জানুয়ারি ৮, ২০২৩

জাতীয়

– ‘বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ম্যুরালে অন্য কারও ছবি নয়–হাইকোর্ট।

বিলেতের আয়না ডেক্স :- ‘বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ম্যুরালে অন্য কারও ছবি নয়–হাইকোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরালে অন্য কেউ তাদের ছবি সংযুক্ত করতে পারবে না বলে জানিয়েছেন হাইকোর্ট। রবিবার (৮ জানুয়ারি) বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। জানা যায়, সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারিভাবে নির্মিত ম্যুরালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির নীচে স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এবং তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকনের ছবি যুক্ত করা হয়। এমন ঘটনায় উষ্মা প্রকাশ করে হাইকোর্ট বলেছে, এটা তো গুরুতর অসদাচরণ। একইসঙ্গে ম্যুরালের মূল নকশা অপরিবর্তিত রেখে সাত দিনের মধ্যে সংযুক্ত ওই দুই জনের ছবি অপসারণ করতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আদালত। এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই ম্যুরালের নকশায় একপাশে বঙ্গবন্ধু ও আরেকপাশে কেবল শেখ হাসিনার ছবি রয়েছে। কিন্তু সেখানে অনুমতি ছাড়াই এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকনের ছবি যুক্ত করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশের ৬১টি জেলা পরিষদ কমপ্লেক্সের ছবির ভিত্তিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ এর ম্যুরাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক এডিপির অর্থায়নে সুনামগঞ্জের মধ্যনগর ব্রীজ সংলগ্ন এলাকায় এই ম্যুরাল নির্মাণ করা হয়।

সাম্প্রতিক

সুনামগঞ্জের জগন্নাথপুরের একটি বাড়ি থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার: পুলিশ

বিলেতের আয়না ডেক্স :- সুনামগঞ্জের জগন্নাথপুরের একটি বাড়ি থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার: পুলিশ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি বাড়িতে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সুনামগঞ্জ জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উপজেলার দীঘলবাক গ্রামে আখলাকুর রহমানের মালিকানাধীন একটি বাড়িতে অভিযান চালানো হয়, যা সকাল ১০টায় আইনশৃঙ্খলা বাহিনী ঘেরাও করে রাখে। আজ বিকেলে অভিযান শেষ হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার জগন্নাথপুর থানার এএসআই মোহাম্মদ নুরে আলম সিদ্দিক আখলাকুরের ছেলে আফজাল হোসেনের বিরুদ্ধে সমন আদেশ নিয়ে ওই বাড়িতে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে আফজাল বাড়ি থেকে পালিয়ে যায়। বাড়িতে তল্লাশির সময় এএসআই ঘরের মধ্যে কিছু ইলেকট্রনিক ডিভাইস এবং সাদা পাউডার পান। বিবৃতিতে বলা হয়, তথ্যের ভিত্তিতে বোমা ডিসপোজাল ইউনিট, স্পেশাল অ্যাকশন গ্রুপ, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং অ্যান্টি-টেরোরিজম ইউনিট যৌথ অভিযান শুরু করে। অভিযানের সময় বাড়ি থেকে বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ উপকরণ, কিছু বিস্ফোরক পাউডার এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে, প্রেস বিজ্ঞপ্তিতে যোগ করা হয়েছে। অভিযান চলাকালে কাউকে গ্রেফতার করা হয়নি। এ ব্যাপারে একটি মামলা চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জাতীয়

এই বছর (২০২৩)হজ্বে যেতে পারবেন ১ লক্ষ ২৭ হাজার ১৯৮জন।

বিলেতের আয়না ডেক্স :- এই বছর (২০২৩)হজ্বে যেতে পারবেন ১ লক্ষ ২৭ হাজার ১৯৮জন। চলতি বছর বাংলাদেশের হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। আজ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ২০০৯ সালে হজযাত্রীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৬২৮ যা ২০১৯ সালে বেড়ে হয় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন; কিন্তু করোনা পরিস্থিতির কারণে ২০২২ সালে হজযাত্রীর সংখ্যা কমে দাঁড়ায় ৬০ হাজার ১৪৬ জন। হজ্ব করতে পুরুষ অভিভাবক লাগবে না সৌদি নারীদের তিনি বলেন, চলতি বছরে হজযাত্রীর সম্ভাব্য কোটা বেড়ে হচ্ছে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন; যা ২০০৯ এর তুলনায় ১৪৮ শতাংশ বেড়েছে; এটা সরকারের সাফল্যের একটি মাইলফলক

জাতীয়

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও স্হায়ী কমিটির সদস্য আব্বাসের জামিন বহাল।

