জানুয়ারি ১৩, ২০২৩

জাতীয়

চীনের ৯০ কোটি মানুষ করোনায় আক্রান্ত — এক সমীক্ষায় উঠে এসেছে।

বিলেতের আয়না ডেক্স :- চীনের ৯০ কোটি মানুষ করোনায় আক্রান্ত – এক সমীক্ষায় উঠে এসেছে। চীনের লুনার নিউ ইয়ারে সংক্রমণ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের ১১ জানুয়ারি পর্যন্ত চীনের ৯০ কোটি নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। পিকিং বিশ্ববিদ্যালয়ের চালানো এক সমীক্ষায় এমনটাই দেখা গেছে। ওই সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মোট জনসংখ্যার প্রায় ৬৪ শতাংশ মানুষের শরীরে এ ভাইরাস রয়েছে। এ ছাড়া দেশটির প্রদেশভিত্তিক সংক্রমণের ক্ষেত্রে মোট জনসংখ্যার ৯১ শতাংশ সংক্রমণ নিয়ে সবার শীর্ষে রয়েছে গানসু। আর ৮৪ শতাংশ সংক্রমণ নিয়ে দ্বিতীয় স্থানে ইউনান ও ৮০ শতাংশ সংক্রমণ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কিংহাই প্রদেশ। আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন এ খবর দিয়েছে। এদিকে চীনা শীর্ষ এক মহামারি বিশেষজ্ঞ সতর্ক করেছেন, আসছে চীনা লুনার নিউ ইয়ারে দেশটির গ্রামাঞ্চলে সংক্রমণ আরও বাড়বে। চীনের সেন্টার ফর ডিজেস কন্ট্রোলের সাবেক প্রধান ও মহামারি বিশেষজ্ঞ জেং গুয়াং সতর্ক করে বলেন, চীনের এই করোনা ঢেউয়ের চূড়ান্ত পর্যায় দুই থেকে তিন মাস পর্যন্ত স্থায়ী হবে বলে ধারণা করা হচ্ছে। আসছে ২৩ জানুয়ারি চীনে লুনার নিউ ইয়ার উদযাপন করা হবে। আর নিউ ইয়ার উপলক্ষে লাখ লাখ চীনারা শহর থেকে গ্রামের বাড়িতে যাচ্ছেন। কেউ কেউ মহামারি শুরুর পর এই প্রথমবার বাড়িতে যাচ্ছেন। কারণ মহামারির কারণে গত বছরগুলোতে তারা বাড়ি যেতে পারেননি সম্প্রতি ব্যাপক আন্দোলনের মুখে চীন শূন্য-কোভিড নীতি থেকে সরে আসে এবং করোনার কঠোর বিধিনিষেধ তুলে নেয়। বিধিনিষেধ তুলে নেওয়ার পর থেকে দৈনিক করোনা সংক্রমণ পরিসংখ্যান প্রকাশও বন্ধ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আর গত ৮ জানুয়ারি থেকে বিদেশিদের দেশটিতে প্রবেশের ক্ষেত্রেও বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। এদিকে বিধিনিষেধ তুলে নেওয়ার পর দেশটিতে ব্যাপকভাবে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়ে। এতে বড় বড় শহরগুলোর হাসপাতালে কোভিড রোগীতে প্রচণ্ড ভিড় তৈরি হয়। চলতি মাসের শুরুতে এক অনুষ্ঠানে বিশেষজ্ঞ জেং গুয়াং বলেছিলেন, এখন গ্রামীণ এলাকায় মনোযোগ দেওয়ার সময়। গ্রামাঞ্চলে ইতোমধ্যেই অনেক বয়স্ক, অসুস্থ ও প্রতিবন্ধী কোভিড চিকিৎসার ক্ষেত্রে পিছিয়ে পড়েছেন

