জানুয়ারি ১৪, ২০২৩

আন্তর্জাতিক, জাতীয়

নারী অনূর্ধ্ব -১৯ টি- ২০ ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

বিলেতের আয়না ডেক্স :- নারী অনূর্ধ্ব -১৯ টি- ২০ ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশের মেয়েদের। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে দিশা বিশ্বাসের দল। অস্ট্রেলিয়ার দেওয়া ১৩১ রানের লক্ষ্য ১২ বল হাতে রেখেই টপকে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৪০ রান করেন তিনে নামা দিলারা আক্তার। ৪২ বলে ৭ চারে ইনিংসটি সাজান এই উইকেটরক্ষক-ব্যাটার। ওপেনার আফিয়া প্রত্যাশার ব্যাট থেকে আসে ২২ বলে ২৪ রান। দুটি করে চার ও ছক্কা হাঁকান প্রত্যাশা। দলীয় ৭১ রানে প্রত্যাশার বিদায়ের পর বাকি কাজটুকু সারেন স্বর্ণা আক্তার ও সুমাইয়া আক্তার। তাদের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের বন্দরে নোঙর ফেলে বাংলাদেশ। ১৮ বলে ২ চার ও এক ছক্কায় ২৩* রান করেন স্বর্ণা। ২৫ বলে ৫ চারে সুমাইয়ার অবদান ৩১*। এর আগে টসে হেরে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ।

আন্তর্জাতিক

বাংলাদেশে দুদিনের সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

বিলেতের আয়না ডেক্স :- বাংলাদেশে দুদিনের সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় এসে পৌঁছেছেন। শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দিল্লি থেকে একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডোনাল্ড লু। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক। দুই দিনের সফরকালে ডোনাল্ড লু পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও মার্কিন দূতাবাসের কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এবং আগামী সাধারণ নির্বাচন সামনে রেখে তার এই সফরে গুরুত্বপূর্ণ বার্তা থাকতে পারে।, ডোনাল্ড লু মার্কিন পররাষ্ট্র দফতরের গুরুত্বপূর্ণ কর্মকর্তা। গত ৩০ বছর যাবৎ যুক্তরাষ্ট্র সরকারের হয়ে পররাষ্ট্র কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ডোনাল্ড লু। ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর (অ্যাসিসটেন্ট সেক্রেটারি) দায়িত্ব পান তিনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রভাবশালী এ কর্মকর্তার নাম বিশেষ আলোচনায় আসে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য থেকে। ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব হারানোর পেছনে লু’কে দায়ী করেছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং সব দলের অংশগ্রহণের বার্তা দেবেন। পাশাপাশি তিনি মানবাধিকার পরিস্থিতি, গুম, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথা বলবেন।

Scroll to Top