বিলেতের আয়না ডেক্স :- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও স্হায়ী কমিটির সদস্য আব্বাসের জামিন বহাল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ আদেশ দিয়েছেন। একই সঙ্গে হাইকোর্টে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। মির্জা ফখরুল ইসলাম ও মির্জা আব্বাসের আইনজীবীরাও উপস্থিত ছিলেন শুনানির জন্য। ৩ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে আদেশ দেন। একই সঙ্গে কেন তাদের স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুলও জারি করেন আদালত। এরপর তাদের জামিন স্থগিত চেয়ে বুধবার (৪ জানুয়ারি) সকালে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত জামিন স্থগিত করে রোববার (৮ জানুয়ারি) শুনানির জন্য দিন ধার্য করেন। গত ৮ ডিসেম্বর দিনগত রাতে নিজ বাসা থেকে ফখরুল ও আব্বাসকে আটক করে ডিবি পুলিশ। পরদিন (৯ ডিসেম্বর) পুলিশ তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেফতার বিএনপি নেতাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সেদিন থেকে তারা কারাগারেই রয়েছেন।

জাতীয়

ভালো মানুষ রাজনীতিতে আসতে চান না — ওবায়দুল কাদের।.

বিলেতের আয়না ডেক্স :- ভালো মানুষ রাজনীতিতে আসতে চান না — ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভালো মানুষ রাজনীতিতে আসতে চান না।কারণ তাদের জন্য আমরা রাজনীতিকে উপযুক্ত পরিবেশ তৈরী করতে পারিনি। আর্দশও চরিত্রবানদের রাজনীতিতে নিয়ে আসতে হবে। চরিত্রবানরা রাজনীতিতে না এলে রাজনীতি খারাপ হয়ে যাবে। পরিবেশ নষ্ট হবে। দেশের ক্ষতি হবে। রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকা প্রয়োজন। রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টির (জেপি) ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিবেশনটি রমনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগে টানা তিনবার কেউ সাধারণ সম্পাদক হতে পারেননি। এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। ওপরে আল্লাহ আর নিচে শেখ হাসিনার কল্যাণে ও পরম মমতায়। এ সময় জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে ১৪ দলের জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, ওয়ার্কাস পাটির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, গণতান্ত্রিক পাটির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান প্রমুখ উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের বলেন, আমরা নষ্ট রাজনীতির কাছে বারবার আত্মসমর্পণ করি। নষ্ট রাজনীতি নষ্ট মানুষের জন্ম দেয়। নষ্ট রাজনীতিবিদের জন্ম দেয়। নষ্ট রাজনীতিকরা নষ্ট রাজনীতিকে বাঁচিয়ে রাখে। বাংলাদেশের অবস্থা হয়েছে ঠিক তাই। এজন্য তো আমরা মুক্তিযুদ্ধ করিনি। যে লক্ষ্যে মুক্তিযুদ্ধ সেই বাংলাদেশ কি আমরা রাখতে পেরেছি? ‘আজ রাজনীতিতে ভালো মানুষ আসতে চান না। আমরা রাজনীতিকরা রাজনীতিকে ভালো মানুষের জন্য আকর্ষণীয় করে তুলতে পারিনি। ভালো মানুষেরা, শিক্ষিত মানুষেরা, সৎ মানুষেরা রাজনীতির ধারে কাছে আসতে চান না। এই ব্যর্থতার দায় আমাদের স্বীকার করতেই হবে। একই অবস্থা আমাদের ছাত্ররাজনীতির। এটি সুনামের ধারায় আসতে পারেনি।’ সেতুমন্ত্রী বলেন, খারাপ লোকদের কাছে রাজনীতি গেলে দেশটা খারাপ হয়ে যাবে। খারাপ লোকের কাছে রাজনীতি থাকলে তারা এমপি হবে, মন্ত্রী হবে, দেশ চালাবে। ভালো লোকদের রাজনীতিতে আনতে হবে। সৎ লোকদের আনতে হবে। মেধাবীদের রাজনীতিতে আনতে হবে। তা না হলে রাজনীতি মেধাশূন্য হয়ে যাবে। চরিত্রবানদের রাজনীতিতে নিয়ে আসতে হবে। তা না হলে রাজনীতি চরিত্রহীন হয়ে যাবে। ‘বাংলাদেশকে বাঁচাতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হবে। বাংলাদেশকে বাঁচাতে হলে গণতন্ত্রকে বাঁচাতে হবে।’ ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার পর তিন তিনবার কেউ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে পারেননি। যেটা আমার ভাগ্যে জুটেছে। আল্লাহর রহমত আর শেখ হাসিনার উছিলায়। আমার ১৭ বছরের মন্ত্রিত্ব, এটাও বিরল সৌভাগ্যের ব্যাপার। তিনবারের সাধারণ সম্পাদক সৌভাগ্যের ব্যাপার। উপরে আল্লাহ, নিচে শেখ হাসিনা; এত দূর পর্যন্ত আমাদের নিয়ে এসেছেন। এটা অস্বীকার করলে আমার অস্তিত্বকে অস্বীকার করা হবে। এটাই বাস্তবতা। ‘পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, কোনো হত্যাকাণ্ডে অবলা নারী, অবলা শিশু, অন্তঃসত্ত্বা নারীকে টার্গেট করা হয়নি, যেটা হয়েছিল ১৯৭৫-এ। সেই হত্যাকাণ্ডের পর বাংলাদেশ উল্টোপথে যাত্রা শুরু করল। বিপ্লবের বিরুদ্ধে প্রতিবিপ্লব হয়ে গেল। গণতন্ত্র শৃঙ্খলিত হলো।’