জাতীয়

রুবিনা নামে একজন নারীকে গাড়িচাপা দেওয়া ঢাবির সেই শিক্ষক মারা গেছেন।

বিলেতের আয়না ডেক্স :- রুবিনা নামে একজন নারীকে গাড়িচাপা দেওয়া ঢাবির সেই শিক্ষক মারা গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়িচাপা নিয়ে নারীকে হত্যার ঘটনায় আটক বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষক মোহাম্মদ আজহার জাফর শাহ মারা গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক এই শিক্ষককে শুক্রবার (১৩ জানুয়ারি) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেকে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, জাফর শাহকে সাড়ে তিনটার দিকে ঢামেকের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত বছরের ২ ডিসেম্বর রাজধানীর শাহবাগ এলাকায় তার গাড়ির বাম্পারে আটকে রুবিনা আক্তার নামে এক নারী মারা যান। গাড়ির আটকে যাওয়ার পর ওই নারী চিৎকার দিলেও তিনি গাড়ি না থামিয়ে উল্টো গাড়ির গতি বাড়িয়ে প্রায় ১ কিলোমিটার টেনে নিয়ে যান রুবিনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধাওয়া করে নীলক্ষেত মোড়ের কাছে গাড়িটি থামান। কিন্তু তার আগেই নিভে যায় রুবিনার জীবনপ্রদীপ। এরপর আশাপাশে থাকা লোকজন ওই শিক্ষককে বেধড়ক পেটালো তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কারাগারে নেওয়া হলে সেখানে আজ তার মৃত্যু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ছিলেন আজহার জাফর শাহ। ২০০৭ সালে শিক্ষার্থীরা তার বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ দেয় কর্তৃপক্ষের কাছে। বিভিন্ন সময় পরীক্ষায় নম্বর দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগও উঠে তার বিরুদ্ধে। এমনকি ব্যক্তিগত ক্ষোভের জেরে একসঙ্গে ৮০ শিক্ষার্থীকে ‘শূন্য’ দেওয়া ছাড়াও নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত কমিটি করা হয় এবং জাফর শাহকে কারণ দর্শাতে বলা হয়। কিন্তু তিনি আত্মপক্ষ সমর্থন করেননি, নোটিশেরও জবাব দেননি। তাকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হলেও শর্ত পূরণ করতে না পারায় পুনরায় সহকারী অধ্যাপক পদে পদাবনতি দেওয়া হয়। দশ বছর পর ২০১৭ সালের ২৭ এপ্রিল সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী জাফর শাহকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।

জাতীয়

সংসদ উপনেতা নির্বাচিত হওয়ার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে মতিয়া চৌধুরী।

বিলেতের আয়না ডেক্স :- সংসদ উপনেতা নির্বাচিত হওয়ার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে মতিয়া চৌধুরী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের সংসদীয় উপনেতা মতিয়া চৌধুরী এমপি। আজ সকাল ১১টায় ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শ্রদ্ধা জানানোর সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী। শ্রদ্ধা জানানো শেষে মতিয়া চৌধুরী বলেন, সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।

জাতীয়

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় লাখ লাখ মুসল্লির জুমার নামাজ আদায়।

বিলেতের আয়না ডেক্স :- টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় লাখ লাখ মুসল্লির জুমার নামাজ আদায়। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব চলছে। আজ শুক্রবার বিশ্ব ইজতেমার ময়দানে দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে শুরু হয় জুমার নামাজ। এদিকে ইজতেমার মাঠ মুসল্লিদের দ্বারা পরিপূর্ণ হয়ে যাওয়ায় তুরাগ পাড়ে ময়দানের চারপাশের রাস্তায় দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। আব্দুল্লাহপুর থেকে টঙ্গী হয়ে স্টেশন, মিলগেট পর্যন্ত সড়কে মুসল্লিদের ঢল নামে। তারা ময়দানে জায়গা না পয়ে সড়কেই জুমার নামাজ আদায় করেন। ইজতেমায় জুমার নামাজে ইমামতি করেন তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বী মাওলানা জুবায়ের। এতে অংশ নেন দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। আজ টঙ্গীর তুরাগের তীরে ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয় দেশের বৃহৎ জুমার নামাজ। শুক্রবার বাদ ফজর বাংলাদেশের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমার আজকের দিনের কার্যক্রম। ইতোমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন। আজ জুমার নামাজে অংশ নিতে আশপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষ ইজতেমা ময়দানে আসেন। বাদ জুমা ইজতেমায় বয়ান করবেন মাওলানা ইসমাইল, বাদ আছর মাওলানা জুবায়ের এবং বাদ মাগরিব মাওলানা আহামদ ও ওমর ফারুক।

