাজার ১১২। নারী ভোটার ৫ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ২০৯। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ৮৩৭ জন। গত বছরের ২০ মে থেকে ২০ নভেম্বর পর্যন্ত চার ধাপে তথ্য সংগ্রহ ও নিবন্ধনের কাজ সম্পন্ন করে ইসি। হালনাগাদের খসড়া তালিকা পূর্ব ঘোষিত সময় (১৫ জানুয়ারি) অনুযায়ী প্রকাশ করা। এটি বিভিন্ন জনবহুল স্থানে প্রকাশ্যে টানিয়ে দেওয়া হয়েছে, যেন কারো কোনো ভুল থাকলে আবেদন সংশোধনের সুযোগ পান। এক্ষেত্রে দাবি, আপত্তি বা সংশোধনের আবেদন করার শেষ সময় ৩১ জানুয়ারি। অর্থাৎ দাবি, আপত্তি বা সংশোধনের জন্য সময় থাকছে ১৬ দিন। সংশোধনকারী কর্তৃপক্ষ সেই আবেদন নিষ্পত্তি করবে ৭ ফেব্রুয়ারির মধ্যে। আবেদন নিষ্পত্তির পর হালনাগাদকৃত চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ২ মার্চ। দাবি, আপত্তি ও সংশোধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য প্রতিটি উপজেলা/থানার ভোটার এলাকার জন্য ক্ষেত্রবিশেষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা/অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা/সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার/অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার/উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি করপোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা/সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসার/অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)/ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার এবং কতিপয় বিশেষ এলাকার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)/অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা)-কে সংশোধনকারী কর্তৃপক্ষ (রিভাইজিং অথরিটি) নিয়োগ করা হয়েছে। চলমান হালনাগাদ কার্যক্রমের জন্য ব্যয় ধরা হয়েছে ১০৬ কোটি ৬৪ লাখ ৬৯ হাজার টাকা, যা আগের বারের চেয়ে ২৬ কোটি টাকা বেশি।

Scroll to Top