জাতীয়

আওয়ামী লীগের ৮ বিভাগে সাংগঠনিক ও যুগ্ম সম্পাদকের দায়িত্ব বন্টন।

বিলেতের আয়না ডেক্স :- আওয়ামী লীগের ৮ বিভাগে সাংগঠনিক ও যুগ্ম সম্পাদকের দায়িত্ব বন্টন। আওয়ামী লীগের ৮ বিভাগের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। রবিবার (৮ জানুয়ারি) দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের যুগ্মসাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব বন্টন করেছেন। তবে দায়িত্বে তেমন পরিবর্তন আসেনি। অর্থাৎ ২১তম সম্মেলনে যাদের যে বিভাগে দায়িত্ব ছিলো, ২২তম সম্মেলনের মাধ্যমে নির্বাচিত হওয়া নেতাদের দায়িত্ব একই বিভাগে হয়েছে। সে হিসেবে চার যুগ্ম সাধারণ সম্পাদকের মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের দায়িত্ব পেয়েছেন ড. হাছান মাহমুদ। মাহবুব-উল-আলম হানিফ পেয়েছেন সিলেট ও চট্টগ্রাম বিভাগের দায়িত্ব। আ ফ ম বাহাউদ্দিন নাছিম দলের হয়ে পালন করবেন খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব। আর ডা. দীপু মণি পেয়েছেন ঢাকা ও ময়মনসিংহ বিভাগ। দলটির আট সাংগঠনিক সম্পাদকের মধ্যে আহমদ হোসেন সিলেট বিভাগ, বিএম মোজাম্মেল হক খুলনা, আবু সাঈদ আল মাহমুদ স্বপন চট্টগ্রাম, এসএম কামাল হোসেন রাজশাহী, মির্জা আজম ঢাকা, অ্যাডভোকেট আফজাল হোসেন বরিশাল, শফিউল আলম চৌধুরী নাদেল ময়মনসিংহ ও সুজিত রায় নন্দী রংপুর দায়িত্ব পেয়েছেন। সিলেট এর আগে সাবেক সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক দায়িত্বে ছিলেন। তবে ২২তম সম্মেলনে তিনি সাংগঠনিক পদ থেকে বাদ পড়েন। তার স্থানে সুজিত রায় নন্দী সাংগঠনিক দায়িত্ব পান।

জাতীয়

বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট অজয় পাল আর নেই।

বিলেতের আয়না ডেক্স :- বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট অজয় পাল আর নেই। বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা ও কলমসৈনিক অজয় পাল চিকিৎসাধীন অবস্থায় পরপারে চলে গেছেন।তিনি গত বুধবার ব্রেইন ষ্টোক করে রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীনছিলেন। আজ সন্ধ্যা ৮.৩০ মিনিটের সময় চিরবিদায় নিলেন ।তাঁর মৃত্যু সংবাদ শুনে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে স্ত্রী দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় বন্ধু বান্ধব স্বজন রেখে গেছেন।তিনি পাঁচ দশকের উপর লেখা লেখি ও সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে সাংবাদিকতা করেছেন।অনেকবার শ্রেষ্ট পুরস্কার ও পেয়েছেন।জাতীয় দৈনিকদের মধ্যে দৈনিক বাংলার বাণী, বাংলা বাজার, সংবাদ, দে-শ বাংলাসহ সিলেটের সাপ্তাহিক যুগভেরী,সিলেট সমাচার, সিলেট ধ্বনী ও দেশ বাংলা পত্রিকায়।সাংবাদিকতার পাশাপাশি ছড়া সাহিত্য লিখে গেছেন। গান রচনা ও করেছেন।তাঁর গানের লেখায় অনেক খ্যাতিমান শিল্পীরা গান পরিবেশ করেছেন ।তিনি অত্যন্ত শক্তিশালী লেখক ছিলেন। তিনি অত্যন্ত অমায়িক বন্ধুবাৎসল ভালো মনের একজন অসাধারণ মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে হাওয়া টিভি পরিবার গভীর শোক প্রকাশ করছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে এবং তাঁর আত্মার শান্তি কামনা করছে।লন্ডন তাঁর শেষ অন্তেষ্টিক্রিয়া হবে।

Scroll to Top