জাতীয়

গাউছুল আজম মাইজভাণ্ডারীর ১১৭তম বার্ষিক ওরশ উপলক্ষে ১০দিনব্যাপী কর্মসূচি

বিলেতের আয়না ডেক্স :- উত্তরজেলা (চট্টগ্রাম) প্রতিনিধি গাউছুল আজম মাইজভাণ্ডারীর ১১৭তম বার্ষিক ওরশ উপলক্ষে ১০দিনব্যাপী কর্মসূচি আগামি ১০ মাঘ ২৪ জানুয়ারি মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এঁর ১১৭তম বার্ষিক ওরশ উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র আয়োজন ও ব্যবস্থাপনায় এবং নায়েব সাজ্জাদানশীন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)’র সার্বিক তত্ত্বাবধানে ১৩ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত এসব কর্মসূচি পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে: ১৩ জানুয়ারি ফ্রি মেডিকেল ক্যাম্প ও টেলিমেডিসিন সেবা প্রদান; ১৫ জানুয়ারি দারুল ইরফান শিক্ষা পরিবার সমাবেশ এবং প্রবাসী সদস্যদের পুনর্মিলনী ও তাসাউফ সংলাপ; ১৬ জানুয়ারি শিক্ষা উৎসব ২০২৩, বিজ্ঞান প্রযুক্তি মেলা ও বিজ্ঞান বক্তৃতা এবং বিজ্ঞান অলিম্পিয়াড; ১৭ জানুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবে গাউছিয়ত নীতি স্মারক গ্রন্থ প্রকাশ, ছোটদের সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী বই প্রকাশ, আল বয়ান লিমা ইউশগিলুল আযহান বাংলা প্রকাশ, বেলায়েতে মোতলাকা ইংরেজী ভার্সন প্রকাশ, জ্ঞানের আলো প্রকাশ ও সকল বইয়ের ই-ভার্সন প্রকাশ; ১৮ জানুয়ারি ক্লীন এন্ড গ্রীন কর্মসূচী ও খলিফায়ে গাউছুল আজম ও অন্যান্য দরবারের আওলাদগণের উপস্থিতিতে তাসাউফ সংলাপ; ১৯ জানুয়ারি রক্তদান কর্মসূচি, ব্লাড ডোনার্স পুনর্মিলনী ও সেমিনার; ২১ জানুয়ারি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ; ২২ জানুয়ারি শিক্ষক সমাবেশ ও সানডে ইনভাইটেড টক; ২৩ জানুয়ারি হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারীর (ক.) এঁর মাজার শরীফে গিলাফ চড়ানো, মিলাদ, তাওয়াল্লোদে গাউছিয়া, জিকির ও মোনাজাত এবং ২৪ জানুয়ারি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী সম্বলিত জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা সমূহে ক্রোড়পত্র প্রকাশ, মিলাদ, তাওয়াল্লোদে গাউছিয়া, জিকির ও আখেরী মোনাজাত। ১৫ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি প্রতিদিন বাদে মাগরিব থেকে অনুষ্ঠিত হবে পবিত্র খতমে কোরআন শরীফ, হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারী (কঃ) এঁর জীবন, কর্ম শিক্ষা ও তাসাউফ ভিত্তিক আলোচনা ও মাইজভাণ্ডারী ছেমা মাহফিল এবং জ্ঞান ভাণ্ডার পাঠাগারের কুইজ প্রতিযোগিতার বিজয়ী সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এছাড়াও ১০ দিন ব্যাপী চলবে ডিআইআরআই আন্তর্জাতিক ফটো এওয়ার্ড প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য থেকে নির্বাচিত ছবি প্রদর্শনী। গাউছুল আজম মাইজভাণ্ডারীর ১১৭তম ওরশ উদযাপন উপলক্ষে ভক্তদের নিরাপত্তা বিধান এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ছাড়াও সাদা পোশাকে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিবছরের মতো এ বছরও ওরশে বাংলাদেশের বিভিন্ন এলাকা ছাড়াও ভারত, মিয়ানমার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কাতার, কুয়েত, চায়না, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ওমানসহ নানা দেশ থেকে অসংখ্য ভক্ত-অনুরক্ত অংশ নেবেন। এছাড়া মাইজভাণ্ডার ওরশ শরীফ সুপারভিশন কমিটির উদ্যোগে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ও ভিডিও চিত্র ধারনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন স্থানে প্রয়োজনীয় গাড়ি পার্কিংসহ মেহমানদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে থাকা, সময়মতো জামাত সহকারে নামাজ আদায়, বিশুদ্ধ পানীয় জল, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, আলোকসজ্জা, এবং প্রয়োজনীয় ওষুধসহ বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থা করা হয়েছে। গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)’র সার্বিক তত্ত্বাবধানে মাইজভাণ্ডার ওরশ শরীফ সুপারভিশন কমিটির বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক ও মাইজভাণ্ডারী স্পেশাল ফোর্স (এমএসএফ) দায়িত্ব পালন করবে।

জাতীয়

পদ্মা অয়েল কোম্পানি লিঃ এর অধীন এলজে জেটির মূল গেইটের সামনে একজন অজ্ঞাতনামা ব্যাক্তির লাশ পাওয়া যায়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ পুলিশ কমিশনারের কার্যালয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ চট্টগ্রাম। সম্পাদক/ব্যুরো চীফ, দৈনিক…………. তারিখঃ ১২/০১/২০২৩ খ্রিঃ প্রেস বিজ্ঞপ্তিঃ গত ০৬/০১/২০২৩ খ্রিঃ তারিখ সিএমপির ইপিজেড থানাধীন পদ্মা অয়েল কোম্পানি লিঃ এর অধীন এলজে জেটির মূল গেইটের সামনে এয়ারপোর্ট থেকে সিমেন্টক্রসিংগামী পাকা রাস্তার উপর একজন অজ্ঞাতনামা ব্যাক্তির লাশ পাওয়া যায়। যার বয়স অনুমান ৬০ বছর, গায়ের রঙ শ্যামলা, উচ্চতা অনুমান ৫ ফুট ২ ইঞ্চি, মাথার চুল কালো, দাঁড়ি হালকা পাকা ও লম্বা। তার পা থেঁতলানো ও তাতে হাড়ভাঙ্গা জখম রয়েছে এবং প্রাথমিকভাবে তাকে মুসলিম হিসেবে শনাক্ত করা হয়েছে। কোন সুহৃদ ব্যক্তি উক্ত ব্যাক্তির পরিচয় নিশ্চিত হলে তাঁকে সিএমপির ইপিজেড থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের নম্বরঃ এস আই আশীষ কুমার দে-01815-484748 ডিউটি অফিসার – 01320052926

জাতীয়

শুক্রবার চট্টগ্রামে অধ্যাপক নূরুল ইসলাম হেলালী স্মারক বক্তৃতা

বিলেতের আয়না ডেক্স :- শুক্রবার চট্টগ্রামে অধ্যাপক নূরুল ইসলাম হেলালী স্মারক বক্তৃতা অধ্যাপক নূরুল ইসলাম হেলালী স্মারক বক্তৃতা-২০২৩ শীর্ষক অনুষ্ঠান শুক্রবার (১৩ জানুয়ারী) বিকাল চারটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হবে।’ বাঙলাদেশ লেখক শিবির চট্টগ্রাম জেলা এ অনুষ্ঠানের আয়োজন করছে। এবারের বক্তৃতায় ‘মূকাভিনয়: সমাজ ও রাজনীতি’ – শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্যান্টোমাইম মুভমেন্টের সভাপতি মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজন। প্রবন্ধের উপর আলোচনা করবেন বাঙলাদেশ লেখক শিবির কেন্দ্রীয় কমিটির সদস অরূপ বড়ুয়া ও নাট্য গবেষক মো. কামরুল হাসান খান। উল্লেখ্য, অধ্যাপক নূরুল ইসলাম হেলালী ১৯৩৩ সালে কক্সবাজার জেলার রামুতে জন্ম নেন। শিক্ষা জীবন শেষে তিনি অধ্যাপনা শুরু করেন। তবে সার্বক্ষণিক রাজনীতির জন্য অধ্যাপনা ছেড়ে দেন। এরপর থেকে একটানা শ্রমিক সংগঠন গড়ে তোলার কাজে ব্যস্ত থাকেন। ৮০’র দশকের শেষে তিনি বাঙলাদেশ লেখক শিবিরের সাথে সম্পৃক্ত হন ও জীবনের শেষ দিন পর্যন্ত লেখক শিবিরের সাথেই যুক্ত থাকেন। সাম্রাজ্যবাদ বিরোধী ও সাম্যবাদ প্রতিষ্ঠার লড়াইয়ে নূরুল ইসলাম হেলালী ছিলেন একজন অগ্রগামী নেতা ও সংগঠক।

জাতীয়

সীতাকুণ্ডে শিবচতুর্দ্দশী ও দোলপূর্ণিমা মেলা উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বিলেতের আয়না ডেক্স :- আবদুল মামুন, সীতাকুণ্ড প্রতিনিধি সীতাকুণ্ডে শিবচতুর্দ্দশী ও দোলপূর্ণিমা মেলা উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত চট্টগ্রামের সীতাকুণ্ডে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শিবচতুর্দ্দশী ও দোলপূর্ণিমা মেলা ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারী ২০২৩ ইং শিব চতুর্দ্দশী মেলা এবং ০৬ ও ০৭ মার্চ ২০২৩ ইং দোল পূর্ণিমা মেলা উপলক্ষে কার্যনির্বাহী কমিটির প্রস্ততিমুলক সভা করা হয়। মেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড মেডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তোফায়েল আহমেদ, সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন অফিসার নুরুল আলম দুলাল, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব এর সভাপতি মুহাম্মদ ইউসুফ খাঁন, মেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী যুক্ত বাবু বাবুল শর্মা, সীতাকুণ্ড বাজার কমিটির সভাপতি রেজাউল করিম বাহার, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, মেলা কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দে দুলু, পৌর কাউন্সিলর দিদারুল আলম এ্যাপোলো, উপজেলার আনসার ভিডিপির কমান্ডিং অফিসার ফেরদৌস আরাসহ সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দরা। এসময় বক্তারা বলেন, পৌরসভার বিভিন্ন এলাকার কয়েকটি রাস্তার সংস্কারের কথা তুলে ধরেন এবং আমাদের বড় ধর্মীয় অনুষ্ঠান শিব চতুর্দ্দশী মেলা সুন্দরভাবে পালনে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। মেলা চলাকালীন সময় সবধরনের সহযোগিতা চান মেলা কমিটির নেতারা। এই মেলায় আয়োজকরা ধারণা করছেন ১৫ লাখ দর্শণার্থীর আগমন ঘটবে। দেশের বিভিন্ন স্থান থেকে সীতাকুণ্ডে পুণ্যার্থী বহনকারী এক হাজারের অধিক বাস আসবে বলে ধারণা করছেন।

Scroll to Top